Diy-এসো নিজে করি "রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি" ১০% পে-আউট @shy-fox ll

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে

শুভ সন্ধ্যা



প্রসঙ্গঃ diy- এসো নিজে করি "রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।



IMG_20211008_183708.jpg



সবাই কেমন আছেন?

আশা করি সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগ সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে, আজকে আমি কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি শুরু করতেছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।চলুন তাহলে শুরু করি।


ওয়ালমেট তৈরির উপকরণঃ

১. রঙিন কাগজ।
২. একটি পেন্সিল।
৩. একটি স্কেল।
৪. একটি কাচি ও
৫. একটি আঠা।

IMG20211008150604.jpg

এইগুলো উপকরণ দিয়ে আমি তৈরি করতে পারব আমার ওয়ালমেটটি।



ধাপ ০১

IMG20211008150738.jpg

প্রথমে আমি একটি রঙিন পেপার নিলাম।


ধাপ ০২

IMG20211008150843.jpg

তারপর পেপার টিকে লম্বা বরাবর মেপে ভাগ করে নিলাম।


ধাপ ০৩

IMG20211008151205.jpg

তারপর আমি সেই পেপারটিকে এভাবে ছোট ছোট ভাগ করে নিলাম।


ধাপ ০৪

IMG20211008154735.jpg

তারপর সে গুলোকে একটার পর একটা গোলাকার করে নিয়ে নিলাম। যেটা একটা ঠোসের মত হয়েছে দেখতে।


ধাপ ০৫

IMG20211008160321.jpg

তারপরে আমি কয়েকটি সাদা পেপার গোলাকার এর মত করে নিলাম। এখন এই গোলাকার পেপারটার ওপর সব সাজিয়ে নিবো।


ধাপ ০৬

IMG20211008161753.jpg

এখন আমি এক এক করে সাজিয়ে নিতেছি।


ধাপ ০৭

IMG20211008161728.jpg

এখন আমি সবগুলো এক এক করে সাজিয়ে নিলাম।


ধাপ ০৮

IMG20211008161904.jpg

এখন এটা আমি এক এক করে যেটা সাজিয়ে নিয়েছি, তার মাঝখানে বানানো ছোট ফুলটি বসিয়ে দিব।

IMG20211008162039.jpg


ধাপ ০৯

IMG20211008163716.jpg

এখন এটাকে আরো সৌন্দর্য করে তোলার জন্য সুতার মত করে, কাগজ কাটিয়ে নিয়েছি।


ধাপ ১০

IMG20211008163515.jpg

তারপরে আমি এক এক করে সেগুলো লাগিয়ে নিয়েছি।


ধাপ ১১

IMG_20211008_182824.jpg

এক এক করে নিচে ও আমি সুতার মত কাগজে লাগিয়ে নিলাম।


ধাপ ১২

IMG20211008164532.jpg

সম্পূর্ণভাবে আমার লাগি নেওয়া শেষ হয়েছে।


ধাপ ১৩

IMG20211008164603.jpg

সম্পূর্ণভাবে আমি আমার ওয়ালমেট তৈরি করে ফেলেছি। এখন শুধু ওয়ালে টাঙ্গানোর অপেক্ষায়।


ধাপ ১৪

IMG_20211008_183328.jpg

আমার তৈরি ওয়ালমেট এর সাথে একটা ছবি তুলে নিলাম।


ধাপ ১৫

IMG20211008165309.jpg

এখন এটা আমার ওয়ালে টাঙ্গিয়ে দিলাম।


ধন্যবাদ সবাইকে, ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ পোস্ট দেখার জন্য। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারো ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।

শুভেচ্ছান্তে-
@hayat221



Sort:  
 3 years ago 

আসলেই আপনার দক্ষতা আছে বলতে হয় এত সৃজনশীলতার পরিচয় দিলেন আপনি। সামান্য কাগজ দিয়ে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করলেন এবং ওয়ালমেট তৈরি করার প্রসেস টি আমার খুবই ভালো লেগেছে। আপনি বিভিন্ন পদ্ধতিতে আমাদের মাঝে খুবই সাবলীলভাবে উপস্থাপন করেছেন যা অত্যন্ত ভাল ছিল। আপনার জন্য শুভকামনা রইল আপনার জন্য। অনেক ভালো কাজ করতে পারেন

ধন্যবাদ ভাইয়া, আপনার উৎসাহিত মূলক কমেন্ট করার জন্য। মনে হয় আসলেই অনেক সুন্দর হয়েছে আমার ওয়ালমেট তৈরি। আবারো ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা ও অভিনন্দন অবিরাম রইল আপনার জন্য।

 3 years ago 

এসো নিজে করি এই ইভেন্টটি চালু না হলে বুঝতেই পারতাম না কাগজ দিয়ে এত সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করা যায়। আপনি খুবই দক্ষতার সাথে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো।

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া। যদি ডাই প্রজেক্ট টা চালু করো না হতো, তাহলে এত সুন্দর সুন্দর পোস্ট দেখতে পেতাম না। আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবিরাম।

 3 years ago 

আপনার তৈরি করা ওয়ালমেট অসাধারণ হয়েছে। খুব সুন্দর সুন্দর রঙিন কাগজ ব্যবহার করেছেন। আমার কাছে ভালো লেগেছে আপনার তৈরি ওয়ালমেটটি। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনিও চাইলে এমন একটি ধর্মের তৈরি করতে পারেন। শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার জন্য।

 3 years ago 

এসো নিজে করি এই ইভেন্ট এ আপনি কাগজ দিয়ে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছে,যা আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

  • " আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রতিভা আছে, দেখেই বোঝা যাচ্ছে। শুভকামনা আপনার জন্য ভাই

কাগজ দিয়ে আপনার বানানো ফুলমেটটা দেখতে সত্যিই অসাধারণ হয়েছে। প্রতিটি ধাপে ধাপে অসাধারণভাবে ফুলমেট বানানোর প্রক্রিয়া তুলে ধরেছে। শুভ কামনা রইলো আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

ওয়াও মামা অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছে। দেখতে অনেক সুন্দর হয়েছে । আপনি এত সুন্দর ইভেন্ট তৈরি করতে পারেন আগে জানতাম না । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে DIY প্রতিযোগিতা চালু না হলে বুঝতেই পারতাম না ।

ধন্যবাদ মামা আপনাকে ।

অসংখ্য ধন্যবাদ মামা। সুন্দর একটি উৎসসোনা মুলক কমেন্ট করেছেন। সত্যি অনেক ভালো লাগলো। শুভেচ্ছা ও অভিনন্দন।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে ভাই, শেষ পর্যন্ত প্রতিটি ধাপ বেশ সুন্দরভাবে সম্পন্ন করেছেন। ফুলটি এবং পুরো ষ্টাইলটি আমার কাছে ভালো লেগেছে। শুভ কামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া,সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকার জন্য। আমার পক্ষ থেকেও আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন অবিরাম।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে সেই সাথে ধাপে ধাপে ফটো তুলে সুন্দর করে বর্ণনা করেছেন বিশেষ করে চার কালারের মিশ্রণে সৌন্দর্যটা আরো বেশি ফুটে উঠেছে আপনার জন্য শুভকামনা থাকলো

ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য। আমার পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

কাগজ দিয়ে যে কতকিছু বানানো যায় তার ইয়ত্তা নেই।অনেক সুন্দর হয়েছে আপনার ওয়ালমেটটি।দেওয়ালে খুব ভালো লাগছে।ধন্যবাদ ভাইয়া।

আপু আপনাকে ও ধন্যবাদ। সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবিরাম।

ভাইয়া আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করছেন ।আমার অনেক ভালো লাগলো।আপনার জন্য শূভ কামনা রইল।

ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য। আমার পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64534.17
ETH 3150.15
USDT 1.00
SBD 4.01