ভূমিকাঃ
“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৫৭৯৮ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৭৬।
হ্যাংআউট-১০৪
আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@shuvo35 ভাই যথারীতি সময়ের পূর্বে চলে আসেন এবং শুরুতেই নিজের অনুভুতি সকলের সাথে শেয়ার করেন। বিশ্বাস করেন সবাই ভালো আছে এবং ভালো থাকার চেষ্টা করছেন। আশা প্রকাশ করেন আজকের সময়টা অনেক বেশী ভালো কাটবে, বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করা হবে, যে কথাগুলো আমাদের কাজের ধারাবাহিকতা আরো বেশী বৃদ্ধি করবে এবং দিন শেষে যে কথাগুলো আমাদের শুনা প্রয়োজন। তারপর সময় হওয়ার সাথে সাথে সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন।
এরপর আমি
@hafizullah কথা বলি, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১০৪তম সাপ্তাহিক হ্যাংআউটে। আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। এই সপ্তাহজুড়ে আমরা বেশ এ্যাকটিভ থাকার চেষ্টা করেছি, বিশেষ আয়োজনের সাথে আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনকে কেন্দ্র করে। তাই স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিলো বিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সকলের এ্যাকটিভিট তুলনামূলকভাবে একটু বেশী থাকবে, কিন্তু না, আমি সত্যি বেশ হতাশ হয়েছি। কারন এই সপ্তাহে আমার অধীনে থাকা এ্যাকটিভ ইউজারদের এ্যাকটিভিটিস খুব একটা ভালো ছিলো না, অর্ধেকের বেশী ইউজারের ভালো এ্যাকটিভিটিস ছিলো না। আশা করছি এই সপ্তাহে আরো ভালো কিছু দেখতে পাবো।
@emonv এবং
@mayedul দীর্ঘ দিন যাবত ইনএ্যাকটিভ থাকার কারনে দুইজন ইউজারের নাম ইনএ্যাকটিভ তালিকায় নেয়ার জন্য অনুরোধ করেছি। ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন
@winkles ভাই কথা বলেন এরপর, এ সপ্তাহে যে সকল ইউজার তার অধীনে ছিলেন মোটামুটি সকলের এ্যাকটিভিটিস ঠিক ছিলো, তবে
@kazi-raihan,
@miratek আর
@amit1334 এবং
@payelb এই সপ্তাহে তেমন এ্যাকটিভিটিস ছিলো না, বিশেষ করে
@kazi-raihan,
@miratek আর
@amit1334 আপনাদের তেমন কোন পোষ্ট এবং এনগেজমেন্ট লক্ষ্য করা যায়নি। তাই তাদের এ্যাকটিভ হওয়ার চেষ্টা করতে বলেন না হলে পোষ্ট কিউরেশনে যাবে না। সপ্তাহে এক/দুই পোষ্ট করলে সে পোষ্টগুলো নমিনেশনে দেয়া সম্ভব না। এছাড়াও ডিসকর্ডে এ্যাকটিভ থেকে এনগেজমেন্ট বৃদ্ধি করতে বলেন, অনেকেরই ডিসকর্ডে এনগেজমেন্ট অনেক কম আছে। আশা প্রকাশ করেন সামনের সপ্তাহে সব ঠিক হয়ে যাবে।
এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@nusuranur আপু, আশা করছি সকলেই ভালো আছেন।
@mahbubul.lemon এবং
@gopiray আপনাদের টায়ারে নিতে পারিনি শুধুমাত্র আপনাদের কমেন্ট মনিটরিং টিম থেকে প্রাপ্ত মার্ক্স ৫ এর কম তাই।কারো যদি পোস্ট কোয়ালিটি অনেক ভালো থাকে,ডিস্কোর্ড এংগেজমেন্ট অনেক ভালো থাকে কিন্তু কমেন্ট মনিটরিং এ নাম্বার ৫ এর নিচে পায়।তাও আমরা টায়ার এ রাখতে পারবোনা।তাই আপনারা অবশ্যই কমেন্টের মান ও সংখ্যার দিকে বিশেষ নজর দেবেন।
@bdhero আপনাকে একটিভ লিস্টে নেওয়া হয়েছে।আশা করি আপনি সব ধরণের এনগেজমেন্ট বৃদ্ধি করবেন।
এছাড়াও
@mayedul এবং
@emonv আপনাদের ইনএকটিভ লিস্টে নেওয়া হয়েছে।
@jahidulislam01 আপনার আর্ট পোস্টে হাতের ছবি মিসিং থাকে তাই নমিনেশন এ যায় না। আর আর্ট পোস্টে উপকরণের ছবি দিলে পোস্টটা আরো কোয়ালিটি ফুল হবে। আর আপুদের কোনো ব্যক্তিগত সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে ডিএম এ যোগাযোগ করবেন।
এরপর কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স)
@rex-sumon সুমন ভাই বাহিরে থাকার কারনে তার বক্তব্য লিখে প্রকাশ করেন,
@haideremtiaz - আপনার কমেন্ট এনগেজমেন্ট আরেকটু বাড়াতে হবে।
@rahnumanurdisha - আপনার পোষ্টের সংখ্যা আর এনগেজমেন্ট খুবই কম।
@emon42 - কমেন্ট এনগেজমেন্ট এ যথেষ্ট নজর দিতে হবে। স্বাগতা দিদির লিস্টে থেকে যারা মোটামুটি ভালো কাজ করেছে কিন্তু তবুও সুপার অ্যাকটিভ লিস্টে নেই তারা অ্যাক্টিভিটিস আরেকটু বৃদ্ধি করুন। অন্যদের তুলনায় পিছিয়ে থাকার কারণে লিস্টে আসতে পারেন নি।
এরপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম)
@moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতেই SteemPro এ্যাপ নিয়ে কথা বলেন। দাদা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, আমাদের এই এ্যাপটি গুগল প্লেস্টোরে যোগ হয়েছে এবং অল্প সময়ের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আসলে স্টিম ভাগ হওয়ার পর তেমন কিছু ছিলো না, তেমন এ্যাকটিভিটিস ছিলো না এ্যাপ সেক্টরে, তাই আমরা বেশ আগ্রহ নিয়ে চেষ্টা করছি এগুলোকে ফিরিয়ে আনার জন্য। তারপর স্টিমপ্রো যারা ডাউনলোড করবে তাদেরকে অনুরোধ করেন একটা ভালো রিভিউ অথবা রেটিং দিয়ে দেয়ার জন্য, তাহলে সকলের কাছে দ্রুত এটা পৌছে যাবে।
কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং)
@shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, গতানুগতিক সময়ের তুলনায় কানেক্টটিভি অনেক ভালো, প্রতিনিয়ত ফেসবুকে আমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই সপ্তাহে ১৬২টি টুইট, ৩৮জন ইউজার টুইটারে টুইট করেছেন তাদের পোষ্টগুলো। সবাইকে আমাদের আপডেটগুলো ভালোভাবে নজর রাখতে বলেন, তারপর টুইট করার বিষয়টি সঠিকভাবে করার অনুরোধ করেন এবং নিয়মগুলো পুনরায় স্মরণ করিয়ে দেন। এ্যাকটিভিটিস ভালো ছিলো, আরো একটু ভালো করার অনুরোধ করেন। যাদেরকে ডিএমের মাধ্যমে গাইড করেছেন তাদের সেগুলো অনুসরণ করতে বলেন।
এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে
@alsarzilsiam বলেন। প্রথমেই কমেন্ট মনিটরিং এর রিপোর্ট নিয়ে কিছু কথা বলতে চাই। আমার লিস্টে যারা যারা ছিলেন বেশিরভাগই কমেন্ট এর সংখ্যা অনেক কম ছিল এবং কমেন্টের মানের ও একটু সমস্যা দেখতে পেয়েছি। আমি যথাযথভাবে উপদেশ দেওয়ার চেষ্টা করেছি । আপনারা সেই উপদেশগুলো মেনে চলার চেষ্টা করবেন এবং ছোটখাটো ভুলগুলো একটু সংশোধন করে নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও ভয়েস টাইপিং করার সময় বেশ কিছু সমস্যা হয় এবং সেই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন। বর্তমানে লেবেল তিনে ক্লাস করানোর মতো কোন ইউজার নেই কিন্তু লেবেল ৩ পাস করে গেছে এমন ইউজার রয়েছে। তাদের পোস্টগুলো আমি প্রতিনিয়ত চেষ্টা করি চেক করার জন্য। আপনাদের মার্কডাউন গুলো চেক করার চেষ্টা করছি এবং আপনাদেরকে যে সব উপদেশ দিচ্ছি কমেন্টের মধ্যে সেই গুলো মেনে চলা চেষ্টা করবেন। ধন্যবাদ।
এরপর কমিউনিটির মডারেটর
@rupok ভাই বলেন। এই মুহূর্তে লেভেল ফোরে চারজন মেম্বার আছেন। তাদের ভিতর দুজনের এক্টিভিটিস মোটামুটি ভালো। বাকি দুজনের অ্যাক্টিভিটিস একেবারেই সন্তোষজনক না। যদিও তার ভিতরে একজন সমস্যার কথা জানিয়েছেন। তবে অন্য আরেকজন যিনি আছেন তাকে অবশ্যই একটিভিটিস বাড়াতে হবে। না হলে লেভেল ফাইভ পাস করলেও ভেরিফাইড মেম্বার হতে তার সমস্যা হবে। এ সপ্তাহে আমি ১৭ জন মেম্বারের কমেন্ট চেক করেছি। তাদের ভেতর দু চারজন ছাড়া বাদবাকি সবার কমেন্ট এনগেজমেন্ট মোটামুটি সন্তোষজনক ছিলো। যাদের কমেন্টের সংখ্যা কম ছিল তারা নানারকম সমস্যার কারণে কমেন্ট করতে পারেনি। সবকিছু মিলিয়ে আমি কমেন্ট এনগেজমেন্ট নিয়ে সন্তুষ্ট।
এরপর কমিউনিটির মডারেটর
@kingporosভাই বলেন, নমস্কার। যেহেতু ইনএক্টিভ সদস্যরা আমার আওতায় থাকেন আজ তাদের নিয়ে কিছু কথা না বললেই নয়। আপনারা অনেকেই রয়েছেন যারা সারা মাস পোস্ট করেন না কিন্তু পার্মানেন্ট ইনএক্টিভ লিস্টে চলে যাওয়ার ভয়ে মাসের একসময় হয়তো একটা বা দুটো পোস্ট করলেন। ভাবছেন আমরা সেটা বুঝবো না। বিষয়টা সেরম না আমরা আপনাদের জায়গা থেকে বুঝতে পারছি যে, আপনারা মাসের এক সময়ে পোস্ট করে পার্মানেন্ট ইনএক্টিভ লিস্টে যাওয়া থেকে বেঁচে যাচ্ছেন। আপনাদের বলবো এটা থেকে বিরত থাকুন নইলে আমরা অন্য পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা-ভাবনা করবো। ধন্যবাদ।
এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর
@tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো একই কথাই বলব, ছোটখাটো বানান এবং ভয়েস টাইপিং এর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। বারবার বলার পরও আপনারা একই ভুল করে যাচ্ছেন। যেমন ডেলিগেশন এর জায়গায় যদি হয়ে যায় টেলিভিশন তাহলে কি অর্থ দাঁড়ায়? এ ধরনের শব্দ পুরো বাক্য নষ্ট করে ফেলে। আরেকটা কথা বলতে চাই অনেকেই অন্যের পোষ্টের মধ্যে যা যা লেখা আছে তার কিছু কিছু অংশ কপি করে শেষের দিকে দুই এক লাইন লিখে শেষ করে ফেলেন।এক্ষেত্রে অবশ্যই আপনাদের মার্কস কম আসবে। ভালো মানের কমেন্টস কম হলেও অসুবিধা নেই, এতে মার্কস বেশি আসবে। আশা করি সকলেই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।
তারপর শুভ ভাই ফিরে আসেন এবং যথারীতি প্রমোশনাল কথা বলেন। শুরুতেই SteemPro এ্যাপ নিয়ে কথা বলেন। যারা ইতিমেধ্য এ্যাপটি ডাউনলোড করেছেন, তাদের মাঝে কারা কারা রেটিং বা কমেন্ট করেছেন তাদের দেখতে চান। এরপর সকলের উদ্দেশ্যে বলেন ঠিক মতো রেটিং দেয়ার এবং মতামত শেয়ার করার, তাহলে দ্রুত উপরের দিকে আসবে এবং আরো বেশী ভিজিবল হবে। তারপর এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যারাই স্কুলে থাকবেন সবাইকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবিবি স্কুলকে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে । তারপর হিরোইজম নিয়ে কথা বলেন, এটা বিশ্বব্যাপী ডেলিগেশন প্রজেক্ট, ডেলিগেশন করলে প্রতিদিন সাপোর্ট পাওয়া যাবে এবং প্রতি সপ্তাহে কিউরেশন রিওয়াডর্স পাবেন। সবাই সাপোর্ট পাচ্ছেন কিনা সেটা জানতে চান সকলের নিকট। তারপর এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন, যদিও এটা নিয়ে কোন ঘোষণা দেয়া হয় নাই কিন্তু বেশ ভালো অবস্থানে আছে এটা এখন। এ প্রসঙ্গে নিজের অনুভূতি শেয়ার করেন এবং সবাইকে নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করার অনুরোধ করেন। মিনিমাম ৩০০ এসপি ডেলিগেশন করতে হবে নিয়মিত সাপোর্ট পেতে চাইলে, আর বোনাস সাপোর্ট পেতে হলে আরো বেশী ডেলিগেশন করতে হবে। কোন ধরনের পোষ্টে সাপোর্ট দেয়া হবে না সেটা স্মরণ করিয়ে দেন।
এরপর কথা বলেন নিক্সি প্রজেক্ট নিয়ে, এটা আমাদের ফাউন্ডারের যৌথ প্রজেক্ট। যাদের বাড়তি কিছু এসপি আইডল রয়েছে এবং ভালো এসপি রয়ে গেছে তারা এখানে ডেলিগেশন করতে পারেন কারন এটা আমাদের ফাউন্ডারের যৌথ প্রজেক্ট, এরপর নিক্সি নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। রেগুলার পোষ্ট করতে না পারলেও রিওয়াডর্স পাওয়া যাবে এখানে। তারপর কথা বলেন এবিবি চ্যারিটি নিয়ে, প্রতি বুধবার রিমাইন্ডার দেয়ার চেষ্টা করেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তারপর যে কেউ চাইলে এখানে ডোনেশন করতে পারেন, লিকুইড স্টিম অথবা বেনিফিশিয়ারির মাধ্যমে, এরপর এখান হতে সুবিধা নিতে চাইলে কিভাবে নেয়া যাবে সেটা বিস্তারিত বলেন। তারপর এবিবি পিন পোষ্ট নিয়ে কথা বলেন, পিন পোষ্ট নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
তারপর এবিবি স্টেজশো রবিবারের আড্ডা নিয়ে কথা বলেন, নিজের অনুভূতি প্রকাশ করেন এবং এ ব্যাপারে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন, সিডিউল অনুযায়ী নতুন অতিথি আনা হবে এরপর। রবিবারের আড্ডায় পৃষ্ঠপোষকতা করার জন্য কমিউনিটির প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানান। এরপর এবিবি ফান নিয়ে কথা বলেন, ফান করো আর্ন করো, এছাড়া নতুন ইউজারদের ফ্রি ডেলিগেশন নেয়ার ব্যবস্থা রয়েছে এখানে সেটা উপস্থাপন। তাছাড়াও নতুন ইউজারদের ফ্রি ডেলিগেশন দেয়া হয় এখান হতে, তাই লেভেলে যারা আছেন তাদের গাইড করেন এবং আইরিন আপুর সাথে যোগাযোগ করতে বলেন, এনগেজমেন্ট এ সমস্যা হলে এবিবি ফান হতে ফ্রি ডেলিগেশন পাওয়ার সুযোগ তৈরী করে দিবে। তবে নতুনদের নিয়মিত রিওয়াডর্স ক্লেইম করতে হবে। তারপর সাইফক্স ইউক নিয়ে কথা বলেন এবং সোমবার হতে রবিবার সাইফক্স সপ্তাহ।
এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা
@rme দাদা কথা বলেন, শুরুতেই এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা ইউক এর নামগুলো ঘোষণা করেন তারা হলেন,
@narocky71,
@tasonya এবং
@mohinahmed। এছাড়াও ব্লগার অফ দা উইক ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন
@tauhida। এরপর দাদা SteemPro এ্যাপ নিয়ে কথা বলেন, কিছু বাগ পেয়েছেন এবং কিছু স্কোয়াড পেয়েছেন, মেমোরি রিড করা যাচ্ছে, পাসওয়ার্ড এনক্রিপ্টেড নেই, এছাড়াও ডানদিকে একসাথে যে দুটি বাটন আছে সেখানে ভুল হতে পারে। তাই সেখান হতে একটা বাটন নিচে নিতে হবে। তারপর বলেন কমেন্ট সেকশনের রিপ্লাইটি নেই, পোষ্ট করার সময় ট্যাগ ব্যবহারে সমস্যা হচ্ছে। মাঝে মাঝে কমিউনিটি সিকেল্ট করা হলেও ট্যাগ ভুল হচ্ছে। এ সম্পর্কে দাদা সবাইকে গাইড করেন এবং কিভাবে পোষ্ট করবেন সেটার নিয়ম বলে দেন তাহলে আর ভুল হবে না। সবার আগে ট্যাগ নির্বাচন করতে হবে তাহলে আর সমস্যা হবে না। তবে এটার অনেকগুলো ভার্শন আসবে একের পর একটা, আপডেট ভার্শন ছাড়া হবে তখন আপনারা নিজেদেরগুলো আপডেট করে নিবেন।
এখন পর্যন্ত যারা ডাউনলোড করেছেন তাদের মাঝে ৯৭% এর উপরে এ্যকাটিভ আছে, আস্তে আস্তে আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন। রেটিং নিয়ে কথা বলেন, যদিও বেশী সংখ্যায় এখনো রেটিং পড়ে নাই। বর্তমানে ৪.৯ আছে রেটিং। একদম নতুন এ্যাপতো, একটু সময় লাগবে প্লেস্টোরে সকল তথ্য শো করার জন্য, বাগস বা কোন গুরুত্বপূর্ণ সমস্যা পেলে সাথে সাথে শেয়ার করতে বলেন, তাহলে রিওয়ার্ডস এর ব্যবস্থা রাখা হয়েছে। স্পেশাল হ্যাংআউট নিযে কথা বলেন, এগুলোর রিওয়ার্ডস বিজয়ীদের রিওয়ার্ডস দিতে একটু ডিলে হবে, দাদা শহরের বাহিরে যাবেন ছুটিতে। কিউরেশন নিয়মিত হবে, রবিবারের পর হতে ধাপে ধাপে সবগুলো একটা একটা করার চেষ্টা করবেন। লগো প্রতিযোগিতায় বিজয়ীদের সাপোর্ট দেয়া শুরু হয়েছে। তারপর কে কত তারিখ পর্যন্ত সাপোর্ট পাবেন সেটা শেয়ার করেন।
তারপর শুভ ভাই ফিরে আসেন এবং আরিফ ভাইকে আমন্ত্রণ জানান কুইজ পর্ব শুরু করার জন্য, যথারীতি আরিফ ভাই এই সেগমেন্টটি পরিচালনা করেন, এই ক্ষেত্রে তাকে সহযোগিতা করেন মডারেটর রুপক ভাই, আমি এবং সিয়াম ভাই । যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো আগের মতোই রয়েছে তাই দ্রুত শুরু করা হয়। একে একে চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো। এরপর কমিউনিটির মডারেটর তানজিরা ম্যাডামের পক্ষ হতে একটা কুইজ শেয়ার করা হয় এবং বিজয়ীকে তার পক্ষ হতে রিওয়ার্ডস প্রেরণ করা হয়। তারপর কমিউনিটির প্রতিষ্ঠাতা দাদার পক্ষ হতে চারটি ভিন্নধর্মী কুইজ শেয়ার করা হয় বিজয়ীদের সাথে সাথে পুরস্কার দেয়া হয়। এরপর শুরু ভাই ফিরে আসেন এবং যথারীতি সুপার একটিভ তালিকা প্রকাশ করেন।
তারপর শুভ ভাই ফিরে আসেন, সাথি আপুকে স্টেজে আহবান জানান, তারপর কুশল বিনিময় করেন এবং নিজেদের মাঝে কিছু বিষয় নিয়ে আলোচনা করেন। তারপর সাথি আপু কবিতার ছন্দে সেগমেন্টটি পরিচালনা করেন। এরপর একে একে
@tuhin002 কবিতা আবৃত্তি,
@bristy1 গান,
@biplob89 কবিতা আবৃত্তি,
@nevlu123 গান,
@Nishisp কবিতা আবৃত্তি,
@joniprinsকবিতা আবৃত্তি,
@samhunnahar গান,
@jahidulislam01 কবিতা আবৃত্তি,
@pujaghosh কবিতা আবৃত্তি,
@mahbubul.lemon গান,
@bristychaki গান এবং
@selinasathi1 কবিতা আবৃত্তি করেন।
এরপর শুভ ভাই উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন।
ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah
Community TEAM
@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও হ্যাংআউট রিপোর্ট প্রকাশ করা হয়েছে। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আসলেই মনে হয় যেন আমাদের ঈদের দিন। ঈদের দিনের থেকেও কম আনন্দ হয় না আমাদের। চেষ্টা করি প্রতি বৃহস্পতিবার হ্যাংআউট জয়েন থাকার জন্য। ধন্যবাদ এত সুন্দর একটি রিপোর্ট প্রকাশ করার জন্য।
হ্যাং আউটের রিপোর্টটি পড়ে বেশ ভালো লাগলো। আপনি খুব সুন্দরভাবে সম্পূর্ণ অনুষ্ঠানটি তুলে ধরেছেন। খুব ভালো লাগলো আপনার রিপোর্ট পড়ে। ধন্যবাদ ভাইয়া আপনাকে রিপোর্টটি শেয়ার করার জন্য।
প্রত্যেক সপ্তাহের সাপ্তাহিক হ্যাংআউট শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষায় থাকি।১০৪ তম সাপ্তাহিক হ্যাংআউটটি আমি খুবই এনজয় করেছিলাম। সকল এডমিন এবং মডারেটরদের দিকনির্দেশনামূলক কথাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল। তাই আমি মনে করি, আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ইউজারকে প্রতি সপ্তাহের সাপ্তাহিক হ্যাংআউট অনুষ্ঠানে উপস্থিত থেকে মনোযোগ সহকারে অনুষ্ঠানটি শোনা।
প্রতি সপ্তাহে ন্যায় এই সপ্তাহে হ্যাং আউট উপস্থিত ছিলাম যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা এবং গাইডলাইন দেওয়া হয়ে থাকে যেটা সবার জানা উচিত। সেজন্য সবসময় চেষ্টা করি উপস্থিত থাকার তাছাড়া এখানে বিনোদনমূলক পর্ব রয়েছে সেখানে অনেক মজা অনেক আনন্দ হয়।
সম্পূর্ণ পোস্টটি পড়ে অনেক ভালো লেগেছে।গত সপ্তাহে নিজের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে পোস্ট এবং কমেন্ট করা সম্ভব হয়নি।এসপ্তাহ থেকে নিজেকে ইমপ্রুভ করতে চেষ্টা করবো এবং পূর্বের ন্যায় আবার সুপার এক্টিভ লিস্টে জায়গা করে নেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ।
প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও সম্পূর্ণ হ্যাংআউট প্রোগ্রামটি দারুণ লেগেছিল। বিশেষ করে দাদার মুখ থেকে যখন শুনলাম, আমাকে বেস্ট ব্লগার নির্বাচিত করা হয়েছে তখন অনেক বেশি ভালো লেগেছিল। বিনোদন পর্বও বেশ উপভোগ করেছি। যাইহোক সম্পূর্ণ প্রোগ্রামটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
বেশ কিছুদিন থেকে ভীষণ কাজের চাপে রয়েছি তাই কমেন্টের সংখ্যা বাড়াতে পারিনি। আর এজন্যই আমি সুপার অ্যাক্টিভ লিস্ট থেকে বাতিল হয়েছি। যাইহোক পরবর্তীতে চেষ্টা করব আমার কাজের গতি ফিরিয়ে আনার। সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট দেখে খুবই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, রিপোর্টটি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
বরাবরের মতো এবারো হ্যাংআউট অনেক ভালো ভাবে শুনেছিলাম। সত্যি হ্যাংআউট আমার বাংলা ব্লগের মিলন মেলা। পুরো রিপোর্ট সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।