সময় গড়ায়, জীবন বদলে যায়

in আমার বাংলা ব্লগlast year

child-g30ebf3deb_1280.jpg
source

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি। অনেকটা দিন পর নিজের কিছু কথা বলছি, যা জীবন থেকে প্রাপ্ত।

বিবাহ পরবর্তী সময় থেকে মোটামুটি জীবনের কয়েকটা রুপ দেখতে হলো। আসলেই মেয়েদের কোন স্থায়ী ঠিকানা নেই। এটা আগে শুনতাম, তবে এখন বিশ্বাস করি। বিবাহ পরবর্তী জীবনে যে মানুষটার সঙ্গে আমার ঘর বাঁধা হয়েছিল, তার সঙ্গেই এখনো সংসার টিকে আছে। তবে আমাদের ঘর গুলো যেন ক্রমাগত পরিবর্তন হয়েছে।

সময় যত যাচ্ছে, ততই যেন কঠিন রকম অবস্থার সম্মুখীন হতে যাচ্ছে। বছর দুয়েক আগেও আমার এত চিন্তাভাবনা ছিল না। এখন প্রতিনিয়ত ভিন্ন রকম চিন্তাভাবনা হয়। একটা অজানা আশঙ্কা ক্রমাগত নিজেকে তাড়িয়ে বেড়ায় ।

বিবাহ পরবর্তী জীবনে যে মানুষটার সঙ্গে আমার সংসার হয়েছে,সে আগে অন্য পেশায় জড়িত ছিল। তবে যতদিন গিয়েছে তার জীবনযাপন- চিন্তা চেতনায় অনেকটাই পরিবর্তন হয়েছে। একটা সময় আমাদের কাছে বেশ ভালোই ছিল কাটানো সময় গুলো। তবে সময় যত গড়িয়ে যাচ্ছে, ততই যেন কঠিন বাস্তবতা ক্রমাগত উঁকি দিচ্ছে ।

বাবু হওয়ার পরেই আমরা শহরে চলে এসেছিলাম এবং যে বাসাটাতে উঠেছিলাম, সেখানে দীর্ঘ দুটো বছর বেশ হাসি আনন্দেই কাটিয়ে ছিলাম৷ তবে এখনকার সময় গুলো যেন আর আগের মতো নেই। সবকিছু যেন অনেকটাই মলিন হয়ে যাচ্ছে। হয়তো জীবন এমনই শুধু থেমে থেমে রূপ বদলায়।

যতই দিন গড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে, আগের সময় গুলোই বেশ ভালো ছিল। আরো বেশি অতীত মনে হলে, মনে হয় বিবাহ পরবর্তী সময়টাই বেশ ভালো ছিল অর্থাৎ যখন আমরা গ্রামে ছিলাম ঠিক সেই সময়টা৷ তখন হয়তো এত আহামরি চাহিদা ছিল না, তবে সময়টা বেশ ভালই কেটে যেত। জীবনের এই হঠাৎ আমূল পরিবর্তনে জীবন প্রতিনিয়ত অনেক কিছুই শিখিয়ে দিয়ে গিয়েছে বা এখনো ক্রমাগত যাচ্ছে৷

আজ শহরের যে বাসাটাতে ছিলাম, সেটা ছেড়ে নতুন একটা বাসায় চলে আসলাম। এখানে বড্ড ব্যস্ততায় জীবন কাটছে, কেউ কারো খবর নেয় না,মানে সবাই সীমিত সময় নিয়েই হয়তো এখানে বসবাস করে আসছে। এখানে নিজের খবর শুধু নিজেকেই নিতে হয়। তাও এতো কিছুর মাঝেও চেষ্টা করছি, বাস্তব শিক্ষা অর্জন করে, সবকিছু মানিয়ে নিয়ে ভালো থাকার জন্য।

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 last year 

আসলে আপু জীবন পরিবর্তন শীল। সত্যি বিয়ের পরপর জীবন থাকে একরকম। আর দিন যত যাই পরিবর্তন ততো আসে। তবে এটা সত্যি অতীতকে তো আর ফিরে পাওয়া সম্ভব নয়। তাই আমাদের সামনে যা আছে তাই নিয়ে এগিয়ে যেতে হবে। আসলে আপু নতুন বাসা তাই মানিয়ে নিতে একটু সময় লাগবে। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

এভাবেই সব কিছু মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আপু।

 last year 

টাইটেলের সাথে আপনার অনুভূতির অনেক মিল খুঁজে পেয়েছি। খুব সুন্দর ভাবে একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এত সুন্দর পোস্ট আমাকে মুগ্ধ করেছে। আশা করি এমন সচেতন মূলক পোস্ট আমাদের মাঝে যখন ইচ্ছা শেয়ার করবেন

 last year 

আপনার মন্তব্যের আমি সঠিক তেমন কোন কিছুই বুঝতে পারিনি ভাই৷

 last year 

ঠিক বলেছেন আপু মেয়েদের কোন তাই ঠিকানা নেই। বিয়ের আগে একরকম বিয়ে হলে অন্যরকম। আমি নিজেও বিয়ের আগে একরকম অনুভূতি করতাম এখন বিয়ের পরে অন্যরকম চিন্তাভাবনা। তবে সংসার জীবনে আসলে আপু অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। অচেনা একটা মানুষের সাথে বিয়ের পর সংসার করে সবকিছু মিল রেখে চলতে হয়। তবে মনে হয় আপন নতুন বাসায় আপনার মন বসতেছে না। এই কারণে নিজের খবর নিজেই রাখতে হয় বলতেছেন। সত্যি আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।

 last year 

আসলে নতুন জায়গায় হুট করে এসেছি তো, তাই কিছুটা সময় লেগে যাচ্ছে। তবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, এমনটাই আশা করছি।

 last year 

তবে আপু সব মানুষের জীবনে অনেক কিছু পরিবর্তন হয়। চলাফেরা হতে শুরু করে অনেক কিছু বদলে যায়। যেমন বিয়ের আগে এবং পরে সব মানুষের অনেক কিছু পরিবর্তন হয়। আপনার বিয়ের আগে মন-মানসিক একরকম ছিল এখন বিয়ের পরে সংসার নিয়ে অন্যরকম মন মানসিক বদলে গেছে। পরকে আপন করে খুব সুন্দর করে বিয়ের পর চলতে হয়। অনেক সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

আপনার মন্তব্যটি বেশ ভালো লাগলো এবং অনেকটাই অনুপ্রেরণা পেলাম।

 last year 

মেয়ে মানুষ হলো পৃথিবীর মধ্যে একটি অদ্ভুত প্রাণী।মেয়ে মানুষ হাজার কষ্ট সহ্য করে নিজের জীবন পরিচালনা করে থাকে। একজন মেয়ে মানুষ তার নিজের সর্বস্ব ছেড়ে চলে আসে শুধু প্রিয় মানুষটির জন্য। কিন্তু সেখান থেকে তাকে কষ্ট সহ্য করতে হয়।বিয়ের পর একটা মেয়ের নিজস্বতা বলতে আর কিছু থাকে না।সকলের মন জুগিয়ে চলতে চলতে একটা সময় ক্লান্ত হয়ে পড়ে তারপর সবার চোখে খারাপ প্রমাণিত হতে হয় বার-বার।হয়তো-বা জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই কাটাতে হবে তাই সেগুলো নিয়ে ভেবে কোনো লাভ নেই যেভাবে চলছে জীবন সেভাবেই চলতে দিন।নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে এটাই চরম বাস্তবতা।ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন বৌদি আমরা মেয়ে আমাদেরকে সব কিছু মানিয়ে নিয়েই চলতে হবে। ধন্যবাদ বৌদির গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62065.67
ETH 2429.85
USDT 1.00
SBD 2.68