বৃওের জন্মদিনে কাটানো মহূর্ত
"হ্যালো",
আজ বৃওের মানে আমাদের শ্যামসুন্দরের জন্মদিন ছিল। ও আমাদের কমিউনিটির একজন সদস্য। তো গতকাল ও ফোন করে আমাদেরকে দাওয়াত করেছিল। বৌদি আর আমি ঠিক করেছিলাম কালো শাড়ি পরবো। সকালবেলা ঘুম থেকে উঠে বাসার সবার জন্য রান্নাবান্না করে বাসার সব কাজ কমপ্লিট করে দুপুরবেলা আমরা রেডি হতে শুরু করি। শাড়ি যেহেতু সচরাচর পড়া হয় না তাই শাড়ি পরে একটু হিজিবিজি লাগে। তারপরও মাঝেমধ্যে পড়লে নিজেকে বেশ ভালই লাগে দেখতে।
যাইহোক আমাদের রেডি হতে একটু দেরি হচ্ছিল। এদিকে বৃও বার বার আমাদেরকে ফোন করছিল যে আমাদের জন্য অপেক্ষা করছে কেক কাটতে হবে। তো আমরা তাড়াতাড়ি করে তাদের বাসায় গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে আমরা দেখি অনেক লোকজনের সমাগম।মেহমানদের মধ্যে বেশিরভাগ ছিলো তার ছাত্রীরা।এরপর সবাই মিলে কেক কেটে অনুষ্ঠান শুরু করা হয়।এরপর কেক কাটার পর্ব শেষ হয়ে গেলে আমরা সবাই যে যার মত খেতে বসে যাই। খাবারের আয়োজনে ছিল চিকেন বিরিয়ানি, পটল ভাজা, বুটের ডাল এবং সালাদ।
বৃওের মায়ের হাতের রান্না সুনাম অনেক শুনেছি। সত্যি বলতে আজকে ওনার হাতে রান্না খেয়ে আমি ওনার ফ্যান হয়ে গেছি।হয়েছিল কিন্তু সব থেকে যেটা খেতে বেশি ভালো হয়েছিল সেটা হচ্ছে বুটের ডাল। তবে শুনেছি ওনার হাতে নিরামিষ রান্না গুলো নাকি খেতে অনেক টেস্টি হয়। আমি তো আসার সময় বলে এসেছি যে আমাদেরকে আর একদিন দাওয়াত করবেন শুধুমাত্র নিরামিষ রেসিপি গুলো খাওয়ানোর জন্য। সবাই শেষে ফটোগ্রাফি করা হয়।এরপর বাসায় চলে আসি।
তো এই ছিল বৃওের জন্মদিনে আমার কাটানো কিছু সুন্দর মুহূর্ত। আশীর্বাদ করবেন ও যেন জীবনে আরও অনেক বড় হতে পারে। ওর জীবনে বারবার এই দিনটি ফিরে আসুক এই কামনা করছি। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।
উনার নাম যে বৃত্ত এটা আমি জানতাম না, খুব ভালো লাগলো আনন্দময় একটা সময় কাটলো, আশা করি সকলে খুব ইনজয় করেছেন। আর আপনার পোষ্টের মাধ্যমে আমি শ্যামসুন্দর দাদাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
ওনার ডাক নাম বৃত্ত। যাই হোক ভাইয়া শ্যামসুন্দরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
একটু দেরিতে হলেও বৃত্ত দাদার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর বৃত্ত দাদার জন্মদিনে দাওয়াত পেয়ে আপনারা সকলেই তার বাসায় গিয়ে খুব আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন তা আপনার ফটোগ্রাফি দেখে বুঝতে পারছি। আর হ্যাঁ আপু, কালো শাড়িতে কিন্তু আপনাকে বেশ লাগছে। জন্মদিনের কেকটাও খুব সুন্দর ছিল, সেই সাথে চিকেন বিরিয়ানি, পটল ভাজা, বুটের ডাল এবং সালাদ খেয়ে পেট ভরিয়ে ফেললেন। যাক সব মিলিয়ে বৃত্ত দাদার জন্মদিনে কাটানো মুহূর্তটুকু খুবই সুন্দর ছিল, আর সেই সুন্দর মুহূর্তটুকু আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
হ্যাঁ ভাইয়া সব মিলিয়ে বেশ ভালো সময় উপভোগ করেছি এবং খাবারের টেস্টও ছিল অসাধারণ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
প্রথমেই শ্যামসুন্দর ভাইয়াকে জানাই ওনার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভাইয়ার জন্মদিনে আপনারা সবাই উপস্থিত ছিলেন জেনে অনেক বেশি ভালো লাগলো। আপনাকে কিন্তু কালো শাড়িতে অনেক সুন্দর লাগছে আপু। আপনাদের কাটানো মুহূর্তটা খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।
সত্যি বলতে শাড়ি ম্যানেজ করতে খুব কষ্ট হয়। তবে মাঝেমধ্যে যে কোন অনুষ্ঠানে শাড়ি পড়তে বেশ ভালোই লাগে। সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
কালকে শ্যামসুন্দর ভাইয়ার জন্মদিন ছিল এটা কিন্তু জানা ছিল না আপু। তবে দেরিতে করে হলেও অনেকে জন্মদিনের অনেক অভিনন্দন জানাচ্ছি। দোয়া করি তিনি যেন নিজের নতুন জীবন আরো সুন্দরভাবে পরিচালিত করতে পারে। তিনি যেন অনেক দূর এগিয়ে যেতে পারে এটাই কামনা করি। ভাইয়ার জন্মদিনে এই মুহূর্তটা আপনাদের বেশ ভালোই কেটেছিল বুঝতে পারতেছি। আন্টির হাতের বুটের ডাল এর এরকম সুনামের কথা শুনে তো আমারও খুব খেতে ইচ্ছে করছে।
এটা সত্যি ভাইয়া ওনার মায়ের হাতে রান্না এত সুস্বাদু যে বলে বোঝাতে পারবো না। তবে শুনেছি উনি নিরামিষ আরো বেশি ভালো রান্না করেন। অবশ্যই একদিন আবারো ওনাদের বাসায় যাব নিরামিষ রান্না খাইতে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
জন্মদিন বলে কথা তাও আবার বৃত্তের জন্মদিন তাহলে তো আপনাদের অনেক সুন্দর এবং খুশির একটি দিন গেল গতকালকে। একটু করে বৃষ্টি শাকি আপুর কাছ থেকে জানতে পেরেছিলাম বৃত্তের জন্মদিনের কথা। আপনারা তবে সুন্দর শাড়ি পরে বৃত্তের বাড়িতে গিয়ে কেক কাটলেন অসাধারণ একটি সময় কাটালেন। কেক দেখে তো লোভ সামলানো যাচ্ছে না যদি আমরাও দাওয়াত পেতাম তাহলে চলে যেতাম।
আমাদের এখানকার সবথেকে নামকরা কেক আপু। এটি খেতে খুবই টেস্ট। যদিও একটু পরপর হালকা বৃষ্টি পড়ছিল তারপরও সবাই মিলে বেশ ভালোই আনন্দ করেছি বৃত্তের জন্মদিনে। অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
দারুন একটি মুহূর্ত অতিবাহিত করেছেন বৃত্তের জন্মদিন উপলক্ষে। আপনার আজকের এই পোস্ট পড়ে আমি অনেক কিছু জানতেও পারলাম,পাশাপাশি আপনার আনন্দটা নিজেও উপভোগ করতে পারলাম এই পোস্ট পড়ার মধ্য দিয়ে
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।