SKILL INDIA
দক্ষতা ভারত 15 জুলাই ২015 তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা পরিচালিত একটি প্রচারণা যা ২0২২ সালের মধ্যে ভারতে 40 কোটি (400 মিলিয়ন) লোকের বিভিন্ন দক্ষতার প্রশিক্ষণ প্রদান করে। এটি "জাতীয় দক্ষতা উন্নয়ন মিশন" "দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা জাতীয় নীতি, 2015", "প্রধানমন্ত্রীর দক্ষ উন্নয়ন পরিকল্পনা" (পিএম কেভিওয়াই) এবং "দক্ষতা ঋণ প্রকল্প"।