পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার করার অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার দোয়ায় আমিও ভাল আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আমি রমজান উপলক্ষে কিছু বাজার করেছি মাছ,বিভিন্ন ডাল,মাংস ইত্যাদি আরও যা কিছু লাগে আরকি কিনেছি। আজ আমি কেনাকাটার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব।অন্যান্য মাসের থেকে এই মাসে একটু খরচ বেশি হচ্ছে। কেননা রমজান উপলক্ষে অনেক কিছুই আলাদাভাবে কিনতে হয়। তো আমি প্রথমে গিয়েছিলাম মসলার দোকানে। সেখান থেকে প্রয়োজনীয় অনেক কিছু মসলা কিনেছিলাম।

20230311_095847.jpg

20230311_095854.jpg

20230311_105105.jpg

মসলা কিনে প্রথমে গিয়েছিলাম মুরগি কিনতে কিন্তু মুরগির দোকানে গিয়ে মাথায় হাত। মুরগির দাম এত বেড়েছে যে আমি ভেবে উঠতে পারছিলাম না যে আমি কি করবো।তাই ভাবলাম যে দেখি মাছের বাজারে আগে গিয়ে দেখি যে মাছের কি অবস্থা। তো অনেকগুলো দোকান ঘুরে ঘুরে দেখছিলাম যে দাম কেমন। তো দেখতে দেখতে মাছের দাম আমার খুব একটা বেশি মনে হলো না। আমার কাছে স্বাভাবিক মনে হলো।

20230311_105109.jpg

তাই ভাবলাম যেহেতু মাছের দাম স্বাভাবিক আছে আমি মুরগি অল্প কিনব বেশ কয়েক প্রকার মাছ কিনব। তো ঘুরে ঘুরে দেখছিলাম কি মাছ নেওয়া যায়। তো অনেকদিন পর আমার চোখে কৈ মাছ পড়ল। আপনাদের ভাইয়া কৈ মাছ খেতে ভীষণ পছন্দ করে। আর অনেকদিন ধরে বাজারে দেখছিলাম না। তাই অনেকদিন পর দেখে ভাবলাম যেহেতু রমজান মাস আলাদা আলাদা মাছ খেতে বেশ ভালোই লাগবে এজন্য আমি এক কেজি কৈ মাছ নিয়েছিলাম সাড়ে ৬০০ টাকা দিয়ে।

এরপর আমি পাবদা মাছ নিয়েছিলাম এক কেজি, টেংরা মাছ নিয়েছিলাম এক কেজি এবং তেলাপিয়া নিয়েছিলাম প্রায় পাঁচ কেজির মতো।এরপর দেখলাম বেশ কিছু ভাল ইলিশ। আমি ভাবলাম যে কিছু ইলিশ নেওয়া যাক। তো আমি গিয়ে দাম করলাম ওনারা আমার কাছে সাড়ে 900 টাকা কেজি রেখেছেন তো আমি এক কেজি ইলিশ এক কেজির কিছু বেশি হবে নিয়েছিলাম।

20230311_110201.jpg

20230311_110157.jpg

এরপর আমি যেটা করি প্রত্যেকবারে আমি মাছগুলো কেটে আনি। কেননা আমার বাবু নিয়ে মাছ কাটার মত সময় হয় না আর আমি খুব একটা মাছও কাটতে পারি না। আর ছোট মাছগুলো সব সময় মা কেটে দেয় আমাকে। আর আমার মাও এসেছে বাজার করা উপলক্ষে আমার বাসায়। তাই আমার খুব একটা কষ্ট হচ্ছিল না। তো আমি বড় মাছগুলো বাজার থেকে কেটে এনেছিলাম। এরপর আমি মুরগির দোকানে গিয়ে অল্প করে মুরগি কিনেছিলাম।

তো এই ছিল আমার বাজার করার অভিজ্ঞতা। আরও টুকিটাকি কিছু বাজার করেছিলাম। কাঁচা বাজার ছিল আর কাঁচাবাজারের মধ্যে ছিল লতি, সাজনা এবং পটল, মিষ্টি কুমরা, বরবটি ইত্যাদি। আমি গত মাসে কাঁচা মরিচ কিনে ডিপ করে রেখে দিয়েছিলাম যার কারণে আর কাঁচামরিচ কেনা হয়নি। আর পেঁয়াজ আলু তো বলেছিলাম যে আপনাদেরকে আমি পাইকারি বাজার থেকে অনেকগুলো কিনে এনেছিলাম সেগুলো এখন আমার রয়ে গেছে। তাই আর সেগুলো আলাদা করে কিনতে হয়নি।

বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

আপু,আপনার মত আমারও একই অবস্থা, রমজান মাস উপলক্ষে বাজারে গিয়েছিলাম বাজার করতে। কিন্তু রমজান মাস উপলক্ষে দেখি সব কিছুরই কেমন যেন দাম বেড়ে গিয়েছে। বিশেষ করে মুরগির ক্ষেত্রে দামটা মনে হয় একটু বেশি বেড়েছে। তবে কি আর করার, রমজান মাস বলে কথা। তাই টুকিটাকি করে আমিও অল্প কিছু বাজার করেছিলাম। তবে আপনি তো দেখছি বেশ কয়েক প্রকার মাছ কিনেছেন। আপু,পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার করার অভিজ্ঞতাটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

জ্বী ভাইয়া বাজারে যে অবস্থা। কি আর করার খেতে তো হবে। তাই টুকটাক করে অল্প কিছু কিনেছিলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু এখন বাজারে গেলে মাথা শুধু ঘুরে। তবে মুরগির দাম এতই বেড়েছে যা বলে শেষ করা যাবে না। তবে আমাদের এই দিকে ও মাছের দাম খুব স্বাভাবিক। কৈ মাছ ৬০০ টাকা কেজি মনে হয় একটু বেশি দাম ওদিকে। তবে রমজান মাস আসলে আমাদের সবার একটু বেশি খরচ হয়। তবে ইলিশ মাছ আমাদের এদিকে ও এখন তেমন দেখা যায় না। সুন্দর করে পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

হ্যাঁ আপু রমজান মাস আসলে আমাদের খাবারের তালিকা টা একটু পাল্টে যায়। যার কারণে একটু খরচ বেশি হয়। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু কালকে আমি নিজেও রমজান মাসের বাজার করতে গিয়েছিলাম।।প্রথমে আমি মুরগির দোকানে গেলাম। মুরগির দাম শুনে আমিও হতবাক হয়ে গেলাম। তবে আপনি ঠিক বলেছেন বাজারে মাছের দাম মোটামুটি এখনো ঠিক আছে। একটা জিনিস শুনে খুব ভালো লাগলো আমাদের ভাইয়ের পছন্দের মাছগুলো আপনি কিনেছেন। কৈ মাছের দাম ৬০০ টাকা হলে মনে হয় একটু বেশি হয়েছে। অনেক সুন্দর করে পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আসলে বাজার জুড়ে একটা দোকানেই কৈ মাছ ছিল। এজন্য মনে হয় দাম বেশি নিয়েছিল। যাই হোক এটা আপনার ভাইয়ের পছন্দের মাছ তাই আর দামের দিকে তাকাইনি আমি নিয়েছিলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

হ্যাঁ আপু রমজানের জন্যে অনেক কিছুই আলাদা করে কেনা লাগে এই জন্য একটু বেশী তো খরচ হবেই। কৈ মাছ তো খুবই সুস্বাদু খেতে আপু। অনেকটা কিনেছেন মনে হচ্ছে ৬০০ টাকার যখন। এছাড়াও পাবদা, টেংরা, তেলাপিয়া, ইলিশ অনেক মাছ ই কিনেছেন দেখছি। আবার অল্প মাছ ও কিনেছেন। অনেক কিছুই তো কিনেছেন দেখছি আপনি।

 last year 

হ্যাঁ দিদি চেস্টা করেছি সবার পছন্দ অনুযায়ী বাজার করতে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63207.55
ETH 2571.17
USDT 1.00
SBD 2.82