আমার ব্যস্ততাপূর্ণ সময়

in আমার বাংলা ব্লগ11 months ago

1000028013.jpg
সোর্স

"হ্যালো",

, আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম।আমি সারা মাসের শুকনা বাজার থেকে শুরু করে মাছ-মাংস সব একেবারে কিনে রাখি। শুধুমাত্র কাঁচাবাজারটা আমি প্রত্যেক সপ্তাহে করি। যেহেতু আমার ছোট বাবু আছে তাই প্রত্যেকদিন মাছ-মাংস কাটার ঝামেলা আমি করতে পারি না। আর সত্যি কথা বলতে অনেকেই জেনে অবাক হবেন যে আমি মাছ খুব একটা কাটতে পারি না। তাই প্রত্যেক মাসে মাকে ডাকতে হয়। যাইহোক আজকে কিন্তু আমি মাছ মাংসের বাজারটা করে নি। আজকে শুধুমাত্র শুকনা বাজার মানে তেল মসলা এবং কাঁচা বাজার করেছি। আর সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব।

যেহেতু প্রত্যেক মাসের বাজারটা একেবারেই করা হয় তাই সারা মাসে খুব একটা ব্যস্ততা থাকে না বা টেনশনও থাকে না বাজারের। তাই প্রত্যেক মাসের শুরুতে ব্যস্ততা শুরু হয়ে যায় আমার। তবে এ মাসের শেষের দিকে এসে দেখলাম বেশ কিছু জিনিসপত্র শেষ হয়ে গিয়েছে। প্রথম প্রথম একটু অবাক লাগছিল পরে ভাবলাম হয়তো বা প্রত্যেক মাসেই একই জিনিস দিয়ে হয় না সামান্য কিছু বেশিও লাগতে পারে। সকাল থেকে ঠিক করে রেখেছিলাম বাজারে যাব। কিন্তু রাতে ঠিকমতো ঘুম না হওয়ায় দুপুরে খাওয়া দাওয়ার পর মা ছেলে মিলে একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে।

মনটা চাচ্ছিল না বাজারে যেতে কিন্তু যেতেই হতো কারণ বাসায় তেল ছিল না এছাড়া অন্যান্য জিনিসপত্র ছিল না যেগুলো খুবই প্রয়োজনীয়। কি আর করার ইচ্ছা না থাকা সত্ত্বেও বাজারে যেতেই হল। যেটা আমি বরাবরই করে থাকি সেটা হচ্ছে স্বপ্ন তে গিয়ে সবকিছু একেবারে সব জিনিস কেনা। তাহলে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে জিনিস কিনতে হয় না। তো প্রথমেই স্বপ্নতে গিয়ে তেল মশলা যা যা প্রয়োজনীয় খাবার দাবার সবকিছু নিয়েছিলাম। এরপর রিক্সা নিয়ে কাঁচাবাজারে এসে শাক সবজি পেঁয়াজ আরও যা যা প্রয়োজনীয় সবকিছুই নিয়েছিলাম। শাকের বাজার ভীষণ চড়া। পালং শাক ৮০ টাকা কেজি ভাবতে পারছিলাম না তারপরও দেখে খেতে ইচ্ছে করলো তাই কিনে নিয়েছিলাম।

বাজার করতে করতে প্রায় রাত আটটা বেজে গিয়েছিল তাহলে বুঝতে পারছেন কতগুলো বাজার ছিল করার। যাইহোক এরপর সবগুলো বাজার বাসায় রেখে আবারো বাহিরে ছুটতে হলো বাবুর ওষুধ কিনতে গতকাল থেকে হঠাৎই ওর ঠান্ডা লেগেছে। তাই ভাবছিলাম যেহেতু রাত হয়ে গিয়েছে বাহিরের খাবারটা খেয়ে বাসায় ফিরব এত বাজার করার পর দৌড়াদৌড়ি করার পর রান্না করার ইচ্ছা মোটেও নেই। এরপর আমরা বনফুল রেস্টুরেন্টে যাই। সেখানে গিয়ে খিচুড়ি এবং মুরগির মাংস নিয়েছিলাম।বনফুল রেস্টুরেন্ট এর খিচুড়ি আমার ভীষণ পছন্দের। যাইহোক এবার খাওয়া দাওয়া সেরে আমরা বাসায় ফিরেছিলাম।

তো এই ছিল আমার ব্যস্তময় একটি দিন যা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে পরবর্তীতে আবারো নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

1000006402.png

1000006403.gif

1000006401.gif

Sort:  
 11 months ago 

মানুষের জীবন হলো ব্যস্ততাময়। জীবন ধারণ করার জন্য মানুষ দিন দিন বেশি ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু কিছু তো করার নাই খেতে তো হবে। আসলে আপু মাসের শেষের দিকে অনেক কিছু জিনিসই ফুরিয়ে যায়। আপু পালং শাকের দাম ৮০ টাকা কেজি! আসলে আমার দেশের জন্য এটা অবাক হওয়ার কিছু নেই। আপনার লেখাগুলো পড়ে বুঝতে পারলাম অনেক গুলো বাজার করেছেন। রাত ও হয়ে গেছে যাক শেষ পর্যন্ত বাজার করে বাসায় ফিরেছেন এটাই অনেক বড় কথা ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

মানুষের জীবনে ব্যর্থতার কোন শেষ নে। একজন মানুষ যখন একটি সুখের আশায় সারাদিন অক্লান্ত পরিশ্রম করে দিন শেষে দেখা যায় শিশু কেউ হতে পারে না। আমরা যারা মাসিক বেতনে চাকরি করি তাদের একই অবস্থা। মাসের শেষের দিকে এলে হাত টানাটানি পড়ে যায়।তারপরে যেমন সবজির দাম বৃদ্ধি পাচ্ছে না খেয়ে থাকতে পারলে সব থেকে ভালো হতো। ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

ঠিকই বলেছেন ভাইয়া তাই বলে না খেয়ে থাকা যাবেনা।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 11 months ago 

সত্যি আপু পালং শাক ৮০ টাকা কেজি এটা একেবারেই বিশ্বাস হচ্ছে না। কিন্তু কী করবেন বলেন সবকিছুর দাম বেশি। আর পুরো মাসের বাজার একবারে করেন অথবা আলাদা করেন এই বাজারের প‍্যারা নিতে ইচ্ছা করবে না এটাই স্বাভাবিক। কিন্তু এটা করা লাগবেই। আশাকরি আপনার বাবুর দ্রুতই সুস্থ‍্য হয়ে যাবে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

হ্যাঁ দোকানদার যখন দাম বলছিলো আমার মাথা ঘুরে গিয়েছিলো।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

আপু আপনার মতো আমিও পুরো মাসের বাজার একসাথে করি। তবে আমি মাছ মাংস ১৫ দিনের জন্য কিনি এবং সবজি প্রতি সপ্তাহে কিনে থাকি। আমার ওয়াইফ মাছ কাটতে পারে না বিধায়, বড় মাছগুলো বাজার থেকে কেটে আনি এবং ছোট মাছগুলো আমার শ্বাশুড়ি আমাদের বাসায় এসে কেটে দিয়ে যায়। যাইহোক সময় বেশি লাগলেও একসাথে অনেক বাজার করাতে, অনেক দিনের জন্য টেনশন মুক্ত হয়ে গেলেন। বাজার করা এবং তারপর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা,সবমিলিয়ে খুবই ব্যস্ততম সময় কাটিয়েছেন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

ভাবির আর আমার অবস্থা দেখছি একই। আমিও বড় মাছ বাজার থেকে কেটে আনি আর ছোট মাছ আমার মা এসে কেটে দিয়ে যায়। যাইহোক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 11 months ago 

আপু আপনার মতো আমিও মাসের বাজার একবারেই করি।আমিও কিন্তু দু একটা মাছ ছাড়া মাছ কাটতে পারিনা।আজকাল তো বাজার থেকেই মাছ কাটিয়ে আনে।তাই কষ্ট করে মাছ কাটা শিখতে হয়নি।আপনি স্বপ্ন সুপার শপ থেকে কেনাকাটা করলেন।বাজার করতে করতে রাত ৮ টা বেজে গেলো।আপনারা বাইরে খাওয়া-দাওয়া করে এলেন।অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 11 months ago 

বড় মাছ কেটে বাজারে কেটে দিলেও ছোট মাছ তো বাসায় কাটতে হয়।প্রত্যেক মাসে একবারে আম্মু এসে সব কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে যায়। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59934.86
ETH 2666.82
USDT 1.00
SBD 2.45