গর্জিয়াছ মেহেদী ডিজাইন
হ্যালো
আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার দোয়ায় আমিও ভাল আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে আমি একটি মেহেদির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আসলে বিয়ে বাড়ির উপলক্ষে কিংবা কোন অনুষ্ঠান বাড়ির উপলক্ষে আমরা কমবেশি মেয়েরা সবাই মেহেদী পড়ি। বিশেষ করে কম বয়সি মেয়েরা মেহেদী দিতে বেশি আগ্রহী হয়ে থাকে। আসলে আমি ছোট থেকেই মেহেদী পড়তে ভীষণ ভালবাসতাম কিন্তু ইদানিং সময়ের কারণে বা সংসারের সামলিয়ে খুব একটা সময় হয়না। তাইতো যে কোনো অনুষ্ঠানে একটু আকটু দেওয়ার চেষ্টা করি মেহেদী। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
আগে আমি খুব সুন্দর করে মেহেদি ডিজাইন করতে পারতাম। অনেকদিন ধরে চর্চা নাই এজন্য আর খুব একটা ভালো হয় না।তাই চলে গিয়েছিলাম মেহেদি দিতে বৌদির বড় মেয়ের কাছে। বৌদি বড় মেয়ে খুব সুন্দর ডিজাইন করতে পারে এটা আমরা কম বেশি সবাই জানি। সে কিন্তু ভালো আঁকতেও পারে।আসলে আগে ঈদের আমার বাসায় বাচ্চারা মেহেদি দেওয়ার জন্য আসত। বেশ ভালোই ডিজাইন করতে পারতাম কিন্তু অনেকদিন না দিয়ে খুব একটা ডিজাইন করতে পারি না আবার দিতে গেলে হাত কাঁপে।
❤️আমি চাইছিলাম হাতটা একটুও ভরাট করে দিতে। কারণ আমি বিয়ে উপলক্ষে যেহেতু মেহেদীটা দিয়েছিলাম তাই ভেবেছিলাম একটু গর্জিয়াস করব। তো সেই ভেবেই আমি ঐশিকে বলেছিলাম মেহেদীটা দিয়ে দিতে। তো প্রথমে ও আমার হাতে কিছু ঘর এঁকেছিল কোনাকুনি করে। তারপর সেগুলোর মধ্যে একটা করে ফোটা দিয়েছিল। এরপরও একটা কলম দিয়ে দাগ টেনে নিচ্ছিল যাতে ডিজাইনগুলো সুন্দর হয়।
❤️তো ও কলম দিয়ে আর্ট করা দাগের উপরে ভালোভাবে মেহেদি দিয়ে সুন্দরভাবে ডিজাইন টা করে দিয়েছিল।
❤️এরপর আঙ্গুলগুলোতে সুন্দর করে ডিজাইন এঁকে দিয়েছিল। আমি প্রত্যেকটা আঙ্গুলেই একটু ভরাট করে দেওয়ার চেষ্টা করেছিলাম।
❤️এরপর কেন জানি না অল্প অল্প লাগছিল তারপর ওকে আমি বললাম যে হাতের উপরের দিকে আরেকটু ডিজাইন বাড়াতে। তারপরে পরের ডিজাইন টা ও এঁকে দিয়েছিল হাতে।
এরপর আমার মেহেদীর ডিজাইনের ফাইনাল লুকটা আপনারা দেখতেই পারছেন। কত সুন্দর হয়েছিল মেহেদী ডিজাইনটি। আর এটা শুকানোর পরে অনেক সুন্দর লাগছিল। আমার কাছে বিয়ে উপলক্ষে মেহেদী ডিজাইনগুলো একটু গর্জিয়াস হলে ভালো লাগে।
তো বন্ধুরা এই ছিল আমার আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।






ঈদে বা কোন অনুষ্ঠানে মেয়েরা মেহেদী পড়তে ভালোবাসে। মেহেদী না পড়লে অনুষ্ঠানের পূর্ণতা পায় না। মনে হয় কি যেন নেই। আপনি খুব সুন্দর করে গর্জিয়াস করে মেহেদি লাগিয়েছেন হাতে। মেহেদি ডিজাইন টা দারুন লাগছে দেখতে। শুকানোর পর দেখতে বেশি ভালো লাগে রং হলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য। ঠিক বলেছেন ভাইয়া বিয়ে বা কোন অনুষ্ঠানে মেহেদী না পড়লে কেন জানিনা কোনো পূর্ণতা পাওয়া যায় না।
আজকে দেখছি অনেকেই মেহেদির ডিজাইন শেয়ার করছে। আমি নিজেও মেহেদি ডিজাইন শেয়ার করেছিলাম ,এবং এশ শিফা আপু ও মেহেদী একটি ডিজাইন শেয়ার করেছে, এবং আপনিও মেহেদির ডিজাইন শেয়ার করলেন। ঠিক বলেছেন আপু আমি অল্প বয়সী মেয়েরাই মেহেদি দিতে বেশি পছন্দ করে। আমার কাছেও বেশ পছন্দের মেহেদীর ডিজাইন । বৌদির বড় মেয়ে দেখছি বেশ ভালো ডিজাইন পারে। সুন্দর হয়েছে।
আজকে আমাদের সবার মনের মিল হয়ে গেছে এজন্য সবাই মেহেদির ডিজাইন শেয়ার করেছি। যাইহোক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।
আপু আপনার মত আমার কাছেও মেহেদী পড়তে অনেক ভালো লাগে। তবে এখন আর ইচ্ছা থাকলেও পড়তে পারিনা। যাই হোক আপনি খুব সুন্দর একটি মেহেদির ডিজাইন হাতে পড়েছেন। আপনার এই ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার এই ডিজাইন সময় পেলে একবার হাতে পড়ে দেখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মেহেদির ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।
সত্যি বলেছেন আপু বিয়ে উপলক্ষে একটু গর্জিয়াস মেহেদী হলে ভালো লাগে। আসলে আপু শুধু মেহেদী কোনো যেকোনো জিনিস চর্চা না করলে ভুলে যেতে হয়। যাইহোক আপনার মেহেদী ডিজাইন সুন্দর হয়েছে। সত্যি আপু সময়ের পরিবর্তে সব হারিয়ে যায়।ধন্যবাদ আপু।
মেহেদী লাগাতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে বিশেষ করে মেয়েরা মেহেদি পড়তে অনেক বেশি ভালোবাসে। আপনিও মেহেদী পড়তে অনেক বেশি ভালবাসতেন কিন্তু বর্তমান সময়ে সংসার থাকার কারণে হয়তোবা তেমন একটা সময় হয়ে ওঠে না। অবশেষে নিজ হাতে মেহেদি লাগিয়েছেন দেখে খুবই ভালো লাগলো আপু ডিজাইনটা আসলেই অনেক বেশি গর্জিয়াস। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জ্বী ভাইয়া এখন অনেক ইচ্ছা থাকলেও সংসার সামলিয়ে তেমন একটা সময় হয়ে ওঠে না মেহেদী দেওয়ার। ধন্যবাদ ভাইয়া একটু মন্তব্য করার জন্য।
একদম সিম্পিলের মধ্যে গর্জিয়াস একটি মেহেদি ডিজাইন প্রস্তুত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে।।
আমার কাছে এই ধরনের ডিজাইনগুলো অনেক ভালো লাগে যদিও হাতের উপর কখনো প্রতিস্থাপন করিনি তবে ম্যাডামকে দেখি মাঝে মাঝে এমন ডিজাইন হাতের উপর নিতে।।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে তুলে ধরার জন্য।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি ঠিকই বলেছেন কম বয়সী মেয়েরা মেহেদি দিতে একটু বেশি পছন্দ করে।আপনি ছোট থেকে এই মেহেদী দিতে পছন্দ করতেন কিন্তু সবাই এক সুযোগের কারণে দিতে পারেন না তাহলে। আসলে সংসার জীবনে আসলে এরকম কিছু করাই যায় না। আপনি খুবই সুন্দর একটা মেহেদির ডিজাইন আঙ্কন করে সবার মাঝে ভাগ করে নিলেন। ভীষণ ভালো লাগলো আমার কাছে দেখে।
ঠিক বলেছেন আপু সংসার জীবনে অনেক কিছু ইচ্ছা থাকলেও সেটা পূরণ করার সময় হয় না বা সুযোগ হয় না। যাইহোক আপু সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
বাঊহ আপনি তো দেখছি বেশ ভালোই একটা অসাধারণ সুন্দর মেহেদির ডিজাইন আর্ট সম্পূর্ণ করেছেন। মেহেদির আর্ট অঙ্কন দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি খুবই নিখুঁতভাবে এবং ধৈর্য ধরে অনেক সময় ব্যবহার করে এই গর্জিয়াস মেহেদির আর্ট করেছেন। আপনার সম্পূর্ণ মেহেদির ডিজাইন আর্ট অঙ্কন বলতে গেলে এক কথায় অসাধারণ ছিল।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।