বাজারের বেহাল দশা

in আমার বাংলা ব্লগlast year

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। কয়দিন এত দৌড়াদৌড়ি করেছি যে অসুস্থ হয়ে পড়েছি। প্রথমে ভেবেছিলাম পোস্ট করব না কিন্তু পরে ভাবলাম থাক পোস্ট টা করেই ফেলি।সকাল থেকে প্রচন্ড মাথা ব্যথায় ভুগছি। এদিকে বাসায় কোন সবজি নেই।মাছ মাংস এবং শুকনা বাজারগুলো সারা মাসের জন্য করা হলেও কাঁচা বাজারটা প্রত্যেক সপ্তাহে করে থাকি। কি আর করার এই অসুস্থতা নিয়েও বিকেলে চলে গিয়েছিলাম বাজারে। তার একটাই কারণ আপনাদের ভাইয়া খুব ভালো বাজার করতে পারে না।

1000025279.jpg

1000025278.jpg

1000025277.jpg

যাইহোক আমরা রেডি হয়ে বাজারের উদ্দেশ্যে চলে যাই। আমি সবসময় সাইফুল ভাইয়ের দোকান থেকে বাজার করি। উনার সাথে খুব ভালো একটা বোঝাপড়া হয়েছে। আর উনি সব সময় আমাকে ফ্রেশ সবজি দেন। আর এখানকার রিক্সাওয়ালা গুলো আমাদেরকে মোটামুটি ভালো চেনে যেহেতু প্রায় প্রত্যেকদিনই বাহিরে বের হওয়া হয়। তো রিক্সাওয়ালা ভাইকে বললাম সাইফুল ভাইয়ের দোকানে যেতে। সাইফুল ভাইয়ের দোকানে গিয়ে যেটা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।

1000025275.jpg

1000025272.jpg

1000025271.jpg

সাইফুল ভাইয়ের দোকানটা যে বাজারে ছিল সে পুরো বাজারটা ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে নতুন বিল্ডিং তৈরি হবে। আশেপাশে আরো অনেক সবজি, মসলার দোকান ছিল কোন দোকানে নেই। এরকম একবার হয়েছিল মাছ বাজারের আমি আপনাদের সাথে সেটি শেয়ার করেছিলাম অনেক কষ্টে নতুন মাছ বাজার খুঁজে পেয়েছিলাম।যাইহোক এবার সাইফুল ভাইকে খোঁজার পালা।আমরা অনেককেই জিজ্ঞেস করলাম কাঁচাবাজারের দোকানগুলো কোন পাশে বসেছে। সঠিকভাবে কেউই বলতে পারছিল না। এরপর আমরা ভাবলাম পাইকারি বাজারে গিয়ে সেখান থেকে সবজি কিনব।

1000025276.jpg

1000025270.jpg

পাইকারি বাজারে ঢোকার কিছু আগেই হঠাৎই আমি সাইফুল ভাইকে দেখতে পেলাম ছোট্ট একটা দোকানে সবজি নিয়ে বসে আছে। সাইফুল ভাইও আমাদের দেখতে পেয়ে হাত উঠিয়ে আমাদেরকে ইশারা করে। অবশেষে আমরা রিক্সা থামিয়ে তার দোকানে গিয়ে বাজার করি। উনাকে জিজ্ঞেস করলাম কবে বাজারটি ভাঙ্গা হয়েছে?উনি বললেন "আসলে বাজারটা যে ভাঙ্গা হবে এটা আমাদেরকে জানানো হয়নি হঠাৎ করে একদিনের মধ্যেই বাজারটি ভাঙ্গা হয়েছে।"এবং এই ছোট্ট একটা জায়গাই উনি পেয়েছেন উনার দোকানের জন্য।

যাইহোক এখন ওনাকে খুঁজে পেয়েছি এবং ওনার দোকানটাও চিনে গিয়েছি এখন আর কোন সমস্যা হবে না। কবে যে এই নতুন মার্কেটটা হবে আর কবে ওনাদের জায়গা ওনারা ফিরে পাবে এটাই এখন দেখার। আমার বিয়ের পর এসে শহরটা যেমন দেখছিলাম এখন আশেপাশে তাকালে কোন কিছুই চিনতে পারিনা।গ্রামে কত ফাঁকা জায়গা থাকে আর শহরে এতোটুকু ফাঁকা জায়গাও কেউ ফেলে রাখে না। তাইতো এই শহরে থাকতে একদম দম বন্ধ হয়ে যায়। কি আর করার নিজেদের বাড়ি আর জীবিকার তাগিতে থাকতে হয়।

তো বন্ধুরা এই ছিল আজকে বাজারের বেহাল দশা।অনেক ভোগান্তির পর কাঙ্খিত দোকানটি আমরা খুঁজে পেয়েছিলাম। যাইহোক আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

1000006402.png

1000006403.gif

1000006401.gif

Sort:  
 last year 

যতই দিন যাচ্ছে সবাই তত বেশি কমার্শিয়াল হয়ে যাচ্ছে। গ্রাম বা শহর উন্নত করতে হবে, হোক। কিন্তু সমস্যা হচ্ছে যে বেশিরভাগ উন্নয়ন আবার পরিকল্পনা বিহীন। তাই তো এমন দেখলে মন খারাপ লাগে, দম বন্ধ লাগে। আপনি আপনার পরিচিত সাইফুল ভাই এর দোকান খুঁজে পেয়েছেন জেনে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিক বলেছেন আপু যতই দিন যাচ্ছে মানুষ ততই কমার্শিয়াল হয়ে যাচ্ছে। তবে এটা ঠিক অনেক কিছুই অপরিকল্পিতভাবে হচ্ছে। যাইহোক আপু অনেক কষ্টে সাইফুল ভাইয়ের দোকান খুঁজে পেয়েছিলাম এটাই অনেক।ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 last year 

একটা বাজার বিনা নোটিশ ভেঙ্গে দিল এটা কেমন কথা। আসলে প্রশাসন কাজ করার ক্ষেত্রে এসব মানুষের কথা একদমই চিন্তা করে না। যাইহোক আপু আপনি অবশেষে সাইফুল ভাইয়ের দোকান খুঁজে পেয়েছেন জেনে ভালো লাগলো। যদিও উনি অল্প জায়গা পেয়েছেন। আশা করি পরবর্তীতে এই সমস্যার সমাধান হয়ে যাবে।

 last year 

জ্বি আপু কোন নোটিশ দেয়নি ওনাদেরকে। উনি তো বললেন যে অনেক রাত অব্দি তাদের দোকানের মালপএ সরাতে হয়েছে। আশা করা যায় আপু খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। কারণ অলরেডি বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last year 

কোন কিছু না বলেই একটি বাজারকে ভেঙে ফেলা সত্যি ই খুব খারাপ কথা।তবে সাইফুল ভাইয়ের দোকান অবশেষে খুঁজে পেলেন জেনে ভালো লাগলো। পরিভিত দোকান থেকে সবকিছু কেনাকাটা করতেই ভালো লাগে। আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last year 

বাহিরে যে সবজিগুলো সাজানো থাকে উনি আমাকে কখনোই সেই সবজিগুলো দেন না। সব সময় বস্তা থেকে বাজার দেন। যেগুলো শুকনো থাকে। আর বাহিরে যে সবজিগুলো থাকে সেগুলোতে উনি সবসময় পানি ব্যবহার করেন যার। পরে সবজি বাসায় এনে দুই একদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। পরিচিত দোকান থেকে এই সুবিধাটা পাচ্ছি এটাই তো অনেক। এজন্যই একটা দোকান থেকেই সব সময় বাজার করা হয়। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 last year 

বাজারের বেহাল দশা পোস্টটি পড়ে খুবই খারাপ লাগলো আপু। তবে সাইফুল ভাই যে একটা জায়গা পেয়েছে এটা শুনে ভালো লাগলো। তবে কিছু না জানিয়ে এভাবে বাজারটা ভাঙ্গা উচিত হয়নি। তবে আশা করছি এর সমাধান অবশ্যই দ্রুত হয়ে যাবে।

 last year 

জ্বি আপু আমরাও সেই অপেক্ষায় আছি যেন দ্রুত এই সমস্যার সমাধান হয়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last year 

আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখা যাচ্ছে ভেঙে তো সব এলোমেলো করে দিয়েছে। আসলে মাঝে মাঝে এমন অবস্থা হয় বাজারের। কোন বড় বিল্ডিং তোলার জন্য ছোট দোকান গুলো একদম ভেঙে দেই। তাছাড়া পরিচিত মানুষের কাছ থেকে কোন কিছু নিলে বেশ ভালোই লাগে। কারণ তারা ভালো জিনিস গুলো দিতে চেষ্টা করেন। অবশেষে সাইফুল ভাইকে খুঁজে পেলেন ভালো লাগলো।

 last year 

সাইফুল ভাইয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। উনি সব সময় আমাকে টাটকা সবজি দেন। তবে ওনাদের এই দোকান ভেঙে দেওয়াটা আমার খুবই খারাপ লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 last year 

আপু কয়েকদিন কষ্ট করেন। তারপর বড় শপিংমল বানিয়ে দিবে। সেখানে ট্রলি দিয়ে বাজার করবেন,হা হা হ। উন্নয়মূলক কাজ হলে কিছুটা কষ্ট করা লাগে। তবে বৃষ্টি আসলে ভোগান্তি আরো বেড়ে যায়। ধন্যবাদ।

 last year 

ট্রলি নিয়ে বাজার করার জন্য সুপার শপ আছে ভাইয়া কিন্তু সেখানে টাটকা সবজি পাওয়া যায় না। এজন্য টাটকা সবজি নিতে গেলে সবজি বাজারেই যেতে হয়। এটা তো ঠিক বলেছেন ভাইয়া ভালো কিছু পেতে গেলে তো সেটার জন্য অপেক্ষা করতেই হবে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আমিও চেষ্টা করি সবসময় পরিচিত দোকানদারের কাছ থেকে সবজি কিনতে। তাহলে ফ্রেশ সবজি পাওয়া যায় এবং দামও কিছুটা কম রাখে। তবে বিনা নোটিশে বাজার ভাঙ্গা মোটেই ঠিক হয়নি। অবশেষে সাইফুল ভাইয়ের দোকান খুঁজে পেয়েছেন, এটা জেনে খুব ভালো লাগলো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42