ভিডিওগ্রাফি || ট্রাক্টরদিয়ে হাল চাষ

in আমার বাংলা ব্লগ9 months ago

13-12-2023

২৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো শীতের সময় ভালো থাকতে পারাটাও একটা চ্যালেঞ্জ! গ্রামে এখন পুরোপুরি শীতে পরেছে! বিশেষ করে সন্ধ্যার পর রাস্তা-ঘাট জনমানবশূন্য হয়ে যায়। মানুষের যা কাজ সব দিনের বেলায় শেষ করে ফেলে। শীতের এ সময়টাতে এখন সবাই ধান ঘরে তোলায় ব্যস্ত! কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে ধান ঘরে তুলতে অনেকের কষ্ট হয়েছে। আবার অনেকের ধানও নষ্ট হয়েছে! ধানের জমিগুলো এখন ফাকাঁ বলা যায়। গ্রামে আবাদি জমির পরিমাণও কমছে! আগে যতদূর চোখ যেত শুধু দেখতাম ধানের জমি! আর এখন চিত্রটা পুরোপুরি উল্টো! ধানের জমি অনেকটা কমে গেছে। জমিতে অনেকেই নির্মাণ করছে নতুন ঘরবাড়ি! সেখানেই বসবাস যোগ্য পরিবেশ গড়ে তুলছে। আরেকটা ব্যাপার আমি খেয়াল করলাম সেটা হচ্ছে আগে কিন্তু গ্রামের মানুষজন কৃষির উপর নির্ভর করেই চলতো! একেক সময়ে একেক রকমের সবজি চাষ করতো। আর নিজের জমির সবজি এমনিতেই পুষ্টিগুণ বেশি ছিল।

IMG20231128171800.jpg

IMG20231128171740.jpg

সবজি বাজারের দামও এতো বেশি দেখেনি। মরিচ এক কেজির দাম ১৫-২০ টাকার মধ্যেই উঠানামা করতো! কৃষকেরা জমিতে ফসল ফলিয়ে সেগুলো বাজারজাত করতো এবং যে টাকা পেত সেটা দিয়েই বলতে গেলে সংসার চলে যেত! আর এখন কৃষকদের অবস্থা পুরো উল্টো! আবাদি জমি পরে থাকে কিন্তু জমিতো কিছু চাষ করার মানুষ নেই! বলতে গেলে পরিশ্রম করতে চাই না কেউই! জমিতে কিছু চাষ করতে হলে সেটার দেখভালও ভালোভাবে করতে হবে। আগের নিজের জমিতে নিজেরাই ফসল উৎপাদন করতো! কখনো অভাববোধও এতোটা প্রখর ছিল না। আর এখন মানুষজন অনেকটা অলস মস্তিষ্কের হয়ে যাচ্ছে। পরিশ্রম করে কিছু উৎপাদন করার মন মানসিকতা এখন মানুষজন হারিয়ে ফেলছে। আগে দেখেছি গরু দিয়ে মানুষজন হাল চাষ করতো জমিতে! সেটা এখন বিলুপ্ত বলতে গেলে। এখন নতুন সব প্রযুক্তি বের হয়েছে! প্রযুক্তির ফলে মানুষের কষ্ট লাঘব হলেও মানুষজন কিন্তু অলস হয়ে যাচ্ছে।

আমাদের একটা ১ কাঠার মতো জমি ছিল সড়কের পাশে। আমাদের এদিকে ১০ শতাংশ হলো ১ কাঠা! জমিটা আমি বাড়িতে আসার পরই দেখছি পরে আছে! কিছু করাও যাচ্ছিল না। আর মাঝে বন্যার মতো পরিস্থিতি হওয়ার কারণে জমি পুরোটাই তলিয়ে গিয়েছিল পানির নিচে। তবে আগে পাট চাষ করা হয়েছিল। কিন্তু একই জমিতে আপনি যদি ভিন্ন ভিন্ন সবজি বা ফসল উৎপাদন করেন তাহলে দেখবেন আপনি লাভবান হচ্ছেন। মাটির উর্বরতাও বাড়ে! পাট সংগ্রহের পর জমিটা পরে ছিল। তাই আমি ভাবলাম ভূট্রা চাষ করা যেতে। যেহেতু এখন শুকনো মৌসুম। পানিও নেই। তো সেটাই করা যেতে পারে! তো আমার বাবার সাথে প্লেন করে সিদ্ধান্ত নিলাম ভূট্রা চাষ করাটাই ভালো হবে। তো গত দু সপ্তাহ আগে জমিতে হাল চাষ করার জন্য ট্রাক্টরকে বলা হয়েছিল। তারপর ট্রাক্টর চালানোর লোককে বলে জমিতে হাল চাষ করা হলো!

আজকের ভিডিওতে আমি সেই হাল চাষের ভিডিও শেয়ার করবো। যে ছেলেটি ট্রাক্টর চালাছে, সেই ট্রাক্টর চালকের পুত্র! তবে আমি অবাক হয়েছিলাম এতো কম বয়সেই এতো দক্ষতার সাথে ট্রাক্টর চালানো শিখে গেছে! ভিডিওতে দেখতে পাবেন ছেলেটি ট্রাক্টর চালাচ্ছে! শীতের সকালে কুয়াশার মাঝেই ট্রাক্টর চালাচ্ছিল। আশা করছি উপভোগ করতে পারবেন!

ভিডিও লিংক


DeviceOppo A12
Vediographer@haideremtiaz
Locationw3w

যাক, আজ এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 9 months ago 

ট্রাক্টরদিয়ে হাল চাষ করা আপনার পোস্ট এর মাধ্যমে অনেক দিন পরে দেখলাম। গ্রামীণ পরিবেশে গেলে দেখা যায়। চমৎকার একটি ভিডিও শেয়ার করেছেন। আপনার লেখা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে 😂

 9 months ago 

এটাকে তো পাওয়ার টিলার বলে আমি জানতাম আপনাদের ওখানে ট্রাক্টর বলে সেটা তো জানা ছিল না। আর ট্রাক্টরগুলো বরাবরই অনেক বড় হয়, যাই হোক বর্তমান সময়ে বৃষ্টির কারণে অনেক জায়গাতেই কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকের নতুন নতুন ধান ঘরে তুলেছে আবার অনেকে ধানঘরে তুলতেই পারেনি। যদিও এই পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে অনেকটাই সময়ের প্রয়োজন হয় তবে আপনি দারুন একটা ভিডিওগ্রাফি আমাদের মধ্যে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 9 months ago 

হ্যা ভাই এটা পাওয়ার ট্রিলারও বলে। আমি এটাকে ট্রাক্টর বলে চিনি আরকি 😁। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

 9 months ago 

সত্যি বলতে এখন ফসলি জমি অনেক কমে গেছে, মানুষ সেই জমিগুলোর মধ্যে ঘরবাড়ি নির্মাণ করছেন। আর এখন আগের মত মানুষ এত পরিশ্রম করতে চায় না প্রযুক্তির উন্নয়নের কারণে মানুষ দিন দিন অলস হয়ে যাচ্ছে। ঠিক সেই কারণে জিনিসপত্রের দাম দিন দিন হচ্ছে। যাইহোক তুমি ট্রাক্টর দিয়ে হাল চাষের চমৎকার একটি ভিডিওগ্রাফি উপস্থাপন করেছো। ধন্যবাদ তোমাকে চমৎকার পোস্টটি উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া, প্রযুক্তির উন্নয়নের কারণে মানুষজন অলস হয়ে যাচ্ছে

 9 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ট্রাক্টরদিয়ে হাল চাষ এর ভিডিওগ্রাফি। ঠিক বলেছেন ভাই আপনি বর্তমান সময়ে কৃষকরা কেউ কারো জমিতে আর জন খাটতে চায় না। এখন প্রত্যেকটি কৃষক তার নিজের জমিতে সবজি চাষ করে মোটামুটি ভালো পরিমাণে অর্থ উপার্জন করছে। সেখান থেকেই প্রত্যেকের প্রত্যেকের সংসার চালিয়ে বেশ ভালই স্বাবলম্বী হয়েছে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করার জন্য।

 9 months ago 

কৃষকেরা ভাই এখন তেমন কৃষিকাজ করতে চাই না, তাদের চাহিদাও এখন বেড়ে গেছে

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 9 months ago 

গত কয়েকদিন ধরে ভালোই শীত পড়ছে। সেজন্য রাস্তাঘাটে সন্ধ্যার পরপরই লোকের সমাগম কমে গিয়েছে
যাইহোক বর্তমান সবজির বাজার আগুন যে কোন সবজির দাম অনেক। কৃষকেরা চাষাবাদ নিয়ে সবসময় ব্যস্ত থাকে। এই মৌসুমে ধানের তেমন একটা ফলন হয়নি। অনেকের ধান পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। আপনি আজকে দারুন একটা ভিডিও করেছেন । ছোট্ট বাচ্চাটি খুব সুন্দর করে জমি চাষ করছে ভালো লাগলো দেখে।

Posted using SteemPro Mobile

 9 months ago 

হ্যা ভাই, সন্ধ্যার দিকে অনেক কুয়াশা জমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ 🌼

 9 months ago 

ঠিক বলেছেন ভাইয়া আগে অনেক দূর পর্যন্ত শুধু ধানের জমি দেখা যেতো। কিন্তু এখন সেই জমিগুলোর মধ্যে বসতবাড়ি নির্মাণ করা হচ্ছে। আগে মানুষ কৃষি নির্ভর ছিল কিন্তু এখন মানুষ এতটাই অলস হয়ে গিয়েছে অনেকে কৃষি কাজ করা প্রায় ছেড়েই দিয়েছে। যাই হোক আপনি খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। ট্রাক্টর দিয়ে এভাবে জমি চাষ করার দৃশ্য অনেক বছর পর আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 months ago 

আসলেই আপু এখন কৃষি কাজ অনেকেই ছেড়ে দিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 🌼

 9 months ago 

অনেক ভালো একটি কাজ করলেন যে সব জমি গুলো নিচু জায়গা। পানি জমে থাকে এই ধরনের জমিতে পাট চাষ করলে বেশ ভালো হয়। তাছাড়া এখন যেহেতু শুষ্ক মৌসুম তাই ভূট্রা চাষ করলেও ভালো হবে। যেহেতু নিচু জায়গা এবং ভিজা থাকবে তাই ভালোই হবে। বর্তমান সময়ে ট্রাক্টর দিয়ে অনেক ভালো কাজ করা যায় জমিতে। সুন্দর একটি ভিডিও শেয়ার করলেন ভালো লেগেছে দেখে।

 9 months ago 

জি আপু শুষ্ক মৌসুমে ভূট্রা ভালো হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 🌼

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 58034.65
ETH 2448.81
USDT 1.00
SBD 2.38