Diary Game || A day with my family

in Steem For Bangladeshlast year

আসসালামুয়ালাইকুম


সবার ঈদ খুব ভাল কেটেছে নিশয়ই। আমার ঈদও খুব ভাল কেটেছে আলহামদুলিল্লাল। ঈদের পরে ছুটিতে বেড়াতে গিয়েছিলাম। আমার, আমার হাসবেন্ডের এবং আমার বড় ছেলের একসাথে ছুটি খুব কম হয়। তাই এবার ছুটি পেয়ে পরিবার নিয়ে সুন্দর কিছু সময় কাটালাম।

ছুটিতে ২রা জুলাই চমৎকার একটি দিন পার করেছি। আর সেদিন টি কি আপনাদের সাথে শেয়ার না করলে হয়? তাই আমার ২রা জুলাইয়ের গল্প নিয়ে হাজির হলাম আজকের ডাইরি গেম এ।

b25b0054-ba3b-48f1-a4d2-459daee7aa24.jpg
কোলাজ এপ দিয়ে তৈরি

আগের দিন ১লা জুলাই চাঁদপুর আমার শ্বশুর বাড়িতে একটা প্রোগ্রাম ছিল। সেটা শেষ করে রাতে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট এর গেস্ট হাউসে ছিলাম। রাতেই প্লান করে রাখলাম যে সকালে কুমিল্লার আসেপাশে কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখবো।

সকালে আমরা ফ্রেশ হয়ে নাস্তা করে প্রথমে কুমিল্লা বার্ড এ গেলাম । এত সুন্দর নির্জন পরিবেশ খুব ভালো লাগলো। বিশাল বিশাল গাছে ঘেরা বনের মাঝখান দিয়ে সরু পথ অসাধারণ তার সৌন্দর্য। সেখানে একটা ডুপ্লেক্স গেস্ট হাউস দেখে নস্টালজিক হয়ে গেলাম। মনে পড়ল জুট মিলে আমার আব্বা যখন চাকরি করতেন এমন একটি বাংলা ছিল। কত স্মৃতি আমাদের একে নিয়ে। পাশের আরেকটি গেস্ট হাউজের সামনে একটি রিক্সা ছিলো, আমার ছোট ছেলে তাতে চড়ে একটু দুষ্টামি করে নিলো।

4260b056-131e-4f57-b493-547f1c0a07f1.jpg
কুমিল্লা বার্ড এর গেস্ট হাউজ

755baac9-4f40-4d51-9290-be89834c48da.jpg
আমার ছোট ছেলের রিক্সা নিয়ে দুষ্টামি

কুমিল্লা বার্ড পরিদর্শন শেষে আমরা কুমিল্লা ক্যাডেট কলেজ দেখতে গেলাম। ক্যাডেটরা সবাই ঈদের ছুটিতে তাই নিরিবিলি ক্যাম্পাসটা ঘুরে দেখলাম। ওদের গ্রাউন্ডটা খুব সুন্দর। নতুন হাউজেরও কিছু ছবি ও ভিডিও নিলাম। আমার বড় ছেলেকে বললাম তোমার পাবনা ক্যাডেট থেকে এদের ক্যাম্পাস অনেক বড়। আমার ছেলে মেনে নিলেও সে খুব একতা খুশি হলো না কারন তার কলেজ বেষ্ট অন্য সবকিছু পরে।

cb445704-5a15-4599-84d1-13bd4884a2ba.jpg
কুমিল্লা ক্যাডেট কলেজের মেইন গেইট

2518bc5d-ae3d-4f92-abdd-0769c3576ff8.jpg
কুমিল্লা ক্যাডেট কলেজের মাঠ

b8d4519f-c588-447b-b1db-8e348ec56455.jpg
কুমিল্লা ক্যাডেট কলেজের ক্যাডেটদের হোস্টেল

কুমিল্লা বার্ড এর পরে আমরা গেলাম শালবন বিহার দেখতে। এখানে এসে খুব হতাশ হলাম পরিবেশ খুব একটা ভালো না, আশেপাশে জংলা ময়লা রক্ষণাবেক্ষণ এর অভাব দেখতে পেলাম । কিছু উঠতি বয়সী ছেলে মেয়ে tiktok বানাচ্ছে যেটা এই পরিস্থিতিতে বা এই পরিবেশে কাম্য নয়। আমরা শালবন বিহার জাদুঘরটি দেখতে চেয়েছিলাম কিন্তু বন্ধ ছিল তাই দেখতে পেলাম না।

73831af3-ebff-49f9-abdd-aae39d1efd89.jpg
শালবন বিহার

এখানে মনে হয় জীবনে প্রথম বাবুই পাখির বাসা সচক্ষে দেখলাম। কি সুন্দর করে তাল গাছে বাসা গুলো ঝুলে আছে।

4bc7278a-7b18-49ee-b7ff-1126db2841fa.jpg
বাবুই পাখির বাসা

এরপর আমরা গেলাম ময়নামতি ওয়ার সিমেট্রি তে সেখানে ১৯৪৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত যুদ্ধ চলাকালীন সময়ে যেসব সৈনিক এখানে ছিলেন এবং মারা গিয়েছেন তাদের কবর রয়েছে। মোট ৭৩৭টি কবর এখানে আছে। বেশিরভাগ সৈনিকের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যেই ছিল। খুব খারাপ লাগলো এমন কিছু মানুষ এখানে শুয়ে আছে যাদের আত্মীয়-স্বজনরা এসে তাদের কবর দেখতেও পায় না কারণ এরা সবাই ভিনদেশী।

17afa8dd-f253-4d70-bcf9-84860e431fdc.jpg
ময়নামতি ওয়ার সিমেট্রি

1968d2f2-641a-4c9c-b67b-90f553f9a549.jpg
ময়নামতি ওয়ার সিমেট্রি

এখানে একটা গণকবর আছে যেখানে ২৩ জন এয়ার সোলজার একই সাথে মারা গিয়েছিল একটি ফ্লাইটে । তাদের দেহাবশেষ এখানে সমাহিত করা হয়েছে ।

1aba35e2-623d-46c3-9153-e15e780af474.jpg
ময়নামতি ওয়ার সিমেট্রির ২৩ জন বিমান সৈনিকের দেহাবশেষ

ওয়ার্ড সিমেট্রি দেখা শেষ করে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরেই সুন্দর একটি পর্যটন কেন্দ্রের মতো আছে সেখানে গেলাম যার নাম রূপসাগর। এখানে আমার দুই ছেলে বোটিং, করলো এটা তাদের খুব পছন্দের একটি কাজ যেখানে সুযোগ পায় এই সুযোগ তারা মিস করে না।

a5c65507-6e1f-41d9-8bd4-203f2ae42d5e.jpg
রূপসাগর দিঘী

6618b780-0ae7-44af-b6bf-6150e8fe954a.jpg
আমার দুই ছেলে বোটিং করছে

রুপসাগর দিঘির পাশে একটি রেস্টুরেন্ট আছে সেখানে আমরা হালকা স্নাক্স ও কফি খেলাম।

ee258a80-92a8-47fd-93a5-03062db60d3a.jpg
ক্যাফে রূপসাগর

0b1d5b22-3cb0-4e93-9975-6a4778a85b80.jpg
ক্যাফে রূপসাগর

এরপর আমরা আমাদের গেস্ট রুমে ফিরে এসে দুপুরে খাবার খেয়ে নিলাম। কিছুক্ষণ রেস্ট করে আমরা বিকাল ৩ টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম।

কুমিল্লা থেকে ঢাকা আসার পথে একটি মজার জিনিস লক্ষ্য করলাম। এই রুটে কিছু মাইক্রোবাস চলাচল করতে দেখলাম যাদের ডোর সব সময় খোলা থাকছে চলন্ত অবস্থায়ও। এবং এরা লোকাল বাসের মতো এ রুটে যাত্রী আনা নেওয়া করছে।

707d597b-35f2-4a8d-927e-2d848bb55a01.jpg
অদ্ভুত মাইক্রোবাস সার্ভিস

ঢাকার আগ পর্যন্ত আমরা ভালোভাবে এসেছি কোন জ্যাম ছিল না। ঢাকার ঢোকার পরেই আমরা হানিফ ফ্লাইওভারের আগে বিশাল জ্যামে পড়লাম। মূলত এই জ্যামের জন্যই ঢাকায় বেড়াতে আসলে আমার কোথাও যেতে ইচ্ছা হয় না । খুবই বিরক্তকর একটি জিনিস এই জ্যাম।

ef9fa922-27ff-4d87-af9f-ae055db3d4d7.jpg
ঢাকার বিরক্তিকর জ্যাম

যাই হোক সন্ধ্যায় মাগরিবের নামাজের আগে আগে আমরা উত্তরায় বাসায় পৌছে গেলাম । এদিকে আমার ছোট ছেলেটার জ্বর এসে গিয়েছে তাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম।

বাসায় এসে তাকে গোসল করিয়ে, খাবার খাইয়্ ওষুধ খাইয়ে দিলাম। আমরা সবাই বেশ টায়ার্ড ছিলাম তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম ও ঘুমিয়ে গেলাম।

এভাবেই ভালো-মন্দ মিলিয়ে সুন্দর একটি দিন পার করলাম।

ধন্যবাদ আমাকে সময় দেবার জন্য
Sort:  

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts , good comments anywhere and any tags.
Curated by : @ripon0630

Screenshot_20221130-164846_Canva.jpg

 last year 

Thank you so much for the support.

 last year 
Thank you very much for sharing a beautiful post, definitely stay active and comment, all the best for your post.
DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25
Community beneficiary 10 %
Voting CSI11.0 ( 0.00 % self, 109 upvotes, 82 accounts, last 7d )
Period2023-07-05
Transfer to VestingPowerUp : 145.013 STEEM
Cash Out
0
Result Club100

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.

 last year 

Thank you for reviewing my post vai

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.031
BTC 81902.55
ETH 3151.58
USDT 1.00
SBD 2.83