বৈশাখী মেলায় ঘোরাঘুরি || পর্ব-২
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আমি গত কয়েকদিন আগে শেয়ার করেছিলাম বৈশাখী মেলায় ঘোরাঘুরির প্রথম পর্ব শেয়ার করেছিলাম আজকে দ্বিতীয় শেয়ার করব। যেহেতু বাহিরে সেদিন প্রচুর গরম পড়েছিল তাই একটু ইফতারের আগে যাওয়ার চেষ্টা করেছিলাম এবং সেখানে গিয়ে বেশ কিছু ফটোগ্রাফি আমি করেছি। যেগুলো এর আগেও কিছু আপনাদের সাথে শেয়ার করছি আর বাকিগুলো আজকে শেয়ার করছি।
মেলায় ঢুকতে প্রথমেই কিছু খাবারের দোকান ছিল। সেগুলোর দিকে আমি ফটোগ্রাফি করতে যাচ্ছিলাম এমন সময় আমার কিছু ছোট ছোট ননদদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। আসলে তারা প্রাইভেট পড়তে এসেছে এখানে মেলা দেখে ঘুরতে এসেছে। তাই তাদেরকে অনেক কিছু খাওয়ালাম। তারা আমাদেরকে দেখে ভীষণ খুশি। খাওয়া-দাওয়া সেরে তাদেরকে বিদায় দিলাম এবং আমরা বাকি জায়গাগুলোতে ঘুরতে শুরু করলাম।
মেলা মানেই মেলাতে অনেক দোকান থাকবে এবং বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাবে। এখানে একটা লোক কিছু কাগজের ফুল নিয়ে বিক্রি করছিল। ফুলগুলো আমার কাছে দেখতে বেশ ভালো লাগছিল এবং বেশ কালারফুল ছিল ফুলগুলো। যদিও আমি এখান থেকে ফুলগুলো কিনে নেই নি তবে ইচ্ছা ছিল কিছু কিনব পরে আর কেনা হয়নি।
হাঁটতে হাঁটতে দেখলাম পাশ দিয়ে কয়েকটা আচারের দোকান বসেছে। মেলা হবে আর আচারের দোকান থাকবে না এটা তো ভাবাই যায় না। তবে সত্য কথা বলতে আমি এখানকার কোন খাবার খাইনি কারণ চারপাশে এত ধুলা উড়ছিল আমি খাবারগুলো একদমই স্বাস্থ্যকর মনে করছিলাম না।
হাঁটতে হাঁটতে একটা কসমেটিকের দোকান দেখলাম একটা লোক মাটিতে কিছু সামান্য কসমেটিক নিয়ে বসে আছে। সেখান থেকে আমার কিছু মাথার ব্যান্ড এবং একটা আংটি পছন্দ হয়ে যায় এবং আমি সেগুলো সেখান থেকে খুব কম দামেই নিয়ে নিয়েছিলাম।
ছোটবেলাতেই দেখেছি মেলায় অনেক কাঁচের চুড়ি পাওয়া যেত। এই মেলাতেও তার বিকল্প ছিল না। এখানে অনেক অনেক কাছের চুড়ি ছিল যেগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল।
তো বন্ধুরা এই ছিল আমার বৈশাখি মেলায় ঘোরাঘুরি দ্বিতীয় পর্ব। আবারো তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।










বৈশাখী মেলাতে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আপনার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। মেলাতে অনেকে জিনিসপত্র উঠেছে। হরেক রকমের আচার দেখে খেতে ইচ্ছে করতেছে। মেলাতে ঘুরতে যাওয়ার আনন্দ খুবই অসাধারণ হয়ে থাকে। নিশ্চয় অনেক দুর্দান্তের মুহূর্তে অতিবাহিত করেছেন।
মেলা মানেই তো আনন্দ ভাইয়া। আপনি ঠিকই বলেছেন মেলাতে বেশ আনন্দ করেছি।
আপু ঈদ মোবারক। ভাইয়ার পোস্টে বৈশাখি মেলার ভিডিও দেখেছিলাম,খুব ভাল লেগেছিল।আজ আপনি সেই মেলায় ঘোরাঘুরি ও কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। দারুন লাগলো। আপনি খুব সুন্দর সময় কাটিয়েছেন জেনে ভাল লাগলো। ধন্যবাদ আপু।
পোস্টটি পড়ে গঠনমূলক একটি মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
মেলায় বেশ দারুন মজা করেছেন আপু।আপনার ননদ দের সাথে দেখা হলে খাওয়া দাওয়া করেন।তারপর ব্যান্ড এবং আংটি কিনেন। আচারের ফটোগ্রাফি দেখেই তো খেতে ইচ্ছে করছে আচার।মেলার এই কমন জিনিস টাই আমার বেশি ভালো লাগে।ইফতারের বেশ আগেই গিয়ে ভালোই করেছিলেন আপু।কাগজের ফুল গুলো দেখতে কিউট ছিল।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপু।
জ্বী আপু এই মেলাগুলোতে আচারের দোকানগুলো বেশ আকর্ষণীয় হয় ওটা সবার কাছে। আপনার মতো আমারও ইচ্ছে করছিল কিন্তু রাস্তায় এত পরিমাণে ধুলা উড়ছিল যে পরে আর খাওয়া হয়নি।