অল্পতেই সন্তুষ্টি [১০% লাজুক খ্যাকের জন্য ]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

13-02-2022

১ ফাল্গুন ,১৪২৮ বঙ্গাব্দ


আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে ভিন্ন রকমের একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আসলে এসব টপিক সম্পর্কে আমি লিখতে পারাতে এতোটা দক্ষ নয়। বলতে পারেন আগ্রহ নেই তেমন। কিন্তু মনের ভেতরের অনুভূতি শেয়ার করার একটা বিশাল জায়গা আমার বাংলা ব্লগ।

20220216_085628_0000.png

ক্যানভা দিয়ে বানানো

আমাদের সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাস করে। তাদের মধ্যে অনেকেই আছেই যারা অল্প কিছু পেয়েই সন্তুষ্ট থাকে। আবার অনেকেই আছে যারা অল্প পেয়েও সন্তুষ্ট থাকেনা। তাদের আরও চাই। তারা একরকম লোভের মোহে পড়ে যায়। যাদের টাকা বেশি তারা চায় যে আরও বেশি টাকা হোক। এই টাকার মোহে পড়ে একসময় সে তার মনুষ্যত্বকেও ভুলে যায়। আমি দেখেছি আমাদের সমাজের দরিদ্র পরিবারের মানুষেরা অল্পতেই খুশি হয়ে যায়। তাদের কাছে টাকার থেকেও মনুষ্যত্ব আগে। হয়তো তারা শিক্ষিত কম হতে পারে কিন্তু তাদের মনুষ্যত্ব দৃঢ় থাকে।

এবার মূল কথায় আসি, আমার বাংলা ব্লগের সাথে যুক্ত হয়েছি সাত মাসের মতো হয়ে যাচ্ছে। শুরুর দিকে আমার বাংলা ব্লগে যুক্ত হতে পেরে ভালো লাগছিল। বিশেষ করে আমাদের দাদা আমাদের বাংলা ভাষা-ভাষীর এরকম একটি কমিউনিটি খুলেছে দেখে ভালোই। যদিও শুরুর দিকে কাউকেই চিনতাম না। আর ডিস্কর্ড সম্পর্কে তেমন আইডিয়াও ছিলো না। ডিস্কর্ডে যুক্ত হবার পর থেকে বিভিন্ন রকমের মানুষের সাথে পরিচয় হয়। শুরুর দিকে কম সদস্য ছিল ডিস্কর্ডে। ধীরে ধীরে সেটা বাড়তে থাকে। সব থেকে ভালো লাগার বিষয় ছিল টাকা ইনকামের পাশাপাশি বিনোদন সেই সাথে একে অপরের সাথে কথা বলা যেত ডিস্কর্ডে।

শুরুর দিকে পোস্ট করতাম কিন্ত ১$ ভোট পেতাম। তাতেই যে কি আনন্দ হতো বলে বুঝানো যাবে না! রেগুলার পোস্ট করতাম আর ১$ মতো করে ভোট পেতাম। খুব ভালো লাগতো তখন। এই ১$ ডলারের ভোটেই তখন সন্তুষ্ট ছিলাম। আর হাফিজুল্লাহ ভাইয়ের একটা কথা সবসময় আমার মাথায় থাকতো যে লেগে থাকলে সাফল্য একদিন ধরা দিবেই। হাফিজুল্লাহ ভাইয়ের সেই কথা আমার এখনও মনে আছে। আমি হাল ছাড়েনি। এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ চেষ্টা থাকবে আজীবন কাজ করে যাওয়ার। আরেকটা কথা যেকোনো কাজে ধারাবাহিকতা বজায় সাফল্য আসবেই। যারা স্টিমিটে এসে ভালো ব্লগার হয়েছে তারা এই কাজটি বজায় রেখেছে। তাইতো তারা আজ সফল ব্লগার।

আমি বলতে চাই অল্পতেই খুশি থাকুন। সামনে আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। যদিও আমি একজন মোটিভেশনাল স্পিকার নই; আমি আমার ভেতরের কিছু কথা শেয়ার করেছি মাত্র। ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

শুরুর দিকে পোস্ট করতাম কিন্ত ১$ ভোট পেতাম।

একদম ঠিক বলেছেন ভাইয়া, আমি মাঝে মাঝে এটিই ভাবি।আমরা শুরুর দিকে কত খুশি ছিলাম আবার অনেকে এখন ভোট দেওয়া সত্ত্বেও কাজ করতে ইচ্ছুক নয়,অনেকে আছেন অল্প কষ্টে বেশি ভোট পাচ্ছেন।অল্পতেই খুশি থাকাটা খুবই জরুরি।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জি দিদি আপনি একদম ঠিক বলেছেন। ধন্যবাদ দিদি আপনাকে।

 2 years ago 

এটি খুবই দুঃখজনক ব্যাপার। একজন ভেরিফাইড মেম্বার হয়ে আপনি কপিরাইট আইন লঙ্ঘন করেছেন।

Source:
https://www.istockphoto.com/photo/success-in-the-asphalt-road-gm1299174533-391884668

Source:
https://www.ehomehealthcare.com/MedicalSupplies/Surgical/Gloves

 2 years ago 

ভাইয়া আমি তো কপিরাইট ফ্রি ইমেজ দিয়েছিলাম। কিন্তু স্টক ফটো ছিল এটা খেয়াল করিনি। আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া 😥

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58659.71
ETH 3164.52
USDT 1.00
SBD 2.43