নানুভাইয়ের ওমরা হজ্জে যাওয়ার প্রস্তুতি

in আমার বাংলা ব্লগ9 months ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে আমি একদমই ভিন্ন রকম একটা পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার নানু ভাই নভেম্বরের ২৫ তারিখে ওমরা হজ্জে গিয়েছেন।তাই১৮ই নভেম্বর একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনেকদিন ধরেই লিখব ভাবছিলাম কিন্তু অন্যান্য ব্লগ শেয়ার করায় এই মুহূর্তটা আর শেয়ার করা হয়ে ওঠেনি।

20231120_151442.jpg

আমার নানু ভাইয়ের পাঁচ টা মেয়ে। কোনো ছেলে নেই।তাই কিছুদিন আগে আমার নানু ভাই আমার নানু ভাইয়ের যত সম্পত্তি ছিল সব পাঁচ মেয়ের মধ্যে বন্টন করে দিয়েছেন। তার শেষ ইচ্ছা ছিল হজ্জে যাওয়ার। তাই আমার আম্মুরা এবং খালামনিরা মিলে সবকিছুর ব্যবস্থা করেন।এরমধ্যে আমার নানু ভাই আরো একটি আবদার করে বসেন সেটি হচ্ছে তার যত আত্মীয়-স্বজন আছে সবার সঙ্গে দেখা করতে চান।এক্ষেত্রে আমার আম্মুরাও আর কোন অমত করেননি।

20231120_151338.jpg

20231120_151108.jpg

20231120_134202.jpg

আগে থেকে সব আত্মীয়-স্বজনকে দাওয়াত করে এসেছিলেন এবং সেই দিন বেশ কিছু রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছিল। আমাদেরকে আগে থেকে যেতে বলেছিলেন কিন্তু বাবু দুষ্ট যার কারণে আমি আগের দিন যায়নি। আমরা অনুষ্ঠানের দিন দুপুরবেলা গিয়েছিলাম। আমি গিয়ে দেখি পুরো বাড়ি মেহমান দিয়ে ভরে গেছে এবং রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। অনেকক্ষণ একে অপরের সাথে কুশল বিনিময় করলাম। অনেককেই চিনতাম না এই প্রথমবার দেখে তাদের সঙ্গে আলাপচারিতা হয়েছিলো। বেশ ভালো লাগলো। নানু ভাইয়ের আত্মীয় বলে কথা।

20231120_151506.jpg

20231120_151347.jpg

20231120_151154.jpg

এরপর আমরা দুপুরবেলা খাওয়া-দাওয়া সেরে নানুভাইয়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করে নানু ভাইয়ের কাছে দোয়া নিয়ে চলে আসি। সবাই আমার নানুভাইয়ের জন্য দোয়া করবেন। উনি ইতিমধ্যেই পবিত্র মক্কা নগরীতে অবস্থান করছেন। আল্লাহ ওনার মনের সকল নেক আশা পূরণ করুন। আমিন।

আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 9 months ago 

হজ্জ করার উদ্দেশ্যে যখন মানুষ প্রস্তুতি গ্রহণ করে ঠিক সেই মুহূর্তেই নাকি হজের নিয়ত মহান সৃষ্টিকর্তার দরবারে লেখা হয়ে যায়। আশা করবো আপনার নানুর উদ্দেশ্য কবুল হয়ে গেছে এবং উনি সুস্থ সবল অবস্থায় হজ্জে অংশগ্রহণ করতে পারবেন। বেশ সুন্দরভাবে আপনি উনার বিষয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যেখানে তার ছেলে নেই পাঁচটি মেয়ে, তাই তার জমি সবার মাঝে সুন্দরভাবে বন্টন করে দিয়েছেন, আর হজ্জে যাওয়ার পূর্বে সকলের সুন্দর সুন্দর আয়োজন। বেশ ভালো লাগলো বিস্তারিত জেনে।

 9 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য। দোয়া রাখবেন এমন নানু ভাইয়ের জন্য।

 9 months ago (edited)

২৫ শে নভেম্বর আপনার নানু ভাই ওমরাহ হজ্ব পালন করতে গিয়েছে এটা জেনে আমার খুবই ভালো লেগেছে। আমি দোয়া করি আপনার নানু ভাই যেন সুস্থ শরীরে ওমরাহ হজ্ব পালন শেষে বাড়িতে আসতে পারে। আপনার নানু ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল।

 9 months ago 

আমাদেরও এটাই চাওয়া উনি যেন সুস্থভাবে হজ্জ পালন করে ফিরে আসতে পারেন।সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 9 months ago 

আপনার নানু ভাই খুব ভালো একটি কাজ করেছেন,যাওয়ার আগে সব সম্পত্তি বন্টন করে দিয়ে। আপনার মা এবং উনার বোনেরা সবাই উনার আবদার রাখার জন্য বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করেছে, এটা জেনে ভীষণ ভালো লাগলো। দোয়া করি আপনার নানু ভাইয়ের ওমরাহ হজ্জ কবুল করুক মহান আল্লাহ তায়ালা এবং তিনি যেন সুস্থ সবল ভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারে। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59010.30
ETH 2515.57
USDT 1.00
SBD 2.45