প্রকৃতিতে শান্তির খোঁজে🌳🌿🌴

in আমার বাংলা ব্লগ11 months ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। গতকাল গিয়েছিলাম শহর থেকে বেশ অনেকটা দূরে একটি গ্রামে বেড়াতে। আপনাদের ভাইয়া আগের রাতেই বলে রেখেছিলেন যে বিকেল বেলা আমাকে নিয়ে বের হবেন। তাই গতকাল বিকেলে আমি এবং আপনাদের ভাইয়া রেডি হয়ে অনেকক্ষণ বসে ছিলাম। আসলে বাবু ওর চাচুর সাথে তার দাদু ভাইয়ের কাছে গিয়েছিল হসপিটালে তাই ওর জন্য আমার অপেক্ষা করছিলাম।প্রায় আড়াইটা বাজে বাবু ফিরে এসেছিল এবং তারপরেই আমরা একটি রিক্সা নিয়ে রওনা দিয়েছিলাম সেই গ্রামটির উদ্দেশ্য।

20231122_160710.jpg

20231122_160805.jpg

যাইহোক আমরা প্রায় দেড় ঘন্টার মতো জার্নি করার পর সেই গ্রামে গিয়ে পৌঁছেছিলাম। মূলত আপনাদের ভাইয়ার এক পরিচিত মামার দাওয়াতে গিয়েছিলাম উনার খামারবাড়ি দেখার উদ্দেশ্যে। তো প্রথমেই আমরা বাজারে গিয়ে উনার চেম্বারে বসিয়ে এবং সেখানে কিছুক্ষণ গল্পস্বল্প করার পর বেশ কয়েক প্রকার নাস্তার ব্যবস্থা করেছিলেন ভদ্রলোক খাওয়া-দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম ওনার কর্মকাণ্ডগুলো দেখার জন্য। প্রথমে উনি আমাদেরকে বড় একটা পুকুরে নিয়ে যান এবং সেখানে গিয়ে তো আমি পুরাই অবাক। মনে হয় পানির থেকে মাছের পরিমাণ বেশি। উনি আমাদেরকে দেখানোর জন্য মাছকে ভাসমান খাবার দিচ্ছিলেন তখন মাছগুলো সব সামনে এগিয়ে এসেছিল খাবার খাওয়ার জন্য। বাবু তো ভীষণ খুশি মাছ দেখে।এরকম পুকুর ওনার নাকি ৫ থেকে ৬ টা আছে। যেগুলোতে প্রচুর পরিমাণে মাছ আছে।

20231122_161845.jpg

20231122_155215.jpg

20231122_155210.jpg

20231122_154703.jpg

এরপর আমরা ওনার আবাদী জমি গুলো দেখতে গিয়েছিলাম। যেহেতু এখন জমিতে ফসল সেরকম নেই কাটা হয়েছে নতুন ধান এবং কিছু জমিতে আলু চাষ করা হয়েছে এবং কিছু জমি চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে। অনেকদিন পর এমন খোলামেলা পরিবেশে প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করে ওনার চাষাবাদ থেকে শুরু করে মাছ চাষের সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। আমার ছেলে তো সেখান থেকে কিছুতেই আসবে না। এক পর্যায়ে জোর করেই তাকে আনতে হয়েছে। এরপর উনি আমাদেরকে নিয়ে গেলেন অন্য একটি পুকুরে। সেখান থেকে বেশ অনেকগুলো মাছ ধরে উনি আমাদেরকে দেন বাসায় নেওয়ার জন্য।

20231122_154346.jpg

20231122_154306.jpg

আপনারা ইতিমধ্যে ওনার ভাল ভাল কর্মকাণ্ডের কথাগুলো আপনার ভাইয়ার পোস্টটিতে হয়তো পড়ে থাকবেন। তাই নতুন করে আর কিছু বললাম না।তবে উনি যুবসমাজ উন্নয়নে প্রচুর পরিমাণে পরিশ্রম করে যাচ্ছেন।যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং ইতিমধ্যে অনেকেই তাদের জীবনে পরিবর্তন এনেছেন মামার সঙ্গ পেয়ে।তবে ওনার অতগুলো কথার মধ্যে সবথেকে একটা কথাই আমার বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে উনি কখনোই ওনার জায়গা ধরে রাখতে চান না উনি পরবর্তী প্রজন্মকে সুযোগ দিতে চান। যাইহোক আমার জীবনের শ্রেষ্ঠ একটি দিন কাটিয়েছি গতকাল।

20231122_162437.jpg

প্রথমে তো আমি যেতেই চাইনি। তবে যাওয়ার পর ভেবেছি না আসলে অনেক কিছুই মিস হয়ে যেতো।এই ছিল আমার গতকালে প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পাওয়ার মুহূর্ত। আমার তো নেশা ধরে গিয়েছে এখন যখনই সময় পাবো চলে যাব মামার এলাকায় মামার খামার বাড়িতে। যাইহোক বন্ধুরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোন বিষয় নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 11 months ago 

আসলেই শান্তির খোজে গিয়েছিলেন আপু। আপনার বর্ণনা দেখে বুঝতে পারছি , আপনাদের মামার বাগানবাড়ীতে বেশ আনন্দে সময় কাটিয়েছেন আপনারা। পুকুরে মাছ দেখতে আমারো ভীষণ ভাল লাগে। বিশেষ করে মাছের খাদ্য দেয়ার সময়, মাছদের ছুটে আসা ও লাফালাফি ভীভষ ভাল লাগে। পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো আপু।

 11 months ago 

আসলেই আপু সেখানে গিয়ে আমি প্রকৃত শান্তি পেয়েছিলাম। চারপাশে এত এত প্রকৃতির সৌন্দর্য এবং পুকুর ভরা মাছ দেখে ভীষণ ভালো লাগছিল।

 11 months ago 

পুকুর আর পুকুরের মাছের দৃশ্য দেখে মনে হল যেন আপনারা আমাদের নিজ গ্রামে এসে উপস্থিত হয়ে গেছেন আপু। আসলে বাইরের পরিবেশে ঘোরাঘুরি করতে আমার খুব ভালো লাগে। অনেক সুন্দর ছিল আপনার আজকের এই পোস্ট যেখানে মাছের খাবার দেয়া দৃশ্য থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের দৃশ্য খুঁজে পেয়েছি।

 11 months ago 

আসলে পড়াশোনা জন্য বাহিরে থেকেছি বিয়েও হয়েছে শহরে তাই গ্রামের এই দৃশ্যগুলো কখনো স্বচক্ষে দেখা হয়নি।বড় হওয়ার পর এই প্রথমবার ঘুরে ঘুরে গ্রামের দৃশ্যগুলো একবারে কাছে থেকে দেখলাম। বেশ ভালো লেগেছে।

 11 months ago 

আসলে একজন মানুষের ইচ্ছাশক্তি এবং পরিশ্রম অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, এই ভদ্রলোক সবার কাছে দৃষ্টান্ত হতে পারে। এখনকার মানুষ শুধু চাকরির পেছনে ছোটে কিন্তু তার বাইরেও যে এতো কিছু করা সম্ভব তিনি তা করে দেখিয়েছেন। সত্যিই আপু আপনি না গেলে অনেক কিছু মিস করতেন।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ওনার কথা ছিল এমনই। যে শ্রমটা আমি অন্যের জন্য দিচ্ছি সেটা যদি আমি নিজের ক্ষেত্রে ব্যয় করি তাহলে অনেক কিছু করতে পারি।এবং উনি করে দেখিয়েছেন। তিনি একজন সফল চাষি।

 11 months ago 

ভাইয়ার পোস্ট পড়ে উনার কথা জানতে পারলাম। বেশ ভালো লাগে এমন উদ্যোগ। আর আপনারা বেশ ভালো একটি দিন কাটিয়েছেন নি:সন্দেহে। পড়ে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 11 months ago 

জ্বী আপু খুবই ভালো লেগেছিল সেখানে গিয়ে এবং খুবই ভাল সময় কাটিয়েছি। বিশেষ করে আমার ছেলেটা খুবই ইনজয় করেছে।

 11 months ago 

ধান খেত ঘোরার অভিজ্ঞতাটি আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। পুকুরের মাছ ধানক্ষেতের ছবি সহ প্রত্যেকটা ফটোগ্রাফি সুন্দর হয়েছে আপু। গ্রাম বরাবরই প্রকৃতির সৌন্দর্যে ঘেরা।

 11 months ago 

ঠিক বলেছেন ভাইয়া গ্রামের প্রকৃতির সৌন্দর্য অন্য কোথাও পাওয়া যাবে না। প্রকৃতির সৌন্দর্যের আসল রূপ দেখতে গেলে গ্রামেই যেতে হবে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 11 months ago 

মাঝে মাঝে গ্রাম ভ্রমন করতে বেশ ভালোই লাগে।এমন মাছ দেখলে তো কথায় নেই। বাচ্চারা আসলে শহরের পরিবেশ থেকে এই রকম খোলামেলা জায়গা পেলে বেশ মজা পায়।মাছ থেকে শায়ান বাবু বেশ মজা পেয়েছে।ভালো লাগলো।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 11 months ago 

আমি বাবুকে নিয়ে শহরে ঘোরাঘুরি করার খুব কমই চেষ্টা করি। সময় পেলেই গ্রামের দিকে চলে যায় বাবুকে নিয়ে ঘুরতে। বাবুও খুব খুশি হয় খোলামেলা পরিবেশে গিয়ে।

 11 months ago 

আপনার বাবুকে নিয়ে প্রকৃতির মাঝে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন আপু। আসলে এমন প্রকৃতির মাঝে সময় কাটানো মুহূর্ত গুলো সত্যি বেশ অন্যরকম হয়ে থাকে। বাবুকে দেখে খুব ভালো লাগলো। মাছের খাবার দেওয়ার মুহূর্ত গুলো সত্যি বেশ অন্যরকম হয়ে থাকে। একসাথে মাছগুলো যখন খাবার খায় তার দৃশ্য দেখতে সত্যি বেশ ভালো লাগে। নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে বেশ সুন্দর কিছু মুহূর্ত অতিবাহিত করেছেন । পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

হ্যাঁ ভাইয়া সেখানকার পরিবেশ টা খুবই নিরিবিলি ছিলো। বেশ ভালো সময় কাটিয়েছি আমরা পুরো পরিবার।

 11 months ago 

আপু পুকুরের সাইজ তো অনেক বড়। অনেক মাছ দেখলাম বুঝতে পেরেছি আপু আসলে পানির চেয়ে অনেক বেশি মাছের পরিমাণ। খুব সুন্দর জায়গায় ঘুরতে গেলেন ঘোরাফেরা করলে ভালো লাগে। এমন খোলামেলা পরিবেশে প্রকৃতির মাঝে আসলে অনেক শান্তি পাওয়া যায়। অনেক সুন্দর একটি মুহূর্ত শেয়ার করলেন বেশ ভালই লাগলো পড়ে।

 11 months ago 

জ্বি আপু পুকুর গুলো অনক বড় ছিলো এবং মাছও ছিলো অনেক। আর এমন দৃশ্য দেখে ভালো না লেগে উপায় আছে বলেন।সব মিলিয়ে খুব সময় কেটেছে।

 11 months ago 

হ্যাঁ আপু শুভ ভাইয়ের পোস্ট পড়ে জানতে পেরেছিলাম উনার কথা। উনার মতো মানুষ প্রতিটি সমাজে দরকার। কারণ উনি মানুষদের নিয়ে চিন্তা করেন এবং বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেন। মাছ দেখতে আমারও খুব ভালো লাগে। পুকুর এবং আবাদি জমি গুলো দেখে ভীষণ ভালো লাগলো আপু। বুঝাই যাচ্ছে সবমিলিয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন আপনারা। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

বাহ খোলামেলা প্রকৃতির মাঝে দারুন সময় কাটিয়েছেন। আসলে মাঝে মাঝে এভাবে গ্রামে বা খোলামেলা জাগায় ঘোরাঘুরি করলে মন ফ্রেশ হয়। খোলামেলা জায়গা পেয়ে বাবু মনে হয় বেশ দৌড়াদোড়ি করেছে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60782.57
ETH 2381.28
USDT 1.00
SBD 2.64