বড্ড দেরি করেছো ||@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

ক্ষনিকের প্রয়োজনে,
কেউ যখন সামনে আসে।
আবার প্রয়োজন ফুরালে,
সেই মানুষ ফুরুত করে উধাও হয়ে যায়।

তাহলে কেন এত কথা দেওয়া,
কেনইবা এত যোগসুত্র করে,
যোগাযোগের মাধ্যম তৈরি করা,
এটা কি শুধুই সাময়িক চাওয়া,
নাকি অন্য কিছুর জন্য,
নিজেকে অন্য দিকে ধাবিত করা।

IMG_20200803_112029.jpg

বড্ড মুশকিল বোঝা,
এই বোঝা যে সইতে পারে
সেই বুঝতে পারে একটা সময়,
কে কি চায়,
বা কার কি ব্যাপার থাকে
বা কোন গন্তব্যে কে কোথায় ফিরতে চায়।

বড্ড দেরি করেছো,
কারণ হৃদয় দেওয়া তো
অনেক আগেই হয়ে গিয়েছে।
আমি যদিও জানতাম,
তুমি অভিনয় করতে এসেছো,
তবে তাও তুমি দেরি করেছো।
কারণ আমি অন্য সুতোই,
নিজেকে বেঁধে ফেলেছি।
আগে আসলে না হয়, ভেবে দেখতাম।

Sort:  
 3 years ago 

আপনার কবিতাও খুব ভালো লাগলো।আসলে পৃথিবীটাও তো স্বার্থপর।স্বার্থ ছাড়া পৃথিবী কেন আমাদের লালন করবে,বলুন?
সবমিলে আপনার কবিতা খুব সুন্দর হয়েছে ম্যাডাম।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

"বড্ড দেরি করেছো,
কারণ হৃদয় দেওয়া তো
অনেক আগেই হয়ে গিয়েছে"

খুব সুন্দর কবিতা উপস্থাপন করেছেন।আপনার কবিতার প্রতিটি লাইন আমার অনেক ভালো লেগেছে। আপনি আমাদের বাস্তবিক জীবনের বিভিন্ন দিক আপনার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। জীবনের প্রতিটি চাওয়া পাওয়া যেন ধোঁয়াশায় রয়ে যায়। আমরা যা চাই হয়তো তা সারাজীবন অপূর্ণই রয়ে যায়। খুব সুন্দর কবিতা আপু। আমার অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

আপনার কবিতাটা পরে অনেক কিছুই বুঝতে পারলাম। কবিতাটি ছোট হলেও , অনেক গুরুত্বপূর্ণ। তার ব্যাখ্যা করা অসম্ভব'।

ক্ষনিকের প্রয়োজনে, কেউ যখন সামনে আসে। আবার প্রয়োজন ফুরালে, সেই মানুষ ফুরুত করে উধাও হয়ে যায়।

একদম খাঁটি কথা! এই পৃথিবীতে সবার সবাই নিজেরটাই ভাবে, অন্যেরটা কখনো নিয়ে ভাবতে চেষ্টা করে না। সবাই সবাইকে নিজের প্রয়োজন হিসেবে ব্যবহার করছে। আর প্রয়োজন ফুরালে সম্পর্ক ইতি করে চলে যায়।

ধন্যবাদ আপু অনেক সুন্দর লিখেছেন। আপনার প্রতি শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

আপনি কবিতায় অনেক ভালো। আপু আপনার কবিতা গুলো নিয়মিত পরি।

বড্ড দেরি করেছো,
কারণ হৃদয় দেওয়া তো
অনেক আগেই হয়ে গিয়েছে"

এই লাইনটা খুব খুবই ভালো লেগেছে। চালিয়ে যান আপু আপনার কাছ থেকে আরো এ ধরনের কবিতা আশা রাখছি। ভালোবাসা অবিরাম আপু

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

ক্ষনিকের প্রয়োজনে,
কেউ যখন সামনে আসে।
আবার প্রয়োজন ফুরালে,
সেই মানুষ ফুরুত করে উধাও হয়ে যায়।

এই লাইনগুলো বড্ড বেশি ভালো হয়েছে আপু।
যারা ক্ষণিকের প্রয়োজনে আসে তারাই তো প্রয়োজন শেষেই উধাও হয়ে যায়। তা না হলে কি আর তারা ক্ষণিকের অতিথি হতো!

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

আসলে দেরির একটা মাফকাঠি আছে বা থাকা দরকার। ভাল ছিল, ছন্দ সাজানো

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

বাহ!খুব সুন্দর একটা বিষয় ফুটে তুলেছেন আপনার কবিতায়।সবকিছু সাময়িকের মহো।প্রয়োজনে প্রিয়জন,প্রয়োজন শেষে সবাই পর হয়ে যায়।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 62980.19
ETH 3123.74
USDT 1.00
SBD 3.87