আবারো আসবো ||@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

received_899604474048170.jpeg
মাঝে মাঝে চিন্তাধারা গুলো লিখতে ভালো লাগে। আবার সেই চিন্তাধারা যদি কবিতায় রূপান্তরিত হয় তাহলে কিন্তু আলাদা একটা অনুভূতি ভিতরে কাজ করে।

এমনটা যে শুধু আমার হয় তা কিন্তু না। আমি মনে করি যারা প্রতিনিয়ত লেখালেখি করে বা আর্টিকেল শেয়ার করে, তাদের সবারই কমবেশি এমনটাই হয়ে থাকে বা হচ্ছে।

তুমি ক্ষুধার্ত থাকো আমার স্নিগ্ধ শীতল পরশ পাওয়ার জন্য কিন্তু যখন তুমি আমাকে ছুঁতে যাও তখন আমি অমাবস্যার চাঁদের মতো উধাও হয়ে যাই, কারণ আমি এমনি।

দূর থেকে দেখে উপলব্ধি করো, কাছে এসো না। কারণ তুমিই ঝলসে যাবে, আমার উষ্ণতায় তুমি কয়লা হয়ে যাবে।

হৃদয়ে জায়গা পাওয়া কি এতই সোজা, চাইলেই কি পাওয়া যায়। দূর থেকে দেখো, হৃদয়ে জায়গা করতে হলে যোগ্যতা লাগে। হয়তো সেটা ধৈর্য্য নয়তো সেটা মানসিকতা বা ব্যাক্তিত্বের উপর নির্ভর করে।

জ্বালাময়ী বলো বা ছলনাময়ী বলো, তাতে আমার কোন যায় আসে না। কারণ তোমার ধৈর্য নেই, তোমার ব্যক্তিত্ব নেই, সেখানে তো আর যাইহোক আমার জায়গা হতে পারেনা।

IMG_20220324_003909.jpg

আমি ভাসবো, আমি উড়বো, আমি খেলবো, আমি নিজেকে উজাড় করব ঠিক সেই জায়গাটাতে, যেখানে অনেকটা স্নিগ্ধ শীতল পরশের মত উদারতা থাকবে। ঠিক সেই বুকটাতেই আমার জায়গা হবে।

আমি কারো রমণী, কারো প্রেয়সি বা কারো ঘরণী, এইসব হতে তোমরাই আমাকে শিখিয়েছো। কারণ আমি নিজেকে নিজের মতো করে ভাবতে শিখেছি। যে শিক্ষা পেয়েছি তোমাদের কাছ থেকে, সেই বুলিতেই আজ নিজেকে ভাসিয়েছি। তাই তো নিজেকে আড়াল করে রেখেছি, তোমাদের কাছ থেকে। তোমরা দেখছো আর আমাকে নিয়ে সমালোচনায় ব্যস্ত আছো।

হয়তো আমি আবারো আসবো, কোন কাকডাকা ভোরে নতুবা গ্রীষ্মের কোন খড়া দুপুরে নতুবা কোন ভরা অমাবস্যার রাতে। যদি ধৈর্য্য ধরতে পারো, তাহলে আমাকে বন্দী করতে পারবে তোমার বুক পাজড়ে নতুবা শুধু দেখতেই হবে আর সমালোচনায় করতে হবে।

Sort:  
 3 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু, আমাদের মনের অজান্তে অনেক কিছুই ভেসে উঠে মনের কড়া নাড়ে। আর সেই কথা গুলো যদি আমরা কবিতায় রূপ দেই তাহলে সেটা আরো বেশী সুন্দর এবং মজাদার হয়। তবে আপনার কবিতাটি ভেসে উঠেছে জোর করে ভালোবাসা যায় না। এবং কি ভালোবাসা আদায় করা যায় না, ভালোবাসা পেতে হলে মনের মত মন লাগে নয়তো পুড়ে ছাই হয়ে যাওয়া ছাড়া আর কিছুই নয়। এত সুন্দর করে কথায় কথায় কবিতা উপহার দেওয়ার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

 3 years ago 

তুমি ক্ষুধার্ত থাকো আমার স্নিগ্ধ শীতল পরশ পাওয়ার জন্য কিন্তু যখন তুমি আমাকে ছুঁতে যাও তখন আমি অমাবস্যার চাঁদের মতো উধাও হয়ে যাই, কারণ আমি এমনি।

আপু আপনি অনেক সুন্দর লিখেছেন। আপনার এই লেখাগুলো পড়ে খুবই ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে আপনার মনের অব্যক্ত কথাগুলো আপনার লেখনীর মাঝে ব্যক্ত করেছেন আপু। আসলে আমাদের জীবন এমনই পাওয়া না পাওয়া এবং হাজারো ইচ্ছের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলে তবুও আমরা নতুন ভাবে স্বপ্ন দেখি। হয়তো এভাবেই ভালোবাসা বারবার ফিরে ফিরে আসে। অনেক সুন্দর লিখেছেন আপনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

ধন্যবাদ সবাইকে সুন্দর মন্তব্য করার জন্য। আমি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি।

 3 years ago 

আপনার কাব্যিক লেখাগুলো পড়ে খুব ভালো লাগলো । আপনি খুব সুন্দর ভাবে আপনার মনের অব্যক্ত কথাগুলো কাব্যিক স্বরে বলে ফেলেছেন যা সত্যিই মনে হয়। এত সুন্দর একটি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 62151.48
ETH 2421.34
USDT 1.00
SBD 2.57