আবেগের কবিতা || দুর্ভিক্ষ || Original Poetry by @hafizullahsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

ai-generated-8131007_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। যদিও ভালো থাকাটা এখন আমাদের নিজেদের হাতে নেই, বরং অনেকাংশে ঈশ্বরের কৃপার উপর নির্ভরশীল। কিছু দিন আগে আমার বসের একজন বন্ধু আসেন আমাদের অফিস ভিজিট করতে। তিনি প্রায় ৩৮ বছর যাবত আমেরিকায় বসবাস করছেন। শিক্ষাগত যোগ্যতায় অনন্য তিনি, শিক্ষা জীবনে আমার বসের ক্লাসমেট ছিলেন। তাই মাঝে মাঝে বাংলাদেশে আসলে আমাদের অফিস ভিজিট করেন, আমাদের নানা উপদেশ দিয়ে যান। এটা আমাদের জন্য অন্য রকম একটা প্রাপ্তি বলতে পারেন, গুনীজনের উপদেশ পাওয়া যায় না আজকাল। কারন গুনীজনই তো নেই, সুবিধার তাড়নায় সবাই বিক্রী হয়ে গেছে স্বার্থের কাছে।

যেটা বলতে চাচ্ছি, উনি এবার ঢাকার চারপাশের পরিবেশ দেথে খুবই হতাশ হয়েছে। যাওয়ার আগে বলে গিয়েছেন বসের রুমে বসে, ঢাকা শহরের মানুষজন ঈশ্বরের কৃপায় বেঁচে আছে। পরিবেশ এবং পরিস্থিতি যতটা খারাপ পর্যায়ে পৌঁছেছে তাতে স্বাভাবিক জীবন ধারন অসম্ভব। যে কোন মুহুর্তে বড় ধরনের অনাকাংখিত দুর্ঘটনা ঘটতে পারে এখানে, অনাকাংখিতভাবে দুর্ভিক্ষের সৃষ্টি হতে পারে। কথাটা আমাদের জন্য বেশ চিন্তার ছিলো, কারন সবদিক বিবেচনায় সত্যি আমরা মৃত্যুর কূপের নিকট দাঁড়িয়েছি আছি। জানিনা আমাদের কপালে কি আছে, দুর্ভিক্ষ আমাদের কোথায় নিয়ে যাবে। দুর্ভিক্ষ নিয়েই আজকে কবিতা লিখেছি, আশা করছি ভালো লাগবে আপনাদের নিকট।

closeup-2091831_1280.jpg

দুর্ভিক্ষ আজ হৃদয়ের মাঝে
কলুষিত সব স্বার্থের টানে,
দুর্ভিক্ষ আজ মানুষের মাঝে
ছলনা সব প্রতারণার সাথে।

দুর্ভিক্ষ আজ স্বাধীনতার মাঝে
পরাধীনতার চিহ্ন সবখানে,
দুর্ভিক্ষ আজ মানবতার মাঝে
অবিচার চলছে সগৌরবে।

দুর্ভিক্ষ আজ সম্পর্কের মাঝে
নেই মজবুতি বন্ধনে,
দুর্ভিক্ষ আজ স্নেহের মাঝে
মমতা হারিয়েছে অন্ধকারে।

দুর্ভিক্ষ আজ শিক্ষার মাঝে
নৈতিকতা নেই জ্ঞানে,
দুর্ভিক্ষ আজ নিরপেক্ষতার মাঝে
স্বতন্ত্রতা ডুবন্ত জলে।

দুর্ভিক্ষ আজ প্রকৃতির মাঝে
সজীবতা নেই সবুজে,
দুর্ভিক্ষ আজ বসুন্ধরার মাঝে
আর্তনাদে হৃদয় কাঁদে।

দুর্ভিক্ষ আজ আত্মবিশ্বাসের মাঝে
অবিশ্বাস যেন ঘরে ঘরে,
দুর্ভিক্ষ আজ ভালোবাসার মাঝে
আস্থা নেই প্রিয়তমার মনে।

Image from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

break .png
standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

break .png

Sort:  
 11 months ago 

নিজেদের ভুলের জন্য আজ নিজোরাই ফেসে যাবো এটা সত্যি।কিন্তু এই সত্যিটাকে মেনে নিতে খুব বেশী আজ কষ্ট হচ্ছে।আজ পরিবেশ পরিস্থিতি খুবই হুমকির মুখে। আজ এই কবিতাটি পড়ে খুব বেশি খারাপ লাগছে।সত্যি আজ নিজেদের ফাঁদে যেনো নিজেরাই পরে যাবো। সামনে কি হবে তা আল্লাহই ভালো জানেন।কবিতাটি পড়ে খুব আতংকে আছি।আজ সবকিছুর মাঝে ই দুর্ভিক্ষ।খুব সুন্দর লিখেছেন ভাইয়া। ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 11 months ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া,পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে স্বাভাবিক জীবন যাপন কষ্টকর হয়ে পড়েছে।তিনি যেই কান্ট্রি তে থাকেন আর ঢাকার যে পরিবেশ হতাশ হওয়া তো স্বাভাবিক ।এটা ঠিক যে,ঢাকার মধ্যে যারা আছেন তাদের অবস্থা খুব একটা ভালো না।আজকের কবিতার টপিক নির্বাচন চমৎকার হয়েছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলে ভাই বর্তমানে পুরো পৃথিবীই দুর্ভিক্ষের মুখে পড়ে গেছে। আপনার স্বরচিত "দুর্ভিক্ষ" কবিতাটি পড়ে খুব ভালো লাগলো ভাই। আপনার কবিতার প্রতিটি লাইনের ভেতর আলাদা আলাদা অর্থ বহন করে । অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 11 months ago 

যথেষ্ট সুন্দর বলেছেন ভাইয়া আসলেই ঢাকা শহর এতই গ্যাঞ্জামে পরিণত হয়েছে। এত বেশি পরিবেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হয়তো আমাদের জন্য বড় একটি ধাক্কা অপেক্ষা করতেছে। যাক সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমাদের যেন সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। খুব সুন্দর একটি রিভিউ দিল আপনার অফিসের বসের বন্ধু। তবে আমাদের সাবধান হওয়া দরকার। দুর্ভিক্ষ নিয়ে কবিতাটি দারুণ লিখেছেন ভালো লাগলো।

 11 months ago 

ভাইয়া আপনার বসের বন্ধু কিন্তু একদম ঠিক বলেছেন। ঢাকা শহরের এই দূষিত পরিবেশে মানুষজন হয়তো সৃষ্টিকর্তার কৃপায় বেঁচে আছে। আসলে এরকম পরিবেশে বেঁচে থাকা অনেক কঠিন। যাইহোক ভাইয়া আপনার লেখা কবিতা পড়তে সব সময় ভালো লাগে। আজকের কবিতাটিও দারুন হয়েছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59999.40
ETH 2646.89
USDT 1.00
SBD 2.44