গরমে ভোগান্তি চরমে

in আমার বাংলা ব্লগlast year

1000023276.jpg
সোর্স

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

বাবার বাড়িতে আসার পর যদিও বেশ ভালো সময় কাটছে কিন্তু এই গরমে অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। যেহেতু আমরা শহরে থাকি তাই বাহিরে খুব একটা বের হওয়া হয় না সকাল থেকে দুপুর অব্দি। যদি বাহিরে কোন কাজ থাকে সেটা আমরা বিকেলে কিংবা সন্ধ্যার পর সেরে নিতাম। তাই বুঝতে পারতাম না রোদের তাপ কতটা পরিমাণে হয়। কিন্তু বাবার বাড়িতে এসে সেটা টের পাচ্ছি না যে কি পরিমাণ রোদের তাপ। তবে গ্রামে আসলে আমাদের একটা নতুন অভ্যাস তৈরি হয় সেটা হচ্ছে সকাল সকাল ঘুমাতে যাওয়া আবার সকাল সকাল ঘুম থেকে ওঠা। যদিও আমি একটু দেরি করে উঠি তবে বাবু খুব সকাল সকাল উঠে পড়ে।

বাবু ঘুম থেকে উঠে পড়ার পর আমার মা বাবুকে সামলায় এবং আমি আরো খানিকক্ষণ ঘুমিয়ে নেই। কয়দিন খুব বেশি গরম পড়েছে তবে আজকের গরম আমার কাছে বেশি মনে হয়েছে। গ্রামে প্রচুর পরিমাণে লোডশেডিং হয় তবে আমার বাবার বাসায় আইপিএস আছে যার কারণে হয়তো একটু বেঁচে গিয়েছি।কিন্তু আজকে এত পরিমাণে গরম পড়েছে যে ফ্যানের বাতাসে ও কাজ হচ্ছে না। বাবুকে নিয়ে বাহিরে বের হলাম বাসার সামনে দেখি অনেক লোকজন বসে আছে। যেহেতু আমাদের বাড়ি থেকে আবাদি জমিগুলো খুব কাছাকাছি যার কারণে অনেক সুন্দর বাতাস আসে বাসার সামনে। বারবার লোডশেডিং হওয়ার কারণে সবাই ঘর থেকে বাহিরে এসে সময় কাঁটাচ্ছে। আমিও গিয়ে তাদের দলে যোগ দিলাম।

বাসার সামনে বের হওয়া মানে আমার ছেলে ধুলাবালি দিয়ে গা মাখা সুযোগ পেয়ে যাবে। যেমনটা বললাম ঠিক তেমনটাই হল বাসার সামনে বের হওয়ার সাথে সাথে ছেলে আমার দৌড়ে গিয়ে ধূলো দিয়ে খেলতে বসে গেল। আমি ওকে খুব একটা বাধা দিচ্ছি না কেননা বাসায় তো অধুলা বালি পায় না তাই একটু গ্রামে এলে যদি ধুলাবালি দিয়ে খেলে তাহলে আমি সমস্যা মনে করি না। সবাই গরমে অতিষ্ঠ হয়ে গেছে বিশেষ করে আমার প্রতিবেশী কয়েকজন বয়স্ক ও দাদী আছেন যারা খুবই কষ্ট পাচ্ছিলেন এই গরমে। অতিরিক্ত তাপদাহে জমির পানি শুকিয়ে গেছে এবং কৃষকের কপালে চিন্তার ভাঁজ।

সবার মুখে মুখে একটাই কথা যদি একটু বৃষ্টি হত পৃথিবীটা শীতল হয়ে যেত। সারাদিন কষ্ট করার পর বিকেলবেলা অনেক জোরে বাতাস বইতে শুরু করলো। সবাই ভাবলাম হয়তো বা বৃষ্টি পড়বে কিন্তু কিসের কি বৃষ্টির দেখা আর পাওয়া গেল না। তবে বিকেলে এই বাতাসটা খুব ভালো লেগেছিল। একটু বৃষ্টির পানি অনেকটা দরকার সেটা মানুষের জীবন বাঁচাতে হয় কিংবা আবাদি জমিগুলো বাঁচাতে হোক।

যাইহোক কি আর করার। বৃষ্টির অপেক্ষা ছাড়া আর করার কিছু নেই। এই গরমে প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে বিশেষ করে বেশি বেশি পানি পান করতে হবে। তো বন্ধুরা আজকে পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

1000006402.png

1000006403.gif

1000006401.gif

Sort:  
 last year 

শুনেছি গ্রামে নাকি প্রচুর লোডশেডিং হয়। এই গরমে লোডশেডিং হলে তো বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। বেশি গরমে ফ্যানের বাতাসও গরম লাগে। আমাদের এখানে ২/৩ দিন ধরে দিনে ২/১ বার করে বৃষ্টি হচ্ছে। এতে করে বেশ স্বস্তি লাগছে। যাইহোক সব জায়গায় বৃষ্টি হোক সেই কামনা করছি। এতে করে গরমের তীব্রতা কমবে এবং কৃষকের মুখেও হাসি ফুটবে। পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

জ্বি ভাইয়া প্রচুর লোডশেডিং। গরমে অবস্থা খুব একটা ভালো না। আপনার ওখানে তাও বৃষ্টি হচ্ছে এখানে তো বৃষ্টিও নেই।একটু বৃষ্টির জন্য কৃষকরা হা হুতাশ করছে।একটু বৃষ্টি হলে সবার মুখে হাসি ফুটবে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

এত গরম বর্ষাকালে কখনো উপভোগ করিনি।
আসলে আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে দিনদিন।
সময়ের আবহাওয়া এখন আর সময়ে উপভোগ করতে পারছি না।
তবে অবশেষে গতরাতে আমাদের কুষ্টিয়ায় ভরপুর বৃষ্টি হয়েছে মনে হচ্ছে প্রকৃতিটা খুবই ঠান্ডা।

 last year 

যাক অতঃপর আপনার আপনার ওখানে বৃষ্টি হওয়ায় একটু স্বস্তি পেয়েছেন।এটা ঠিক বলেছেন ভাইয়া সময়ের আবহাওয়া সময়ে উপভোগ করতে পারছি না।ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু আমাদের এখানে কাল দুপুরে নাম মাত্র বৃষ্টি হলো।কিন্তু ঠান্ডা বাতাসটা রাত অব্দি ছিল খুব ভালো লেগেছিল।বুঝতে পারছিলাম কোথও হয়তো বৃষ্টি হচ্ছে।আপনারা গরমে অস্থির হয়ে আছেন।আসলে ঢাকা আমাদের এখানে তেমন লোডশেডিং হয়না।মাঠের ফসলের জন্য সত্যি ই বৃষ্টি খুব দরকার। আশাকরি বৃষ্টি হবে।অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো আপু।

 last year 

একটু বৃষ্টির জন্য সবাই যেনো আকাশ পানে চেয়ে আছে।কাল একটু বৃষ্টি হয়েছে পাঁচ মিনিটের মতো হবে।ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

গরমে সত্যিই জনজীবন এখন অতিষ্ঠ, তবে গতকাল থেকে আমাদের এদিকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তাই আবহাওয়া কিছুটা ঠান্ডা হয়েছে। গ্রামে আসলে লোডশেডিংয়ের ভোগান্তি বেশি, যাইহোক বাবুকে নিয়ে ভালো সময় কাটান এই কামনা করছি। আর হয়তো আপনাদের এদিকেও বৃষ্টি হতে পারে।

Posted using SteemPro Mobile

 last year 

গতকাল আমাদের এখানেও হালকা বৃষ্টি হয়েছে এতে আবহাওয়া একটু শিতল হয়েছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আসলে আমাদের এদিকে অনেক গরম ছিল, তবে আজ কয়েকদিন পর্যন্ত বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। যার কারণে পরিবেশটা অনেক বেশি শীতল এবং ঠান্ডা। যদিও কারেন্ট কিছুক্ষণ থাকছে আবার কিছুক্ষণ থাকছে না, তবুও গরম লাগছে না পরিবেশটা ঠান্ডা হওয়ার কারণে। আসলে বাবু যেহেতু বাসায় খেলাধুলা করতে পারে না তাই গ্রামে তাকে খেলার সুযোগ করে দেওয়াটাই বেটার। তাহলে নিজে মন ভরে খেলতেও পারবে।

 last year 

বাবার বাড়িতে আসার পর থেকে প্রচন্ড গরম ছিলো। গতকাল একটু বৃষ্টি হওয়ায় একটু স্বস্তি পেয়েছি।যাইহোক ধন্যবাদ আপু।

 last year 

গরমের কারণে অবস্থা একেবারে নাজেহাল হয়ে গিয়েছে। তবে এখন আমাদের এদিকে বৃষ্টি হওয়ার জন্য খুবই ভালো লাগছে। পরিবেশটা একেবারে ঠান্ডা যার কারণে বৃষ্টিটাও উপভোগ করতে পারছি। আশা করছি প্রত্যেকটা জায়গায় এখন বৃষ্টি হবে। অনেক সুন্দর করে পোস্টটা লিখেছেন দেখে ভালো লেগেছে। আর বাবুকে খেলাধুলা করতে দিবেন বেশি বেশি করে।

 last year 

জ্বি ভাইয়া বাবুকে গ্রামে আনলে ওকে ওর মন মতো খেলতে দেই।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58589.32
ETH 2636.10
USDT 1.00
SBD 2.45