টুকটাক কেনাকাটার মহূর্ত

in আমার বাংলা ব্লগlast year

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাই কে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আসলে এতই ব্যস্তময় দিন কাটাচ্ছি যে কোন রেসিপি করা হচ্ছে না। নতুন নতুন রান্না হচ্ছে কিন্তু ফটোগ্রাফি করারও সময় নেই। তাই দৈনন্দিন যে কাজকর্মগুলো করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আজকে মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব।

1000025450.jpg

বাবুর বাবা বাবুকে নিয়ে বাহিরে গিয়েছিল। ভাবলাম এই ফাঁকে আমি একটু মার্কেট থেকে ঘুরে আসি। আসলে বাবুকে নিয়ে গেলে কোনো কিছু কিনতে পারি না। ভীষণই বিরক্ত করে। তাই এই সময়টুকু কাজে লাগাবো ভেবেছি। তো প্রথমে আমরা রাজমতি সুপার মার্কেটে গিয়ে আমার ছোট জা তার জন্য একটি বোরকা কিনে। বাবুর জন্মদিন বাবুর জন্য কেনাকাটা করবো না সেটা তো হতে পারে না এবার আমরা একটা বড় চশমা এবং ঘড়ির দোকানে গেলাম। সেখানে গিয়ে বাবুর জন্য সুন্দর দেখে একটা ঘড়ি এবং একটা সানগ্লাস কিনেছিলাম।

1000025454.jpg

1000025453.jpg

1000025452.jpg

এরপর কিছু ফ্রোজেন আইটেম কিনব তাই একটি গ্রসারির দোকানে গিয়েছিলাম।এই ফ্রোজেন খাবার গুলো খেতে আমার খুব ভালো লাগে। কোনো ঝামেলা নেই আর বাবু ভীষণ পছন্দ করে। তবে এবার বেশি করে মিনি সমুচা, মিনি সিঙ্গারা এবং কিছু পরোটা কিনেছিলাম। আর আমার শাশুড়ির জন্য কিনেছিলাম রুটি। আগে ভাবতাম এ ফ্রোজেন আইটেম গুলোর দাম অনেক বেশি কিন্তু যখন থেকে এগুলো কেনা শুরু করেছিলাম তখন আমার কাছে মোটেই সেটা বেশি মনে হয়নি।

1000025455.jpg

অনেক ঘোরাঘুরি করার পর আমাদের গলা শুকিয়ে গিয়েছিল। তাই একটি শরবতের দোকানে গেলাম।সেখানে দেখলাম বেশ কয়েক ধরনের শরবত বিক্রি করা হয়। বিভিন্ন গাছ গাছালি এবং অ্যালোভেরা দিয়ে ওনারা খুব সুন্দর শরবত বানান কিন্তু সেগুলো দেখে আমার মোটেও খাওয়ার মত রুচি হচ্ছিল না।কেমন পিচ্ছিল জাতীয়। কিন্তু ওগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যাইহোক আমরা প্লেন লেবুর শরবত খেয়েছিলাম।

1000025451.jpg

এবার বাবুর বাবাকে একটা ফোন দিলাম যে সে বাসায় চলে এসেছে কিনা। তো সে বলল যে না আরো কিছুক্ষণ সময় সে বাবুকে নিয়ে ঘুরবে। এরপর আরো কিছু টুকটাক কেনাকাটা করার ছিল সেগুলো কিনে আমরা বাসায় চলে আসি। তো এই ছিল আমার টুকটাক কিছু কেনাকাটার মুহূর্ত আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।

আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

1000006402.png

1000006403.gif

1000006401.gif

Sort:  
 last year 

এটা ঠিক বলেছেন বাচ্চাদের নিয়ে মার্কেটিং গেলে কেনাকাটা করতে একটু সমস্যা হয়।বাবুকে নিয়ে আপনার বাবা-মা বাইরে গিয়েছিল সে সুযোগে আপনিও বাইরে গিয়ে বেশ কিছু কেনাকাটা করেছেন।আপনার যা এর জন্য বোরকা এবং সামনে বাবুর জন্মদিন উপলক্ষে সানগ্লাস ও বিভিন্ন কেনাকাটা করেছেন।মার্কেটে গিয়ে সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

ছোট বাচ্চাদের কে মার্কেটে নিয়ে যাওয়া মানেই কষ্টের বিষয়। তাছাড়া বাবুর জন্মদিন উপলক্ষে ভালোই কেনাকাটা করেছেন বাবুর জন্য দেখছি। এই ফ্রোজেন আইটেম গুলো খেতে বাচ্চারা খুবই পছন্দ করে। আমার কাছেও খুবই ভালো লাগে। ঝটপট বিকালের নাস্তায় দিয়ে দেওয়া যায়। এজন্য আমিও বাসায় এগুলো রাখার চেষ্টা করি। সবশেষে শরবত খেয়ে ঠান্ডা হয়ে নিলেন। যাইহোক ভালো লাগলো অনুভূতি পড়ে।

 last year 

হ্যাঁ আপু বাচ্চাদের মার্কেটে নিয়ে গেলে অনেক কষ্ট হয় এবং কোন কিছুই কেনাকাটা করা যায় না। ফ্রোজেন আইটেম গুলো আমার কাছেও খুব ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 last year 

আসলে আপু বাড়িতে ছোট বাচ্চারা থাকলে যে কোন কাজ করতে গেলে একটু সমস্যা হয়। যাক ভাই বাবুকে নিয়ে বাইরে গেছে এই সময়টা আপনি খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছেন। আপনি এবং আপনার ছোট জা-এর সাথে অনেক কিছু কেনাকাটা করেছেন। বাবুর জন্মদিন উপলক্ষ দেখছি অনেক কিছু কিনেছেন। আপনার এই মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আপনার দুই দিন আগের একটা পোস্টে পড়েছিলাম আজকে বাবুর জন্মদিন। তাই বাবুকে জানাই তার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বাবুর জন্য একটা সানগ্লাস এবং ঘড়ি কিনেছিলেন এটা জেনে ভালো লাগলো। আর টুকটাক কিছু কেনাকাটা করেছিলেন দেখছি। আপনাদের কেনাকাটা করার সম্পূর্ণ পোস্ট অনেক ভালো লেগেছে আমার কাছে।

 last year 

হ্যাঁ আপু আজ বাবুর জন্মদিন ছিল। বাবুর জন্য অনেক অনেক দোয়া রাখবেন আপু ও যেন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আসলেও আপু বাচ্চাদের নিয়ে মার্কেটে যেয়ে কিছু কেনাকাটা করা সম্ভব হয়ে ওঠেনা। বাচ্চাদের নিয়ে মার্কেটে যাওয়া খুব কষ্টকর একটা বিষয়।যাইহোক টুকটাক কেনাকাটার মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপু।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

শায়ানকে নিয়ে ভাইয়া বাইরে ঘুরতে গেলে সেই সুযোগে আপনি টুকটাক কেনাকাটা করতে বাইরে চলে গেলেন।টুকটাক কেনাকাটা করলেন। আর শায়ানের জন্য ঘড়ি ও সানগ্লাস কিনলেন।এরপর গরমে অস্থির হয়ে লেবুর শরবত খেয়েছেন।যাক ভালো ই কেনাকাটা করলেন। অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last year 

কেনাকাটা করার পর গরমে অস্থির হয়ে গিয়েছিলাম আপু তাই লেবুর শরবত খেয়েছিলাম। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপনার একটা পোস্টে পড়েছি আজকে বাবুর জন্মদিন। তাই অনেক অনেক ভালোবাসা বাবুর জন্য। দোয়া করি সে যেন অনেক বড় হয় এবং একজন আদর্শ এবং মানুষ হিসেবে গঠিত হয়। বাবু অনেক খুশি হবে নিশ্চয়ই এই ঘড়ি এবং চশমা পেয়ে। আর সে যদি আপনার কেনা ঘড়ি এবং চশমা পড়ে, তাহলে তাকে দেখতে অনেক ভালো লাগবে। ঘড়ি এবং চশমা পরা ছবি কিন্তু দেখতে চাই আপু। যাইহোক টুকটাক হলেও কেনাকাটা বেশ ভালোই করেছেন।

 last year 

চেষ্টা করব ভাইয়া বাবুর জন্মদিনের ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আপনারা সবাই আমার বাবুর জন্য অনেক অনেক দোয়া করবেন। মা হিসেবে এতোটুকুই চাওয়া আপনাদের কাছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

ছোট বাচ্চাদের নিয়ে শপিং করতে গেলে বেশ ঝামেলা হয়। এটা ধরে সেটা ধরে,তাই তেমন কিছু কেনা যায় না তখন। যাইহোক সময়টা বেশ ভালোই কাজে লাগিয়েছেন। এই ধরনের ফ্রোজেন আইটেম গুলো আমারও খুব পছন্দ। বিকেলের নাস্তায় গরম গরম সমুচা এবং সিংগারা হলে তো আর কোনো কথাই নেই। যাইহোক কেনাকাটার মূহুর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার বাবুকে মার্কেটে নিয়ে গেলে ও কিছুতেই কোলে থাকতে চায় না। কোল থেকে নেমে দৌড়াদৌড়ি করে। যাইহোক কি আর করার এভাবেই জীবন চলছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42