শায়ানের দুষ্ট মিষ্টি মহূর্তের ভিডিওগ্রাফি❤️
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে আমি শেয়ার করব আমার ছেলের দুষ্টু মিষ্টি মহূর্তের ভিডিওগ্রাফি। কিছুদিন হলো সে নতুন খেলা শিখেছে সেটা হচ্ছে ডাইনিং টেবিলের উপর উঠে বসে খেলা করতেছে।যেটা আমি কিছুতেই থামাতে পারছি না। ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি যে এটা খেলার জায়গা নয়। এখানে আমরা বসে খাওয়া দাওয়া করি। তবে বুঝিয়ে লাভ কি ও তার কারও কথা শুনবে না ওর মন যেটা চাইবে সেটাই করবে। আমরা যখন খেতে বসি তখনও সে এমনই করে।
যাই হোক ওর দুষ্টামি যখন থামাতে পারবো না তখন আমি ডাইনিং টেবিল থেকে সব প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলেছি। ডাইনিং টেবিলে খাবারদাবার রাখতাম পানি রাখতাম, গ্লাস রাখতাম সেগুলো সবকিছুই সরাতে বাধ্য হয়েছি কারণ তাকে তো কিছুতেই থামাতে পারছি না। আপনারা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ও কতটা দুষ্টু এবং সারাটা দিন আমার সাথে কতটা দুষ্টুমি করে। আমি অবশ্য বেশ উপভোগ করি কিন্তু যখন আবার সহ্য হয় না তখন একটু বকেও দেই।
আমি ওর প্রায় সব দুষ্টুমি ছবি আকারে হোক কিংবা ভিডিও আকারে হোক রেখে দেওয়ার চেষ্টা করি। যেগুলো ওকে আমি পরে দেখায় এবং ও খুব আনন্দ পায়। সেখান থেকে এই ভিডিওটাও আজকে করেছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি আপনারা আমার ছেলেকে সবাই অনেক ভালোবাসেন আর আপনারা ভিডিওটা বেশ উপভোগ করবেন।
তো যাইহোক আজকে এ পর্যন্ত আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর সবার কাছে ভালো লাগলে অবশ্যই সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাবেন। আর সবাই আমার ছেলেটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ও যেন সারা জীবন এমন হাসিখুশি থাকে এবং একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে।




ছোট বাচ্চারা দুষ্টুমি করে আনন্দ পায়। তাই তো টেবিলের উপর উঠে দুষ্টুমি করছে। টেবিলের উপর থেকে সবকিছু সরিয়ে রেখে ভালোই করেছেন আপু। না হলে তো একেবারে ভেঙে শেষ করে দিত। ভিডিওগ্রাফিটি দেখে অনেক ভালো লাগলো। শায়ান বাবু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল।
জ্বী আপু ওর জন্য টেবিলে কোন কিছুই রাখতে পারছি না। আর সবকিছু ফেলে দেয় তাই ওর কাছ থেকে দূরে রাখছি সব কিছু। কেননা ওকে কিছুতেই বুঝাতে পারছি না যে এটা খেলার জায়গা নয়। কি আর করার নিজেদেরকে সতর্ক থাকতে হবে।
মাত্র তো শুরু আপু। কত জায়গায় উঠবে পরবর্তীতে তার ঠিক নেই। আমার ছেলে তো ওয়ারড্রব এর উপরে উঠে বসে থাকে। ছেলে বাচ্চারা একটু দুষ্টু হয়। তাছাড়া বাচ্চাদের এরকম দুষ্টুমি গুলো ভিডিও এবং ছবি তুলে রাখলে পরবর্তীতে ওরা দেখে খুব মজা পায়। আমিও মাঝেমধ্যে এমন করি। খুব ভালো লাগলো সায়ান বাবুর ভিডিও দেখে।
আমার মা ও একই কথা বলেন যে ছেলে বাচ্চারা একটু বেশি দুষ্ট হয়। জানিনা পরবর্তীতে আরো কি কি দেখতে হবে। 😇
শুধু কি উপরেই উঠছে! ভাঙচুর করছে না আপু কিছু? 😅। কয়দিন পর থেকে শুরু হবে আরো ওস্তাদি। হিহিহিহি,, আমার ভাগ্নের ছয় বছর এখন। ও এমন দুষ্টুমি করতো, আর আমি ভীষণ ইনজয় করি বাচ্চাদের এই দুষ্টুমি গুলো 😊। অনেক আদর আর ভালোবাসা রইলো শায়নের জন্য ❤️❤️
ভাঙচুর আবার করে না সেগুলো দেখায় না তাই। কি যে দুষ্টুমি করে সারাদিন সেটা শুধু আমি জানি। 😪
আপু, আমাদের অত্যন্ত প্রিয় শায়ান মামার দুষ্ট মিষ্টি মহূর্তের ভিডিওগ্রাফি দেখে সত্যিই আমার খুবই ভালো লেগেছে। আমি প্রত্যাশা করি, আমাদের শায়ান মামা যেন সব সময় সুস্থ থাকে এবং হাসিখুশির মধ্যে থেকে দিন কাটায়। শায়ান মামার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার ছেলেকে এত ভালোবাসা দেওয়ার জন্য। সত্যি আমি আপনাদের সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ।