যোগ্য ব্যক্তিদের স্থান

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে যোগ্য ব্যক্তি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-2179243_1280.jpg



লিংক

এই সমাজে আমরা তাদেরকে যোগ্য বলে মনে করি যারা শিক্ষার দিক থেকে সবসময় এগিয়ে থাকে। কিন্তু আসলেই কি যারা শিক্ষাগত দিক থেকে এগিয়ে থাকে তারাই যোগ্য ব্যক্তি। আমার কাছে তো এর উল্টোটা মনে হয়। অর্থাৎ এই সমাজে কিছু কিছু লোক আছে যারা শিক্ষিত না হলেও তারা কিন্তু সমাজের সব সময় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে এবং মানুষের মনের থেকে ভালোবাসা তারা সবসময় পেয়ে থাকে। আসলে যোগ্য ব্যক্তি হতে গেলে একজন মানুষকে শিক্ষার দিক থেকে যেমন যোগ্য হতে হবে তেমনি সামাজিক কর্মকাণ্ডের ভিতর থেকে তাকে সবসময় যোগ্য হতে হবে। কেননা কোন শিক্ষিত লোক যদি শুধুমাত্র স্বার্থ করার মত যদি নিজের জীবনের চিন্তা ভাবনা করে সব সময় সামনের দিকে এগোতে চায় তাহলে তাদেরকে কেউ কখনো ভালবাসবে না এবং তারা কিন্তু সমাজের যোগ্য ব্যক্তি কখনোই হয় না।


আসলে একজন যোগ্য ব্যক্তির চারিত্রিক গঠন সবসময় নম্র হওয়া উচিত। এছাড়াও আমরা সব সময় চেষ্টা করি কি আমাদের সমাজে যারা যোগ্য ব্যক্তি তাদেরকে সঠিক স্থান দেয়ার জন্য। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা অসফল হয়ে যাই যোগ্য ব্যক্তিদের তাদের সঠিক স্থান দেওয়ার ক্ষেত্রে। অর্থাৎ কিছু কিছু মানুষ হয়েছে যারা সব সময় বিভিন্ন ধরনের খারাপ কর্মকাণ্ড করে বেড়ায় এবং খারাপ কর্মকান্ড করতে করতে তাদের প্রচুর পরিমাণ টাকার মালিক হয়। আসলে সেসব ব্যক্তি গুলো সব সময় সমাজের যোগ্য ব্যক্তিদের জায়গা গুলো দখল করার জন্য চেষ্টা করেন। কিন্তু এসব ব্যক্তিরা কখনো যোগ্য স্থান পেলেও তারা কিন্তু সেই স্থানের যথেষ্ট মূল্য কখনোই দিতে পারে না। কেননা একজন যোগ্য ব্যক্তি সব কিছুর সঠিক মূল্যায়ন করতে পারে।


শুধুমাত্র আমাদের সমাজে নয় এখন বিভিন্ন জায়গায় আমরা শুধুমাত্র দেখতে পাই যে যারা সমাজের যোগ্য ব্যক্তি তাদের বিভিন্নভাবে অপমান করা হয় এবং তাদের প্রাপ্য থেকে সব সময় দূরে সরিয়ে রাখা হয়। আসলে একটা শিক্ষিত জাতি হিসেবে আমরা যদি আমাদের সমাজের যোগ্য ব্যক্তিদেরকে সঠিক মূল্যায়ন করতে না পারি তাহলে আমাদের শিক্ষার কোন মূল্য থাকে না। কেননা একজন যোগ্য ব্যক্তি অন্য একজন যোগ্য ব্যক্তির সঠিক মূল্যায়ন করতে পারে। আসলে সমাজের মানুষ এখন কিন্তু শিক্ষা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে এবং তারা মনে করে যে জীবনে শিক্ষার কোন প্রয়োজন নাই। আসলে সেসব ব্যক্তিদের ভুল ধারণা আমাদের অবিলম্বে ভাঙ্গা দরকার। কেননা শিক্ষার গুরুত্ব একটা মানুষের জীবনে সবথেকে বেশি।


একটা জাতি যদি শিক্ষিত হতে পারে তাহলে সেই জাতির থেকে প্রচুর পরিমাণ যোগ্য ব্যক্তি আমাদের চারিপাশে ছড়িয়ে যেতে পারে এবং যারা সব সময় দেশের উন্নতির জন্য চেষ্টা করে। আসলে আমাদের সমাজের অবশ্যই সবাইকে সর্বপ্রথম সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। আর নিজেদেরকে সকল কাজে যদি আমরা যোগ্য বলে প্রমাণ করতে পারি তাহলে কিন্তু সর্বস্তরের লোকজন আমাদের দেখলে ভালবাসবে এবং সম্মান করবে। তাইতো জীবনে মূর্খতার থেকে জ্ঞান অর্জন করে ভালো মানুষ হয়ে সবার উপকার করা কিন্তু অনেক বেশি ভালো। আসলে এজন্য শুধুমাত্র আমরা একা নয় যারা মূর্খ ব্যক্তিরা রয়েছে তাদেরকে সঠিক শিক্ষা দান করে তাদেরকেও একইসঙ্গে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু আমাদের অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 9 days ago 

বর্তমান সময়ে যোগ্য ব্যক্তিরা তাদের যোগ্য স্থান থেকে বরাবরই বঞ্চিত হচ্ছে। সে যোগ্য ব্যক্তির জায়গা গুলোতে বসে যাচ্ছে অযোগ্য অসৎ উপায়ে অবলম্বন করে কিছু অর্থশালী ব্যক্তিরা ফলে আমাদের দেশ এবং জাতি দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সঠিক বলেছেন কিছু কিছু উচ্চ শিক্ষিত না হওয়া ব্যক্তিও তাদের কর্মকাণ্ড দিয়ে আমাদের মাঝে অনেক প্রিয় হয়ে ওঠেন আবার অনেক শিক্ষিত ব্যক্তি লজ্জিত হন। আসলেই আমাদের সঠিক শিক্ষায় শিক্ষিত হওয়া গুরুত্ব দায়িত্ব। তবেই দেশ এবং জাতি উন্নতির শীর্ষতম শেখরে পৌঁছাবে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.27
JST 0.041
BTC 98332.76
ETH 3642.95
SBD 3.88