প্রতিবার কেনো একই ঘটনা ঘটছে বুঝে উঠতে পারছিনা😢

in আমার বাংলা ব্লগ11 months ago

1000025553.jpg

হ্যালো,

আমার বাংলা ব্লগবাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

কিছুদিন আগে মা এবং ছেলে দুজনে অসুস্থ হয়েছিলাম এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এবং সে অসুস্থতা বেশ কিছুদিন ধরে ছিল এবং খুবই নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল আমাদের। বাবার বাড়িতে গিয়ে কিছুদিন থেকে সুস্থ হয়ে এসেছিলাম। খুব বেশিদিন হবে না সেই দুঃসময় টা কাটিয়েছি। হঠাৎ করে বাবুর গত কয়েকদিন ধরে হালকা ঠান্ডা লেগেছে বুঝতে পারছিলাম। সময়মতো ঔষধও দিচ্ছি কিন্তু ঔষধ একদমই খেতে চায় না খুব কষ্ট করে খাওয়াতে হয়।যাইহোক ভাবছিলাম হয়তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু গত রাত থেকে খুব বেশি কাশ ছিল।

ওর কাশি দেখে আমি রীতিমত ভয় পেয়ে যাচ্ছিলাম।রাতে ঘুম থেকে উঠিয়ে সাথে সাথে ঔষধ খাইয়ে ছিলাম। সারা রাতে কিছুটা সুস্থ হয়েছে। সকালে দেরিতে একটু ঘুম ভাঙ্গে। ঘুম থেকে উঠে ওর গায়ে হাত দিতেই দেখি ওর গা জ্বলে পুড়ে যাচ্ছে। সাথে সাথে ঘুম থেকে তুলে ওকে আবারও ঔষধ খাওয়াই। দশটার মধ্যে ও প্রায় সুস্থ হয়ে যায়। যদিও সর্দিটা থেকেই গিয়েছে। তবে আশা করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মধ্যে ঘটে গেল আরেক বিপত্তি। দুপুর বেলা থেকে হঠাৎ করে আমার গায়ে প্রচুর জ্বর।

কোন কিছুই ভালো লাগছে না একসাথে দুজনেরই এই অবস্থায় হয় প্রত্যেকবার। আমি অসুস্থ থাকলে ওর দেখাশোনা খুব একটা করতে পারিনা তাই আরো বেশি খারাপ লাগে কাজ করে মনে। যাইহোক কি আর করার আমি তো মা আমাকে পারতেই হবে। এখন লিখতে বসেছিস সত্যি কথা বলতে একদম কথা বলতে ইচ্ছে করছে না বা ফোনের স্কিনের দিকে তাকাতে ইচ্ছে করছে না।কি আর করব এটা তো আমার একটি কাজ আর সত্যি কথা বলতে একদিন লেখালেখি না করলে ভালো লাগে না এবং পরে কাজের প্রতি অনীহা চলে আসে। মনে হয় আজকে লিখিনি পরে লিখব। আবার পরে গিয়ে মনে হয় পরশু লিখব। তাই শত কষ্ট হলেও রেগুলার লেখালেখি করার চেষ্টা করি।

হোক সবাই দোয়া করবেন আমার এবং আমার ছেলের জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। বারংবার একই অবস্থা একদমই ভালো লাগছে না। অনেক সাবধানে থাকার পরও এমন অবস্থা কেন হচ্ছে সেটা বুঝে উঠতে পারছি না। ডাক্তার দেখিয়েছি ডাক্তার বলেছে আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবারো পরবর্তীতে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

1000006402.png

1000007984.png

1000006401.gif

Sort:  
 11 months ago 

মা আর ছেলে আবার এক সাথে অসুস্থ হলেন জেনে খুব খারাপ লাগলো। আসলে বাচ্চার কিছু হলে মায়ের ঘুম চলে যায়। নিজের কষ্ট হলেও বাচ্চাকে সারিয়ে তুলতে মা পিছপা হয়না।দোয়া করি দুজনে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।সিজন চেঞ্জের কারনে এখন এমনটা হচ্ছে।

 10 months ago 

আসলেই সুস্থতা খুবই প্রয়োজন এই সময়। যদিও বাবু কিছুটা আগের থেকে সুস্থ হয়েছে, তবে আমার অবস্থা আরও নাজুক হয়ে গিয়েছে।

 11 months ago 

হ্যাঁ আপু ঘনঘন আবহাওয়া পরিবর্তনের ফলে এমনটা হচ্ছে। কিছুদিন আগেই তো সুস্থ হলেন। এখন আবারো অসুস্থ আপনি এবং শায়ান বাবু, জেনে সত্যিই ভীষণ খারাপ লাগলো। একসাথে দুজন অসুস্থ হওয়ায়, আপনি শায়ান বাবুর যত্ন নিতে পারছেন না। এতে করে আপনার খারাপ লাগাটা স্বাভাবিক। তাড়াতাড়ি সুস্থ না হলে তো আবারো আন্টিকে আপনাদের বাসায় নিয়ে আসতে হবে,নয়তো গ্রামে আপনাদের বাসায় যেতে হবে। যাইহোক আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপু।

 10 months ago 

সময়টা আসলেই ভালো যাচ্ছে না এবং প্রতিনিয়ত এমন ভাবে অসুস্থ হয়ে, বেশ ভালোই ঝামেলায় পড়ে গিয়েছি ভাই।

 10 months ago 

বাড়িতে বাচ্চারা অসুস্থ থাকলে খুবই চিন্তার বিষয় হয়ে যায়।তুলসী পাতার রস মধু মিশিয়ে খাওয়াতে পারেন আপু,বাচ্চাদের কাশি ভালোর জন্য খুবই উপকারী এটি।এছাড়া আবহাওয়ার ঠান্ডা গরমের জন্য হতে পারে, ডাক্তারের পরামর্শ নিন।আশা করি দ্রুত সুস্থ হয়ে যাবে বাবু,শুভকামনা রইলো।

 10 months ago 

এটা অবশ্য ভালো বলেছেন, অবশ্যই আমি চেষ্টা করে দেখব আপু।

 10 months ago 

সুস্থতা উপর ওয়ালার বড় নিয়ামত।
তিনি রোগ শোক দিয়ে আমাদের পরীক্ষা করেন, তাই আপু ধৈর্য হারাবেন না ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।
আমার বাচ্চাদের নিয়েও ভীষণ কষ্ট করতে হয়। আসলে এখন আবহাওয়া খুব খারাপ তাই এমন হচ্ছে। দোয়া রইলো সব ঠিক হয়ে যাবে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

এখনো ধৈর্য হারাই নি ভাই, চেষ্টা করছি নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ।

 10 months ago 

খুব দুঃখজনক ঘটনা এটি।আসলে বাচ্চাদের অসুস্থতার জন্য কিচ্ছু ভালো লাগে না,তার উপরে যদি নিজের অসুস্থতা হয় তবে তো খুব খারাপ অবস্থা হয়।বাচ্চার অসুস্থতায় বাড়তি যত্নের দরকার হয় আর তা করা খুব কষ্ট কর হয় যদি মা অসুস্থ হয়ে পড়ে তাহলে বাচ্চার যত্ন নেয়াটা কষ্ট হয়ে পরে। মা ছেলে সুস্থ হয়ে ওঠেন এই কামনা করছি।

 10 months ago 

আমি আপনার মন্তব্যের কাছে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি।

 10 months ago 

প্রথমে দুজনের সুস্থতা কামনা করছি। ঠিকই বলেছেন আসলে দুজনে একসাথে অসুস্থ হলে খুবই কষ্টকর ব্যাপার। কিন্তু মায়েদের কষ্ট হলেও বাচ্চাদেরকে একটু দেখেশুনে রাখতে হয়। যাইহোক সুস্থতা এবং অসুস্থতা দুটোই আল্লাহর একটি নেয়ামত। দোয়া করি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

 10 months ago 

বাবুর অবস্থা আগের থেকে কিছুটা সুস্থ, তবে আমি কিছুটা আরো দুর্বল হয়ে পড়ে গিয়েছি আপু৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59907.23
ETH 2647.48
USDT 1.00
SBD 2.43