ছেলের জন্য অনলাইন থেকে বই কেনার অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ11 months ago

"হ্যালো",

, আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। কিছুদিন আগে আমি বাবুর জন্য অনলাইন থেকে কিছু বই কিনেছিলাম। এটুকু বয়সে ওর জন্য কেন বই কিনলাম সেই কারণ এবং বই কেনার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব।আমার ছেলে ভীষণ চঞ্চল এবং এটুকু বয়সে ওর এত জ্ঞান মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। সব কথাগুলো বলতে পারেনা টুকটাক কথা বলে সব কিছুই বোঝাতে পারে। কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম ও ফোনের প্রতি বেশ আসক্ত হয়ে পড়ছিল।

1000027513.jpg

ফোনের প্রতি ওর এই আসক্তি আমাকে বারবার ভাবাচ্ছিলো। ও ফোন ছাড়া খেতে চাইত না, ঘুমাতে চাইতো না এবং বাকিটুকু সময় ও সব সময় ফোন নিয়ে ব্যস্ত থাকতো এবং ওর কাছ থেকে ফোন নেয়া হলে ভীষণ কান্নাকাটি করতো।অনেকে বলবেন যে খেলনা কিনে দিলে ফোনের প্রতি আসক্তি কমে যাবে আসলে ওর এত পরিমান খেলনা আমার মনে হয় ৪-৫ করে বাচ্চা মানুষ করা যাবে।কিন্তু ও কোন খেলনা দিয়ে খেলে না।

1000027226.jpg

আমি ফোনে বিভিন্ন ধরনের ভিডিও দেখতাম যে বাচ্চাদেরকে কিভাবে ফোন থেকে দূরে রাখা যায়।বিভিন্ন খেলনা ইত্যাদি সামগ্রী অনলাইন পেজে দেখতাম। এরমধ্যে এই বইগুলো আমার চোখে পড়ল যেগুলো খুব সহজে চিনতে পারবে না এবং খুব আকর্ষণীয় ছিল। এর আগেও বই কিনে দিয়েছিলাম কিন্তু সেটা ৫ মিনিটের বেশি আর সে পড়াশোনা করেনি মানে ওটা ছিড়ে ফেলেছে আর কি।

1000027227.jpg

অনলাইনে বিভিন্ন পেজে দেখাশোনার পর এই বইগুলো আমার পছন্দ হয় এবং আমি অর্ডার করি। এখানে ১৬ টি বই ছিল যেগুলো বিভিন্ন বিষয়ের ছিল। বইগুলো পেয়ে আমার খুবই ভালো লাগছিল আর সবথেকে ভালো লাগছিল বাবু এগুলো খুব পছন্দ করেছে। আর বইগুলো কেনার পর থেকে ও ফোনের প্রতিও খুব একটা মন নেই বললেই চলে। বইয়ের মধ্যে এটা ওটা দেখিয়ে সব সময় বলবে আম্মু এটা কি আম্মু এটা কি। আমিও সবসময় ওর কথাগুলোর জবাব দেওয়ার চেষ্টা করি।বইয়ের অনেক কিছুই সে এখন চিনতে পারে।

1000027230.jpg

1000027231.jpg

1000027233.jpg

যাক বেশ উপকারে লেগেছে এই বইগুলো। তাছাড়া ওর ফোনের প্রতি যে আসক্তিটা ছিল এতে করে আমি অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিলাম। এখন অনেকটা হালকা লাগছে। আপনাদের যাদের ছোট বাবু আছে এই বইগুলো অর্ডার করতে পারেন আমার বিশ্বাস তারা এটা অনেক পছন্দ করবে যেমনটা আমার ছেলে পছন্দ করেছে।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

1000006402.png

1000006406.png

1000006401.gif

Sort:  
 11 months ago 

বাহ আপু আপনার বই কেনার আইডিয়াটা আমার কাছে ভীষণ ভালো লাগলো। একদিকে যেমন ফোনের প্রতি তার আসক্তি কমবে এবং বই থেকে বিভিন্ন ধরনের জিনিস জানতে পারবে। সত্যি ভীষণ ভালো ছিল আপনার উদ্যোগ টি ।বাবুর জন্য অনেক অনেক শুভকামনা রইল।ধন্যবাদ।

 11 months ago 

জ্বি আপু ওর ফোনের প্রতি থেকে আসক্তি কমানোর জন্যই এই উদ্যোগটা আমি নিয়েছি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

জ্বি আপু ওর ফোনের প্রতি থেকে আসক্তি কমানোর জন্যই এই উদ্যোগটা আমি নিয়েছি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

আপনার বুদ্ধির প্রশংসা করতেই হয় আপু। আসলেই একজন মা হচ্ছে একটি শিশুর জীবনের প্রথম শিক্ষিকা। আজকাল প্রায় সব বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে যায়। মোবাইল ছাড়া খাবার পর্যন্ত খেতে চায় না। আপনি বুদ্ধি করে বেশ কয়েকটি বই অর্ডার করেছেন। এতে করে অবশ্যই শায়ান বাবুর মোবাইলের প্রতি আগ্রহ কমবে। যাইহোক এতো চমৎকার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

জ্বি ভাইয়া একদম ঠিক বলেছেন মোবাইল ছাড়া বাবুরা একদম খেতেও চায় না। তাই এই বুদ্ধিটা বের করেছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

আপু আপনার আইডিয়া আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আপু বর্তমান বাচ্চারা শুধু ফোন নিয়েয় থাকে। শায়ান বাবু তো অনেক ছোট এখন থেকে এভাবে বই পড়লে অনেক উপকারীরে আসবে। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্যের জন্য।

 11 months ago 

আসলে ছোট থেকে যদি বাচ্চাদের ফোন আসক্তি হয়ে যায় তাহলে এটা বড় হয়ে খুবই খারাপ ইফেক্ট ফেলবে। তার জন্য ছোট থেকেই চেষ্টা করা উচিত তাকে কোন ভালো জিনিস আসক্ত করার জন্য যেন সেটা সে উপলব্ধি করার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারে। এবং বড় হয়ে যেন সে কনফিডেন্টের সাথে যে কোন কাজ করতে পারে। যাইহোক আশা করা যায় এবার আপনার বাচ্চা ফোনের প্রতি আসক্তি না হয়ে বই নিয়ে একটু পড়ার চেষ্টা করবে। ধন্যবাদ

 11 months ago 

ফোনের প্রতি থেকে আসক্তি এড়িয়ে চলতে এই পদ্ধতি গ্রহন করেছি।আশা করছি কাজে দেবে। ধন্যবাদ ভাইয়া।

বাহ আপু আপনার বই কেনার আইডিয়াটা আমার কাছে অনেক ভালো লাগলো। এখনকার বাচ্চারা ফোন নিয়ে অনেক ব্যস্ত থাকে। একটি শিশুর কাছে তার মা হচ্ছে তার কাছে প্রথম শিক্ষক । এখন থেকে আমরা শিশুকে যা শেখাবো তারা তাই শিখবে। অনলাইন থেকে শাওন বাবুর জন্য বইগুলো কিনে অনেক ভালো কাজ করেছেন। ধন্যবাদ আপনাকে

 11 months ago 

ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 11 months ago 

বর্তমান সময়ে ছোট ছেলে মেয়েরা মোবাইলের প্রতি আসক্তদের পরিমাণটা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। মোবাইলের আসক্তি থেকে দূর করার জন্য আপনি দারুন পদ্ধতি ব্যবহার করেছেন। আমাদের সকলেরই উচিত ছোট ছেলেমেয়েদের হাতে মোবাইল তুলে না দিয়ে এই ধরনের বই তুলে দেওয়া। যদিও তারা এখন এই বইগুলো ছিড়ে ফেলবে কিন্তু তাদের একদিন এই বইয়ের প্রতি ভালোবাসা জন্মে যাবে।

 11 months ago 

এই বই গুলো খুব সহজে ছিড়তে পারবে না। আর ছিড়ে ফেললে ফেলুক তবুও তো ফোন ছাড়বে।ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

অবশেষে আপনি অনলাইন থেকে বইগুলো নিয়ে নিলেন ভালো লাগলো। কিন্তু কিছুদিন যাবৎ আমি চিন্তা করতেছি এই বইগুলো এক সাথে আমি অর্ডার করবো। বই গুলো যা দেখেছি ভালো মানের বই। যতই খেলনা কিনে দিবেন না কেন আপু মোবাইলটা তাদের প্রদান আকর্ষণ। এমন অবস্থা সুযোগ পেলেই মোবাইল হাতে নেই। দেখবেন বই ঘাটাঘাটিও করবেনা কিছুদিন ভালো লাগবে আবার মোবাইল ধরে নেবে। বই গুলো নিয়েছেন অনেক ভালো হয়েছে।

 11 months ago 

দেখি আপু চেষ্টা করি কি হয়। একটু হলেও সরাতে হবে মোবাইল থেকে।অর্ডার করতে পারেন আপু বই গুলো বেশ ভালোই।

 11 months ago 

আসলেই আপু এটা ভয়াবহ একটা সমস্যা। এখনকার প্রতিটা বয়সের বাচ্চার এই সমস্যা। ফোন ছাড়া না চাই খেতে না চাই থাকতে। এবং এটা মেনে নিয়ে ওদের টা মেনে নিলে এর ভবিষ্যৎ পরিণতি ভয়াবহ হতে পারে। এর চেয়ে বাচ্চারা বই নিয়ে বাহ খেলনা নিয়ে খেলবে এটা অনেক অনেক ভালো। একেবারে সঠিক সময়ে সঠিক উদ‍্যোগ নিয়েছেন। এবং বেশ অনেকগুলো বই কিনেছেন দেখছি আপনার বাবুর জন্য।।

Posted using SteemPro Mobile

 11 months ago 

জ্বি ভাইয়া ফোন ছাড়া খেতে চায়না, ঘুমাতে চায়না কি যে অবস্থা। তাই তো বই গুলো কিনে দিলাম। দেখি কি করে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 11 months ago 

বর্তমান সমাজের কমন একটি বিষয় বাচ্চাদের ফোনের প্রতি আকৃষ্টতা।এই ফোনের আকৃষ্টতা বাবা,মাকে ভাবিয়ে তোলে অনেক বেশি আবার এই আমারা যারা বাবা মা আমাদের কারনেই ফোনের প্রতি বাচ্চারা আকৃষ্ট হয়ে ওঠে।বাচ্চাদের হাতে আমরাই আকর্ষণীয় কার্টুন দিয়ে অভ্যাস্ত করে ফেলি।আপনার বাচ্চা অনেক ছোট তাই ওকে ফোন থেকে খুব দ্রুত অন্য মনস্ক করা সম্ভব,যেমন ও বই পেয়ে ভুলে গেছে ফোন। বই হয়ে উঠুক পড়ার মাঝে খেলার সাথী সেই কামনা করছি। শুভকামনা রইলো সায়ন বাবুর জন্য।

 11 months ago 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59871.00
ETH 2671.84
USDT 1.00
SBD 2.47