অনলাইন থেকে বাবুর জন্য শীতের কিছু কেনাকাটার অভিজ্ঞতা
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। কিছুদিন আগে যখন গ্রামে গিয়েছিলাম তখন একটু একটু শীত অনুভব করছিলাম তবে শহরে যখন আসলাম তখন শীত নাই বললেই চলে। তবে গত তিনদিন থেকে শহরেও সকালে এবং সন্ধ্যায় হালকা হালকা শীত অনুভব করছিলাম। শীতকাল আমার পছন্দের ঋতু। শীতকালে আমাদের বড়দের জন্য প্রত্যেক বছর কোন কিছু কেনাকাটা না করলেও ছোট বাচ্চাদের জন্য প্রতিবছরই কেনাকাটা করতে হয়। কারণ তাদের এ বছরের কাপড় পরের বছর আর গায়ে লাগেনা।
আজ তো দু তিন দিন আগে যখন বাবুকে হালকা শীতের পোশাক পড়াতে গেলাম গিয়ে দেখলাম কোন কাপড়ই বাবুর গায়ে লাগছে না।আমাদের এখানে মার্কেটে বাচ্চাদের খুব খুব একটা ভালো পোশাক পাওয়া যায় না। আমি বাবুর কাপড় গুলো সব সময় অনলাইন থেকে কিনে থাকি এটা এর আগেও আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। তাই বলা যায় অনলাইন থেকে কেনাকাটার বেশ ভালো অভিজ্ঞতা আছে আমার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন পেজ ঘুরে ঘুরে দেখলাম। একটা পেজে বেশ কিছু কাপড় খুব ভালো পছন্দ হলো এবং কোয়ালিটি সম্পর্কেও জানলাম তাদের কাছ থেকে এবং তাদের পেজের রিভিউ বেশ ভালো ছিল।তাই সেখান থেকে আট পিস ফুলহাতা গেঞ্জি কিনেছিলাম।
ক্যাশঅন হোম ডেলিভারি ছিল। দুদিন পরে কাপড় গুলো আজ দুপুর বেলা হাতে পেয়েছি। চেক করে নেওয়ার অপশন ছিল তাই আগে প্রথমেই কাপড়গুলো আমি চেক করে নিয়েছিলাম তারপর ডেলিভারি ম্যানকে টাকা পেমেন্ট করেছিলাম।
সত্যি কথা বলতে গেঞ্জি গুলো আমার এত পছন্দ হয়েছে যা বলার বাহিরে। প্রত্যেকটা গেঞ্জির কালার খুবই ভালো ছিল এবং কোয়ালিটি খুবই ভালো ছিল এবং বেশ আরামদায়ক হবে। বাবু তো নতুন কাপড় দেখলে ভীষণ খুশি হয় বিশেষ করে লাল রঙের কাপড় দেখলে। যাইহোক কাপড় গুলো খুব ভালো ছিল যার কারণে মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল। ভাবছি অনলাইন থেকেই বাবুর জন্য কিছু প্যান্ট কিনব শীতের। যদিও আমি প্যাকেট থেকে খুলে কোন ফটোগ্রাফি করে নি তবে প্যাকেটের মধ্যে থেকে কেমন লেগেছে গেঞ্জি এবং কালার গুলো অবশ্যই জানাবেন।
আসলেই আপু আমরা বড়রা প্রতি বছর শীতের জামা না কিনলেও,বাচ্চাদের জন্য অবশ্যই কিনতে হয়। কারণ বাচ্চাদের দেহের বৃদ্ধি ঘটে খুব দ্রুত গতিতে। যাইহোক অনলাইন শপিং করতে খুব ভালো লাগে আমার। প্যাকেটের উপর থেকেই দেখে মনে হচ্ছে ফুলহাতা গেঞ্জি গুলো চমৎকার হয়েছে। শায়ান বাবু তো খুব খুশি হয়েছে দেখছি। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
হ্যাঁ ভাই এটা একদম ঠিক বলেছেন, ও শারীরিক বৃদ্ধি প্রতিনিয়ত হচ্ছে যার কারণে, শীত আসার আগেই এই কেনাকাটা।
শীত না আসতেই বাবুর জন্য অনেক কিছু কিনে ফেলেছেন দেখছি। এটাই তো একজন সচেতন মায়ের কাজ। প্রত্যেকটা মা যদি অন্যান্য চিন্তাধারা বাদ লেখেন নিজের সন্তানগুলোকে সুন্দর করে মানুষ করা চিন্তা করে অবশ্যই তার সন্তান দেশ ও জাতির জন্য কল্যাণকর হয়ে গড়ে উঠবে সুস্থ মস্তিষ্কে। তাই আমি চাইবো আপনি সকল দৃষ্টিকোণ থেকে বাবুর প্রতি খেয়াল রাখবেন। আর এভাবে একজন আদর্শ মা হিসেবে নিজের প্রকাশ করবেন।
অবশ্যই ভাই, একজন সচেতন মা একজন মানুষ গড়ার কারিগর হিসেবে বেশ ভূমিকা রাখে।
একটা জিনিস খুব বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে আজকাল অনলাইন থেকে অনেক কিছু নেওয়ার সুযোগ আছে। যদি ভালো কোন অনলাইন পেজ থেকে জিনিস গুলো নেওয়া যায় তাহলে প্রোডাক্ট বেশ ভালই দেই। তাছাড়া আজও বাজে পেজ থেকে নিলে জিনিস ভেজাল দেই। বেশ ভালই লাগলো বাবুর জন্য শীতের জিনিস নিলেন। আমাদের সাথে অনুভূতিটা শেয়ার করলেন অনেক ধন্যবাদ।
হ্যাঁ এটা সত্য, প্রতিনিয়ত তো অনেক কিছুই হচ্ছে অনলাইন পেজগুলোর মাধ্যমে, তাও দেখে শুনে কেনাকাটার ক্ষুদ্র চেষ্টা।
ঠিক বলেছেন আপু ছোট বাচ্চাদের প্রতি বছর কাপড় কিনতে হয় কারণ আগের কাপর গুলো তাদের গায়ে হয় না। যাইহোক ভালো করেছেন অনলাইনে কাপড় গুলো কিনে। যদিও অনলাইনে অনেক সময় কাপড় খারাপ পড়ে যায়। তবে এখানে একটি জিনিস ভালো হয়েছে কাপড় গুলো চেক করা যায় তারপর টাকা পেমেন্ট করা হয়। নিশ্চয় আপনার বাবু নতুন কাপড় পেয়ে অনেক খুশি হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনলাইনে কাপড় কিনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাবু ভালই খুশি হয়েছে আপু নতুন কাপড় গুলো পেয়ে, যাইহোক আমার অনুভূতি বুঝতে পারার জন্য ধন্যবাদ আপনাকে।
তাহলে আপু আপনার ছোট বাবুর জন্য অনলাইনে শীতের কাপড় কেনাকাটা করে ফেলেছেন। তবে এটি ঠিক বলেছেন বড়দের কাপড় তেমন বছর বছর কিনা লাগে না। ছোট বাচ্চাদের কাপড় প্রতিবছর কেনা লাগে। তবে একটি জিনিস শুনে ভালো লাগলো কাপড় গুলো দেখা যায় তারপর তাদের লোকের হাতে টাকা দেওয়া হয়। তবে কাপড় গুলো আপনার পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো। আর ছোট বাচ্চাদের উপর এমনিতে একটু খেয়াল রাখতে হয় বেশি। ধন্যবাদ আপনাকে অনলাইনে কাপড় কিনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মূলত ও দিন দিন বড় হয়ে যাচ্ছে, তাই প্রতিনিয়তই ওর জন্য কেনাকাটা করা লাগছে এটা একদম সত্য কথা ভাই।
অসাধারণ কালার হয়েছে। বাচ্চাদের কে একটু ডিপ কালারের জামাকাপড় পড়লে বেশি কিউট লাগে তাই কালার গুলো বেশ ভালো হয়েছে। অনলাইনে আমিও কেনাকাটা করি বেশ ভালোই লাগে সময় নিয়ে শুয়ে বসে চয়েস করা যায় প্রডাক্ট।শীতের আমেজ শুরু হয়েছে তাই শীতের পোশাক কেনাকাটার ধুম পরেছে বিশেষ করে বাচ্চাদের। আপনি একদম ঠিক কথা বলেছেন যে এই বছরের পোশাক পরের বছর হয় না বাচ্চাদের। ধন্যবাদ সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
আমারও সেটাই মনে হয় বাচ্চাদের একটু কালারফুল জামা কাপড় দিলে তারা বেশি পছন্দ করে। আর আমিও সবসময় চেষ্টা করি বাবুর কাপড় গুলো একটু কালারফুল এবং কার্টুন দেখে কেনার। যাতে ও আগ্রহ নিয়ে পড়তে চায়।সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।