শিশু ও বুড়ো,বাঁধা একই সুতোয়
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের সমাজে একটা কথার অনেক বেশি প্রচলন রয়েছে যে, একটা শিশু আর একটা বুড়ার মধ্যে কোনো তফাৎ নেই। আসলে এটা একেবারেই সত্যি। অর্থাৎ একটা শিশু যেমন ছোটবেলায় কোনো কিছুই বুঝতে পারে না। ঠিক তেমনটাই, একটা মানুষ যখন ধীরে ধীরে বয়স্ক হতে থাকে। তখন কিন্তু সে অনেক কিছুই বুঝতে পারে না।
তখন সবচেয়ে কষ্টের ব্যাপার যেটা হয়। সেটা হচ্ছে, তারা আমাদেরকে শিশু অবস্থায় যেভাবে মানুষ করেছে কিংবা যেভাবে লালন-পালন করেছে। ওই বয়স্ক মানুষগুলো লালন-পালন কখনোই আমরা সেভাবে করতে পারিনা এবং আরো ভয়ংকর যে ব্যাপারটি। সেটা হচ্ছে, আমরা রীতিমতো অনেক বেশি বিরক্ত প্রকাশ করি ওই মানুষদেরকে লালন-পালন করার ক্ষেত্রে। কিন্তু আমরা পরম মুহূর্তে এটা ভুলে যাই যে, আমাদেরকে তারা ছোটবেলায় কতোটা আদর যত্নে মানুষ করেছিলো !
যারা আমাদের এতোটা আদর যত্ন মানুষ করেছিলো। আমরা তাদের কি পরিমাণ অবহেলা শুরু করি এবং ঘরের মাঝে তাদেরকে অনেকটা বোঝার মতো ভাবতে থাকি। আর আমাদের মাথায় এটাই ঘুরতে থাকে যে, ওনারা যদি এই বাড়িতে না থাকতো। তাহলে আমাদের ঐ রুমটা আমরা আরো সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারতাম। এই কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে। কিন্তু সত্যি কথা হলো , এগুলোই আমাদের সমাজের বর্তমান চিত্র।
একটা বয়স্ক মানুষ, আর একটা শিশুর মধ্যে কোনো তফাৎ নেই। তাই আমার পোস্ট যারা পড়ছেন। তাদের আমি বলবো পরিবারের বয়স্ক মানুষেরা যখন একটু বিরক্ত করবে, নানা রকম অসম্ভব কথা বলবে কিংবা আবদার করবে। তাদের আবদারটা তাদেরকে ঠিক সেভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং আপনার দ্বারা যতোটা সম্ভব ততোটা করবেন। কারণ, ওই বয়স্ক মানুষগুলো কিন্তু পৃথিবীতে আমাদের মতো সাধারণভাবে অনেক বেশি দিন বাঁচে না। আর আমি মনে করি মানুষের জীবনের এই শেষ মুহূর্তটা এতোটা খারাপ হওয়া উচিত না যে, তাকে মন খারাপের সাথে দুনিয়া ত্যাগ করতে হয়।
@heartwarming আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অসাধারণ বাস্তবতা তুলে ধরেছেন। @alomgir121