#SPUD4STEEM আগামী ১লা জুলাই বিশ্বব্যাপী || আপনি কি প্রস্তুত?

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Cover.jpg
Image Credit @kiwiscanfly Source


বন্ধুরা,
কেমন আছো সবাই, আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছো।

আজকের দিনটি আমার জন্য খুব বেশী ভালো ছিলো না, কারন বৃষ্টিময় আবহাওয়া। কারন আমাদের দেশে সামান্য বৃষ্টিপাত হলেই সড়কগুলো অনেকটা হারিয়ে যায় পানির তলে, ফলশ্রুতিতে আমাদের যাতায়াতে বেশ সমস্যার সৃষ্টি হয়। যাইহোক, আজ বৃষ্টির সমস্যা নয় বরং আগামী ১লা জুলাই এর পাওয়ার আপ উদ্যোগটি নিয়ে কিছু কথা বলবো।

পাওয়ার আপ মানে নিজের সামর্থ্য বৃদ্ধি করা এবং কমিউনিটির প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যমে আরো বেশী বিনিয়োগ করা এবং নিজেকে আরো বেশী পরিমানে সংযুক্ত করার প্রয়াস চালানো। যার কারনে প্রতি মাসের প্রথম তারিখে পাওয়ার বৃষ্টির উদ্যোগ নেয়া হয় এবং সবাইকে পাওয়ার আপ করার ব্যাপারে আরো বেশী উৎসাহ প্রদান করা হয়। সেটা সত্যি যে, আপনার কাছে যতো বেশী পাওয়ার কিংবা ক্ষমতা থাকবে আপনি যতো বেশী সামর্থ্য নিয়ে এখানে কাজ করতে পারবেন।

যেহেতু প্রতি মাসে প্রচুর সংখ্যক ব্যবহারকারী এই উদ্যোগের সাথে নিজেদের সংযুক্ত করেন এবং নিজেদের সামর্থ্য বৃদ্ধি করেন, তাই এখানেও কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। যারা সেই নিয়মগুলো সঠিকভাবে অনুসরণ করার মাধ্যমে অংশগ্রহন করেন, তাদের বিজয়ী ষোঘনা করার পাশাপাশি নির্দিষ্ট পরিমানে স্টিম পাওয়ার ২১ দিনের জন্য ডেলিগেশন দেয়া হয়। সুতরাং এই ক্ষেত্রে বিজয়ী হওয়া এবং পুরস্কার নিশ্চিত করার জন্য নিয়ম মানাটা জরুরী।
break.png

নিয়মাবলী

প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝ হতে ৫জনকে বিজয়ী করা হবে এবং আগামী ২১ দিনের জন্য নির্দিষ্ট মাত্রার স্টিম পাওয়ার ডেলিগেশন দেয়া হবে। সেহেতু যারা বিজয়ী হবেন তাদের দুটি কাজ করতে হবে এবং সেটার ব্যতিক্রম করা যাবে না।

বিশেষত তাদের পোষ্টের রিওয়ার্ডস প্রাপ্তির ক্ষেত্রে ১০০% পাওয়ার আপ অপশন সেট করতে হবে, অথবা ৫০/৫০ অপশন নির্বাচন করলে, পরবর্তীতে রিওয়ার্ডস হিসেবে প্রাপ্ত স্টিম ডলারকে শুধুমাত্র অভ্যন্তরীন মার্কেট হতে কনভার্ট করার মাধ্যমে পাওয়ার আপ করতে হবে। কারন অভ্যন্তরীন মার্কেট হতে এক্সচেঞ্জ কিংবা বিনিয়ম করা স্টিম কমিউনিটির জন্য ভালো।

SPUD4STEEM নির্দেশিকা

এখানে নির্দেশিকা বলতে নতুন 8টি নিয়ম সংযুক্ত করা হয়েছে, চলুন সেগুলো দেখি-
break.png
এক) পুরস্কারের জন্য যোগ্য হওয়ার জন্য ব্যবহারকারীকে অবশ্যই নতুন মাসের প্রথম আসার ৭ দিন আগ হতে কোন রকমের পাওয়ার ডাউন দিতে পারবে না। কারন উদ্যোগটি শুধুমাত্র পাওয়ার আপ বিষয়ক। এই ক্ষেত্রে অবশ্যই চেক করা হয়ে যে, কোন বিজয়ী পুরস্কার প্রাপ্তির পর যদি পাওয়ার ডাউন দেন, তবে তাকে অবশ্যই সরিয়ে নেয়া হবে, চেক করার মাধ্যমে।
break.png
দুই) পাওয়ার বৃদ্ধি করার পূর্বে অর্থাৎ #SPUD4STEEM এর আগে ব্যবহারকারীদের ওয়ালেটে ৫০০ এর বেশী স্টিম পাওয়ার থাকতে হবে এবং অবশ্যই তা ২০০০০ (বিশ হাজার) এর বেশী থাকতে পারবে না। এছাড়াও ডেলিগেটেড স্টিম পাওয়ার (ইন অথবা আউট) কোন ক্ষেত্রেই গণনা করা হবে না।
break.png
তিন) ব্যবহারকারীদের বিজয়ী হওয়ার যোগ্যতা অর্জনের জন্য তাদের রেপুটেশন অবশ্যই ৪০ এর বেশী এবং ৭৫ এর কম হতে হবে।
break.png
চার) অংশগ্রহনকারীদের এই উদ্যোগে অংশগ্রহন করার জন্য মাসের প্রথম দিনে একটি পোষ্ট তৈরী করতে হবে । পোষ্টটি তৈরীর পূর্বে অবশ্যই তাদের ওয়ালেটের একটি পরিষ্কার ফটোগ্রাফি কিংবা স্ক্রিনশট নিতে হবে এবং সেটি পোষ্টে সংযুক্ত করতে হবে। পোষ্টে অবশ্যই #Spud4steem ট্যাগ ব্যবহার করতে হবে।
break.png
পাঁচ) পাওয়ার আপ এবং এই সম্পর্কিত পোষ্টটি আপনার নিজের দেশের টাইম জোন অনুযায়ী মাসের প্রথম তারিখে করতে হবে এবং একজন ব্যবহারকারী একটি আইটিতে এক দিনে #spud4steem একবার করতে পারবেন।
break.png
ছয়) মাসের প্রথম তারিখে পাওয়ার আপ করার পোষ্টটিতে পাওয়ার আপ করার পূর্বে এবং পরের ফটোগ্রাফি কিংবা স্ক্রিনশটগুলো স্পষ্ট হতে হবে, যাতে এগুলোর মাধ্যমে আপনার পাওয়ার আপ বৃষ্টির % সহজে গণনা করা যায়। তবে এখানে দৈনিক পাওয়ার আপ করার বিষয়টি পুরস্কারের অন্তভূর্ক্ত হবে না, মানে ঐ দিনের রিওয়ার্ডস প্রাপ্তি অর্ন্তভুক্ত হবে না।
break.png
সাত) উপরের নির্দেশনাগুলো মেনে চলা ব্যবহারকারীদের স্টিমিটে সক্রিয় থাকতে হবে, অর্থাৎ এই উদ্যোগের পৃষ্ঠপোষকদের সুবিধা গ্রহন করে অ্যাকাউন্টগুলি পরিস্কারভাবে গ্রহন করবে না। কারন বিগত ২০২০ সালে ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলো শুধুমাত্র ১০০ স্টিম এর পাওয়ার আপ করার মাধ্যমে বিজয়ীদের তালিকায় প্রভাব বিস্তার করেছিলো। তাই এগুলো বন্ধ করার জন্য এখন ৫০০ স্টিম পাওয়ার থাকার বিষয়টি যুক্ত করা হয়েছে।
break.png
আট) যেহেতু এই উদ্যোগটির মাধ্যমে বিজয়ীদের ডেলিগেশন দেয়ার মাধ্যমে আরো শক্তিশালী করা হবে, তাই ২১ দিনের জন্য ডেলিগেশন প্রাপ্তি নিশ্চিত করার জন্য তাদের সেই দুটো কাজ নিশ্চিত করতে হবে, যেটা আমরা শুরুতেই উল্লেখ করেছি।
break.png
তাদের পোষ্টের রিওয়ার্ডস প্রাপ্তির ক্ষেত্রে ১০০% পাওয়ার আপ অপশন সেট করতে হবে, অথবা ৫০/৫০ অপশন নির্বাচন করলে, পরবর্তীতে রিওয়ার্ডস হিসেবে প্রাপ্ত স্টিম ডলারকে শুধুমাত্র অভ্যন্তরীন মার্কেট হতে কনভার্ট করার মাধ্যমে পাওয়ার আপ করতে হবে।
break.png

এখানে একটি উদাহরণ দেয়া হলো:

ব্যবহারকারীর-১ এর ৫০০ স্টিম পাওয়ার রয়েছে এবং সে আরও ৭৫ স্টিম পাওয়ার আপ করেছেন, তাহলে তার পাওয়ার আপ ১৫% বৃদ্ধি পেলো।

ব্যবহারকারী-২ এর ১০০০ স্টিম পাওয়ার রয়েছে এবং সে আরও ৭৫ স্টিম পাওয়ার আপ করেছেন, তাহলে তার পাওয়ার আপ ৭.৫% বৃদ্ধি পেলো।

সুতরাং এই ক্ষেত্রে সহজেই বুঝা ব্যবহারকারী-১ এর অবস্থান % হিসেবে উপরে রয়েছেন এবং ব্যবহারকারী-২ এর তুলনায় পুরস্কার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশী রয়েছে।
break.png
নিয়মগুলোর বিস্তারিত তথ্য দেখুন এখানে- #SPUD4STEEM GUIDELINES/RULES 🌎🥔 আমি শুধুমাত্র এটির বাংলা অনুবাদের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি।

সকল তথ্য এবং পোষ্ট ক্রেডিট- @kiwiscanfly
break.png

পুরস্কারের তালিকা-

পুরস্কারের তালিকা.png
Image Credit @kiwiscanfly Source
break.png

পৃষ্ঠপোষকতা বাবদ কারা ডেলিগেশন দিবেন-

পৃষ্টপোষকদের তারিখা.png
Image Credit @kiwiscanfly Source
break.png
এই উদ্যোগে যারা পৃষ্ঠপোষকতা করছেন, তারা হলেন-
@xpilar
@steem.history
@hingsten
@bippe
@kiwi-crypto
@steem-supporter
@steemchiller
@kiwiscanfly
@randulakoralage
@adeljose
@mariana4ve
@abuahmad
@alejos7ven
@fjjrg
@damithudaya

#SPUD4STEEM চমৎকার এই উদ্যোগটির সাথে নিজেকে সংযুক্ত করার এবং পাওয়ার আপ করার জন্য আমি প্রস্তুত রয়েছি, আপনি কি প্রস্তুত?

ধন্যবাদ সবাইকে।

@hafizullah

break.png
Leader_Banner-hafizullah.png
break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

break.png

Sort:  
 3 years ago 

আমার তো এখন ৫০০ এস পি নেই। ইনশাআল্লাহ খুব তারাতারি সেই লক্ষটি অর্জন করবো এবং পার্টিসিপেন্ট করবো পরর্বতিতে। এতো সুন্দর করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আশা করছি আপনি দ্রুততার সাথে শর্তটি পূরন করতে সক্ষম হবেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ এই মূল্যবান তথ্যটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ।

 3 years ago 

ভাইয়া আমারও ৫০০ এস পি নেই। আমি প্রতিনিয়ত কাজ করে আমার এস পি দুরত্ব বাড়াবো। ইংশাআল্লাহ। ভালো সাপোর্ট পেলে, আমি আশা করছি খুবই দুরত্ব পূরণ হবে।

 3 years ago 

আমার ২০ হাজারের বেশি পাওয়ার,
দুঃখের বিষয় আমি আংশগ্রহন করতে পারব না।

 3 years ago 

আপনিতো এমনিতেই বস হয়ে বসে আছেন, হা হা হা

 3 years ago 

ভালো উদ্যোগ আমি নিজেও কিছু আজ পাওয়ার আপ করেছি।

জি আমি কিছু স্টিম কিনেছি। কালকে দিনের জন্য অপেক্ষা করছি।
আপনার লেখাটা পড়ে অনেক কিছু পরিষ্কার হয়ে গেল। ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদেতো চমৎকার করে উপস্হাপন করার জন্য।কিন্তু আমি নবাগত এবং আমার পাওয়ার নেই, তাই আগামীতে করবো ইনশাআল্লাহ্।

লেখাটি সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। তাই আমরা অনেকেই শুধু আফসোস করতেই থাকব। তারপরেও প্রস্তুতির চেস্টায় আমরা ব্যস্ত থাকবো, এতটুকুতো পেয়েই গেলাম। এমন সব উপাস্থাপনা আমরা বার বার পাই,এই কামনায় আপনাকে বার বার স্বাগতম।

Your post has been upvoted by Steem Sri Lanka Community Curation Trail.

Steem Sri Lanka Discord Channel

✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵

Join With
steem-sri.lanka
Curation Trail For Better Curation Rewards

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.040
BTC 94242.56
ETH 3408.52
USDT 1.00
SBD 3.35