ভরসার আগে দু বার ভাবুন!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা মানুষকে সব সময় ভরসা করতে অনেক বেশি ভরসা করে বসি। যদিও আজকাল সেই প্রবণতাটা অনেকটাই আমাদের মধ্যে কমে গিয়েছে। কারণ আজকালকার সময়টাতে মানুষকে ভরসা করাটাই যেনো সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর একটা মানুষকে যখন আসলে আমরা ভরসা করি।

তখন কিন্তু আমরা আর দ্বিতীয়বার ভেবে দেখি না, যে আমরা যে কাজটি করছি। সে কাজটি ঠিক করছি কিনা। হঠাৎ একবার যদি আমরা কোনো মানুষকে ভরসা করে ফেলি। তাহলে আমরা তাকে অনেকটা অন্ধভাবে ফর্সা করতে শুরু করি। অর্থাৎ সে যদি আমাদের চোখের সামনে এমন কিছু করে, যেটা আসলে অনেক বেশি সন্দেহ করার মতোন কাজ। আমরা কিন্তু সেটাতেও সন্দেহ করি না এবং এটা একটি মানুষের স্বাভাবিক নেচার বলা চলে।

এটা সাধারণভাবে দেখতে গেলে কিন্তু অন্যায় নয়। অর্থাৎ আমরা যদি একটা মানুষ হয়ে অন্য মানুষকে ভরসাই করতে না পারি। তাহলে আমরা একসাথে কি করে বেঁচে থাকবো?কিন্তু যে ব্যাপারটা আমি মনে করি উচিত নয়। সেটা হচ্ছে ভরসা করতে শুরু করার আগে কোনো কিছুর যাচাই না করা।

এবং মানুষ, এই ভরসা করতে শুরু করার আগে যাচাই করে না বলেই কিন্তু, মানুষ সব সময় ভরসার জায়গাটা নষ্ট করার সুযোগ পায়। আর যখন ভরসা নষ্ট হয়। তখন সে মানুষটা পরবর্তীতে অন্য কাউকেই ভরসা করতে পারে না। তখন কিন্তু সবচেয়ে বেশি সাফার করে যে মানুষকে ভরসা করতে পারা যায়,সে মানুষটাই।

কারন আপনি নিজেই ভাবুন হয়তো। আপনি ভরসা করতে পারার মতোই একটি মানুষ। কিন্তু আপনাকে অন্য মানুষ ভরসা করছে না। কারণ তার পরবর্তী রেকর্ড ভালো ছিলোনা। অর্থাৎ তাকে অন্য কোনো মানুষ খুব বাজে ভাবে ঠকিয়েছে এবং যে কারণে সন্দেহের মুখে পরছেন আপনি।

আসলে ভরসা ব্যাপারটি খুব স্পেশাল।এই স্পেশাল জিনিষটা কখনোই অপাত্রে দান করা উচিত নয়।কারণ এই স্পেশাল জিনিষটি তাহলে তার স্পেশালিটি টি হারিয়ে ফেলে।তাই এই ব্যাপারটায় উচিত মানুষের বুঝে শুনে পা ফেলার।
Sort:  
 11 days ago 

বর্তমানে মানুষকে বিশ্বাস করা কিংবা মানুষের উপর ভরসা করাটা খুবই কঠিন। কারণ বেশিরভাগ মানুষ হচ্ছে চরম স্বার্থপর। কাউকে বিশ্বাস করলে কিংবা কারো উপর ভরসা করলে সেটার সঠিক মর্যাদা দেয় না। তবুও আসলে দিনশেষে কারো না কারো প্রতি ভরসা করতেই হয়। তবে ভরসা করার আগে অবশ্যই হাজার বার ভাবা উচিত। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 12 days ago 

কিছুদিন আগে এমন একটা পরিস্থিতির শিকার আমি হয়েছিলাম ভাইয়া। কিছু মানুষকে নিজের অজান্তে বিশ্বাস করে ফেলেছিলাম এবং খুব বড় ধোঁকা খেয়েছি। মানুষকে বিশ্বাস করা বা ভরসার আগে অবশ্যই ভাবা উচিত। সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 12 days ago 

খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। যেকোনো ব্যক্তিকে ভরসা করার পূর্বে তার ব্যাকগ্রাউন্ড জানা খুব বেশি দরকার। কারণ অবিশ্বাসী কাউকে কখনো ভরসা করা যাবে না। কারণ ভরসা ব্যাপারটি খুবই স্পেশাল হয়। যাকে তাকে ভরসা করলে জীবন ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এটা সত্যি কথা, বর্তমানে মানুষের উপর বিশ্বাস করা, ভরসা করাটা খুবই খুবই কঠিন। কিন্তু তারপরও আমাদেরকে বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে। কারণ বিশ্বাস ছাড়া পৃথিবীতে চলা আসলে খুবই কঠিন। কাউকে না কাউকে বিশ্বাস এবং ভরসা করতেই হবে। আমার যেটা মনে হয় কাউকে অবিশ্বাস করে ঠকে যাওয়ার থেকে বিশ্বাস করে ঠকে যাওয়া ভালো
তবে যাদেরকে মনে হবে বিশ্বাস করলে ঠকাবে, তাদেরকে বিশ্বাস করতে হবে না। অবশ্যই কেমন অথবা কাকে করছেন এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আপনি কখনোই প্রতারণার শিকার হবেন না বা ঠকবেন না।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61399.54
ETH 3383.74
USDT 1.00
SBD 2.50