ভিডিওগ্রাফি || সকালের নির্মল প্রকৃতি

19-09-2023

০৪ আশ্বিন , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। আজকের দিনটি নিশ্চয় আপনাদের ভালো কাটছে এ আশায় করছি। তো গ্রামের সকালের সৌন্দর্য আপনারা নিশ্চয় দেখেছেন! বিশেষ করে যারা গ্রামে বড় হয়েছেন। গ্রামীণ প্রকৃতি মুগ্ধ করার মতো। যেটা শহরে কোথাও উপভোগ করা যায় না। সকালের শুরুটা হয় যেখানে পাখির কিচিরমিচির শব্দে। ষাটোর্ধ বয়সের বেশি বয়সে পা দেয়া রহিম চাচা ঠিকই কোদাল নিয়ে বেরিয়ে পরে জমি চাষ করার জন্য। মধ্য বয়সীরা তো গরু চড়ায় মাঠে। আবার গ্রামে ছোট শিশুরা যারা আগামীর ভবিষ্যৎ, তারা বেরিয়ে পরে কায়দা হাতে নিয়ে মসজিদের উদ্দেশ্য। এসব দৃশ্যই আপনার চোখে পরবে গ্রামে আসলে।

আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেল! ঘড়িতে তখন সাড়ে পাচঁটা বাজে! উঠে দেখি একদম নীরব পরিবেশ। আমি আজকে বেরিয়ে ছিলাম গ্রামে সকালের নির্মল প্রকৃতিটা উপভোগ করার জন্য। হাতে ফোনটা নিয়ে বেরিয়ে গেলাম। আমাদের বাড়ি থেকে রাস্তা কাছেই। গ্রামের মানুষগুলো এ রাস্তা দিয়েই যাতায়াত করে থাকে। সূর্য উকিঁ দিচ্ছিল আড়াল থেকে। গাছের পাতার মাঝ দিয়ে সূর্যের আলো চোখে এসে লাগল! কিছুক্ষণের জন্য সূর্যের সেই সোনালী আলো উপভোগ করার চেষ্টা করলাম আসলে। কতদিন পর এমন সকাল উপভোগ করছি! সকালে ঘুম ভাঙে ঠিকই কিন্তু সকালটা উপভোগ করা হয় না। কারণটা সেইম, ঐ যে ব্যাথার জন্য হাটঁতে একটু প্রবলেম হয়। সকাল সকাল ব্যাথাটাও থাকে বেশি। তো টেবলেট খাওয়ার পর এখন কিছুটা কম। তাই আজকে সকাল সকাল নির্মল প্রকৃতিটা উপভোগ করার চেষ্টা করলাম।

রাস্তার দুই পাশে ধানের ক্ষেত! যতদূর চোখ যায় শুধু ধানের ক্ষেত। সকাল সকাল কিছুটা ঠান্ডা ঠান্ডা অনুভূত হয়েছিল। ধানের জমিতে দেখতে পেলাম শিশির জমা হয়েছে। এই বুঝি শীত চলে আসছে। কদিন পর হিড়িক পরে যাবে শীতের নানান ধরনের পিঠার! ঘুম থেকে উঠাও তখন হয়ে যাবে কঠিন। বিছানা ছেড়ে কে বা উঠতে চাইবে। কিন্তু যারা শ্রমজীবী মানুষ তারা ঠিকই বেরিয়ে পরবে জীবিকার সন্ধানে। তো আমি ক্ষেতের আইল দিয়ে কিছুক্ষণ হাটাঁর চেষ্টা করলাম। তখন পরিবেশটা কেমন ছিল সেটাই ভিডিও করার চেষ্টা করেছিলাম। সকাল সকাল পাখির শব্দও শুনতে পাচ্ছিলাম।

হাটাঁর সময় যেটা লক্ষ্য করলাম, জমিতে তেমন পানি নেই! কদিন পর মোটরের ডিপটি কল দিয়ে পানি দেয়া হবে। তবে শীতের মাঝামাঝি সময়ে ধানের রঙ সোনালী হয়ে যাবে। আর তখনই ধান কাটতে শুরু করবে কৃষকেরা। গ্রামে তখন অন্যরকম একটা পরিবেশ থাকবে তখন। আমি আসলে ভাবছিলাম এমন বিষয়টা। অনেকদিন পর সকালের নির্মল হাওয়া প্রাণভরে নিলাম। তবে গ্রামে যেহেতু আছি এখন প্রতিদিনই নিতে পারবো যদি শরীরটা ভালো থাকে। আপনাদের কাছে দোয়া চাই। যাক, চলুন ভিডিওটা দেখা যাক। একটু হলেও সকালের একটা ফিল পাবেন আশা করছি।

Vedio link

DeviceOppo A12
Vedio Credit@haideremtiaz
CategoryVediography
Locationw3w
Date19 September, 2023


যাক, আজ এ পর্যন্তই। আবারো হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে, নতুন কোনো অভিজ্ঞতা শেয়ার করার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ 🦋☘️।



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাই সকালের নির্মল পরিবেশ ভিডিওগ্রাফির মাধ্যমে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। এছাড়াও অবারিত সবুজ ধান ক্ষেত দেখে মনটা ভরে গেল। খুব সুন্দর করে ভিডিওগ্রাফি উপস্থাপন করেছেন ভাই এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আপনার মনটা ভরে গেল জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে 😍

 last year 

সকালবেলা ঘুম থেকে উঠেই খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন সকালবেলার প্রকৃতি পরিবেশ অনেক বেশি ভালো লাগে। আর এই প্রকৃতি পরিবেশের মধ্যে সময় কাটানোর মুহূর্তে খুবই সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

আসলেই ভাই সকালের পরিবপশটা এনজয় করেছিলাম খুব 😍

 last year 

প্রতিটা দিন সুন্দর। এই প্রতিদিনের সুন্দরের মধ্যে একটা অংশ আরও বেশি সুন্দর। আর সেই সুন্দর হল সকালের নির্মল প্রকৃতি। আসলে সকালবেলা আবহাওয়াটা এত সুন্দর হয়ে যা সবার কাছে ভালো লাগে। আপনি আজকে সকালে নির্মল প্রকৃতিকে খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি করেছেন। আপনার ভিডিও দেখতে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

একদম ঠিক বলেছেন ভাই। সকালের পরিবেশটাই অন্যরকম থাকে, উপভোগ করার মতো

 last year 

সত্যি বলতে সকল ভিডিওগ্রাফির মধ্যে কিংবা সকল প্রাকৃতিক দৃশ্যের মধ্যে গ্রামীণ চিত্র খুবই ভালো লাগে। আপনি সকাল সকাল একদম ঠান্ডা আবাহাওয়াতে ভিডিওটা করে নিলেন। আমার কাছে তো আপনার ভিডিও অসাধারণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ খুব সুন্দর সবুজ ধান ক্ষেতের ভিডিওগ্রাফি ধারণ করার জন্য।

 last year 

জি আপু। সকাল সকাল ওয়েদারটা ভালো ছিল। ধন্যবাদ আপনাকে আপু 😊🥰

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65769.61
ETH 2674.27
USDT 1.00
SBD 2.86