মিশন বেলি ফুল (Mission Belly Flowers)

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ সন্ধ্যা সবাইকে,

কাল মেলা দিন বাদে শ্বশুড়বাড়ী বেড়াতে গিয়েছিলাম, যদিও আমি খুব বেশী যাইনা সেখানে। তবে মাঝে মাঝে যেতে বাধ্য হই, তখন নিরুপায় হয়ে বাধ্যগত ছেলের মতো যাই। বেড়ানোও হয় এবং মনরক্ষাও হয়। যাইহোক এবার গিয়েছি শ্বাশুড়ি অসুস্থ্য তাই বাড়ীর সবাই মিলে গিয়েছি আর আমি একা ফিরে এসেছি। কারন আমার অফিস আছে।

আসলে বেড়াতে সবার ভলো লাগে, এটা আমার কাছেও ভালো কিন্তু কিছু কিছু যায়গায় বেড়াতে খরচ একটু বেশী লাগে এবং কিছু সমস্যাও থাকে। আর আমি সব সময় সমস্যাগুলো এড়িয়ে চলতে পছন্দ করি। লকডাউনের মাঝে ঢাকার বাহিরে যাওয়া খুবই কষ্টকর একটা ব্যাপার। কিন্তু তবুও যেতে হবে। খুব সকালে উঠে রিক্সা নিয়ে রওয়ানা হয়েছে, পরপর তিনটা রিক্সা পরিবর্তন করে গন্তব্যে পৌছাতে সক্ষম হয়েছি।

IMG_20210731_091254.jpg

বিকেলে সমস্যা হয় ছেলেকে নিয়ে, বাড়ীর ছাদে অনেক ফুল গাছ আছে কিন্তু বেলী ফুল গাছ নেই। ছেলে জানে আমার প্রিয় ফুল বেলী, তাই সে বায়না ধরলো বাবা চলো একটা বেলী ফুলের চারা নিয়ে আসি। তাহলে অনেক ভালো হবে। না করার উপায় নেই, তাই বাবা ছেলে মিলে চলে গেলাম নার্সারিতে এবং ছোট দেখে একটি চারা কিনলাম বেলী ফুলের। সেটাকে নিয়ে সোজা চলে আসলাম বাড়ীর ছাদে। তবে টপে বসাতে পারি নাই আমি, কারন সন্ধ্যা হেয়ে গিয়েছিলো ততক্ষনে।

IMG_20210730_174332.jpg
নার্সারির দৃশ্য

IMG_20210730_174334.jpg
নার্সারির দৃশ্য

IMG_20210730_174309.jpg
চারাগাছ বাছাই

IMG_20210730_174317.jpg
দাম দিয়ে বিদায়

IMG_20210731_091251.jpg
সকালের সুবাস

IMG_20210730_174118.jpg
যথারীতি সেলফি

সুতরাং বুঝতেই পারছেন আমার আজকের ব্লগটি বেশী ফুলময় হবে। সকালে উঠে দেখি কলিগুলো ফুটে বেশ সুগন্ধ ছড়াচ্ছে, বেশ ভালো অনুভূতি তৈরী হলো। ছেলেকে ঘুম হতে উঠিয়ে বললাম, বাবা বেলী ফুলের মিশনটা যেন সার্থক হয়, আমি অফিসে যাচ্ছি তার পর বাড়ীতে যাবো, এই দিকে আসবো না। সুতরাং তুমি গাছটা যত্ন সহকারে লাগিয়ে দিয়ো।

আজকের কাহিনী এখানেই সমাপ্ত, এখন রান্নার কাজে মনোযোগ দিতে হবে। ধন্যবাদ সবাইকে।
@hafizullah

Declaration: This is original content of mine with own photography.

break.png
Leader_Banner-hafizullah.png
break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

break.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

Sort:  
 3 years ago 

ভাই অল্পের ভেতর ভালো লিখেছেন। বেলি ফুল আসলেই সুন্দর। ঘ্রান দিয়ে চারপাশে নিজের অস্তিত্ব জানান দেয়।

 3 years ago 

হ্যা, সেটাই ভাই, স্টিম এ সমস্যা হচ্ছে তাই দ্রুত পোষ্টটি দেয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বেলি ফুলের সুগন্ধে বাড়িতে অন্য একটা আমেজ তৈরি হয়।বেলি ফুল খুবই সুন্দর দেখতে।আমার বাগানে একটি বেলি ফুলের গাছ রয়েছে।কিন্তু গাছের পাতাগুলি কেনো জানি পোকায় ধরেছে।ধন্যবাদ দাদা।

 3 years ago 

শশুর বাড়ি মধুর হাড়ি
প্রবাদ আছে ভাই
শাশুরিটা অসুস্হ্য
দুঃখ হল তাই।

বেলি ফুলের সুগন্ধে
সুবাসিত মন
কলি থেকে ফুল যেন
হল আরো আপন।

শুভ কামনা বাবা ছেলে
সফল হবেই হবে,
বেলি ফুলের মিশনটা
পূর্ণতা পাবে।

আমার ও তো অতি প্রিয়
বেলি ফুলের ঘ্রাণ,
বাগান জুড়ে বেলি ফুলে
যায় জুড়িয়ে প্রাণ।
IMG20210611120030.jpg

 3 years ago 

বেলি ফুলের সুগন্ধে বাড়ির চারপাশে একটা অন্য রকম আমেজ তৈরি করে। আমার বেলি ফুলের গন্ধ খুব ভালো লাগে। আমার বাড়ীতে একটা বেলি ফুলের গাছ আছে।

 3 years ago 

এর যে কি পরিমাণ একটা সুন্দর গন্ধ থাকে ভাই ,যেটা আমার ভীষণ পছন্দ। আমার বাবাও বেলিফুল ভীষণ পছন্দ করে এবং সে নিজ উদ্যোগে সংগ্রহ করে তার অফিসে এবং বাড়িতে দুই জায়গাতেই রোপন করেছে। যদিও গ্রামের বাড়িতে অনেকদিন যাওয়া হয়না, তবে আমার মাঝে মাঝে বাবার সঙ্গে কথা হলে, তার বেলি ফুলের গাছের খবর শোনার চেষ্টা করি। ভালো ছিল আপনার মূহুর্ত।

 3 years ago 

বিশেষ করে বেলি ফুলের ঘ্রাণ অনেক সুন্দর অনুভূতির কাজ করে।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বেলি ফুলের গন্ধ কার না ভালো লাগে। খুব সুন্দর একটা সুগন্ধি ফুলের ফটোগ্রাফির সাথে ভালো লিখেছেন

 3 years ago 

বেলি ফুল আসলেই সুন্দর। ঘ্রান দিয়ে চারপাশে নিজের অস্তিত্ব জানান দেয়।
ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.033
BTC 64104.40
ETH 3148.52
USDT 1.00
SBD 4.25