ডাই পোস্ট || একটি কালারফুল ফুল গাছের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আশা করছি আপনারা পোস্টের টাইটেল এবং ছবি দেখে বুঝতেই পারছেন আজকে আমি কি শেয়ার করতে চলেছি। আজকে আমি একটি ডাই পোস্ট করেছি। আমি রং তুলি দিয়ে একটি ফুল গাছ পেইন্টিং করেছি। আসলে সবার এত এত ক্রিয়েটিভিটি দেখে মাঝে মধ্যে নিজেরও একটু ইচ্ছে করে। যদিও আপনাদের মত অত ভালো পারি না তবে প্রথমবার চেষ্টা করেছি। এর আগে টুকটাক নিজের জামা এবং বাবুর জামাতে পেইন্টিং করেছি। যেগুলো বিগত দিনে আমি আপনাদের সাথে শেয়ার করেছি।

20230418_194059-01-01.jpeg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ফুলের গাছ এঁকেছি সেটি। তো চলুন শুরু করা যাক।

উপকরণ
খাতা
এক্রেলিক কালার(বেগুনি রং,সবুজ রং,হলুদ রং,সাদা রং)
জিরো সাইজের তুলি

20230418_190923-01.jpeg

ধাপ-১

প্রথমে আমি খাতায় হলুদ রং দিয়ে একটি বৃত্ত একে বৃওটি ভরাট করে নিয়েছি।

PhotoCollage_1681834628373-01.jpeg

ধাপ-২
এরপর আমি সবুজ রং এবং সাদা রং মিশিয়ে হালকা একটা রং তৈরি করে একইভাবে আরেকটি বৃত্ত একে নিয়েছি।সবুজ বৃত্তটি হলুদ বৃত্তের থেকে সামান্য একটু অংশ জুড়ে নিয়ে ভরাট করে নিয়েছি।

PhotoCollage_1681834645313-01.jpeg

ধাপ-৩

এরপর বৃত্তের মধ্যে থেকে সবুজ রং দিয়ে তিনটা ডাল এঁকে নিয়েছি।

20230418_192130-01.jpeg

ধাপ-৪

প্রত্যেকটা ডালে ছোট ছোট ফুল বেগুনি রং দিয়ে এঁকে নিয়েছি।

PhotoCollage_1681834680341-01.jpeg

ধাপ-৫

এবার বেগুনে ফুলের উপর দিয়ে সাদা রং দিয়ে আবারো একইভাবে ছোট ছোট ফুল একে নিয়েছি।

PhotoCollage_1681834699861-01.jpeg

ধাপ-৬

এবার সবুজ রং দিয়ে তিনটি ডাল একসঙ্গে জুড়ে একটা গাছ তৈরি করে নিয়েছি এবং গাছের ডালে ছোট-বড়ো পাতা এঁকে নিয়েছি। ব্যাস হয়ে গেলো আমার একটি ফুল গাছের পেইন্টিং।

PhotoCollage_1681834738098-01.jpeg

এই পেইন্টিংটি রাত্রিবেলা এঁকেছি এজন্য খুব একটা ছবিতে ভালো তুলতে পারিনি কিন্তু এটা বাস্তবে দেখতে অনেকটা সুন্দর হয়েছে। আমার ছোট বোন বলছিল যে এটা খুবই সুন্দর হয়েছে। আর আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর প্রথম বার এঁকেছি তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

20230418_194041.jpg

আজকের এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

কালারফুল ফুল গাছের পেইন্টিং করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া পেইন্টিং টা দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ আপু আপনি তো দেখছি খুব চমৎকার একটি ফুলের পেইন্টিং করেছেন। আসলে অনেক কালারফুল ছিল আপনার পেiন্টিংটি এবং ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরাতে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য। পরবর্তীতে আরো ভালো কিছু করার চেষ্টা করব।

 3 years ago 

আজ প্রথম দেখলাম আপনার পেইন্টিং আর্ট ৷ বেশ সুন্দর আর চমৎকার করে ফুলের আর্ট করছেন আপু ৷ সর্বোপরি রং আকার ধরন বেশ ভালো ৷ শুভকামনা রইল আপু আশা করি এভাবেই নিত্য নতুন পেইন্টিং আর্ট দেখবো ৷

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি দারুন ড্রয়িং করেছেন, ড্রইং এর পাতার কালার কম্বিনেশন খুব ভালো লেগেছে, সে সাথে খুব সুন্দর ছিল আপনার উপস্থাপন।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া গঠনমূলক একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

সত্যি আপু অসাধারণ অংকন করেছেন। একদম তাকিয়ে দেখার মত ছিল চোখ ধাঁধানো। কালারফুল গাছের পেইন্টিংটি আসলেই সুন্দর লাগছে। খুব সুন্দর ভাবে আপনি বর্ণনা করেছেন ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আগে কখনো এরকম অংকন করিনি ভাইয়া এই প্রথমবার। তবে দেখছি সবারই খুব ভালো লেগেছে এটা ভেবে অনেক ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

পোস্টের ভিন্নতা আর নিজের সৃজনশীলতা কে কাজে লাগাতে আজ প্রথমবারের মতো দারুন একটি পেইন্টি আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার কাছে প্রথম হিসেবে খুবই ভাল লেগেছে।আপনি চালিয়ে যাবেন আশাকরি সামনে আরো বেশি ভাল হবে।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

আমিও এটা বিশ্বাস করি আপু চেষ্টা করলে অনেক কিছুই করা যায়। আসলে এতদিন ভয়ে ভয়ে কখনো পেইন্টিং করিনি এই প্রথমবার করেছি। তবে দেখলাম বেশ ভালই হয়েছে। চেষ্টা করব পরবর্তীতে আরো ভালো কিছু করার। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

সবার মত আপনিও খুব সুন্দর ক্রিয়েটিভিটি শেয়ার করেছেন আপু কালারফুল ফুলের পেইন্টিং দারুণ লেগেছে। পোস্টের মধ্যে ভিন্নতা আনার জন্য এমন সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি অনেক বেশি ফুটিয়ে তুলে পোস্ট ধরণ। কালারফুল ফুলের পেইন্টিং আপনি অসাধারণ করেছেন। অনেক ধন্যবাদ ধাপ গুলো খুব সুন্দরভাবে শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রথমবার করেছি আপু তাই একটু হয়তো ভুল ত্রুটি হতে পারে। চেষ্টা করেছি নিজের মতো করে নিজের প্রতিভাটা প্রকাশ করার। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে।

 3 years ago 

খুবই সুন্দর একটি ফুল এর ডাই পোস্ট প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে।।
গাছ এবং ফুলের কালার কম্বিনেশনটা খুব সুন্দর ভাবে ফুটেছে এজন্যই দেখতে এতটা সুন্দর লাগছে।।
উপস্থাপনাটা অনেক সুন্দর ভাবে গুছিয়ে কড়েছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

চেষ্টা করেছি ভাইয়া নিজের মতো করে রং দিয়ে ফুল গাছটাকে সাজিয়ে তোলার। আপনাদের কাছে ভালো লেগেছে এটা জেনে আমি অনেক খুশি হয়েছি। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে একটি কালারফুল ফুলের গাছের পেইন্টিং অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমি সত্যিই মুগ্ধ। আপনি খুবই সুন্দর একটি অংকন আমাদের মধ্যে শেয়ার করেছেন এরকম সুন্দর অংকন দেখতে পেয়ে নিজের কাছে কোন রকম ভালো লাগা কাজ করছে। ধন্যবাদ আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.033
BTC 110929.88
ETH 3939.56
USDT 1.00
SBD 0.59