রূপ চর্চার সহজ প্যাক তৈরী করুন বাড়ীতে বসে || 10% to @shy-fox
হ্যালো বন্ধুরা,
আমি তানিয়া আক্তার, ঢাকা-বাংলাদেশ হতে রূপ চর্চার একটি সহজ প্যাক নিয়ে আসছি আপনাদের সামনে।
রূপ চর্চার ব্যাপারে আমি খুব বেশী সচেতন না হলেও মোটামোটি নিজেকে এবং নিজের স্কিনকে ঠিক রাখার ব্যাপারে যথেষ্ট আন্তরিক। আমি এর আগে নিম পাতা এবং মধুর সাথে ডিমের ব্যবহারের বিষয়টি উপস্থাপন করেছিলাম। আমি কলেজ জীবনে সহপাঠীদের নিকট এই সব বিষয়ে অনেক কিছু শিখেছিলাম, যার কিছু কিছু বাড়ীতে চেষ্টা করেছি পরবর্তী সময়ে। আমি এখনো মাঝে মাঝে এগুলো প্যাক হিসেবে ব্যবহার করি। কারন আমার এক সহপাঠী বন্ধুর মুখের স্কিন নষ্ট হয়েছে, পার্লার এর কর্মীদের অসতর্কতা ও ভুলের কারনে।
সেটা নিয়ে অনেক কিছু হয়েছে কিন্তু তার স্কিন আর আগের অবস্থায় ফিরে আসে নাই। আমি মাঝে মাঝে প্রয়োজনে পার্লারে যাই কিন্তু তারপরও নিজের স্কিন এর ব্যাপারে সচেতন থাকার চেষ্টা করি। এই জন্য মাঝে মধ্যে বাড়ীতে প্যাক তৈরী করি এবং নিজে নিজেই তা ব্যবহার করি। এখনো পর্যন্ত ব্যবহার করা এই প্যাকগুলো আমাকে নিরাশ করে নাই। তাই আজকে এই রকম একটি প্যাক আপনাদের সাথে শেয়ার করে নিবো।
আপনারা যদি চান তাহলে বাড়ীতে বসে এই প্যাকটি তৈরী করতে পারবেন। এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই। অন্যান্য মেডিসিনের মতো এগুলো না, এগুলো প্রাকৃতিক উপাদান। এই জন্য এগুলোর হতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার ভয় নেই আপনাদের। আমিতো নিয়মিত ব্যবহার করতেছি। আমি নিশ্চিত হয়ে তবেই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এই রকম সহজ অনেক প্রাকৃতিক প্যাক রয়েছে, যেগুলো আমরা বাড়ীতে বসেই তৈরী করতে পারবো এবং নিজেদের স্কিন এর যত্ন নিতে পারবো।
আমাদের মুখের লাবন্য এবং উজ্জ্বলতার ভাব ধরে রাখার জন্য এই প্যাকটি সুন্দর কাজ করে। কিভাবে বুঝলাম, আমার এক সহপাঠী এখনো এটা নিয়মিত ব্যবহার করেন, প্রতি সপ্তাহে দুইবার। কিন্তু আমি এতো বেশী ব্যবহার করি না। তবে অন্তত মাসে একবার চেষ্টা করি। দেখুন প্যাকটি কিভাবে তৈরী করতে হয়।
উপকরণঃ
- কাঁচা হলুদ
- চালের গুড়া
- মধু
- দুধ
- বেসন
- লেবু
প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১
কাঁচা হলুদগুলোকে আগে পরিস্কার করে ছিলে নিয়েছি, তারপর হামান দিস্তা দিয়ে কাঁচা হলুদগুলোকে পেষ্ট করেছি।
ধাপ-২
বাকী উপাদানগুলোর মিশ্রণ করেছি, চালের গুড়া, বেসন, দুধ, লেবু ও মধুর দিয়ে।
ধাপ-৩
পরের ধাপে উভয় পেষ্টকে একত্রে মিশিয়েছি যার ফলে সুন্দর একটি পেষ্ট তৈরী হয়েছে এবং প্যাক তৈরীর হয়ে গেছে।
ধাপ-৪
এখন ব্যবহার করার সময়, এভাবে আপনার মুখে মাখিয়ে কমপক্ষে ত্রিশ মিনিট রাখতে হবে এবং তারপর ধুয়ে ফেলতে হবে। এভাবে ব্যবহার করে নিজে ফলাফল যাচাই করে দেখুন।
প্রাকৃতির উপাদান সমূহের মাঝে রয়েছে আমাদের জন্য চমৎকার উপকারিতা, এগুলোর জন্য খুব বেশী সময় ব্যয় করতে হয় না কিন্তু ফলাফল পাওয়া যায় দ্রুত। এই প্যাকটি ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন, প্রাকৃতিক উপাদানসমূহ কত ভালো কাজ করে।
ফটোগ্রাফি ডিভাইস: রেডমি এসটু স্মার্টফোন।
ধন্যবাদ।

Follow Me On Other Sides
অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আপু। প্রকৃতির কাছে থেকেই আমরা সব কিছুই পাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
ধন্যবাদ ভাইয়া, এটা সত্য কথা।
আপু ছেলেদের জন্য শর্টকাট কিছু একটা আইডিয়া দেবেন প্লীজ,,,,,,, 🙏😊😀
ভাইয়া এটা আপনারাও ব্যবহার করতে পারবেন।
বাহ্ খুব সুন্দর ভাবে আপনি রূপ চর্চার সহজ প্যাক তৈরী করে দেখিয়েছেন। আমি অবশ্যই যায় প্যাক বাসায় ট্রাই করবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনি এটা ব্যবহার করে দেখতে পারেন।
একদম ঘরোয়া একটা রূপ চর্চার সহজ প্যাক বানিয়েছেন। অনেকের এটি খুব কাজে দেবে। অনেক শুভেচ্ছা রইলো আপু।
একদম ঘরোয়া এবং প্রাকৃতিক।
অনেক সুন্দর সহজ টিপস আপু রূপচর্চার জন্য।হলুদ রূপচর্চার জন্য প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে।ধন্যবাদ আপু।
ব্যবহার করে দেখতে পারেন আপু।
রূপচর্চার জন্য সুন্দর একটি টিপস দিয়েছেন ।হলুদ প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে। অবশ্যই এই প্যাকটি আমি বাড়ি তৈরি করে ট্রাই করে দেখব। ধন্যবাদ আপু।
এই উপাদানগুলো রূপ চর্চায় বেশ কার্যকর। এটা সত্য প্রাচীন কাল হতে ব্যবহৃত হচ্ছে। চেক করে দেখতে পারেন আপনি।