স্বরচিত কবিতাঃ " বিরহের সুর "

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

স্বরচিত কবিতা_20250116_182114_0000.png

কেমন আছেন সবাই?আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকাটাই হলো সবচেয়ে বড় বিষয়। ভালো না থাকলে দেখবেন আপনার কিছুই করতে ইচ্ছে করবে না। এজন্য নিজের স্বাস্থ্যের প্রতি নিজেকেই খেয়াল রাখতে হবে। আপনি কোনো জায়গায় জব করলেও আগে শিক্ষা দেয় কিভাবে নিজেকে সুস্থ্য রেখে কাজ করা যায়। তো আজকে যেহেতু সপ্তাহের শেষদিন মানে হচ্ছে বৃহস্পতিবার। আর সপ্তাহের এ দিনটি শুধু আমার জন্য কবিতার দিন। আজকে চলে এলাম আপনাদের সাথে কবিতা শেয়ার করার জন্য। আপনারা হয়তো জানেন ২০২৫ সালের একুশে বই মেলা শুরু হবে। সেখানে দেশের স্বানামধন্য লেখকদের বই পাবলিশ হয়। আমি বিশ্বাস করি একদিন আমারও বই একুশে বই মেলায় স্থান পাবে। ইতোমধ্যে আমি একটা বই নিয়ে কাজ করছি। তো ওদিকে আর না যায়।

আজকের কবিতায় ফুটে উঠেছে প্রেমিক হৃদয়ের বিরহের সুর। প্রেমিক হৃদয়ে যখন ভালোবাসার শূন্যতায় ভরে উঠে তখনই সেখানে বিরহের সুর বাজতে থাকে।

বিরহের সুর


বাতাসে আজ বিষাদের সুর,
কনে কনে আমায় কাদাঁয়।
শুধু তুমিহীনা সেই শূন্যতা,
অনুভবে বিরহের অনলে ডুবায়।

এখনও কাঠগোলাপে মিশে আছে,
তোমার নরম হাতের স্পর্শ।
ফুলের গন্ধ আমাকে ডুবায়,
অথৈ জলের সাগরে নিজেকে হারায়।

চাদঁটা দেখো-
আজ ভীষণ একা, ঠিক আমার মতো।
তোমার স্পর্শে খুঁজে ফিরি,
হৃদয়ে আজ অব্যক্ত সুধা।

শুধু তুমি নেই পাশে,
আছে বেদনার সাতরঙ।
তুমিহীনা হৃদয়ে শূন্যতা,
তবুও হৃদয়ে ক্ষীণ আশা।

একদিন আসবে তুমি,
স্বপ্নের দিশারী হয়ে আমার সামনে।
আমি সেই ভোরের অপেক্ষায়,
তুমি তো জানো না,
আমি কিভাবে বাচিঁ তোমার স্মৃতির প্রতিটি ক্ষণে।


আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। কবিতাটি ভালো লাগলে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌸



10% beneficary for @shyfox ❤️

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 months ago 

আরে বাহ! আপনি তো বেশ চমৎকার কবিতা লিখেন। সূক্ষ্ম বিরহ এবং অপেক্ষা সবকিছুই রয়েছে। কবিতায় প্রেমের প্রাপ্তির থেকে বেশি বিরহ সুর ফুটে উঠলে ভালো লাগে পড়তে এবং শুনতে। আপনার কবিতাটিও বেশ ভালো লাগলো।

 2 months ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম দিদি। অসংখ্য ধন্যবাদ দিদি চমৎকার মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য

 2 months ago 

আপনি কিন্তু অনেক সুন্দর কবিতা লিখতে পারেন। আপনার আজকের কবিতা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে পড়তে। আমার কাছে এই কবিতার টপিকটা সবথেকে বেশি ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক সুন্দর করে লিখলেন। বিরহের অনেক সুন্দর সুর ফুটে উঠেছে এই কবিতার প্রতিটা লাইনের মধ্যে।

 2 months ago 

অনেক সুন্দর ভাবে আপনি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতার মধ্যে বিরহের অনুভব খুঁজে পেলাম। এজাতীয় অনুভূতিগুলো আমাকে অনেক ভালোলাগায়। কবিতার প্রতি যেন অন্যরকম ভালোলাগা লাগে।

 2 months ago 

আপনার কাছে ভালে লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে

 2 months ago 

আপনি তো দেখছি অনেক দারুন কবিতা লিখতে পারেন। যে কবিতা গুলো অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছে প্রতিটা ফটোগ্রাফি দেখতে অসম্ভব ভালো লেগেছে। কবিতা লেখার টপিকটা অনেক সুন্দর ছিল। আপনার কবিতা গুলোর প্রশংসা কিন্তু করতেই হচ্ছে।

 2 months ago 

আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে

 2 months ago 

একেবারে বিরহের কবিতা হয়েছে। দারুন একটি কবিতা লিখেছেন ভাইয়া। পুরো কবিতাতেই বিরহ ভরা। প্রিয় মানুষের অপেক্ষায় কাটানো প্রতিদিন বুঝি এরকম হয়। কবিতার প্রতিটি লাইন যেন কথা বলছে। আপনার লেখা কবিতাটি অসম্ভব ভালো লেগেছে। কবিতাটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

বিরহে জীবন 😁। অসংখ্য ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে চমৎকার মন্তব্য করার জন্য।

 2 months ago 

প্রিয়জন পাশে না থাকলে মনটা বিরহে ভরে ওঠে। আর তখনই বিরহ নিয়ে পথ চলার মাঝে এমন অনুভব সৃষ্টি হয়। জানিনা আপনার বাস্তবতা তবে কবিতার কথাগুলো অনেকের জীবনের বাস্তবতা তুলে ধরেছে। ধন্যবাদ ভাই এমন সুন্দর কবিতা লিখার জন্য।

 2 months ago 

আপনাকেও ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 months ago 

বাহ ভাইয়া আপনি তো খুব সুন্দর করে বিরহের কবিতা লিখেছেন।বিরহের সুর কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে প্রেমিক বা প্রেমিকার মনে বিরহ থাকলে তখন মনে কষ্ট থাকে। তবে আপনার কবিতার ভাষা সত্যি চমৎকার। ধন্যবাদ সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য।

 2 months ago 

অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন ভাইয়া। প্রতিটি শব্দে প্রেম ও বিরহের গভীর অনুভূতি ফুটে উঠেছে। একা থাকার যন্ত্রণা, স্মৃতির আকুতি এবং ক্ষীণ আশা খুব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। আপনার এই কবিতা সত্যিই অসাধারণ।

 2 months ago 

আপনূকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য 🌸

 2 months ago 

একদিন আসবে তুমি,
স্বপ্নের দিশারী হয়ে আমার সামনে।
আমি সেই ভোরের অপেক্ষায়,

আমি জানি সে একদিন আসবে। বে আমি আর তাল অপেক্ষায় নেই। সে আসলে আমি তাকে ফিরিয়ে দেব। দারুণ লিখেছেন ভাই কবিতা টা। বেশ দারুণ লাগল। ধন্যবাদ ভাই আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 months ago 

হাহা!ফিরিয়ে দিবেন তাহলে। যাইহোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.031
BTC 84355.78
ETH 1902.29
USDT 1.00
SBD 0.77