অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন

in আমার বাংলা ব্লগ7 months ago

autorickshaw-7969465_1280.jpg
সোর্স

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

আসলে খুব যে ভালো আছি সেটাও বলবো না কারণ সারাটা দিন খুব দৌড়ানোর উপর গিয়েছে আমার। এমন একটি ঘটনা আমার সঙ্গে ঘটবে কখনোই বুঝতে পারেনি।বুঝতে পারলে হয়ত অনেকটা সতর্কতা অবলম্বন করতাম। আমার বাসার প্রত্যেক মাসের বাজার আমি একেবারেই করে ফেলি। তবে এবার করা হয়নি বাবার বাড়িতে গিয়েছিলাম এই জন্য।তো যাইহোক আজকে সকাল সকাল গিয়েছিলাম বাজারে। আজ মঙ্গলবার আমাদের এখানে পাইকারি হাট বসে। ইতিমধ্যে অনেকেই জানেন যে আমি সবজির বাজারটা পাইকারি বাজার থেকেই করে থাকি।

আমি এবং আমার দেবরের বউ গিয়েছিলাম বাজারে। কিছু বাজার করার পর আমার দেবরের বউয়ের শারিরীক অসুবিধা হওয়ার কারণে বাবুকে সহ বাসায় পাঠিয়ে দেই। এরপর আমি প্রয়োজন মতো সব সবজি মসলা কিনেছিলাম।একটি বস্তা প্রায় অর্ধেকটা ভরে গিয়েছিল যেহেতু দাম কম পাওয়া যায় তাই একটু বেশি করে সবজি কিনেছিলাম। যাইহোক সবজি কেনা শেষ হয়ে গেলে আমি একটি রিকশা নেই। এখানকার প্রায় সব রিকশাওয়ালা আমার পরিচিত। আজ যে রিকশাটা নিয়েছিলাম সেটি পরিচিত ছিল না।

যাইহোক রিকশা নিয়ে মাছের বাজারে আসলাম। আমি লোকটিকে বললাম আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন আমি মাছ নিয়ে আসি। লোকটিও আমাকে বললেন সমস্যা নাই আপনি মাছ কিনে নিয়ে আসেন। এরপর আমি খুব বেশি দোকান ঘুরিনি কারণ বাবুকে বাসায় পাঠিয়ে দিয়েছি। আমার আবার তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তাই আমার পরিচিত এক মাছের দোকান আছে সেখানে গিয়ে কিছু মাছ কিনেছি। এরপর মাছগুলো কেটে নিয়ে এসে দেখি রিকশাওয়ালা টি সেখানে নেই।

আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। কারণ সেখানে আমার প্রায় দুই আড়াই হাজার টাকার বাজার আছে। তার থেকেও বড় কথা আমাকে কেন ঠকানো হলো।সেখানে একটা ছোট সেলুন ছিল সেখানে এক লোককে জিজ্ঞেস করলাম লোকটি আমাকে বললেন কিছুক্ষণ আগেই রিকশাওয়ালাটি চলে গিয়েছে। তাই আমি দেরি না করে অন্য একটি রিক্সা নিয়ে আশেপাশে খুঁজতে লাগলাম এবং প্রত্যেকটা স্ট্যান্ডে গিয়ে আমি ওনার খোঁজ করছিলাম। শুধু মুখে চেনা ছাড়া নাম জানিনা তাই শুধু এদিক ওদিক মুখ চেনার চেষ্টা করছিলাম। এরপর আবারো পুনরায় আগের জায়গায় ফিরে আসলাম যে লোকটা হয়তো কোন কাজে গেছে এখানে যদি আবার আসে।

কিন্তু এসে নিরাশ হলাম। তাই কি আর করার চলে আসছিলাম মনটা ভীষণ খারাপ ছিল। হঠাৎই রাস্তায় এক লোক আমাকে ডাকছেন। তাকিয়ে দেখি পাশে ঐ রিক্সাওয়ালা। খোঁজাখুঁজি করছিলাম তখন একজন লোক শুনেছিলেন আমার কথা তিনি নাকি ওনাকে ধরেছেন যেহেতু আমি বলেছিলাম আমার বাড়ি থানার সামনে তাই উনি ও থানার দিকেই আসছিলেন। আমি তো রিক্সা থেকে নেমে অনেকটাই রেগে গিয়েছিলাম। আর কিছু দরকার হলে আমাকে বলতে পারতেন এভাবে লোক ঠকিয়ে নিয়ে যাওয়ার কোন মানে হয় না। উনি তখন ওনার ভুল বুঝতে পারেন এবং আমার কাছে ক্ষমা চান। আমি ওনাকে ভাড়া দিয়ে বাসায় চলে আসলাম।

আসলে বেচারীর কি আর করার আছে। হয়তো অভাবে পড়েই এমনটা করেছে। দ্রব্যমূলের এত দাম তাই হয়তো এতগুলো জিনিসের লোভ সামলাতে পারেনি। যাইহোক অবশেষে ক্ষমা চেয়েছে এটাই অনেক। তবে আমি অনেকটাই টেনশনে পড়ে গিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম এভাবে ঠকে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার বাজারে গিয়ে বিভ্রান্তিকর একটা অবস্থায় পড়া। তবে আজকে খুব বড় শিক্ষা হয়েছে। যাইহোক আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 7 months ago 

আসলেই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল আপু। সবার জীবনে এ রকম ঘটনা আসে, যার জন্য আমরা কেউ প্রস্তুত থাকিনা। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়েই আমাদের চলতে হয়-চলতে হচ্ছে। ভালো লাগার বিষয় হচ্ছে আপনি ফেরত পেয়েছেন আপনার বাজার সদাই। মানুষকে এখন বিশ্বাস করাই কষ্ট হয়ে যাচ্ছে দিন দিন! লেখাটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 6 months ago 

হ্যাঁ আপু অনেক চেষ্টার পর বাজারগুলো ফেরত পেয়েছি। তবে এই অবস্থার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। এই ঘটনার পর মানুষের উপর থেকে বিশ্বাস আরো বেশি উঠে গেছে।

 7 months ago 

আসলে এমন লোকদের অভাব নয় স্বভাব। এর আগেও এমন একটি পোস্ট পরেছিলাম যে কি না সব কিছু নিয়ে উধাও হয়ে গিয়েছিল। অনেক কুচক্রী মহল আছে যারা রিক্সা চালানোর নামে ছিনতাই করে থাকেন। আর এমন মানুষের জন্য অসহায় রিক্সাওলাদের আর বিশ্বাস করতে কষ্ট হয়।মন খারাপ হওয়ারি কথা।শেষমেশ পেয়েছেন এটাই অনেক বেশি। ধন্যবাদ পোষ্টি করার জন্য। সাবধান হয়ে গেলাম আপনার পোস্ট থেকে।

 6 months ago 

ঠিক বলেছেন আপু কিছু লোকদের জন্য আমরা অসহায় লোকদেরকে অবিশ্বাস করি। যেমন এখানে কিছু রিকশাওয়ালা আছেন যাদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। তবে শেষমেষ বাজার গুলোকে আসলেই অনেক ভালো লাগছিল।

 7 months ago 

আসলে বর্তমানে পরিচিত রিকশা বা অটোওয়ালা ছাড়া, এভাবে বাজার রেখে যাওয়া মোটেই উচিত না। আমি তো রিকশা বা অটো থামিয়ে কিছু কিনতে যদি একটু ভিতরের দিকে যাই,তাহলে ব্যাগ হাতে নিয়েই নেমে যাই। কারণ অভাবের তাড়নায় অনেক মানুষ এমন কাজ করছে এখন। যাইহোক অবশেষে রিকশাওয়ালা কে খুঁজে পেয়েছেন এটাই অনেক। আসলে এভাবে ক্ষমা চাওয়ার পর, তখন আর কিছুই করার থাকে না। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 6 months ago 

আসলে প্রতিনিয়ত আমি এভাবেই বাজার করেছি কখনো এমন ঘটনা ঘটেনি। এই প্রথমবার ঘটেছে। তবে এটা থেকে শিক্ষা নিয়েছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 7 months ago 

বর্তমানে কাউকে বিশ্বাস করা যায় না। অল্প কিছু বাজার তা নিয়ে রিকশা ওলা চলে গেছিলো। আমি তো ভেবেছিলাম রিকশাওলাকে মনে হয় আর খুঁজে পাননি। যাক ভাগ্য ভালো খুঁজে পেয়েছেন। ক্ষমা মহৎ গুণ। ধন্যবাদ।

 6 months ago 

আসলে আমি যেখানে রিকশাওয়ালাকে থামিয়ে রেখেছিলাম এখানে একটা সেলুন ছিল সেখানকার লোকজন ওনাকে চিনতো তাই ওনাকে খুঁজে পেয়েছি।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.027
BTC 54373.44
ETH 2875.84
USDT 1.00
SBD 2.05