প্রকৃতি ও ফুলের রেনডোম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে চলে এসেছি কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। চেষ্টা করি প্রত্যেকদিন আলাদা আলাদা পোস্ট করার কিন্তু হয়তো করে উঠতে পারি না। আজকে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করছি সেগুলো আমার বাসা ছাদ থেকে তোলা। আর এর আগেও আমি আগে বাসার ছাদ থেকে কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেগুলো আপনারা খুবই পছন্দ করেছিলেন। আশা করছি আজকের ফটোগ্রাফি গুলোও আপনাদের কাছে ভালো লাগবে।

PhotoCollage_1681578776687-01.jpeg

গত কয়েকদিন আগে আপনাদের ভাইয়া বাবুকে নিয়ে বাহিরে ঘুরতে গিয়েছিল। তো সন্ধ্যার আগে বাসায় একা একা ভালো লাগছিল না তো ভাবলাম ছাদে যাই। আর যে পরিমাণে গরম পড়েছে বিকেল বেলা ছাদে তো যাওয়াই যায় না। তাই ভাবলাম যে রোদ পড়ে গেছে একটু ছাদ থেকে ঘুরে আসি অনেক সুন্দর বাতাস বইছিল। তো আমি ছাদে গিয়ে তখনকার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছিল। দেখলাম অনেক সুন্দর ফটো উঠছে তাই ভাবলাম কিছু ফটোগ্রাফি করি আর এগুলো সব কিন্তু সন্ধ্যার কিছু আগে তোলা ফটোগ্রাফি।

20230321_165956-01.jpeg

20230321_170057-01.jpeg

★ প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরিষা ফুল। এই অসময়ের সরিষা ফুল দেখে অনেকেই হয়তো অবাক হচ্ছেন। আসলে আমাদের বাসার ছাদে অনেকেই আমরা অনেক সময় মসলা রোদে দেই। সেখান থেকে হয়তো কিছু মসলা এদিক সেদিক গিয়ে কিংবা পাখি ঠোঁটে করে নিয়ে ফেলে যার কারণে বিভিন্ন রকম যেমন সর্ষে, ধনিয়া এবং কিছু কলাই গাছও হয়।একটা গাছের গোড়ায় দেখলাম অনেক সুন্দর সরষে ফুল ফুঁটে আছে তাই কিছু ফুল আমি হাতে নিয়ে ফটোগ্রাফি করেছিলাম।

20230321_165907-01.jpeg

★ দ্বিতীয় যে ফুলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মরিচের ফুল। আমি কিছুদিন আগে আমার ফটোগ্রাফি পোস্টে বলেছিলাম আমাদের কেয়ারটেকার ভাই ছাদে অনেকগুলো মরিচের চারা লাগিয়েছে। যেখানে এও পরিমাণে ফুল এসেছে আবার এত সুন্দর মরিচ ধরেছে যে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখলে। আমি সেখান থেকেও কিছু ফটোগ্রাফি করেছিলাম আর যার মধ্যে এই ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লেগেছিল তাই এটাই আপনাদের সাথে শেয়ার করছি।

20230321_165758-01.jpeg

★ এবার যে ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালটা। এটা অনেক ছোট ছোট আর গাছে নতুন পাতা আর পাতার মধ্যে এই ছোট ছোট মালটা ফলগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল। বাবু তো ছাদে গেলেই শুধু এই ফলগুলো ছিরে ফেলে যার কারণে আমি ওকে ছাদে নিয়ে গেলে খুব সতর্কতার সঙ্গে রাখি।

20230321_170238-01.jpeg

★ বেশ কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করছিলাম এপাশ ওপাশ দেখছিলাম। তো এর মধ্যে আমি এই জায়গায় আটকে যাই কারণ এখানে বড় বড় কিছু ছিল আর যার পাতাগুলো একদম নতুন এবং পরিষ্কার ছিল যা দেখতে বেশ ভালো লাগছিলো। যেহেতু কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল যার কারণে পাতাগুলো একদম পরিষ্কার ছিল। আমার কাছে পরিবেশটা বেশ ভালো লাগছিল। তাই আমি এটারও একটা ফটোগ্রাফি করে ফেলি।

বন্ধুরা এই ছিল আমার ফটোগ্রাফি পোস্ট আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর প্রকৃতি আমরা সবাই ভালবাসি। বিশেষ করে আমরা প্রকৃতির গাছপালা বেশি ভালোবাসি যার কারণে আমারও একটু গাছপালার প্রতি আলাদা একটা টান কাজ করে। আর সেখান থেকে এই ফটোগ্রাফি গুলো করা। আমি ছাদে গেলে এই গাছ গুলো হাত দিয়ে নেড়েচেড়ে দেখি আমার কাছে বেশ ভালো লাগে গাছগুলো হাত দিয়ে ছুঁতে।

আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

প্রকৃতির সাথে অনেক সুন্দর সময় পার করেছেন। আর ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

জ্বী ভাইয়া মাঝে মধ্যে প্রকৃতির সাথে সময় কাটালে অনেক ভালো লাগে। সত্যি বলেছেন খুব ভালো সময় কাটিয়েছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। খুব ভাল লাগলো। তবে বেশি ভাল লেগেছে শেষের মেঘলা আকাশের ফটোগ্রাফিটা।দেখেও শান্তি মেঘলা আকাশ।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ যেদিন ফটোগ্রাফি গুলো করেছিলাম সেদিন মেঘলা আকাশ ছিল। আর পরিবেশটা এত শান্ত ছিল যে কি বলব এত ভালো লাগছিল আমার বলে বোঝাতে পারবো না।

 3 years ago 

আসলে প্রকৃতি যে কতটা সুন্দর সেটা দূর থেকে কখনো বলে বোঝানো সম্ভব নয়। ‌ যদি কেউ প্রকৃতিকে খুব কাছ থেকে উপলব্ধি করতে চায় তাহলে প্রকৃতির কাছে যেতে হবে প্রকৃতির মধ্যে থাকা ভালবাসা সে সকলের মাঝে উজার করে ঢেলে দেয়। খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন প্রকৃতির এই ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ। প্রকৃতির এই সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এটা সত্যি বলেছেন ভাইয়া আমাদের প্রকৃতি সম্পর্কে জানতে হলে প্রকৃতির কাছে যেতে হবে। আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গেলে প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে হবে। যেটা আমি মাঝেমধ্যেই করে থাকি।

 3 years ago 

প্রকৃতি ও ফুলের রেনডোম ফটোগ্রাফি করেছেন।খুবই অসাধারণ লাগছে ফুলগুলো। আমার ফুলের ফটোগ্রাফি ভীষণ ভালো লাগে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

বিকেল বেলার মুহূর্তটা ছাদের মধ্যে অনেক ভাল কাটে। মাঝেমধ্যে বাচ্চাদেরকে নিয়ে যদি ওদের বাবারা বের হয়ে নিজেকে অনেক বেশি একটু ফ্রি মনে হয়। এমন সময় একা একা বসে চা খেতে কিংবা ছাদে ঘোরাঘুরি করতে ভীষণ ভালো লাগে। আপনি ঠিক বলছেন আপু এই অসময়ে আসলে স্যার ফুল দেখে তো আমি একটু কৌতুহলী হয়ে গেছিলাম পরে বুঝতে পেরেছি। ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে ছাদের পরিবেশটা খুব সুন্দর।

 3 years ago 

বাবুকে নিয়ে ছাদে উঠলে ও ভীষণ দুষ্টুমি করে ওর পিছনে দৌড়াতে আমার যায়। আর যখন একা থাকি তখন গেলে একটু প্রশান্তি পাই। আমরা অনেক সময় অনেক মসলা ছাদে শুকাতে দেই যেখান থেকে বীজগুলো এদিক ওদিক পাখি হয়তো নিয়ে যায় তারপরে গাছ হয়।ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

সবুজ প্রকৃতি এবং বিভিন্ন ধরনের ফুলের অসাধারণ কিছু ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন প্রত্যেকটা ফটোগ্রাফিক খুবই ভালো লেগেছে।।
সুন্দর উপস্থাপনা করেছেন ফটোগ্রাফি গুলা সম্পর্কে শুভকামনা রইল আপনার জন্য। ঋ

 3 years ago 

ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে আপনার জেনে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বাসায় একা থাকায় ছাদে ঘুরতে গিয়েছেন এবং কিছু অসাধারণ ফটোগ্রাফি করেছেন জেনে খুবই ভালো লাগলো। এরকম প্রায় সময় হয় ছাদের বিভিন্ন ধরনের মসলা বা কিছু থেকে পড়ে গাছ উঠে। আমাদের ছাদে একবার ধান রোদে দেওয়া হয়েছিল পরে সে দানগুলো পড়ে আবার ধান গাছ উঠেছিল। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জ্বী আপু আমাদের ছাদেও বিভিন্ন ধরনের গাছ হয় বিভিন্ন শাকসবজির এবং ফুলের। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.035
BTC 110330.25
ETH 3876.44
USDT 1.00
SBD 0.52