রেসিপিঃ নারকেল বাটা দিয়ে দেশি মুরগির মাংসের ভুনা
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল বাটা দিয়ে দেশি মুরগির ভুনা। আমি যখন ছোট ছিলাম আমি মাকে দেখতাম মাঝেমধ্যে এই নারকেল বাটা দিয়ে মুরগির মাংস হাঁসের মাংস রান্না করতে। অনেকদিন পর মায়ের রান্নার কথা মনে পড়ে গেল। আর মায়ের হাতে রান্না তো কোনো তুলনাই হয় না। তো সেই ভেবে আমি আজকে রেসিপিটা করেছি। কেন জানি খুব খেতে ইচ্ছে করছিল নারকেল বাটা দিয়ে মুরগির মাংস। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে।
তো বন্ধুরা চলুন রেসিপি শুরু করা যাক।
| উপকরনসমূহঃ |
|---|
| দেশি মুরগির মাংস |
| নারকেল বাটা |
| আদা-রসুন বাটা |
| পেঁয়াজ কুচি |
| জিরা-ধনিয়ার গুঁড়া |
| শুকনা মরিচের গুঁড়া |
| গোটা গরম মসলা |
| তেজপাতা |
| হলুদ গুঁড়া |
| লবণ |
| তেল |
ধাপ-১
প্রথমে মুরগিটা কেঁটে পিস করে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।
ধাপ-২
এরপর নারকেল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি।
ধাপ-৩
রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়েছি তেল।তেল গরম হলে গোটা গরম মসলা গুলো দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি।
ধাপ-৪
এরপর পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় এজন্য যে নারকেলের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে বাটা মশলা গুঁড়া মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।
ধাপ-৫
মসলাটা কষানো হয়ে গেলে মশলার ওপরে তেল চলে আসলে আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে প্রায় ১০ মিনিটের মতো রান্না করে নিয়েছি।
ধাপ-৬
এরপর দুই কাপের মতো পানি দিয়ে আবারো মাংসটা আমি প্রায় ১৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি।
ধাপ-৭
মাংসের ঝোল একেবারেই শুকিয়ে গেলে আমি আবারো পানি দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আরও ১০ মিনিটের মত। কারণ এটা একটা বড় মুরগি ছিল আর দেশি মুরগি একটু বড় হলে বেশ শক্ত হয় মাংসগুলো। যার কারণে আমি ভালোভাবে সেদ্ধ করে রান্না করে নিয়েছি।
ধাপ-৮
এরপর মুরগির মাংসের তরকারিটা রান্না হয়ে গেলে আমি ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে নামিয়ে পরিবেশন করেছি।
সত্যি কথা বলতে অনেক সুস্বাদু হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। আর অনেকদিন হলো মা কেন জানি এই রেসিপিটা রান্না করে না। তবে এবার ঈদে বাবার বাড়িতে গেলে অবশ্যই আমার মাকে বলব নারিকেল দিয়ে রান্না করতে। আর অবশ্যই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। খুবই সুস্বাদু হয় খেতে।
আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।














নারকেল বাটা দিয়ে তরকারি রান্না করলে তরকারি স্বাদ আলাদা বৃদ্ধি পাই আমার খেতে অনেক ভালো লাগে। আমি প্রায় সময় নারকেল বাটার চাইতে আস্ত নারকেল দিয়ে রেসিপি করি ভীষণ মজার হয়। যতই মজার খাবার রান্না করি না কেন মায়ের হাতের রান্নার তুলনা হয়না আপু। ধন্যবাদ মজার রেসিপি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু আমরা যতই স্বাদ করে রান্না করি না কেনো কিন্তু মায়ের হাতে রান্নার একটা আলাদা স্বাদ আছে। যেটা কখনো এই ভোলার নয়। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
নারিকেল দিয়ে দেশি মুরগি রান্না ।রেসিপির কালার দেখেই মনে হচ্ছে খেতে সুস্বাদু ছিল।এতো সুন্দর করে রান্নার প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর একটি মন্তব্য পোষণ করার জন্য।
এভাবে নারিকেল বাটা দিয়ে মুরগির মাংস রান্না করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে অনেকদিন ধরেই এভাবে নারকেল বাটা দিয়ে মুরগির মাংস রান্না করে খাওয়া হচ্ছে না। আপনার রেসিপিটি দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপনার মত আমারও নারকেল বাটা দিয়ে মাংস রান্না করলে বেশ ভালো লাগে খেতে। অনেকদিন পরে এভাবে রান্না করে খেলাম আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্য করার জন্য।
আপু আমি সাধারণত নারিকেল বাটা দিয়ে হাঁসের মাংস রান্না দেখেছি । মুরগির মাংস কখনো দেখা হয়নি । আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে । আসলে খেতে বেশ ভালই লাগবে । দারুন রান্না করেছেন আপনি । কালার দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে । ধন্যবাদ আপনাকে ।
জ্বী আপু মুরগির মাংসেের থেকে হাঁসের মাংস রান্না করলে বেশি ভালো লাগে নারকেল বাটা দিয়ে। আমার মাকে এভাবে রান্না করতে দেখেছি হাঁসের মাংস। আমার মা সুন্দর করে রান্না করে নারকেল বাটা দিয়ে। ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।
নারকেল বাটা দিয়ে মুরগির মাংস আমি এর আগে কখনো খাইনি। আজকে আপনারই রান্নার প্রসেস দেখে আমার এই রেসিপিটা খেতে খুব ইচ্ছা করছে। আপনার এই রেসিপিটা আমি বাড়িতে একদিন ট্রাই করবো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জ্বি দাদা নারকেল বাটা দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করলে অনেক সুস্বাদু হয় খেতে। অবশ্যই একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর আপনার রেসিপি- অপেক্ষায় রইলাম। ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন্য।
দেশি মুরগির মাংস ভুনা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে সাথে নারকেল বাটা দিয়ে কখনোই খাওয়া হয়নি। যেহেতু আপনি এভাবে তৈরি করে খেয়েছেন তাহলে নিশ্চয়ই অনেক মজা লেগেছে। আমিও একসময় বাসায় ট্রাই করে দেখব কেমন লাগে।
হ্যাঁ আপু নারকেল বাটা দিয়ে মুরগির মাংস ভুনা খেতে খুবই মজা হয়। বিশেষ করে হাঁসের মাংস বেশি ভালো লাগে নারকেল বাটা দিয়ে। অবশ্যই একদিন বাসার বানিয়ে খেয়ে দেখবেন।
মায়ের হাতের রান্নার সত্যি ই তুলনা হয় না।আপনি দেশি মুরগি নারিকেল দিয়ে রান্না করলেন।আমি হাঁস রান্নাতে নারিকেলের দুধ দেই খেতে ভীষন মজার হয়।কিন্তু মুরগি দিয়ে খখনও রান্না করিনি।খেতে ভালোই লাগবে আশা করা যায়। রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
জ্বী আপু কখনো দেশি মুরগি দিয়ে এভাবে নারকেল বাটা দিয়ে রান্না করে দেখবেন খেতে অনেক মজা হয়। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।
নারিকেলের বাটা দিয়ে মুরগির মাংস রেসিপি খেতে খুবই মজা লাগে। এই নারিকেলের বাটা সত্যিই অনেক সুস্বাদু করে তুলে মুরগির মাংসের রেসিপিকে। আপনার রেসিপি পরিবেশন অনেক ভালো লেগেছে।
রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এর আগে আমি কোনদিন নারিকেল বাটা দিয়ে দেশি মুরগির মাংস রান্না করে খাইনি। নতুন ধরনের এই রেসিপি দেখে খুবই ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য। দেশি মুরগির মাংস নারকেল বাটা দিয়ে রান্না করলে ভীষণ মজার হয় ভাইয়া। একদিন অবশ্যই বাসায় চেষ্টা করবেন।