‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৪০ (Weekly Hangout Report-40)

in আমার বাংলা ব্লগ3 years ago

weekly hangout cover 40.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‍্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ২৫১৪ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ২৩২।

আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালীদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।

হ্যাংআউট-৪০

সময়ের পূর্বেই শুভ ভাই কথা বলা শুরু করেন মজা হবে, মাস্তি হবে, টানটান উত্তেজনা নিয়ে হ্যাংআউট সম্পর্কে নিজের অভিজ্ঞতা শেয়ার করা শুরু করেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই। তারপর কাউন্ট ডাউন মিউজিকের মাধ্যমে শুরু হয় আমার বাংলা ব্লগের ৪০তম হ্যাংআউট। সবাইকে শুরুতে স্বাগতম জানান শুভ ভাই, দীর্ঘ দুই ঘণ্টা সবাইকে নিয়ে মজা, মাস্তি এবং শেয়ারিং সব হবে আজকের হ্যাংআউটে। নিজের অনুভূতি প্রকাশের মাধ্যমে কথা বলা শুরু করেন।

এরপর আমি @hafizullah কিছু বলার চেষ্টা করি, ৪০তম হ্যাংআউটে সবাইকে স্বাগতম জানাই। ইদানিং আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে, পুরাতন ভেরিফাইড ইউজারদের কোন ভুল ধরা হলে এবং তাদেরকে নতুনভাবে এবিবি স্কুলের ক্লাসগুলোতে অংশগ্রহন করার আহবান জানানো হলে, তারা সেটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করছেন না, এটা সত্যি খুবই দুঃখজনক। একজন ভেরিফাইড ইউজার যখন কপিরাইটের বিষয়গুলো কিংবা অন্য কোন ইস্যু নিয়ে ভুল করেন, তখন সেটা মেনে নেয়াটা কষ্টকর হয়ে যায় আমাদের জন্য। এছাড়াও গত সপ্তাহে আমার অধীনে যে সকল ইউজার ছিলেন তাদের মাঝে অনেক পুরাতন ইউজারদের এনগেজমেন্টসহ সাবির্ক কার্যক্রম খুব একটা ভালো ছিলো না। সঠিক এনগেজমেন্টের জন্য এই সপ্তাহের ৫ স্টিম পাচ্ছেন @kazi-raihan ভাই। এছাড়া @ebrahim2021 @kitki @selimreza1 @sonia39 তাদের অবস্থা বেশ খারাপ ছিলো।

কমিউনিটির এ্যাডমিন @winkles ভাই কথা বলেন এরপর, তার অধীনে থাকা ইউজারদের নিয়ে কোন সমস্যা নেই, সবাই ঠিক ঠাক কাজ করছেন। তবে যারা তার পোষ্টে কমেন্ট করছেন তাদেরকে অনুরোধ করা হয় খুব বেশী বড় কমেন্ট না করার জন্য। কমেন্টগুলো যেন ১৫০ শব্দের মাঝে থাকে। একটু বড় হোক সেটা ঠিক আছে কিন্তু সেটা যেন ৩০০ শব্দে না যায়। বড় হলেই কমেন্ট ভালো হয় না, সেটা পড়তেও কষ্ট হয়। তারপর কাংখিত কমেন্ট করে এই সপ্তাহে যারা বিজয়ী হয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়।

Untitled-w.png
Screen shot from @winkles

এরপর শুভ ভাই ফিরে আসেন ইউংলেস ভাইয়ের শরীর কিছুটা খারাপ সেটা আবার তিনি উল্লেখ করেন এবং তার জন্য প্রর্থনা করেন। শুভ ভাই সকলের দৃষ্টি আকর্ষন করেন এবং যার যার অবস্থান হতে ইউংলেস ভাইয়ের জন্য দোয়া করার আহবান জানান। তিনি প্রত্যাশা করেন ইউংলেস ভাই দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন।

এরপর কমিউনিটির এ্যাডমিন এবং কোয়ালিটি কন্ট্রোলার @rex-sumon সুমন ভাই, ইউংলেস ভাইয়ের সাথ সহমত পোষণ করে তিনিও বলেন কমেন্ট বড় হলেই কোয়ালিটি কিংবা সারমর্ম প্রকাশ হয় না। পোষ্ট সম্পর্কে যতটুকু বলার থাকে জাষ্ট অতটুকু বললেই যথেষ্ট, এ ব্যাপারে নিজের অভিমত সংযুক্ত করা যেতে পারে । কিন্তু এতো বড় করার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না, সবাইকে বিষয়টি খেয়াল রাখতে হবে। এরপর তার অধীনে থাকা ইউজারদের নিয়ে কথা বলেন, কয়েক জনের নাম উল্লেখ্য করেন যাদের অবস্থা সবচেয়ে বেশী ভালো ছিলো, তথাপীও তাদেরকে কিছু পরামর্শ প্রদান করেন। তারপর কথা বলেন পাওয়ার আপ প্রতিযোগিতা নিয়ে। ইতিমধ্যে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে, বিজয়ীদের অভিনন্দন জানান।

Untitled 00.png

কমিউনিটির এ্যাডমিন @moh.arif আরিফ ভাই কথা বলেন এরপর, শুরুতেই সবাইকে স্বাগতম জানিয়ে বলেন এটা ৪০তম হ্যাংআউট, দেখতে দেখতে ৪০ হয়ে গেলো, সময় কত দ্রুত চলে যায়। এরপর তার অধীনে যারা ছিলেন তাদের নিয়ে কথা বলেন, ইউজারদের নাম বলেন এবং তাদের কার্যাবলী তুলে ধরেন তার সাথে সাথে কাংখিত পরামর্শ দেন। এক এক করে কয়েক জন ইউজারের নাম উল্লেখ করন এবং তাদের সার্বিক রিপোর্ট উপস্থাপন করেন। নতুনরা বেশ ভালো কাজ করছেন তাদের প্রসংশা করেন। সবশেষে এলিট ব্লগারদের নিয়ে কথা বলেন, এই সপ্তাহ হতে এলিট ব্লগারদের ক্লাস শুরু করা হবে।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং কমিউনিটি নিয়ে কিছু কথা বলেন। আমাদের সবগুলো কমিউনিটির নিয়ম নীতি আলাদা। সুতরাং কেউ যদি নিয়ম নীতি রক্ষা করে নিজের সেরাটা শেয়ার করতে পারেন তাহলে তাকে স্বাগতম। কিন্তু যদি এগুলো অনুসরণ করতে না পারেন, তাহলে দিন শেষে নিজের জায়গা ধরে রাখাটা কঠিন হয়ে যাবে। আমরা কাজ করতে নিষেধ করছি না কিন্তু নিয়ম নীতিগুলো রক্ষা করতে হবে।

তারপর শুভ ভাইয়ের অধীনে থাকা ইউজারদের নিয়ে কথা বলেন, তবে এবার আর খুব বেশী প্রসংশা করতে চান না তিনি। কারন খুব বেশী ভালো মানের পোষ্ট কিংবা এনগেজমেন্ট কোনটাই ঠিক মতো হয় নাই। হাতে গুনা কয়েকজন বাদে বাকীদের কার্যক্রম খুব বেশী ভালো ছিলো না। এই অবস্থান নিয়ে টিকে থাকাটা কঠিন হয়ে যাবে তাদের জন্য। তাই তাদের পরামর্শ প্রদান করেন কাজের সঠিক ধারাবাহিকতা বজায় রাখতে। নতুনদের সাথে টিকে থাকা আরো বেশী কঠিন হয়ে যাবে। যারা ভালো কাজ করেছেন তাদের জন্য কিছু সম্মানী রয়েছে শুভ ভাইয়ের পক্ষ হতে, সেটা যথা সময়ে প্রেরণ করা হবে। এরপর এলিট ব্লগার নিয়ে কথা বলেন, যে সকল ইউজার নির্বাচিত হয়েছেন, তারা শুরু হতেই বলেছেন তাদের কাছে সকল প্রয়োজনীয় কাগজপত্র ঠিক ঠাক আছে। এছাড়া লেভেল-৪ এর ক্লাসটি ভালো বুঝেছেন। কিন্তু ক্লাসে এসে যদি কেউ উল্টা পাল্টা কথা বলেন তাহলে আমি কিন্তু সেটাকে ভালোভাবে গ্রহন করবো না।

এরপর কমিউনিটির মডারেটরদের সেগমেন্ট শুরু হয়, শুরুতে @rupok ভাই কথা বলেন, আপনারা সবাই জানেন যে ভেরিফাইড মেম্বারদের নিয়ে (এলিট ব্লগার) নতুন একটি ক্লাস শুরু করা হবে । আমি সে বিষয়টি আবারও বলছি, যারা নিশ্চয়তা দিয়েছেন শুধুমাত্র তাদের নামগুলোই আমরা ক্লাসের তালিকায় সংযুক্ত করেছি। সুতরাং ক্লাস শুরু হওয়ার আগেই যদি আপনারা একটু করেন ঘাটতিগুলো পূর্ণ করে নিতে সেটা আপনাদের জন্যই ভালো হবে।

Untitled 11.png

এরপর @alsarzilsiam ভাই বলেন, শুরুতেই লেভেল-৩ নিয়ে কথা বলেন, লেভেল-৩ ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অনেকেই কিউরেশন এর বিষয়টি বুঝতে পারেন না। তাই এই ক্লাসটি ভিডিও রেকর্ড করার মাধ্যমে আমরা সেটাকে উপস্থঅপন করেছি। ইতিমধ্যে সাইফুল ভাই সেই ভিডিওটি প্রকাশ করেছেন। সিয়াম ভাই সেই লিংকটি শেয়ার করেন। যারা বিভিন্নে লেভেলে রয়েছে তাদের আমরা মেনশন দেই কিন্তু তবুও তাদের খোঁজে পাওয়া যায় না, কমেন্ট এবং পোষ্ট এর সংখ্যা খুবই কম। মেনশন দিলে রেসপন্স করার আহবান জানান। এরপর আমার বাংলা ব্লগের অন্য সোশ্যাল সাইডের লিংকগুলো শেয়ার করেন।

এরপর @kingporos ভাই কথা বলেন, একটা বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষন করেবলেন, আমরা একটা নতুন নিয়ম চালু করেছি ইতিমধ্যে সেটা সকলের সাথে ভাগ করে নিয়েছি। লেভেলে থাকাকালীন সময়ে বিনা নোটিশে যদি ৩০ দিন টাকা এ্যাকটিভ না থাকেন তাহলে তাদের লেভেলগুলো তুলে নেয়া হবে। এটা সবার ক্ষেত্রে কার্যকর হবে। আপনাদের সমস্যা থাকতেই পারে তবে সেটা আমাদের জানাতে হবে, যেন আমরা সেটা বুঝতে পারি। যে কোন একজন মডারেটর অথবা এ্যাডমিনকে জানালেই হবে অথবা একটা টিকেট ক্রিয়েট করলেই হবে। এই বিষয়টি সকলের মাথায় রাখার অনুরোধ করেন।

এরপর @nusuranur আপু কথা বলেন, প্রথমে তিনি লেভেল-৪ নিয়ে কথা বলেন, তিনজন ইউজার বাদে বাকী সবার এনগেজমেন্ট এবং পোষ্টের অবস্থান জিরো, কিছুই নেই তাদের। কমিউটির অন্য মডারেটর @tangera আপুর প্রসঙ্গ টেনে বলেন, যারা সাপোর্ট পান নাই তাদের তালিকাসহ পোষ্ট করেন তিনি। কিন্তু আপনারা পুরো রিপোর্টটি পড়েন না, যেখানে কিছু পরামর্শ দেয়া হয় কেন সে সাপোর্ট পায় নাই। সবাই কমেন্ট করে সহমত পোষণ করে সেখানে কিন্তু পরামর্শ দেয়ার অংশটুকু কেউ পড়েন না এবং সেই অনুযায়ী কাজ করেন না। পুরো পোষ্টটা পড়লেই বুঝতে পারবে কেন সাপোর্ট পান নাই।

Untitled 22.png

এছাড়া লেভেলের ইউজারদের নিয়ে বলেন, যাদেরকে নির্দিষ্ট সময়ের মাঝে এক্সাম দিতে বলা হয়, সেই সময়ের মাঝেই সেটা করার চেষ্টা করতে বলেন। আপনারা যদি দীর্ঘ সময় নিয়ে বসে থাকেন, সে ক্ষেত্রে আমাদের কিছুটা সমস্যা হয়। আমরা একজন অন্য মডারেটরদের সাথে সংযুক্ত রয়েছি এই বিষয়গুলো নিয়ে। হয়তো আপনারা জানেন না আমাদের একটা তালিকা সংরক্ষণ করতে হয়। আপনারা যখন দীর্ঘ সময় বসে থাকেন, সেক্ষেত্রে তালিকা নিয়ে আমরা একটা বিশৃংখলার মাঝে পড়ে যাই যার প্রভাব কিন্তু আপনাদের কিউরেশনের উপরও পড়ে। তারপর কিংপ্রস ভাইয়ের সাথে সহমত পোষণ করেন বিনা নোটিশে অনুপস্থিত থাকা নিয়ে এবং নিয়মগুলো না মানলে লেভেল পুরোপুটি তুলে দেয়া হবে, মানে একদম নতুন করে শুরু করতে হবে আবার আপনাদের।

তখন আপনি নতুনভাবে শুরু করলেও আমরা বিবেচনা করবো আপনাকে আবার সুযোগ দেয়া হবে কিনা? নাকি একদম নতুন একজনকে নেয়া হবে আপনার পরিবর্তে? কারন আমরা ইতিমধ্যে আপনার পিছনে সময় ব্যয় করেছি তাহলে কেন আবার দ্বিতীয়বার আপনাকে সুযোগ দিবো? আমরা বিবেচনা করে দেখবো আপনাকে আবার সুযোগ দেয়া যায় কিনা। যারা পাস করে লেভেল-৪ এ চলে আসছেন তারা আবার নিশ্চিন্তে বসে থাকিয়েন না যে আপনাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, যদি আপনারা এ্যাকটিভ না থাকেন তাহলে আপনাদের লেভেলও তুলে দেয়া হবে। মেয়েদের উদ্দেশ্যে বলেন, কোন সমস্যা হলে তার সাথে যোগাযোগ করার জন্য।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং @tangera আপুকে নিয়ে কথা বলেন। তার কাজের ব্যাপারে সকলের মতামত জানতে চান, সবাই বেশ ভালো রেসপন্স করেন। তিনি সব কিছু পর্যবেক্ষন করেন, বিশেষ করে কোয়ালিটি ইউজারদের পোষ্ট নিয়মিত চেক করেন। তাই সাপোর্ট নিয়ে কারো চিন্তিত হওয়ার দরকার নেই, শুভ ভাই সেটা পুনরায় ব্যক্ত করেন।

তারপর নতুন প্রতিযোগিতা নিয়ে কথা বলেন, এ প্রসঙ্গে আমি আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-১৪ নিয়ে কিছু কথা সকলের সাথে শেয়ার করি এবং প্রতিযোগিতাটির সম্পর্কে নিজের অনুভূতির কথা প্রকাশ করি। সবাইকে নিজেদের জীবনের মজার গল্পগুলো ভাগ নেয়ার আহবান জানাই। প্রসঙ্গক্রমে আরিফ ভাইও কথা বলেন প্রতিযোগিতা নিয়ে, আমাদের ডিসকর্ডে আইডিয়া এবং ফিডব্যাক চ্যানেল এর প্রসঙ্গ তুলেন, সবাইকে সেখানে নিজেদের আইডিয়া শেয়ার করতে বলেন। প্রতিযোগিতাসহ যে কোন বিষয়ে নিজেদের ফিডব্যাক শেয়ার করার জন্য সকলের দৃষ্টি আকর্ষন করেন।

Untitled 33.png

এরপর কুইজ পর্ব শুরু হয়, আরিফ ভাই কুইজ পর্বটি পরিচালনা করেন। তাকে সহযোগিতা করি আমি এবং সুমন ভাই। পর পর চারটি প্রশ্ন করা হয় পূর্বের নিয়মে এবং যারা সঠিক উত্তর দিয়ে বিজয়ী হন তাদেরকে আরিফ ভাইয়ের পক্ষ হতে পুরস্কৃত করা হয়। দিন দিন এই পর্বটি বেশ আকর্ষনীয় হয়ে উঠছে। তারপর সুমন ভাই একটু ভিন্নভাবে তার পক্ষ হতে প্রশ্ন উপস্থাপন করার চেষ্টা করেন।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং কুইজ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। খুব সুন্দরভাবে সকলের মেধা যাচাই হয়ে গেলো। এবিবি স্কুল নিয়ে কথা বলেন, বিগত সময়েও বলা হয়েছে লেভেলর ক্লাস গুলো ঠিক মতো করার এবং এক্সাম দিয়ে ভেরিফাইড হওয়ার। এবিবি স্কুলে থাকা অবস্থায় সাইফক্স কে ১০% এর সাথে সাথে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে বলেন। যত দিন লেভেল থাকবেন ততদিন এটা করতে হবে। এরপর হিরোইজম নিয়ে কথা বলেন সুমন ভাই, প্রায় ১৭০০০০ হয়ে গেছে হিরোইজমের পাওয়ার, সবাইকে তাদের এসপি আপডেট রাখার অনুরোধ করেন, তাহলে আপনাদের রিওয়ার্ডস বাড়তে থাকবে। ডেলিগেশন করার বেনিফিটসগুলো আবারও উল্লেখ্য করেন, সর্বোচ্চ বেনিফিড পাওয়া যাবে হিরোইজম প্রজেক্ট থেকে। শুন ভাই বলেন যারা হিরোইজমকে সাপোর্ট করেন তারা সবাই বেশ ভালো সুবিধা পাচ্ছেন হিরোইজম থেকে।

এরপর শুভ ভাই সকলের দৃষ্টি আকর্ষন করেন, মানুষ মানুষের জন্য এই বিষয় নিয়ে, এবিবি চ্যারিটি নিয়ে। বিশেষ করে প্রিয়ান আপুর বিষয়টি নিয়ে কথা বলেন এবং সাইফুল ভাইয়ের করা ফান্ড রাইজিং এর জন্য পোষ্টের ব্যাপারে সকলকে পুনরায় অবহিত করেন। প্রিয়ান আপুর বিষয়টি পরিস্কার করেন এবং সবাইকে সহযোগিতা করার আহবান জানান। এই ক্যাম্পিং চলবে দুই সপ্তাহ, তাই সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তারপর প্রকাশ করেন সুপার এ্যাকিটভ তালিকা- ভালো পোষ্ট করলেই যে সকলের নজরে আসবেন সেটা কিন্তু না, সুপার এ্যাকটিভ তালিকায় আসতে হলে আপনাকে আপনার এনগেজমেন্ট বৃদ্ধি করতে হবে। বিষয়টি সবাইকে পরিস্কার করার চেষ্টা করেন শুভ ভাই। টিকে থাকতে হলে পোষ্টের পাশাপাশি ভালো এনগেজমেন্ট তৈরী করতে হবে। এ প্রসঙ্গে শিহাব২৪ এর কথা বলেন এবং সুপার এ্যাকটিভ তালিকায় ভালো অবস্থান নিশ্চিত করায় তার অনুভূতি জানতে চাওয়া হয়।

এরপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদার দৃষ্টি আকর্ষণ করেন শুভ ভাই এবং কমিউনিটির বর্তমান অবস্থান নিয়ে নিজের অনুভূতি শেয়ার করার অনুরোধ করেন। দাদা বলেন তার বেশী কিছু বলার নেই নতুন করে এটা নিয়ে আপনারা বলবেন দ্বিতীয় পজিশনের জন্য, অনুুভূতি আপনারা শেয়ার করুন, সেলিব্রেট করুন। তবে একটা কথা বলতে চাই, ইচ্ছে থাকলে উপায় হয় সেটা আবারও প্রমানীত হলো। তিনি যখন ঢুকেছিলেন তখন কেউ বাংলা লিখতো না, খুব একটা এনগেজমেন্ট হতো না, পোষ্ট করলেও সাপোর্ট পাওয়া যেতো না। কিন্তু সেই পরিস্থিতি এখন নেই, সেখান হতে আমরা বেড়িয়ে আসতে পেরেছি। কমিউনিটি প্রতিষ্ঠা করেছি বাংলা নিয়ে, কেউ কমিউনিটিকে সাপোর্ট করবেন না এটা জেনেই দাদা কমিউনিটি খুলেছিলেন। খুব বেশী বাঙালীরা আসবেন না এটা দাদা ধরে নিয়েছিলেন কারন বাঙালীরা খুব বেশী এনগেজমেন্ট করতে চান না। অধিকাংশই বাংলাদেশী ইউজার রয়েছেন এখানে। অবাঙালীরা আসতে পারবেন না, বাহিরের কোন সাপোর্ট আসবে না, এগুলো জানা ছিলো কিন্তু তবুও আমি যথাসাধ্য চেষ্টা করেছি কমিউনিটি নিয়ে। যতটা সম্ভব এ্যাকটিভ থেকেছি এবং নিজের কাজের ফাঁকে ফাঁকে কমিউনিটিকে দাঁড় করানোর চেষ্টা করেছি।

কিন্তু আমার বাংলা ব্লগ আজ বিশ্ব র‍্যাঙ্কিং দুই এ চলে আসছে, সেটা সত্যি খুবই ভালো খবর, অনেক বড় একটা ব্যাপার। এখানে অন্য কোন ভাষার ইউজাররা লিখেন না কারন বাংলা ভাষা ছাড়া এখানে অন্য কোন ভাষা এলাউ করা হয় না, খুব কঠিন রেস্টিকশন দেয়া রয়েছে। তারপরও এখানে সবাই প্রচুর পোষ্ট করেন এবং এনগেজমেন্ট করেন, সে হিসেব করলে আমরা এক নাম্বার এ থাকবো। পোষ্ট এবং এনগেজমেন্ট যেন তেন ভাবে করা হয় না সব কিছু কোয়ালিটি সম্পূর্ণভাবে হচ্ছে। অন্য কোন কমিউনিটিতে এতো বেশী কোয়ালিটি পোষ্ট এবং এনগেজমেন্ট নেই। পোষ্ট এবং এনগেজমেন্ট র‍্যাঙ্কিং এ আমরা এক এবং রিয়ার্ডস এর দিক হতে আমরা দুই কারন আমাদের সদস্য সংখ্যা কম। দুটো র‍্যাঙ্কিং এ আমরাই এক এবং আমরাই দুই।

Untitled 44.png

এরপর শুভ ভাই নিজের আবেগ প্রবণ অনুভূতি সকলের সাথে ভাগ করে নেন। সকলের সম্মুখেই বলেন দাদা না থাকলে এটা কোনদিনও সম্ভব হতো না। তারপর শুভ ভাই একে একে সকল এ্যাডমিন এবং মডারেটরগণদের এ বিষয়ে তাদের অনুভূতি ভাগ করে নেয়ার অনুরোধ জানান, সবাই নিজেদের অনুভূতি ভাগ করে নেন।

তারপর শুভ ভাই এ প্রসঙ্গে আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @blacks দাদার দৃষ্টি আকর্ষণ করেন এবং তার অনুভূতি জানতে চান তার সাথে সাথে শুভ ভাই সকলের সম্মুখে দাদার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্লাক দাদা শুরুতেই বলেন কৃতজ্ঞতা কিছুই না আপনি আপনার নিজের যোগ্যতার বলেই এই অবস্থান তৈরী করেছেন। হাত বাড়াতে হবে, হাত বাড়ালেই কাছে যাওয়া যাবে, এতোটুকু চেষ্টাতো করতে হবে। মানুষ হিসেবে মানুষের জন্য এতোটুকু তো করা লাগবে। তবে নিজের যোগ্যতা থাকতে হবে, নিজের কাজ নিজেকেই করতে হবে আপনি কাজ না করতে পারলে তো এগুতে পারবেন না। যা কিছু অর্জন করেছেন তা আপনার যোগ্যতার কারনেই সম্ভব হয়েছে। পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে হবে, কারো সহযোগিতা ছাড়া কোন একজন মানুষ কখনই কমপ্লিট হতে পারে না। কবিতা নিয়ে দৃষ্টি আকর্ষন করা হলে দাদা বলেন কবিতা বলতে পারবো না, তবে লেখার চেষ্টা করি নিয়মিত। পজিশন নিয়ে প্রতিযোগিতা এটা দাদা ভালোভাবে দেখেন না। তবে কাজ করতে হবে, কাজ করতে করতেই পজিশন তৈরী হবে। এ বিষয়ে দাদা বলেন আমরা কিন্তু পজিশন তৈরীর লক্ষ্য নিয়ে কাজ করছি না বরং যতটুকু করার দরকার বেটার কিছুর জন্য সেটা চেষ্টা করে যাচ্ছি যার ফলাফল স্বরূপ এই অর্জন। তাই কাজ করে যেতে হবে কাজ করে গেলেই কিছু না কিছু অবশ্যই পাওয়া যাবে। এ প্রসঙ্গে দাদা একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেন। সবাই এ বিষয়টি মনে রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এরপর শুরু করা হয় হ্যাংআউটের দ্বিতীয় পর্ব অর্থাৎ এন্টারটেইনমেন্ট পর্ব, শুরুতেই শুভ ভাই সবাইকে কিছুটা সময় দেন নিজেদের নাম লেখানোর জন্য। তারপর প্রথমে @saifulraju ভাই কবিতা, @Saymaakter আপু কবিতা, @selinasathi1 আপু দাদার লেখা কবিতা আবৃত্তির রেকর্ড শুনান, তারপর @limon88 ভাই গান, @milon.roy গান, @santa14 একটু চেষ্টা করেন, @jahidulislam01 গান, @mrnazrul নিজের লেখা চমৎকার একটি কবিতা আবৃত্তি করেন, @sshifa আপু গান এবং @amitab-গান করেন।

তারপর প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়, যেখানে সবাই নিজের যে কোন প্রশ্ন উত্থাপন করার সুযোগ পান। প্রথমে @mrnazrul ভাই, তারপর @kaziraihan, @saifulraju এবং @nusuranur আপু কথা বলেন।

এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সপ্তাপি ঘোষণা করেন।

ধন্যবাদ সবাইকে।

@hafizullah


Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Executive Admin ♛
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@nusuranur MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@brishti MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@shy-fox MOD Extreme Curator 🐺
@abb-school MOD Steem School ✍
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝

Banner.png


Support @heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

সময়ের সাথে সাথে আমার বাংলা ব্লগ পরিবার আরো বেশি এগিয়ে যাচ্ছে। দেখতে দেখতে আমরা ৪০ তম হ্যাংআউট পার করে ফেললাম। সত্যি ভাইয়া অনেক ভালো লাগে এই মুহূর্তগুলো। আর আপনি এত সুন্দর করে হ্যাংআউট এর প্রতিটি মুহূর্ত উপস্থাপন করেছেন খুবই ভালো লাগলো। আশা করছি আমাদের পথচলা আরও বেশি সুন্দর হবে এবং আরো বেশি আনন্দময় হবে। দারুন ভাবে প্রতিটি বিষয়কে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

হুম বেশ গতিশীল এখন আমার বাংলা ব্লগ, ভবিষ্যতের এক নাম্বার কমিউনিটি।

 3 years ago 

দেখতে দেখতে ৪০ তম হ্যাংআউট শেষ হয়ে গেল। পুরো সময়টাই উপস্থিত ছিলাম।অনেক আনন্দ মজা সাথে পুরো সময় মাতিয়ে ছিল। সকল কিছু খুবই ভালো লেগেছে। আমাকে বাংলা ব্লগ দ্বিতীয় স্থানে এসে পৌঁছেছে। সেই হিসেবে স্পেশাল হ্যাংআউট হবে। আশা করছি সেই হ্যাংআউট আরো মজাদার আনন্দের হবে।অপেক্ষায় রইলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সুন্দর ভাবে আমাদের মাঝে হ্যাংআউট এর পুরো বিষয়ে আলোচনা করার জন্য।

 3 years ago 

সময় কত দ্রুত চলে যায়। মনে হচ্ছে সেদিন শুরু হলো হ্যাংআউট।

 3 years ago 

দেখতে দেখতে আমরা একসঙ্গে ৪০ টা শো হ‍্যাংআউট ভালোভাবে শেষ করলাম। এইরকম রেকর্ড অন্য কোনো কমিউনিটির আছে কীনা আমার জানা নেই। গতকালকের হ‍্যাংআউট টা অসাধারণ ছিল। তবে আমার নেটওয়ার্ক সমস্যার কুইজে ভালোভাবে অংশগ্রহণ করতে পারি নাই। বিনোদনের সময় সবার অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত ছিল। অনেক ভালো
একটি সময় কাটিয়েছি। ধন্যবাদ ভাই পুণরায় সেটা লিখিত আকারে প্রকাশ করার জন্য।।

 3 years ago 

এক সঙ্গে আনন্দের সাথে দারুণভাবে উপভোগ করেছি হ্যাংআউটগুলো।

 3 years ago 

ঠিক ঠিক ঠিক 😍🙂

 3 years ago 

আসলেই আজকে আমরা ৪০ এ পা দিলাম বেশ ভালই লাগছে। আস্তে আস্তে আগের দিনগুলোর কথা মনে হারিয়ে যাচ্ছে। নতুন কিছু আবারো দেখতে পাচ্ছি।আপনারা কালকে দারুন কথা বলেছেন। অন্য কোন কমিউনিটিতে একটুও ভালো ইউজারদের সাথে কম্বিনেশন নাই। সত্যি বলতে এখানে সবকিছু। একটা পরিবারের মত। ভালবাসা তারপর খেলাধুলা, মজা, বিনোদন এবং শাসন সবদিক থেকে অনেক বেস্ট।আসলে আমরা দুই নাম্বার র‍্যাঙ্কিং এ উঠে পেরেছি। সত্যিই অনেক ভালো লাগছে গর্ববোধ হচ্ছে।আসলে সবকিছুই একদম পারফেক্ট। সকল কিছুই ভাললাগে। সুপার একটিভ লিস্টে টানটান উত্তেজনা। এখন অনেক ইউজার হওয়ায় প্রতিযোগিতা আরো বাড়ছে এবং অনেক ভালো কাজ করার অনুপ্রেরণা পাচ্ছে সবাই এবং সকলে সঠিক সাপোর্ট পাচ্ছে। সত্যি অনেক ভালো লাগার একটি মাধ্যম। সর্বশেষে দারুন লাগে এই দিনটা কখনো ভুলবার নয়। সত্যি বলতে বৃহস্পতিবারের দিনটা খুবই স্পেশাল আমাদের জন্য।

 3 years ago 

আমিও অবাক হয়ে যাচ্ছি দেখতে দেখতে ৪০টা হ্যাংআউট এর রোপর্ট তৈরী করে ফেললাম।

 3 years ago 

কেমনে কেমনে ৪০ তম হ্যাংআউট শেষ হয়ে গেলো।মনে হচ্ছে এই তো সেই দিন শুরু করেছি।ভালে লাগে হ্যাংআউট।সপ্তাহ জুরে অপেক্ষা করা হয়, এই হ্যাংআউট এর জন্য।ভালে ছিলো।

 3 years ago 

আয় হায় আপনি গুনেন নাই কেমনে চল্লিশ এ চলে গেলাম হি হি হি।

 3 years ago 

দেখতে দেখতেই চল্লিশতম হ্যাংআউট আমরা পার করে দিলাম । আগের হ্যাংআউট গুলোর মত চল্লিশতম হ্যাংআউটিও আমি খুবই উপভোগ করেছি, অসাধারণ ছিল কালকের হ্যাংআউটি । আমি প্রথম থেকে শেষ পর্যন্ত হ্যাংআউটে উপস্থিত ছিলাম।
যাইহোক আপনি খুব সুন্দর করে ৪০তম হ্যাংআউটটির রিপোর্টটি আমাদের মাঝে উপস্থাপন করলেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

আসলেই যে বিষয়গুলো উপভোগ করা হয়, সেগুলো যেন খুব দ্রুত চলে যায়।

 3 years ago 

আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ৪০ সপ্তাহ হ্যাংআউট হয়ে গেলো। ভাই এই পোস্ট সত্যি অনেক গুরুত্বপূর্ণ। আমি সম্পূর্ণ সময় থাকলেও কোন ভাবে এটা জানা মিস হয়ে গিয়েছিলো আলহামদুলিল্লাহ heroism এর পাওয়ার এখন প্রায় ১লাখ ৭০ হাজার হয়ে গেছে। তবে এটা শুনতে মিস করি নাই সুমন ভাই বলেছেন heroism এ ডেলিগেশন আপডেট করে রাখতে। ইনশা আল্লাহ আমি ডেলিগেশন আরেকটু আপডেট করে নিবো। ভালোবাসা প্রিয় ভাই।

 3 years ago 

এরপর @kingporos ভাই কথা বলেন, একটা বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষন করেবলেন, আমরা একটা নতুন নিয়ম চালু করেছি ইতিমধ্যে সেটা সকলের সাথে ভাগ করে নিয়েছি। লেভেলে থাকাকালীন সময়ে বিনা নোটিশে যদি ৩০ দিন টাকা এ্যাকটিভ না থাকেন তাহলে তাদের লেভেলগুলো তুলে নেয়া হবে----- পুরো লেখাটি পড়ে ভাল লাগলো। ----এরপর @kingporos ভাই কথা বলেন, একটা বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষন করেবলেন, আমরা একটা নতুন নিয়ম চালু করেছি ইতিমধ্যে সেটা সকলের সাথে ভাগ করে নিয়েছি। লেভেলে থাকাকালীন সময়ে বিনা নোটিশে যদি ৩০ দিন টাকা না হয়ে মনে হয় টানা হবে।

 3 years ago 

গতকালকের হ্যাংআউটে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। খুব মজা করেছি তবে যখন সুপার একটিভ লিস্ট প্রকাশ করা হয়েছিল তখন একটু বেশি এক্সাইটেড মনে হচ্ছিল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 62068.40
ETH 2417.32
USDT 1.00
SBD 2.56