Better life with Steem || The Diary game ||16 September 2024||

in Incredible Indialast year
Picsart_24-09-16_20-06-31-058.jpg

আজকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটির দিন।তাই সকালে ইচ্ছা ছিল একটু আয়েশ করে কাটাবো।কিন্তু মাঝে মাঝে এমন হয় যে, যেরকম ভাবি ঠিক তার বিপরীত হয়।যাইহোক, আজকে ছুটির দিনে সবাই নাস্তায় পরোটা খেতে চাচ্ছে।গতকাল গরুর মাংস দিয়ে ছোলার ডাল রান্না করেছিলাম।সকালে তাই সবার জন্য পরোটা সেঁকে নিলাম।

IMG_20240916_120339.jpg

এরপর নাস্তা করে নিলাম।নাস্তা শেষে এক কাপ রং চা খেলাম।দুধ চা আমি ছেড়ে দিয়েছি।দেখি কতদিন সফল হই।শীতকালে যদি পারি তাহলে বুঝতে পারবো যে সফল হয়েছি।কারণ শীতকালে আমার চা পান একটু বেশিই বেড়ে যায়।

IMG_20240916_120417.jpg

এরপর ঘরের বেশ কিছু কাজ করে নিলাম। রেডি হয়ে নিলাম বাহিরে যাওয়ার জন্য।আপনাদের সাথে আগেই শেয়ার করেছি আমার হাজবেন্ডের পার্টনারের ছেলের বিয়ের অনুষ্ঠানগুলো।বেশ কিছু দিন ধরেই একটা কাজ বাকি ছিল আর তা হলো ওদেরকে আমার বাসায় দাওয়াত দেওয়া।

IMG_20240916_120514.jpg

কিন্তু শারীরিকভাবে আমি খুব বেশি সুস্থ না থাকায় কোনভাবেই দিন ঠিক করতে পারছিলাম না।এছাড়া দেশের অবস্থাও দীর্ঘদিন খারাপ ছিল।সবমিলিয়ে আমার হাজব্যান্ড বলছিল যে ওদেরকে একদিন দাওয়াত দিয়ে খাইয়ে দেয়ার জন্য।পরে ঠিক করা হলো যে কোন রেস্টুরেন্টে খাওয়ানো হবে।বাসায় এনে চা নাস্তার ব্যবস্থা করবো।

IMG_20240916_123127.jpg

এজন্য প্রথমে বাসার কাছে ওয়েস্টিনে গেলাম।কিন্তু সেখানে বাংলা খাবারে ৩০ জনের জন্য হবেনা।তাই আবার ওখান থেকে বের হয়ে বায়তুল মোকাররমের সামনে বার্ডস আই রেস্টুরেন্টে গেলাম।ওখানেও একই কথা বলল।তবে বলল চাইনিজ খাওয়াতে পারবে।শেষ পর্যন্ত চাইনিজ পার্টি কনফার্ম করলাম।

IMG_20240916_123136.jpg

এরপর চলে গেলাম স্টেডিয়াম মার্কেটে। সেখানে একটা ইলেকট্রিক ট্রেডমিল দেখতে যাওয়ার কথা।আমার হাজবেন্ডের বন্ধুর দোকান আছে স্টেডিয়াম মার্কেটে।তাই আগে ওখানে গেলাম।ওদের বেশ কয়েকটি দোকান।সবগুলো দোকানে ঘুরে দেখলাম।তবে দাম বেশি মনে হচ্ছে।আসলে আমার একটা ইলেকট্রিক ট্রেড মিলের খুবই দরকার।সবমিলিয়ে পার্কে যেয়ে হাঁটার সময় হয়ে ওঠে না।

IMG_20240916_134610.jpg

স্টেডিয়াম মার্কেটে আজকে শুধু দেখেই আসলাম।আর মডেল নাম্বার নিয়ে এসেছি। পরবর্তীতে চিন্তা করে দেখব যে কোনটা নেবো।
এরপরে বাসায় চলে আসলাম।বাসায় এসে মনে পড়লো দুদিন আগে কুমড়া শাক কেনা হয়েছিল। শাক গুলো বাছা হয়নি।তাই শাক বাছতে বসে গেলাম।শাক বাছা শেষ হতে হতে ঘর মোছার বুয়া চলে আসলো।এরপর গোসল করে নামাজ পড়ে নিলাম।দুপুরের খাবার খেয়ে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিলাম।

IMG_20240916_185958.jpg

IMG_20240916_173338.jpg

বিকেলে নাস্তায় কিছু ফল কেটে নিলাম। এরপরে হঠাৎ মনে পড়লো ডাক্তার কে গত দুদিন চেষ্টা করেও রিপোর্ট দেখাতে পারিনি। আজকে অবশ্যই যেতে হবে।তাই মাগরিবের নামাজ পড়ে তৈরি হয়ে গেলাম।এরপর হসপিটালে এসে বসলাম।আমাদেরকে সময় দিয়েছিল সাতটায়।কিন্তু ডাক্তার এসেছে আটটায়।বসে থাকতে থাকতেই হসপিটালে পোস্ট লিখে ফেললাম।আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।ভালো থাকবেন।

f85of4KXmvsQJy974FRvm9w7ttkZ9K7PZ8JeKKtLWsiCW1GbQRTenjkYKWFU39cSTPSs7tGHFsEMtgL1neSRqgLjbfYgZf9DEzFnTWS13HYnn2ygjSrkboA49Ay83fRaHrmgZXYznRAnrtGxF8HEph8XSBjv6FfBdpCXrLLpje8wZwtdjrAFbVErMUPbCVhJc9uBnJ6UEJ.png.

DeviceName
Androidvivo v19
Cameratriple camera 48mp+8mp
LocationBangladesh 🇧🇩
Shot by@hasnahena

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHwKoMWBRmLojbYwVzV9tQHbQbS38qpoDVF7h1MKDoicCr8iqdBXbBpeXUAhSRs...v2uoYJLLGNKHUduDD6QojicEZMKyFqVqBMZbqeFstcERLXyHRx3F9DTnEwa2aLuKJt3RPuhi1j4YJwfM92kheG2sV3FFD2kYtYaQETCN5Y2txGb7x7NKKhqT3C.png

◦•●◉✿ধন্যবাদ সবাইকে লেখাটি পড়ার জন্য।✿◉●•◦
Sort:  
Loading...

পোষ্টটি পড়ে খুব ভাল লাগলো। বিশেষ করে আপনি চাইনিজ পার্টির আয়োজন করেছেন আপনার হাজবেন্ডের পার্টনারের ছেলের বিবাহত্তোর সম্বর্ধনার জন্য। আমাদেরকে পার্টিতে দাওয়াত করেন। আমারাও অনেক দিন চাইনিজ খাইনা। দাওয়াত করলে এসে পড়বো।

 last year 

অনেক সময় আমরা চিন্তা করি যে ছুটির দিনে একটু বিশ্রাম নেব কিন্তু সেটা হয় না, অনেক সময় দেখা যায় ছুটির দিনেই ব্যস্ততা বেশি থাকে, আমরা ছুটির দিনে বিভিন্ন আয়োজন করে থাকি, আপনার সারাদিনে কার্যকর দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.033
BTC 117356.71
ETH 4582.70
SBD 0.89