হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
গ্রাম বাংলার আমার স্মৃতিতে গ্রাম একটা জীবন্ত সকাল। প্রতিদিনের ভোরের আলোর মত, নতুন দৃপ্তি দেয় সবসময় গ্রামের দিনগুলো। প্রতিদিনের দক্ষিণা বাতাস যেমন শরীরে সতেজতা নিয়ে আসে, তেমনি গ্রামীন জীবনেরর, আবেক আমার মনের কোনায় একটা সুনিবিড় আবহ তৈরি করে। গ্রামে শৈশবের স্মৃতিগুলো ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। এখানে আজকে আমি গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের জীবন যাত্রার সম্পর্কে তুলে ধরেছি। আমি যখন গ্রামের রাস্তার পথ দিয়ে যাচ্ছিলাম তখন এই মুহূর্তে আমি ছবিগুলো তুলেছিলাম এখানে গ্রামের ভেতরে মানুষ বিভিন্ন প্রকার পেশায় তারা সব সময় ব্যস্ত থাকে।আসলে গ্রামের ভিতরে চারদিকের পরিবেশ সুন্দর আবহাওয়া এবং খোলামেলা মাঠ এবং মানুষের কর্মব্যস্ততা সবই অত্যন্ত মনোমুগ্ধকর এবং আনন্দময়।
 |
 |
গ্রামীণ জীবন হলো প্রকৃতির কোলে গড়ে ওঠা এক শান্ত, সরল ও পরিশ্রমভিত্তিক জীবনযাত্রা। এখানে মানুষের প্রতিদিনের কাজ শুরু হয় ভোরের আলো ফোটার সাথে সাথে। কৃষকেরা জমিতে যায় ফসল চাষ করতে—কেউ ধান রোপণ করে, কেউ গম কাটে, আবার কেউ সবজি চাষে ব্যস্ত থাকে। নারীরা গৃহস্থালি কাজের পাশাপাশি হাঁস-মুরগি পালন, শাকসবজি চাষ এবং পরিবারের যত্ন নেন। ছেলেমেয়েরা সকালে স্কুলে যায়, বিকেলে খেলাধুলা বা পরিবারের কাজে সাহায্য করে। গ্রামের মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে, বিপদে-আপদে সবাই সহযোগিতা করে। হাটে-বাজারে নিজের উৎপাদিত ফসল বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে।
 |
সন্ধ্যা নামলে গ্রামে নেমে আসে এক শান্ত নীরবতা বাতাসে ভেসে আসে পাখির ডাক আর কেরোসিন বাতির আলোয় মানুষজন গল্পগুজবে মেতে ওঠে। প্রকৃতির সান্নিধ্য, মানুষের আন্তরিকতা ও পরিশ্রমে ভরপুর এই গ্রামীণ জীবন সত্যিই এক অনন্য, সুন্দর ও হৃদয়ছোঁয়া জীবনধারা।যাইহোক, আজকের গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করলাম।আজকের মত এখানেই শেষ করছি,পরে আবার "নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব,, ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্যা বিদায়, আল্লাহ হাফেজ।
আমার ব্লগ পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ |

ফোনের বিবরণ!
| |
ক্যামেরা | VIVO Y81i |
ক্যমেরা মডেল | vivo 1812 |
ক্যাপচার | @hanif3206 |
অবস্থান | সদর উপজেলা,নোয়াখালী |


Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন



Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟