কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। প্রত্যেক দিন আলাদা আলাদা পোস্ট করার চেষ্টা করি জানিনা ধারাবাহিকতা বজায় রাখতে পারি কিনা তবে নিজের মতো করে চেষ্টা করে যাই আরকি।আজ আমি বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। এই ফুলের ফটোগ্রাফি গুলো আমি আমার গ্রামের বাড়িতে গিয়ে করেছিলাম। এগুলো বাড়িতে লাগানো কোন টবের ফুল না এগুলো রাস্তার পাশে ফুটে থাকা ফুল। যার সৌন্দর্য অপরূপ ছিল। আপনারা ফটোগ্রাফি গুলো দেখলে বুঝতে পারবেন এগুলো কতটা সুন্দর ছিল। আমিতো চোখই ফেরাতে পারছিলাম না ফুলগুলো থেকে। আশা করছি আজকের ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।তো চলুন শুরু করা যাক।

PhotoCollage_1698834440177.jpg

ফটোগ্রাফি -১

প্রথমে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এই ফুল গুলোর নাম হচ্ছে সন্ধ্যামালতী। আমি জানিনা এর কোন অন্য নাম আছে কিনা তবে আমরা এটাকে সন্ধ্যা মালতি বলেই জানি।সন্ধ্যামালতি ফুলের আমি তিনটি রং দেখেছি। সাদা, হলুদ এবং গাঢ় গোলাপি। তবে আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন এটা একপাশে হলুদ এবং অন্যপাশে গাঢ় গোলাপি। গাছটি জুরে এই ফুলটি দেখে আমরা অনেকেই অবাক হয়েছিলাম এবং দেখতে অনেক সুন্দর ছিল। আপনাদের ভালো লেগেছে কিনা অবশ্যই জানাবেন।

20231021_174510-01.jpeg

20231021_174524.jpg

ফটোগ্রাফি -২

এবার যে ফুল গুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই ছোট ছোট হলুদ রঙের ফুল। এগুলো কোনো বাগানের ফুল না বা তবে লাগানো না। এগুলো রাস্তার ধারে ফুটে থাকা ফুল। আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ এই ফুলগুলো আমার চোখে পড়ে এবং আমি কিছু ফুল তুলে হাতে নিয়ে ফটোগ্রাফি করি। আসলে এই ফুলগুলো এত ছোট ছিল যে গাছের মধ্যে থেকে আমি কিছুতেই ফটোগ্রাফি করতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে কিছু ফুল হাতে নিয়ে ফটোগ্রাফি করতে হয়েছে।

20231021_100459-01.jpeg

20231021_100522-01.jpeg

ফটোগ্রাফি -৩

নীল রঙ আমার খুব পছন্দের। এবারে যে ফটোগ্রাফি গুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই গাঢ় নীল এবং আমার খুবই ভাল লেগেছে ফুলগুলো। গ্রামে গেলে বেশ ঘোরাঘুরি করা হয় আর তখনই আমি এই ফটোগ্রাফি গুলো করেছিলাম। এগুলো এক ধরনের ঘাসফুল। রাস্তার দুই পাশে ঘন সবুজ ঘাসের মধ্যে এই ছোট ছোট নীল ফুল গুলো ফুটেছিল। যা আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। অনেক সুন্দর ফুলগুলো তাইনা?

20231021_100400.jpg

20231021_100644.jpg

ফটোগ্রাফি -৪

এই ফুল গুলোর নাম কি বলেন তো? হ্যাঁ ঠিকই ধরেছেন এগুলো হচ্ছে লজ্জাবতী গাছের ফুল। অনেকদিন পর আমি লজ্জাবতীর গাছগুলো দেখেছিলাম যেখানে এই ফুলগুলো ফুটেছিল। ইদানিং তো দেখাই যায় না লজ্জাবতী গাছ।তাই দেখার পর ফটোগ্রাফি করার লোভ সামলাতে পারেনি। জঙ্গলে ফটোগ্রাফি করতে যাবেন আর মশার কামড় খাবেন না এটা তো হতেই পারেনা। আপনারা ফটোগ্রাফিতে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার হাতের উপর একটা মশা বসেছিল। তখন ফটোগ্রাফির প্রতি এতই মনোযোগ দিয়েছিলাম যে মশাকে খেয়ালই করিনি। 😁

20231021_100158-01.jpeg

20231021_100128-01.jpeg

ফটোগ্রাফি -৫

এবার যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটা জমির আইল থেকে করেছিলাম। এগুলোকে আমরা বাতরাজ ফুল বলে থাকি। আমি সঠিক জানিনা এর নাম কি। সবুজের মাঝে এই বেগুনি ফুল টা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে এই ফুলটি দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন।

20231021_095608-01.jpeg

ফটোগ্রাফি -৬

এই ফুলটি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। ছোটবেলায় খেলার সময় মাটির কেক বানিয়ে এই ফুল দিয়ে মাটির কেক ডেকোরেশন করতাম। আর ফুলগুলো অনেক সুন্দর লাগে। হলুদ রঙের এই ফুলগুলো গ্রামের বাড়ির খোলা জায়গায় লক্ষ্য করলেই দেখতে পারবেন।

20231021_095510-01.jpeg

ফটোগ্রাফি -৭

এবারে যে ফটোগ্রাফি টা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বেল গাছ। গাছটির মধ্যে একটা মাএ বেল ধরেছে। কয়েক বছর আগে আমার বড় বাবা বেল খেয়ে বেলের বীজ এখানে ফেলে রেখেছিলেন। আর সেখান থেকে এই গাছটি হয়েছিল এবং এই প্রথমবার একটি বেল ধরেছে। বড় বাবা আমাকে বারবার নিয়ে গিয়ে বেলটি দেখাচ্ছিলেন। তাই ভাবলাম একটি ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করি।

20231021_095947-01.jpeg

তো বন্ধুরা এই ছিল আমার কয়েকটি ফটোগ্রাফি। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি এক কথা মুগ্ধ হয়ে গেলাম। দারুন ছিল আপনার আজকের প্রতিটি ফটোগ্রাফি। গ্রামগঞ্জের আনাচে-কানাচে এত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে যে সেগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। সব মিলিয়ে অসাধারণ ছিল আজকের ফটোগ্রাফি পোস্টটি

Posted using SteemPro Mobile

 last year 

আমিও যখন এই ফুলগুলো প্রথমবার দেখেছিলাম আপনার মতোই মুক্ত হয়েছিলাম। ফুলগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল তাই ফটোগ্রাফি করেছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করেছি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last year 

প্রতিটি ফটোগ্রাফি কিন্তু সত্যিই চমৎকার হয়েছে। মুগ্ধ হয়ে গেলাম ফুলের এত সুন্দর ফটোগ্রাফি দেখে। একই সাথে দুই রঙের সন্ধ্যামালতী ফুল অসাধারণ লাগছে দেখতে। এই ধরনের ফুল আমি সামনাসামনি কখনো দেখিনি। হলুদ ফুল গুলোও খুব সুন্দর। নীল রঙের ঘাসফুল গুলো দিয়ে ছোটবেলায় অনেক খেলতাম। নীল রং আমারও খুব পছন্দ। লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি করতে গিয়ে মশার কামড়ও খেলেন দেখছি। ভালো ছিল আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি।

Posted using SteemPro Mobile

 last year 

জ্বি আপু প্রত্যেকটা ফটোগ্রাফি আমারও খুবই ভালো লেগেছিল। আর মশার কামড় খেয়েছিলাম বুঝতেই পারিনি পরে যখন ছবিগুলো এডিট করছিলাম তখন খেয়াল করি।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং প্রত্যেকটি ফটোগ্রাফির চমৎকার বর্ণনা উপস্থাপন করেছেন। আপনার তোলা লজ্জাবতী ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 last year 

আপনার বনো ফুলের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। লজ্জাবতি গাছের ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর ধান ক্ষেতের পাশে যে ফুলের
ছবি তুলেছেন সে ফুল গুলো দেখতে খুব ভালো লাগছে। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে এবং সেই সাথে খুব সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার পোস্টটি পড়ে সত্যিই খুব ভালো লেগেছে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু ফটোগ্রাফি পোস্টটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে সন্ধ্যামালতী ফুলের ফটোগ্রাফি এবং লজ্জাবতী গাছের ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 last year 

সন্ধ্যা মালতি ফুলটা দেখে আমিও বেশ অবাক হয়ে ছিলাম এবং ভালো লেগেছিল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 last year 

দারুন কিছু ফটোগ্রাফি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপু, বেশ ভালো লাগলো আপনার প্রত্যেকটা সুন্দর সুন্দর ফটোগ্রাফি। বিভিন্ন পর্যায়ের হাওয়ায় বেশ ভালো লাগলো আপনার এই পোস্ট।

 last year 

ফটোগ্রাফি পোস্টটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া।

 last year 

আজ বেশকিছু চমৎকার ফটোগ্রাফি শেয়ার করলেন আপু। ফটোগ্রাফি গুলো দারুন লেগেছে।লজ্জাবতী ফুল আজ প্রথম দেখলাম।আপনি পথের ধারে থেকে ফুলের সৌন্দর্য গুলো ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করলেন। বাতরাজ ফুলটিও দারুন লেগেছে।এই ফুলটিও আজ প্রথম দেখলাম আপু।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আগে রাস্তার পাশে লজ্জাবতীর অনেক গাছ দেখা যেত। তবে এখন আর খুব একটা দেখা যায় না।অনেকদিন পর দেখতে পেয়ে বেশ ভালো লেগেছিল তাই ফটোগ্রাফি করেছিলাম। ধন্যবাদ আপু ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে সেটা সুন্দর মন্তব্যের মাধ্যমে জানানোর জন্য।

 last year 

সন্ধ্যামালতী ফুলের দুই রঙের ফুলটি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছে আপু। যদিও এই ফুলটি আমি অনেকবার দেখেছি। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আরও একবার দেখে নিলাম। তারপরে লজ্জাবতী ফুলগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে যখন লজ্জাবতী ফুলের গাছে হাত দেই আর পাতাগুলো একত্রে হয়ে যায় সেটা দেখতে।

 last year 

সন্ধ্যা মালতী ফুল আমিও অনেক দেখেছি আপু। তবে এরকম কখনো দেখিনি। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আপু আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফির প্রতিটা ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে সন্ধ্যামালতী ফুল বেশি ভালো লেগেছে। আমি শুধু একটি কালার দেখেছি কিন্তু আজ আপনার ফটোগ্রাফির মাধ্যমে ভিন্ন কালার দেখতে পেলাম। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ফটোগ্রাফি পোস্টটি দেখে সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনি চমৎকার চমৎকার রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন।আপনর এতো সুন্দর ক্যামেরা বন্দী করা ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। বিশেষ করে লজ্জাবতি ফুল। আমি অনেক দিন ধরে এই লজ্জাবতি ফুল দেখি নাই। আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আমিও প্রায় অনেকদিন পর লজ্জাবতী গাছ দেখেছিলাম এবং সেই গাছে কিছু ফুল ফুটেছিল আর তাই ভাবলাম ফটোগ্রাফি করে ফেলি।যা পরে আপনাদের সাথে শেয়ার করা যাবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 68754.67
ETH 2469.20
USDT 1.00
SBD 2.37