শীত উপলক্ষে অনলাইন থেকে নিজের জন্য কেনাকাটার অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ8 months ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার আর নতুন একটি ব্লগের স্বাগতম। দেখতে দেখতে শীতকাল চলে আসছে। গ্রামে পুরোপুরি শীত পড়ে গেছে। আর শহরে হালকা অনুভব করি। অনেকদিন ধরে বিভিন্ন পেজ ঘোরাঘুরি করে দেখছিলাম যে শীতের হালকা কিছু কেনাকাটা করা যায় কিনা।পেজ এ ঘোরাঘুরি করতে বেশ ভালো একটি পেজের সন্ধান পাই এবং ওখান থেকে দুটো গেঞ্জি সেট অর্ডার করি। একটুও ফুলহাতা গেঞ্জি শার্ট চাইছিলাম সেটাই পেয়ে গেছি তাই ভাবলাম দেরি না করে অর্ডার করে ফেলি। যাই হোক আমি দুদিন আগে অর্ডার করেছিলাম।

20231125_150220.jpg

আজ দুপুর বেলা দুপুরের খাবার খেতে বসেছি তখনই আমার ফোনে ডেলিভারি ম্যান ফোন করে যে আমার পার্সেলটা এসে গেছে। আমি দরজা খুলে ডেলিভারি ম্যানের কাছ থেকে পার্সেলটি সংগ্রহ করি এবং চেক করে নেওয়ার অপশন ছিল তাই ঘরে ঢুকে আগে ড্রেসগুলো চেক করি।এরপর টাকা পেমেন্ট করি। আমি পেজের রিভিউ গুলো দেখে অর্ডার করেছিলাম। রিভিউ বেশ ভাল ছিল এবং আমি চেক করার পর দেখলাম কাপড়গুলো আমার ভাবার বাহিরে অনেক সুন্দর।

20231125_150223.jpg

বলেছি অনলাইন থেকে কেনাকাটার আমার বেশ ভালো অভিজ্ঞতা আছে যদিও প্রথমে দু একবার ঢুকেছিলাম পরেকখনো আর সেভাবে ঠকতে হয়নি বেশ ভালো জিনিসপত্রই পেয়েছিলাম। আমার এবং আমার ছেলের প্রায় সব পোশাকই অনলাইন থেকে নেওয়া। যাইহোক ড্রেজ গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। শীতকালে পরিবেশ আরাম পাওয়া যাবে।আসলে শীতকালে আমার শীতের পোশাক পড়তে একদম ইচ্ছে করে না তাই এই ড্রেস গুলো আমার জন্য খুব ভালো হবে।

PhotoCollage_1700905830212-01.jpeg

যেহেতু আমার ছোট বাবু এবং রান্নাবান্নার সব কাজই আমাকে করতে হয় তাই একটু কালারফুল নিয়েছিলাম ড্রেসগুলো। একটি লাল এবং একটি কালো। আমার কাছে দুটোই বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোন ব্লগ নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 8 months ago 

সুন্দর হয়েছে আপনার শীতের ড্রেস দুটো।অনলাইনে কেনাকাটা করতে বেশ ভালোই লাগে।ভালো পেজ থেকে কিনলে ভাবনার থেকেও ভালো পাওয়া সম্ভব। আমিও প্রথম প্রথম ঠকতাম অনলাইনে কেনাকাটা করে কিন্তুু এখন বুঝেশুনে অর্ডার করি তাই আর ঠকি না।খুব ভালো লাগলো অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতার পোস্ট টি পড়ে।ধন্যবাদ

 8 months ago 

আমিও প্রথম কয়েকবার বেশ ভালই ঠকে ছিলাম। এখন দেখে শুনে বুঝে তারপর অর্ডার করি। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 8 months ago 

বিষয়টি দেখে ভালো লাগল আপু। আমাদের দেশে অনলাইনে কেনাকাটার উপর মানুষের বিশ্বাস কম। এর কারণও আছে। কিন্তু আপনি আপনার মনের মতো প্রোডাক্ট পেয়েছেন দেখে ভালো লাগল। ধন্যবাদ আপনাকে আপনার অভিজ্ঞতা টা আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 8 months ago 

অনলাইনে অর্ডার করার আগে সবসময় মাথায় রাখতে হবে ভাইয়া যে পেজের রিভিউ কেমন। রিভিউ ভালো হয় তাহলে নিঃসন্দেহে অর্ডার করতে পারেন। যেটা আমি করে থাকি এবং কখনো আমাকে ঠকতে হয়নি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 8 months ago 

প্রোডাক্টস হাতে পাওয়ার পর চেক করার অপশন থাকলে বেশ ভালো হয়। তাহলে ঠকার সুযোগ কম থাকে। যাইহোক ড্রেস দুটো আসলেই খুব সুন্দর। আপনার মতো আমারও শীতের পোশাক পরতে ইচ্ছে করে না। অনলাইনে কেনাকাটা করতে আসলেই খুব ভালো লাগে। যাইহোক এতো চমৎকার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 8 months ago 

জ্বি ভাইয়া চেক করার অপশন থাকলে বেশ ভালো হয়। ভালো লাগলে রেখে দিলাম না লাগলে ফেরত দিলাম। যাইহোক অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64625.84
ETH 3233.39
USDT 1.00
SBD 2.65