আবেগের কবিতা || অস্থির হৃদয় || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ3 years ago

girl-ga41e70c37_1920.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। আজকে বাস্তব জীবনের কিছু নির্মম সত্য কথা ভিন্নভাবে মানে কাব্যিক ছন্দে, কবিতার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করবো। হ্যা, ইদানিং একটু বেশী কবিতা লেখার চেষ্টা করছি কারন কবিতার ভাবটাকে আরো সুন্দর এবং কাব্যিক রূপ দেয়ার চেষ্টাটা ধরে রাখতে চাইছি। যদিও বিষয়টি একদমই সহজ না, তবুও মাঝে মাঝে কঠিন কিছুর মাঝে দারুণ একটা আনন্দ পাওয়া যায়। হৃদয়ের মাঝে দারুণ একটা চ্যালেঞ্জ কাজ করে। বিশেষ করে যখন কেউ কবিতাগুলোর প্রশংসা করে, তখন চ্যালেঞ্জটাকে বেশ স্বার্থক বলে মনে হয়। এই জন্যই কবিতাটার ভাবটাকে আরো বেশী সুন্দর করার চেষ্টা একটু বেশী পরিমানে করার চেষ্টা করছি, তবে আপনারা বিষয়টিকে অন্যভাবে গ্রহণ করবেন না, এটাই আমার বিশ্বাস।

দেখুন জীবনের জয়-পরাজয় দুটোই লুকিয়ে থাকে, কখন কোনটা আসবে কেউ সেটা নিশ্চিতভাবে সেটা বলতে পারে না। যদি নিশ্চিতভাবে বলতে পারতো, তাহলে কেউ পরাজয়কে বরণ করে নিতো না বা জয় ছাড়া অন্য কিছু গ্রহণ করার ক্ষেত্রে প্রস্তুত থাকতো না। দেখুন আমরা বরাবরের মতো সকল ক্ষেত্রে জয়কে প্রত্যাশা করি, কিন্তু প্রকৃতির নিয়ম খন্ডানো বড্ড বেশী দুষ্কর, তাই প্রত্যাশা অনুযায়ী বরাবরের মতো জয় আমাদের নিকট আসে না। অপ্রত্যাশিতভাবে পরাজয় বার বার চলে আসে, না চাওয়া সত্বেও। এটাই বাস্তবতা, এটাই জীবন। পরিবর্তিত অবস্থায় আমাদের সব কিছু মেনে নিতে হয়, মেনে নেয়ার মানসিকতা প্রস্তুত রাখতে হয়। কারণ বাস্তবতা এড়িয়ে কিংবা পরাজয়কে অস্বীকার করে কখনো জয়কে ছিনিয়ে আনা যাবে না, এখানে শক্তি প্রদর্শনের কোন সুযোগ থাকে না। তাই জয় কিংবা পরাজয় যেটাই আসে, সেটাকে মেনে নিয়ে জীবনের গতিকে ঠিক রাখার প্রচেষ্টা অব্যাহত রাখতে হয়।

কারণ যখনই আপনি বাস্তবতা অস্বীকার করবেন এবং তা মেনে নিতে অপারগতা প্রকাশ করবেন, তখনই আপনার জীবনের গতি অনাকাংখিতভাবে হ্রাস পাবে এবং হতাশা নামক অন্ধকার আপনার জীবনের পথকে আরো বেশী আলোকহীন করে দিবে। আজকের কবিতার মাধ্যমে আমি সেই বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে অপ্রত্যাশিত ফলাফল দেখে মানুষ অনেকটা পাল্টে যায়, নিরবে সেটাকে অস্বীকৃতি জানায়। কিন্তু কেন? জীবনে লাভ-লোকসান দুটোর উপস্থিতিই থাকতে পারে, লোকসান ছাড়া লাভ কিভাবে প্রত্যাশিত? সেটা আমার বুঝে আসে না। তাই অনুভূতিগুলোকে ভিন্নভাবে কবিতার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। চলুন কবিতাটি পড়ি-

comedy-tragedy-masks-ga1ea471d7_1920.jpg


সবাই কেমন জানি নিশ্চুপ হয়ে গেছে
নিরবে সব কিছু দেখার চেষ্টা করছে,
পরিবর্তিত পরিস্থিতি হঠাৎ পাল্টে দিয়েছে আবেগ
মানুষগুলোর আচরণ হঠাৎ নাড়া দিচ্ছে বিবেক।

সময়ের প্রভাবে কেন পাল্টে যায় হৃদয়
সময়ের সাথে সাথে কেন ভিন্নতা স্পষ্ট হয়?
স্বার্থের মায়া-প্রাপ্তির প্রত্যাশা জাগ্রহ হয়
মানুষগুলো দ্রুততার সাথে নিম্নগামী হয়।

জীবনের খাতায় লাভ-লোকসান পাশাপাশি রয়
সময়ে-অসময়ে উভয়ের স্থান পরিবর্তন হয়,
পাল্টে যাওয়ার স্বাভাবিক নিয়মের গতি
মেনে নেয়ার মানসিকতা কমায় ক্ষতি।

মাঝে মাঝে আবেগটা শূণ্যতায় হারায়
মাঝে মাঝে বিবেকটা বিক্ষত করে হৃদয়,
কেন স্বাভাবিক পরিস্থিতি মানে না মন
কেন হৃদয় করে নিয়মের বিরুদ্ধাচরণ?

লাভটা যদি সম্পূর্ণ মেনে নেয়া যায়
লোকসানের ভারটা কেন অসহ্য হয়?
আবেগের সাথে বিবেকের হয় কেন বিরোধ
প্রতিকূলতা দেখে হৃদয় কেন সাজে অবোধ?

মানুষের বিবেক আজ বড্ড বেশী দুর্বোধ্য
সহজ হিসেবগুলো তাই অন্ধকারাচ্ছন্ন,
সহজভাবে গ্রহণ করার মানসিকতা হোক জাগ্রত
পারিপার্শ্বিকতায় অস্থির হৃদয় থাকুক সতর্ক।


Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.png
break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 3 years ago 

আপনার প্রশ্নটি অত্যন্ত যুক্তিযুক্ত। আসলে আমরা যেভাবে লাভকে বরণ করে নিতে পারি।তেমন ক্ষতিটাকেও মেনে নিতে হবে।কবিতার মূলভাবটি বুঝতে পেরে ভালো লাগলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু, মূল ভাবটি বুঝতে পারার জন্য, যদিও আজকাল সবাই কবিতায় ছন্দ খুঁজে শুধু মূল ভাবটি বুঝার চেষ্টা করে না।

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 3 years ago 

লোকসান বা ক্ষতি এই শব্দগুলোর সাথে যেন আমরা মুলাকাত করতেই চাইনা।সবসময় চাই লাভ আর লাভ।
হঠাৎ যখন লোকসান নামক জিনিসটা সামনে এসে উকি দেয় তখন অনেকেই নিজেকে গুটিয়ে ফেলে,প্রকাশ করতে চায়না আর।অথচ,লাভবান হলে তারাই ঢাক ঢোল বাজিয়ে বুক ফুলে বেড়ায়।সবসময় যে লাভ হবে এমন কোথাও লেখা নেই,লোকসানও আসবে।আর সেটা আমাদের মেনে নিতে হবে।চুপ না থেকে সেটা থেকে কিভাবে বের হওয়া যায় সেটাই ভাবতে হবে,নিজেকে প্রস্তুত করতে হবে

 3 years ago 

আমাদের মানসিকতাটাই এই রকম সব সময় শুধু লাভের মুখ দেখতে চাই, লসের মুখ দেখার জন্য একদমই প্রস্তুত নই।

 3 years ago 

ভাই যদি সত্যি বলি, তাহলে বলতেই হয় আপনার কবিতা গুলোর তুলনায় আপনার লেখাগুলো আমার কাছে বেশী আকর্ষণীয় লাগে। যেকোনো সাধারণ বিষয়কেই আপনি বেশ সুন্দরভাবে উপস্থাপন করার দক্ষতা রাখেন। তবে কবিতাও একেবারে খারাপ লেখেন তা নয়। সেই শুরু থেকেই দেখে আসছি। প্রতিদিন একটু একটু করে উন্নতি করছেন। শুভকামনা রইল আপনার জন্য। আপনার লেখার উৎকর্ষতা বেড়ে চলুক প্রতিনিয়ত এটাই প্রত্যাশা।

 3 years ago 

ভাই মনে যা থাকে তার পুরোটাই প্রকাশ করে দেই, আপনাদের ভালো লাগে এটাই সার্থকতা।

 3 years ago 

যেখানে অপ্রত্যাশিত ফলাফল দেখে মানুষ অনেকটা পাল্টে যায়, নিরবে সেটাকে অস্বীকৃতি জানায়। কিন্তু কেন? জীবনে লাভ-লোকসান দুটোর উপস্থিতিই থাকতে পারে, লোকসান ছাড়া লাভ কিভাবে প্রত্যাশিত?

জীবনেরে ভাঙ্গা-গড়ার খেলায় কখনো সুখ কখনো দুঃখ আসবে এটাই নিয়ম। আমরা যদি নিজের জীবনের সুখগুলোকে হাসিমুখে গ্রহণ করতে পারি তাহলে দুঃখগুলোকে কেন মেনে নিতে পারি না এটাই ভেবে পাইনা। লাভ লসের এই দুনিয়ায় আমরা যদি শুধু লাভের প্রত্যাশা করি তাহলে কখনোই জীবনকে উপভোগ করতে পারবো না। আসলে লোকসান ছাড়া কখনো লাভ প্রত্যাশা করা যায় না। তবে যাইহোক ভাইয়া আপনার লেখা কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই কবিতাটির প্রতিটি কথা হৃদয়ের মাঝে স্পর্শ করেছে। সত্যি ভাইয়া আপনার লেখা কবিতার লাইনগুলো পড়লে অন্য কোন অনুভূতির মাঝে নিজেকে হারিয়ে ফেলি। দারুন এই কবিতা লিখে শেয়ার করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য। ❤️❤️❤️

 3 years ago 

আসলেই ঠিক বলেছেন, আমরা বাস্তবতা বুঝতে চাই না, বরং সর্বদা প্রত্যাশিত বস্তুগুলো পেতে চাই।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

আপনি খুব সুন্দর কবিতা রচনা করে থাকেন ভাই। কবিতা পড়তে এবং কবিতা রচনা করতে আমারও খুব ভালো লাগে। আমিও মাঝেমধ্যে কবিতা রচনা করে থাকি, আজকে একটা কবিতা আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনার কবিতাটা আমার খুব ভালো লেগেছে,বারবার আবৃত্তি করতে ইচ্ছে করছে।

 3 years ago 

জীবনযুদ্ধে চলার পথে ভালো দিক এবং খারাপ দিক দুটোই পাশে থাকবে । সেজন্য বাস্তবতাকে মেনে নিতেই হবে। সব সময় বাস্তবতাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই মনুষ্যত্বের পরিচয়। খুবই ভালো কিছু তথ্য বহুল কথা বলেছেন তার সাথে দারুন একটি কবিতা লিখেছেন ভাই আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

লোকসান বা পরাজয় সহজভাবে মেনে না নেয়া মানুষের প্রকৃতিগত স্বভাব । মানুষ যদি পরাজয় বা লোকসান সহজভাবে মেনে নিত তাহলে জীবন চলার পথ এতটা কঠিন হতো না।
তবে মানুষের মন কি আছে কথা বোঝে।

 3 years ago 

জয় পরাজয়, লাভ-ক্ষতি সব কিছু মেনে নিয়েই আমাদের চলতে হবে এটাই বাস্তবতা। বাস্তবতাকে যারা মানতে না পারে তারাই বেশি কষ্ট পায়। সত্যি বলতে আমাদের জীবনে যে শুধু জয় থাকবে পরাজয় থাকবে না এমন না। জয় পরাজয় মিলিয়েই মানুষের জীবণ তাই আমরা জয়কে যেভাবে স্বাভাবিক ভাবে গ্রহণ করি পরাজয়কেও সেভাবে গ্রহণ করার মন মানুষিকতা তৈরি করে রাখতে হবে। তাহলেই আমরা জীবনকে সুন্দর ভাবে উপভোগ কর‍তে পারবো। ভালো ছিলো আপনার কবিতাটি। 💞💞

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96270.57
ETH 3430.69
SBD 1.53