‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৭৪ (ABB Weekly Hangout Report-74)

in আমার বাংলা ব্লগ2 years ago

weekly hangout cover 74.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৪,৩০৩ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৭৪।

আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।

হ্যাংআউট-৭৪

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই সময়ের পূর্বে চলে আসেন এবং তারপর সকলের অবস্থান জানতে চান শুরুতেই। তারপর শীতের রাত নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন এবং প্রত্যাশা ব্যক্ত করেন আজকের হ্যাংআউটটি আরো বেশী সুন্দর, উপভোগ্য এবং জমজমাট হয়ে উঠবে। হ্যাংআউটের মাধ্যমে কমিউনিটির আপডেটসহ অনেক কিছুই শেয়ার করা হবে এবং উপস্থিত সবািই সেটা জানতে পারবেন। সকলের ফিডব্যাক দেখে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করেন হ্যাংআউটের মূল পর্ব।

এরপর আমি @hafizullah কথা বলি, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ৭৪তম সাপ্তাহিক হ্যাংআউটে। আশা করছি শীতের উষ্ণতায় সকলের সময়গুলো আরো বেশী উপভোগ্য হচ্ছে। যদিও স্টিম মার্কেটের বেগতিক অবস্থায় অনেকেই নিজেদের এ্যাকটিভিটি ধরে রাখতে পারছেন না, এটা সত্যি দুঃখজনক। যারা দীর্ঘ মেয়াদে এখানে কাজ করার জন্য নিজেদের মানসিকতাকে সেট করে নিয়েছেন, তারা কখনোই মার্কেটের খারাপ অবস্থা দেখে হতাশ হবে না বলে আমার বিশ্বাস। তাছাড়া এনজয় করার একটা বিষয় আছে, সেটাকেও প্রাধান্য দেয়া উচিত বলে আমি মনে করছি। এছাড়া @rubayat02 এবং @mrahul40 আপনাদের পোষ্ট সংখ্যা বৃদ্ধি করতে হবে, যদিও শুধুমাত্র এ্যাকটিভ তালিকায় থাকার জন্য সপ্তাহে দুই একটি পোষ্ট করেন এবং কমিউনিটিতে কোন ধররে এনগেজমেন্ট না উপস্থাপন করতে পারেন, তাহলে আপনাদেরকেও ইনএ্যাকটিভ তালিকায় নিয়ে যাওয়া হবে।

যাইহোক, এই সপ্তাহে যে সকল এ্যাকটিভ ইউজার আমার অধীনে ছিলেন, তাদের মাঝে কোন এ্যাকটিভিটিস ছিলো না @md-razu, @marufhh এবং @ferdous3486। তবে @ferdous3486 কে এই সপ্তাহে ইনএ্যাকটিভ তালিকায় নেয়া হয়েছে। আশা করছি সঠিক এ্যাকটিভিটিস ধরে রাখার মাধ্যমে আমার এ্যাকটিভ তালিকায়ে ফিরে আসবেন। @mohamad786 লো এনগেজমেন্ট, @sajjadsohan, @mithila19 এবং @farhantanvir আপনাদের ডিসকর্ড এনগেজমেন্ট খুব লো ছিলো এই সপ্তাহে, আশা করছি আগামী সপ্তাহে এর উন্নতি হবে। যোগ্যদের চেষ্টা করেছি সুপার এ্যাকটিভ তালিকায় রাখার, বিশেষ করে যাদের পোষ্টের কোয়ালিটি ও ভিন্নতা ছিলো, কমেন্ট মনিটরিং রিপোর্টে ভালো স্কোর ছিলো এবং ডিসকর্ডে ভালো উপস্থিতি ছিলো।

Untitled00.png

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @winkles ভাই কথা বলেন এরপর, এই সপ্তাহে যারা তার অধীনে ছিলেন তাদের মাঝে @hiramoni সবকিছু ঠিক ঠাক আছে তবে ডিসকর্ড এনগেজমেন্ট খুব খারাপ, কমেন্ট আগের সপ্তাহের তুলনায় বেড়েছি তবে সেটা আরো বৃদ্ধি করতে হবে। @morioum পোষ্ট এবং কমেন্ট ঠিকঠাক আছে কিন্তু ডিসকর্ড এ উপস্থিতি খুবই কম সেটা বাড়াতে হবে। @jibon47 এর কোন উন্নতি চোখে পড়েনি এই সপ্তাহের এ্যাকটিভিটিস খুবই খারাপ। @nirob70 এই সপ্তাহে মাত্র ৪টি পোষ্ট কিন্তু পোষ্টের মাঝে কোন ভিন্নতা নেই, কমিউনিটি এবং ডিসকর্ডের এনগেজমেন্ট খুবই বাজে এগুলো পরিবর্তন করার পরামর্শ দেন।

এরপর বলেন @steem-for-future কমিউনিটি এবং ডিসকর্ডে কোন এনগেজমেন্ট নেই, এ্যাকটিভিটিস আগের সপ্তাহের মতোই রয়েছে, এই রকম থাকলে টোটালি কিউরেশন হবে না। @pap3 কমিউনিটির এনগেজমেন্ট বাড়াতে হবে তার সাথে সাথে ডিসকর্ডের চ্যাটেও সময় দিতে হবে, ভালো এ্যাকটিভিটিস বজায় রাখতে হবে। @bull1 কমিউনিটি এনগেজমেন্ট বাড়াতে হবে, ডিসকর্ড এ্যাকটিভিটিস নাই বললেই চলে, দুই একদিন কিছু সময়ের জন্য থাকলে হবে না, ধারাবাহিক এনগেজমেন্ট রাখতে হবে। সবশেষে কাংখিত কমেন্ট বিজয়ীদের নাম ঘোষণা করেন, রিওয়ার্ডস যথা নিয়মে পাঠিয়ে দেয়া হবে।

এরপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, কমিউনিটির ইউজারদের নিয়ে কথা বলেন শুরুতে। কনটেন্টগুলো অন্যান্য কমিউনিটির ইউজারদের তুলনায় অনেক ভালো। তবুও ভালো খারাপ আছে, কিছু ইউজারদের কনটেন্ট খুবই ভালো এবং গুছালো, বেশ সুন্দরভাবে উপস্থাপন করেন কোয়িালিটি বজায় রেখে। তাদের ভবিষ্য নিঃসন্দেহে খুবই ভালো, যদি এটা ধরে রাখতে পারেন। অনেকেই আবার থাম্বনেইল ব্যবহার শুরু করেছেন কিন্তু অনেকেই লম্বা জাতীয় ফটো ব্যবহার করছেন সেটা কিন্তু ঠিক না, তাছাড়া কভারে অনেক বেশী মেসেজ থাকলে সেটা সুন্দরও হয় না, এই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। তারপর ভিডিও কনটেন্ট নিয়ে কথা বলেন, এটা কিন্তু বিশাল একটা ক্রিয়েটিভিটি, এ বিষয়ে তাদের কিছু পরামর্শ দেন, যদি পারেন তাহলে ভবিষ্যতে ভালো সুবিধা পেতে পারবেন, এখন হতে যদি এগুলো প্রাকটিস করতে পারেন তাহলে আরো ভালো হবে। সবশেষে পাওয়ার আপ কনটেস্ট নিয়ে কথা বলেন, ফলাফল দেয়া হয়েছে ইতিমধ্যে এবং বিঝয়ীদের নাম ঘোষণা করেন ও সবাইকে অভিনন্দন জানান।

এরপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন। শুরুতেই সুমন ভাইকে অভিনন্দন জানান, তার লক্ষ্য অর্জন হওয়ার জন্য। এরপর বলেন বিগত কয়েকদিন যাবত বেশ কিছু ডিএম পাচ্ছেন দায়িত্ব নিয়ে, অনেক ইউজারের মাঝে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, তাই সে সম্পর্কে তার মতামত তুলে ধরেন। ইউজারদের জন্য বিস্তারিত তথ্য উপস্থাপন করেন যাতে তাদের ভিতর থাকা সন্দেহ দূর হয়ে যায়। যেহেতু আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদা এখন বৃহৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, স্টিমিট প্লাটফর্মের ডেভলপমেন্ট করার জন্য নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছেন, তাই আমাদের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে নতুন প্রজেক্টগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য দায়িত্ব দেয়া হয়েছে। আমরা আমার বাংলা ব্লগের সাথে আছি এবং থাকবো, তার সাথে সাথে তাকে স্টিমিট ডেভ এবং সুমন ভাইকে এবিউজ ওয়াচার এর দায়িত্ব দেয়া হয়েছে। তারপর তার দায়িত্ব নিয়ে কিছু তথ্য উপস্থাপন করেন। বাংলা ইউটনেস নিয়ে এবং সে দায়িত্ব নিয়েও কথা বলেন। এ সম্পর্কে তার নতুন পোষ্টটি সবাইকে পড়তে অনুরোধ করেন, যেখানে তার নিজস্ব মতামত তুলে ধরা হয়েছে।

Untitled01.png

এরপর কমিউনিটির এ্যাডমিন @swagata21 দিদি কথা বলেন, এই সপ্তাহে এক্টিভ লিস্ট থেকে একজনকেই ইনএকটিভ লিস্টে নিয়ে যাওয়া হয়েছে।আর আমাদের নিয়ম অনুযায়ী ১৪ দিন কমিউনিটিতে কোনো একটিভিটিস না থাকলে তাকে inactive করে দেওয়া হবে। সেই অনুযায়ী @dmaherban কে ইনএকটিভ লিস্টে রাখা হয়েছে । আর আরেকজন ইউজার উনি হচ্ছেন @bidyut01 আপনি কিন্তু সপ্তাহে অন্তত দু থেকে তিনটে পোস্ট করার চেষ্টা করবেন। কারণ আপনি ঠিক ১৩ দিন কোনো পোস্ট না করে ঠিক ১৪ দিনের দিন পোস্ট করেছেন এটা ঠিক না। এর মানে আপনি একটা পোস্ট করে একটিভ লিস্টে থাকার চেষ্টা করেছেন । আর যারা যারা আছেন তারা কাজ খুবই ভালো করছেন এবং আপনাদের প্রত্যেকের পোস্ট কোয়ালিটি দেখে বোঝাই যাচ্ছে আপনারা খুব সুন্দর কাজ করছেন ।

আর কমেন্ট মনিটরিং রিপোর্টে প্রত্যেকের কমেন্টের মান খুবই ভালো এবং গোছানো। যত দিন যাচ্ছে তত কমেন্টের মান আরো উন্নত হচ্ছে । এটা সত্যিই অনেক ভালো লাগছে আমার কাছে। আরেকটা জিনিস, আমি বুঝতে পারি যে প্রত্যেকটা দিন কমেন্টের মান সব সময় একই রকম রাখা সম্ভব না, তবুও বলছি আজ একটা কমেন্ট করে ২-৩ কোনো একটিভিটি নেই এই রকম করবেন না। যদি আজ পনেরোটা কমেন্ট করেন তাহলে কাল অন্তত ৬-৭ টা কমেন্ট করার চেষ্টা করবেন ।

এরপর কমিউনিটির এ্যাডমিন @nusuranur আপু কথা বলেন, প্রথমেই আপু বলেন, প্রথমত দাদা আর ব্ল্যাক্স ভাইকে দেখে ভালো লাগছে। উনারা ট্যুরে ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদের সাথে যুক্ত হয়েছেন। সাধারণ লেখাতেও টেবিলের মার্কডাউন ব্যবহার করবেন না। কারণ, সব লাইনের যখন এই মার্কডাউন ইউজ করা হয় তখন লেখার সৌন্দর্যটা হারিয়ে যায় আর ইম্পরট্যান্ট হেডিং গুলোও বুঝা যায় না তখন। যারা একটিভ হতে চাচ্ছেন,আপনারা ঠিক ভাবে সিদ্ধান্ত নিয়ে একটিভ হবেন।কারণ, একটা পোস্ট করে একটিভ হবেন। আমরা আপনাদের লেভেল ৫ এর ভাইভা নিবো। এরপর আবার ইনএকটিভ, আবার ভাইভা। তাতে আমাদের দু পক্ষের ই খুব বেশি কষ্ট হবে। তাই এটা আমার মতামত থাকবে যে সাময়িক সময়ের জন্যে এভাবে একটিভ হবেন না। যারা বর্তমানে ইনএকটিভ হচ্ছেন আপনারা খুব বুঝে শুনে ইনএকটিভ হবেন, কারণ একটিভ লিস্টে আসতে হলে আবার লেভেল ৫ এর এক্সামটা দিতেই হবে। না দিয়ে একটিভ লিস্টে আসা যাবেনা।

এ সপ্তাহে আমার একটিভ লিস্ট থেকে বাদ দিয়েছি দুজনকে, উনারা হলেন @gorllara এবং @bazlur আপনাদের আবার একটিভ লিস্ট এ আসতে হলে লেভেল ৫ এর ভাইভা দিয়ে আসতে হবে। @robiull আপনার একটিভিটিস খুবই লো হয়ে যাচ্ছে।আর, @amitab, @rita আপনারা এভাবে ইনএকটিভ থাকলে আপনারাও ইনএকটিভ লিস্টে চলে যেতে পারেন। আর @emonv এবং @mdemaislam002 আপনাদের বলবো আপনারা যেভাবে একটিভিটিস বজায় রেখেছেন তা অনেকটা শুধুমাত্র একটিভ লিস্টে টিকে থাকার জন্যে। এভাবে করলে আপনারা সাপোর্ট পাবেন না। আশা করবো, আপনারা সমস্যাগুলো দ্রুত কাটিয়ে উঠবেন।

Untitled02.png

আমার আন্ডারে যারা ছিলেন উনাদের পোস্টের কোয়ালিটি খুবই ভালো ছিলো। তবে যে দিকটায় আমাকে খুবই হতাশ করেছে তা হলো ডিস্কোর্ড এংগেজমেন্ট এবং কমেন্ট এংগেজমেন্ট। অনেকের কমেন্ট এংগেজমেন্ট হুট করেই একেবারে কমে গিয়েছিলো যা আশানুরূপ নয়। কারণ, যাদের একটিভিটিস এক সপ্তাহ আগেও অনেক বেশি ছিলো, উনাদের এংগেজমেন্ট হুট করে অনেক বেশি কমে গিয়েছে। আর ডিস্কোর্ড এংগেজমেন্টটাও অনেক বেশি জরুরি। হতে পারে প্রাইজের কারণে এ ধরনের তফাৎ। তবে আমি আশা করবো আগামী সপ্তাহ থেকে এমন হবেনা। কারণ মার্কেট প্রাইজ উঠা নামা করবে এটা স্বাভাবিক, এটা মেনেই আমাদের কাজ করে যেতে হবে।

অনেকের একটা বিষয় খেয়াল করেছি সেটা হলো, অনেকের পোস্ট কোয়ালিটি অনেক ভালো। তবে, টায়ার এ আসতে না পারা কিংবা বেস্ট ব্লগারের জন্যে নির্বাচিত না হওয়ার একটা গুরুত্বপূর্ণ দিক হলো পোস্টে ভেরাইটিস থাকেনা। যে কারণ, মার্কিং এ আপনারা পিছিয়ে পরেন অন্য সব কিছু পারফেক্ট হওয়া সত্ত্বেও। কমিউনিটির অনেক রুলসই শিথিল করা হচ্ছে এবং আমরাও তা মাথায় রেখেই কাজ করছি। তবে, একটা বিষয় মাথায় রাখবেন, যেহেতু এই কমিউনিটিটা আমাদের ভালোবাসার একটা জায়গা, সেহেতু এই কমিউনিটিটা নিজের সৌন্দর্য হারাবে এমন কোনো কাজ করা যাবেনা। নূন্যতম কাজের কোয়ালিটি সবাইকে অবশ্যই ধরে রাখতে হবে। আর কমিউনিটির আপুদের যদি কোনো রকমের কোনো সমস্যা হয়। তবে একেবারে নির্দ্ধিধায় আমার সাথে যোগাযোগ করবেন। কারণ এই কমিউনিটি ইউজার ফ্রেন্ডলি এবং সকলের ভালোর দিকটা সবসময় সর্বপ্রথম এ নজরে রাখে।

এরপর কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন, শুরুতেই নতুন দায়িত্ব নিয়ে অনুভূতি প্রকাশ করেন, ফেসবুকে বেশী সময় ব্যয় করছেন এখন। আমার বাংলা ব্লগের এ্যাডমিন অথবা সদস্য হিসেবে কাজ করার চেষ্টা করছেন। তিনিও সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করার চেষ্টা করছেন, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করছেন। তার লাইভ অনুষ্ঠান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন, সবাই অংশগ্রহণ করে তাকে আরো বেশী উৎসাহ দিয়েছেন এবং সাধুবাদ জানিয়েছেন। সবাই সব কিছু পজিটিভলি শুনেছেন, মজার ছিলো আমার বাংলা ব্লগের ফেসবুকের অফিসিয়াল পেজে ইতিমধ্যে ২১০০ সাবসক্রাইবার হয়েছেন, সবাইকে একটু উৎসাহ দেয়ার চেষ্টা করছেন তিনি। আশা করেন সবাই তাকে পজিটিভলি সাপোর্ট করবেন এবং উৎসাহ যোগাবেন তার কাজে। এই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষন করেন এবং তাদের অনুরোধ করেন আমার বাংলা ব্লগের ফেসবুকের সাথে কানেক্ট হওয়ার এবং নিজেদের পরিচিত ও কাছের মানুষদের যুক্ত করার জন্য।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে কথা বলেন @alsarzilsiam ভাই। প্রথমেই level-3 এবং level-4 সম্পর্কে কিছু কথা বলতে চাই। level-3 এবং 4 এর প্রায় সকল ইউজারই ইনএক্টিভ। আপনারা সকলে চেষ্টা করবেন নিয়মিত হওয়ার জন্য। আমি সকলকে বলি রেগুলার হওয়ার জন্য। রেগুলার হওয়ার অর্থ হচ্ছে শুধুমাত্র পোস্ট করা নয়। রেগুলার হওয়ার অর্থ হচ্ছে নিয়মিত পোস্ট করা, অন্যের পোস্ট পড়া এবং Discord সার্ভারে একটিভ থাকা। যারা লেভেল ৩-৪ এ আছেন পোস্ট করা ক্ষেত্রে অবশ্যই মার্কডাউনের সঠিক ব্যবহার করার চেষ্টা করবেন। এ সকল বিষয় দেখেই কিন্তু আপনাদের পোস্টগুলো আমি নমিনেশনে দেই।

Untitled03.png

যেহেতু কমেন্ট মনিটরিং টিম এ রয়েছি সেক্ষেত্রে কিছু কথা বলতে চাই। কমেন্টের মান আগের তুলনায় অনেক ভালো হয়েছে। সকল ইউজার এই অনেক গুণগতমানের কমেন্ট করছে তবে কিছু কিছু ইউজারের বানানের একটু সমস্যা দেখা যাচ্ছে, কিছু কিছু ইউজার আছে তারা কমেন্টের প্রতিযোগিতা করছে। সপ্তাহে ৩০০+ কমেন্ট করলে কমেন্টের মান কি রকম হয় সেটা আমরা সকলেই বুঝি। এত বেশি কমেন্ট না করে একটু অল্প কমেন্ট করুন এবং সেই কমেন্টগুলো যদি গুণগতমানের হয় তাহলে আপনার পয়েন্ট বেশি থাকবে। ভয়েস টাইপিং করার ক্ষেত্রে অবশ্যই রিভিশন দিয়ে কমেন্ট করার চেষ্টা করবেন।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @rupok ভাই। লেভেল ওয়ানে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের ইতিমধ্যে লেভেল টু এর ক্লাস হয়ে গিয়েছে। আশা করি আগামী কয়েক দিনের ভিতর আপনাদের মৌখিক পরীক্ষা হবে। আপনার ভালোভাবে প্রস্তুতি নিয়ে মৌখিক পরীক্ষা দিন। আশা করি আপনারা অতি দ্রুত লেভেল টু অতিক্রম করতে পারবেন। এখন লেভেল ওয়ান এ যারা আছেন তাদের বলছি, আপনারা মোটামুটি ভালই কাজ করছেন। তবে কিছু কিছু ইউজার আছেন যারা রেগুলার পোস্ট করেন না। এটা নিয়ে আমি কাউকে জোরাজোরি করব না। কারণ আপনি পোস্ট করলে আপনি সাপোর্ট পাবেন। লেভেল ওয়ানে আপনি যদি পোস্ট করেন সেই পোস্টে যদি কোন মেজর মিসটেক না থাকে তাহলে আমি সেই পোস্টগুলোকে কিউরেশনে দিই। অতএব পোস্ট না করলে আপনারই লস।

এখন একটি বিষয় নিয়ে বলতে চাই। আমরা যখন হ্যাংআউট পার্টিসিপেন্ট এর জন্য এনাউন্সমেন্ট দিই। সেখানে পরিষ্কারভাবে উল্লেখ থাকে কিভাবে আপনার নাম দিতে হবে। আমরা স্টিমিট আইডিটা জানতে চাই। সেখানে আপনারা অনেকেই নিজের ডিসকর্ড আইডি লিখে দেন। এই ধরনের কাজ আমাদের জন্য অনেক সমস্যা সৃষ্টি করে। এরপর থেকে যারা এ ধরনের কাজ করবে তাদের পারটিসিপেশন ক্যানসেল করা হবে।

কমেন্ট মনিটরিং টিমে যেহেতু আছি সেটা নিয়ে কিছু বলতে চাই। সবার কমেন্টের মান আগে থেকে অনেক ভালো হয়েছে। এজন্য আমরা অনেক খুশি। তবে এখনো কিছু মেম্বার আছেন যাদের কমেন্টে প্রচুর ভুল থাকছে। আমি সাধারণত কারো নাম বলতে চাই না। তবে আজকে একজনের নাম বলতে বাধ্য হচ্ছি। তিনি হচ্ছেন মাকসুদা কাওসার। আপনি সম্ভবত ভয়েস টাইপিং করেন। তবে ভয়েস টাইপিং করার পর অবশ্যই একবার চেক করে নেবেন সেখানে কি উঠেছে। কারণ আপনি যদি চেক না করেন তাহলে সেখানে প্রচুর ভুল থাকবে। আশা করি এ ব্যাপারে খেয়াল রাখবেন।

Untitled04.png

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @kingporos ভাই। নমস্কার সবাইকে। যারা লেভেল ১ থেকে পাস করে লেভেল ২ এ আসবেন তাদের উদ্দেশ্যে বলবো দেখুন বর্তমানে হয়তো অনেকেই ভাবছেন দাম পড়ে গেছেন তাই ব্লগিং করবেন না, এটা কিন্তু আপনাদের যারা দীর্ঘ মেয়াদে জুড়ে থাকবেন তাদের জন্য খারাপ, বাজার উঠা নামা করবে, এখন কিন্তু আপনাদের প্রাকটিস করার সময়, লেভেল থাকা অবস্থায় আমরা চেষ্টা করি সাপোর্ট দেয়ার, তাই এটাকে পূর্ণভাবে ব্যবহার করুন। কোন সমস্যা হলে সেটাকে কিভাবে ঠিক করতে হবে আমাদের মেনশন করুন। নিজেদের এখন যদি উন্নত করতে চান তাহলে ধীরে ধীরে কাজ করে যেতে হবে। যারা নতুন লেভেল ২ এ আসবেন তারা এটা চালু রাখবেন। তারপর বলেন হিরোইজম প্রজেক্ট নিয়ে, হিরোইজম আমার বাংলা ব্লগের একটি ডেলিগেশন প্রজেক্ট, যেটা মূলত আমার বাংলা ব্লগের ব্লগারদের রক্ষাকবচ। অর্থাৎ বাইরের সমস্ত কু নজরের বিরুদ্ধে হিরোইজম অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে চলেছে। শীত চলে এসেছে তাই আপনারা কদিন খুব সাবধানে থাকুন।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @ayrinbd আপু। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে আমাদের নিউ মেম্বার নেয়া অফ রয়েছে। আমাদের দাদা বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করেই ডিসিশন নিয়েছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে নিউ মেম্বার নেয়া হবে সেটা আমাদের দাদার সাথে আলোচনা করার পর জানানো হবে। আমার আন্ডারে আপাতত দুইজন ইউজার আছেন, একজন হচ্ছেন @modhumita123 দ্বিতীয় হলেন @abubokkor, আপনাদের ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আপনারা লেভেল ওয়ান এর লেকচার সিট গুলো পড়ুন। সাথে আমার বাংলা ব্লগ এর নিয়মাবলী সর্বশেষ আপডেট পোস্টটি পড়ুন। আর ক্লাস শুরু হওয়ার আগে অবশ্যই আপনাদের announcement এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

আর আপনারা যারা নিউ পোস্টে মন্তব্য করেন মানে কমিউনিটি গাইডলাইন পোস্টে তো আমি আগেও বলেছি যে মন্তব্য করার সময় অবশ্যই আগে পোস্টটি পড়বেন এবং সেই পোস্টে কি লেখা আছে বা সে কি আমার বাংলা ব্লগের ট্যাগ প্রাপ্ত মেম্বার কিনা তা দেখে সঠিক গাইডলাইন দেয়ার চেষ্টা করবেন। আশা করছি সকলে বিষয়টি বুঝতে পেরেছেন আমি, সকলের উদ্দেশ্যে বলবো আমার বাংলা ব্লগকে ভালবাসুন। আমার বাংলা ব্লগের কর্মরত সকল এডমিন মডারেটরদের সম্মান করুন কারণ, একটা কথা আছে আপনি আমাকে সম্মান করবেন, আর আমিও আপনাকে সম্মান করব।

আর discord এ কথা বলার সময় অবশ্যই নিজের সম্মান, নিজের জায়গা ধরে রাখার চেষ্টা করবেন। এমন কোনো কাজ করবেন না ও এমন কোনো ইমোজি ব্যবহার করবেন না যা discord পরিবেশ নষ্ট করতে পারে। এমন কোনো কার্যকলাপ করবেন না যা কমিউনিটি বদনাম করতে পারে। সকলকে অনেক ধন্যবাদ।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং যথারীতি আমার বাংলা ব্লগ কমিউনিটির মডারেটর @tangera আপুর বিষয়ে কথা বলেন, তারপর আপু তার বক্তব্য ডিসকর্ডে লিখে প্রকাশ করেন। আসসালামুআলাইকুম, আশাকরি সকলেই ভাল আছেন। আজকে তেমন কিছু বলার নেই। মোটামুটি সবাই এখন ভালো কমেন্টস করছেন। সবাই ভুলগুলো কমেন্টেস মনিটরিং এর রিপোর্ট থেকে দেখে ঠিক করে নিচ্ছেন। সবার কমেন্টসের অনেক উন্নত হয়েছে। একটা বিষয় লক্ষ্য করলাম যে যারা সত্যিকারে এই কমিউনিটিকে ভালোবাসেন তারা স্টিম এর দাম দেখেছেন না , স্টিমের দাম পরলেও তাদের কাজের মান কমছে না। তাছাড়া সুপার ব্লগার চালু করার জন্য সবার কাজের মান অনেক বৃদ্ধি পেয়েছে। ধৈর্য ধরে কাজ করে গেলে একদিন আমাদের সবারই সফলতা আসবে। এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।

Untitled05.png

শুভ ভাই ফিরে আসেন, এবিবি স্কুল নিয়ে কথা বলেন, বেনিফিশিয়ারি নিয়ে কথা বলেন। তারপর হিরোইজম নিয়ে কথা বলেন, এটা আমাদের প্রজেক্ট সবাই ডেলিগেশন করবেন, নিয়মিত ভোট এবং রিওয়াডর্স পাওয়া যাবে এখান হতে। সবাই ঠিক মতো সাপোর্ট এবং কিউরেশন রিওয়ার্ডস পাচ্ছে কিনা সেটা জানতে চান। এবিবি চ্যারিটি নিয়ে কথা বলেন, এটা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ, এ বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এরপর নিয়মগুলো পুনরায় উপস্থাপন করেন, কোন কোন বিষয়ে এখান হতে সহযোগিতা পাওয়া যাবে। মানুষ মানুষের জন্য, চ্যারিটিতে ডোনেশন করার দিনটির কথা সবাইকে স্মরণ করিয়ে দেন।

তারপর পাওয়া আপ কনটেস্ট নিয়ে কথা বলেন এটা এখন চলমান আছে, ইতিমধ্যে ফলাফল প্রকাশ করা হয়েছে, তথাপীও কারো কোন সমস্যা থাকলে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে বলেন। ইউটনেস নিয়ে কোন কিছু জানার এবং বুঝার থাকলে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে বলেন, আর এবিউজ ওয়াচার নিয়ে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন। তারপর সাইফক্স সপ্তাহ নিয়ে কথা বলেন এবং সবার কাছে জানতে চান কবে থেকে শুরু হয়। এবিবি ফান নিয়ে কথা বলেন, মজার মজার কমেন্ট করেন জুসি রিওয়াডর্স পাওয়া যাচ্ছে। সকলের প্রতিনিয়ত কমেন্ট করছে এবং জুসি রিওয়ার্ডস পাওয়ার সুযোগ নিতে পাচ্ছে। সবশেষে ফ্রি ডেলিগেশন সার্ভিস নিয়ে কথা বলেন।

আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা কথা বলেন এরপর। দাদা ফ্যামিলি ট্যুরে রয়েছেন তথাপীও হ্যাংআউটে যুক্ত হয়েছেন এবং ট্যুরে থাকা অবস্থায় যথারীতি কমিউনিটির কিউরেশন ঠিক মতো হচ্ছে। দাদা কিছুটা দুর্বলবোধ করছেন তাই হ্যাংআউটে খুব বেশী কথা বলেন নাই তবে বেস্ট অব দ্যা ব্লগারের নমিনেশন এবং বিজয়ী নামগুলো ঘোষণা করেন। ইতিমধ্যে এনাউন্সমেন্টে নমিনেশনের নামগুলো দেয়া হয়েছে, তাই যাচাই-বাছাই শেষে বিজয়ী নাম ঘোষণা করেন। এই সপ্তাহের বিজয়ী হলেন @monira999, @wahidasuma এবং @paru19

তারপর এ্যাডমিন আরিফ ভাই ফিরে আসেন এবং কুইজ পর্ব পরিচালনা করেন। এই পর্বে তাকে আমি এবং সুমন ভাই সহযোগিতা করি আর বিজয়ীদের নাম নোট করে রাখেন মডারেটর সিয়াম ভাই। শুরুতেই আরিফ ভাই কুইজের নিয়মগুলো যথারীতি সবাইকে স্মরণ করিয়ে দেন। তারপর আরিফ একে একে চারটি কুইজ শেয়ার করেন এবং বিজয়ীদের পরবর্তীতে রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে ঘোষণা করেন। এরপর কমিউনিটির মডারেটর তানজিরা আপু কুইজ শেয়ার করেন, না ঠিক কুইজ না এবার একটু ভিন্নতা আনেন যেটা ছিলো কিছুটা গেমের মতো, স্কুল জীবনে আমরা এই রকম গেম খেলতাম। একটি অক্ষর শেয়ার করেন যার মাধ্যমে, ব্যক্তি, দেশ, ফুল ও ফলের নাম বলতে হবে এবং বিজয়ীকে তার পক্ষ হতে রিওয়ার্ডস প্রদান করেন। তারপর শুভ ভাই ফিরে আসেন, সুপার এ্যাকটিভ তালিকা নিয়ে কথা বলেন, সবাইকে কাংখিত পরামর্শ দেন এবং সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।

এরপর শুরু করা হয় গানের পর্ব। শুভ ভাই সাথি আপুকে স্টেজে আমন্ত্রণ জানান এবং তার সাথে কৌশল বিনিময় করেন, সাথি আপুকে গানের পর্ব শুরু করতে বলেন। কথার ছন্দে ছন্দে সাথি আপু একে একে অংশগ্রহনকারীদের নাম ঘোষনা করেন। এরপর একে একে @bristychaki আপু গান, @hiramoni গান, @miratek গান, @munna101 গান, @joniprins কবিতা আবৃত্তি, @shyamshundor কবিতা আবৃত্তি এবং @selinasathi1 আপু কবিতা আবৃত্তি করেন। সবশেষে শুভ ভাইয়ের মিষ্টি কণ্ঠে সবাই গান উপভোগ করেন।

এরপর শুভ ভাই যথেষ্ট সময় থাকার কারনে হ্যাংআউটে উপস্থিত সবাইকে যে কোন প্রশ্ন কিংবা কৌতুহল থাকলে সেটা শেয়ার করতে অনুরোধ করেন, যাতে সময়ের পূর্ণ ব্যবহার করা যায়। এরপর প্রশ্ন করার সুযোগ নেন @amitab এবং @miratek ভাই। তারপর তাদের প্রশ্নের কাংখিত উত্তর শেয়ার করা হয়।

এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সপ্তাপি ঘোষণা করেন।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।

ধন্যবাদ সবাইকে।

@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

দেখতে দেখতে ৭৪ তম হ্যাংআউট শেষ হয়ে গেল আর ৭৪ তম হ্যাংআউটে অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করেছি। প্রতিটা মুহূর্ত যেন অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে পুরো হ্যাংআউট এ বিষয়টি বিস্তারিত আলোচনা করলেন। এই রিপোর্টটি পড়ে খুবই ভালো লাগলো।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

দেখতে দেখতে ৭৪ তম হ্যাংআউট চলে গেল! মার্কেটের খারাপ অবস্থার কারণে অনেক ইউজার ইন এক্টিভ হয়ে যাচ্ছে। স্টিমিটে দীর্ঘমেয়াদি কাজ করতে হলে এসব মার্কেট ডাউন কোনো ব্যাপার না! আমি আসলে আপনার সাথে একমত পোষণ করছি। সব থেকে ভালো লাগলো দাদা ট্যুরে গিয়েও প্রতিনিয়ত কিউরেশন করে যাচ্ছে। এমনি গতকালের হ্যাংআউট এ জয়েন দিয়েছে।

 2 years ago 
দেখতে দেখতে আমাদের মাঝে থেকে শেষ হয়ে গিয়েছে ৭৪ তম হ্যাংআউট অনুষ্ঠানটি।আসলে হ্যাংআউট মানে বিনোদনের সমহার।সপ্তাহে একটা দিন বৃহস্পতিবার আমার বাংলা ব্লগের সদস্যরা তাদের সুখ দুঃখ একে অন্যের মাঝে ভাগাভাগির পাশাপাশি বিনোদন পর্বে গান আর কবিতায় অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠেছিল।বিশেষ করে ছুটি কালীন সময়েও সুদূর সিকিম থেকে হ্যংআউট অনুষ্ঠানে আমাদের মাঝে দাদা উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও আনন্দময় করে তুলেছিলো।অসংখ্য ধন্যবাদ সকল এডমিন ও মডারেটদের এত সুন্দর ও প্রানবন্ত একটি হ্যংআউট আয়োজন করার জন্য।
 2 years ago 

পুরো এক সপ্তাহ কাজ করার পর, প্রতি বৃহস্পতিবার আমরা হ্যাংআউটের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি। আর হ্যাংআউট অনুষ্ঠিত হবার পর, আপনার সপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট দেখে সত্যিই অনেক অনেক ভালো লাগে। কতইনা চমৎকার করে, পুঙ্খানুপুঙ্খভাবে হ্যাংআউট রিপোর্টটি প্রকাশ করেন। আপনার দক্ষতাকে শ্রদ্ধা জানাই ভাইয়া। আমরা অনেকেই সময় সুযোগ অথবা নেটওয়ার্কের কারণে ভালোভাবে যদি হ্যাংআউটে যোগদান করতে অথবা শুনতে না পারি, সে ক্ষেত্রে আপনার এই হ্যাংআউট রিপোর্ট আমাদের খুব খুব কাজে লাগে। এত সুন্দর করে সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট পেশ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

দেখতে দেখতে আমরা ৭৪ তম হ্যাংআউট পার করে ফেললাম। তবে প্রতিবারের মতো ৭৪ তম হ্যাংআউটেও ভরপুর জিলাপির আয়োজন ছিল 😆 যে যেমন পেরেছিল লুফে নিয়েছিল।

৫০ তম হ্যাংআউটের মধ্য দিয়ে আমার বাংলা ব্লগে জয়েন করেছিলাম। দেখতে দেখতে কবে ৭৮ তম হ্যাংআউট চলে আসলো সেটাই বুঝতে পারলাম না। তবে সত্যি কথা বলতে সপ্তাহের এই দিনটার জন্য আমি পুরো সপ্তাহ অপেক্ষা করে বসে থাকি। নিজের কোথায় কম আছে, কোন ধরনের সমস্যা হলো কিনা। তাছাড়া নতুন নতুন ইনফরমেশন এবং steemit সম্পর্কে যাবতীয় আপডেট জানা যায় হ্যাংআউট এর মধ্য দিয়ে।

 2 years ago 

দেখতে দেখতে ৭৪ তম হ্যাংআউট পেরিয়ে গেছে। আসলে বর্তমান মার্কেট মাউন বলে হয়তো অনেকে ইন এক্টিভ হয়ে গেছে। আমার বাংলা ব্লগ মানে আনন্দের জায়গা। সত্যি বলতে এখানে কাজ করে অনেক আনন্দ পায়।আর মার্কেট এভাবে উঠা নামা করবে এটা কোন বিষয় নয়। তবে আমাদের মনোযোগ দিয়ে কাজ করতে হবে। যাইহোক পুরো হ্যাংআউটটি অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

এ সপ্তাহের হ্যাংআউট টিও অনেক সুন্দর এবং কি সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৷ যদিও একটু নেটওয়ার্ক ইসু ছিল ৷ যা হোক সকল এডমিন মডারেটর তাদের গুরুত্বপূর্ণ কথা গুলো তুলে ধরেছেন ৷ যেগুলো সাধারণ ইউজারদের কে নিয়েই ৷ যদিও দাদা ভ্রমনে গেছে বলে দাদার কোনো কথা আমরা শুনি নি ৷ সব মিলে অনেক সুন্দর একটি হ্যাংআউট হয়েছে ৷ এটাই বলাই যায় ৷
ধন্যবাদ আমার বাংলা ব্লগের সকল মডারেটর এডমিন ও মেম্বার দের ৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68501.73
ETH 2459.44
USDT 1.00
SBD 2.63