আমাদের গরুর খামারে অজানা রোগ 🐄🐄

in আমার বাংলা ব্লগ4 months ago

cow-8329667_1280.jpg
সোর্স

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। গত দুইদিন থেকে খুবই ব্যস্তময় দিন যাচ্ছে আমার। একে তো বাবু অসুস্থ তার ওপর ঝুম বৃষ্টি অপরদিকে আমাদের খামারে আবার অজানা রোগ দেখা দিয়েছে। সব মিলিয়ে খুবই খারাপ সময় যাচ্ছে বলতে পারেন। সবকিছুই নিজের হাতে সামলানোর চেষ্টা করছি। আপনারা অনেকেই জেনে থাকবেন গ্রামে আমার ছোট্ট একটি গরুর খামার আছে যেখানে গরুর সংখ্যা পাঁচটি। যেহেতু আমি কেবলই শুরু করেছি তাই গরুর সংখ্যা কম। তবে ইচ্ছা আছে খামারটি অনেক বড় করার।

যাইহোক গতকাল হঠাৎ সকালবেলা মায়ের ডাকে আমার ঘুম ভাঙ্গে যদিও মা আমাকে কখনো এত সকালে ঘুম থেকে ডাকেন না। অনেকটা চমকে উঠলাম এবং মাকে খুব চিন্তিত দেখলাম। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তখন আমার মা বললেন আমাদের খামারে ছোট বাছুরগুলোর কিছু একটা সমস্যা হয়েছে। একটি বাছুরের বয়স 8 মাস এবং আর একটি বাছুরের বয়স ২৫ দিন হবে। আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে গোয়ালের দিকে গেলাম।

গোয়ালে গিয়ে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। বড় বাছুরটি একদম দাঁড়াতে পারছে না। আর ২৫ দিনের যে বাছুর টি আছে তার পুরো শরীর গোল গোল এলার্জির মত কি যেন একটা হয়েছে। আমি দেখে রীতিমতো অনেক ভয় পেয়ে গেলাম। এরপর সাথে সাথে গরুর ডাক্তারকে ফোন করা হলো। ডাক্তার এসে বললেন এটার নাকি নতুন ভাইরাস। এই ভাইরাস ছোট বাছুরকে বেশি ধরে। এবং সাথে সাথে এর চিকিৎসা না করলে গরুর বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে।

ডাক্তার বলছিলেন আমাদের ভাগ্য ভালো যে আমরা প্রথমেই বুঝতে পেরেছি এবং সাথে সাথে চিকিৎসা দিচ্ছি। এখন বাকিটা উপর ওয়ালার হাতে।ডাক্তার সাথে সাথে দুটো বাছুরকেই ভ্যাকসিন দেয় এবং কিছু ঔষধ লিখে দেয়। সাথে সাথে দোকান থেকে ঔষধ এনে বাছুরদেরকে খাওয়ানো হয়েছে। সত্যি কথা বলতে আমি নিজের হাতেই গরু গুলোর দেখাশোনা করছি। আমি এর আগে এই কাজগুলো কখনোই করিনি। অনেকটা অভিজ্ঞতাও অর্জন করছি।

আপনাদের যাদের বাড়িতে গরু আছে তারা একটু সাবধানে থাকবেন। আর চেষ্টা করবেন গরুগুলো বাড়ির বাহিরে না বের করার। কারন এগুলো নাকি ছোঁয়াচে। যাইহোক আমার খামারের গরুদের যত্নের কোনো কমতি রাখিনি। এখন দেখা যাক বাকিটা আর কতদূর কি হয়। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  
 4 months ago 

আপু বর্তমান সময়ে গরুর মধ্যে একটি বড় ধরনের ভাইরাস ছড়াচ্ছে। আমাদের ও গরুর বাছুর কে এই ভাইরাস টি আক্রমণ করেছে।আর এই ভাইরাস টি বিশেষ করে গরুর বাছুর গুলো কে আক্রমণ করছে।আর বাছুর গুলো অল্প সময়ের মধ্যে মারা যাচ্ছে। আপনারা খুবই দ্রুত ডাক্তারের সরণাপন্ন হয়েছিলেন, আশা করছি আপনাদের বাছুর সুস্থ হয়ে উঠবে। তবে আমাদের এই খানে বেশ কয়েকটি বাছুর মারা গিয়েছে।

 4 months ago 

চেষ্টা করছি বাঁচানোর এখন দেখা যাক কি হয়।বাকিটা আল্লাহ তায়ালার হাতে।ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

গরুর এই রোগের নাম লাম্পি ভাইরাস।গত বছর আমাদের এলাকায় এই রোগে অনেক গরু মারা গেছে। এই রোগ আমাদের এলাকায় বেশ কয়েক বছর থেকে। গত বছর আমাদের গরু মারা গেছে এই রোগে। মানুষের বসন্ত সে রকম গরুর বসন্ত রোগ একটি। গতকাল আমার বাবার একটি গরু মারা গেছে এই লাম্পি রোগে আক্রান্ত হয়ে। ঠিক বলেছেন গরুর এই রোগ হলে সৃষ্টিকর্তা ভরসা। আপনাদের গরুর বাছুরের প্রতি বিশেষ যত্ন রাখবেন এবং নিয়মিত ঔষধ খাওয়াবেন বাকিটা সৃষ্টিকর্তার হাতে ।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 4 months ago 

খুবই খারাপ লাগছে ছোট ছোট বাছুরগুলোর কষ্ট দেখে।সবাই তো একই কথা বলছে মারা যায় এজন্য খুবই ভয়ে আছি।দেখা যাক কি হয়।

 4 months ago 

অনেক খারাপ লাগলো আসলে গরুর থেকে অনেক অজানা রোগ হয়ে থাকে। এই রোগ গুলো খুব তাড়াতাড়ি চিকিৎসা করতে হয়। ছোটবেলায় আমাদের বাড়িতেও গরু ছিল ছোটখাটো কিছু অভিজ্ঞতা আছে। বেশ খারাপ লাগলো আপনার ঘটনাটি শুনে। ভাগ্য ভালো আপনি হঠাৎ করে ডাক্তার ডেকে এনে চিকিৎসা করালেন। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে দোয়া রইল।

 4 months ago 

চেষ্টা করে যাচ্ছি আপু বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। তবে খুবই খারাপ লাগছে আমার। জানিনা কি হবে। দোয়া রাখবেন আপু যেন সবকিছু ঠিকঠাক থাকে।

 4 months ago 

আপনাদের খামারের বাছুর ভাইরাসে আক্রান্ত হয়েছে, এটা জেনে খুব খারাপ লাগলো আপু। তবে ডাক্তার যেহেতু ভ্যাকসিন দিয়েছে এবং ঔষধ খাইয়ে দিয়েছেন, আশা করি বাছুর দুটি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। প্রাথমিক অবস্থায় যেকোনো রোগের চিকিৎসা করাতে পারলে,সুস্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। যাইহোক আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 76027.52
ETH 2923.44
USDT 1.00
SBD 2.62