‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৭০ (ABB Weekly Hangout Report-70)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

weekly hangout cover 70.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৪১৬৯ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৭০।

আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।

হ্যাংআউট-৭০

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই সময়ের পূর্বেই চলে আসেন এবং সকলের উদ্দেশ্যে যথারীতি কিছু কথা বলেন। শুরুতেই সকলের সহযোগিতা কামনা করেন এবং যে কথাগুলো বলা হবে সেগুলো মনোযোগ দিয়ে শুনার আহবান জানান। এই শোটি আপনাদের জন্য সুন্দরভাবে আয়োজন করা হয়েছে, দিনটিকে আরো বেশী উপভোগ্য রাখার চেষ্টা করা হচ্ছে, সুতরাং আপনাদের চেষ্টা করতে হবে সঠিক পরিবেশ ধরে রাখার জন্য। এই সময়েও যারা আমাদের সাথে লেগে আছেন, তারাই কমিউনিটিকে ভালোবাসে, কাজকে ভালোবাসে এবং আমার বাংলা ব্লগের প্রতি ডেডিকেটেড আমরা চেষ্টা করবো তাদের ভালো চোখে দেখার। এ বিষয়ে বিস্তারিত অনুভূতি শেয়ার করেন শুভ ভাই। সকলের চিন্তাধারা পরিবর্তন করার চেষ্টা করতে বলেন, আমি না থাকলেও কোন কিছু থেমে থাকবে না, সোস্যাল সাইটগুলো আমার অনুপস্থিতিতে ঠিকঠাকই চলবে। এ বিষয়ে কথা বলেন এবং আমার বাংলা ব্লগের সুন্দর সৃষ্টির জন্য দাদাকে ধন্যবাদ জানান। তারপর আমাদের অন্যান্য কমিউনিটি ও নতুন উদ্যোগগুলো নিয়ে কিছু কথা বলেন, দিন শেষে নিজের কাজের সঠিক মূল্যায়ন এবং কাজের ক্ষেত্রে সেরা ক্রিয়েটিবিটি দিয়ে যেন লাভবান হতে পারি, সেই চেষ্টাটাই আমরা করে যাচ্ছি। তারপর সকলের অবস্থান জানতে চান এবং অফিসিয়ালি হ্যাংআউট শুরু করেন।

এরপর আমি @hafizullah কথা বলি, আমার বাংলা ব্লগের ৭০তম সাপ্তাহিক হ্যাংআউটে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই সপ্তাহে যে সকল ইউজার আমার অধীনে ছিলেন, তাদের কাজের মান মোটামোটি ভালো ছিলো। তবে পাঁচজন ইউজার ছিলেন যাদের কোন এ্যাক্টিভিটিস ছিলো না, তারা হলেন @bobitabobi @bazlur @jahidulislam01 @robiull এবং @iraniahmed । এনগেজমেন্টে কিছু ইউজার ভালো অবস্থানে থাকলেও ডিসকর্ডের ক্ষেত্রে @gorllara @tauhida এবং @rita135 এর এনগেজমেন্ট ভালো ছিলো না। সব কিছু বিবেচনায় নিয়ে যোগ্যদের সুপার এ্যাকটিভ তালিকায় সুযোগ দেয়ার চেষ্টা করেছি। যারা এবার সুযোগ পান নাই তাদের অনুরোধ করবো পোষ্ট কোয়ালিটির সাথে সাথে পোষ্টের ভিন্নতা আনার চেষ্টা করুন। কারন একটি গল্প দিয়ে যদি পুরো সপ্তাহ শেষ করে দেন, তাহলে যে বা যারা ভিন্ন ভিন্ন কনটেন্ট শেয়ার করেছেন পয়েন্ট টেবিলে তারা অবশ্যই সবার উপরে থাকবেন।

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @winkles ভাই কথা বলেন এরপর, শুরুতেই তার অধীনে থাকা এ্যাকটিভ ইউজারদের নিয়ে কথা বলেন, সকলের এ্যাক্টিভিটিস ঠিকঠাকই আছে। তারপর তার অধীনে থাকা যে সকল ইউজার দীর্ঘ দিন যাবত কমিউনিটিতে ইনএ্যকটিভ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলেন দয়াকরে ডিএম করে ভেরিফাইড করার জন্য বলবেন না, প্রয়োজনে টিকেট কাটতে বলেন এবং সেখানে সমাধান দেয়া হবে। কমিউনিটির রুলস অনুযায়ী লেভেল-১ হতে ভাইবা দিয়ে পুনরায় পাশ করে আসতে হবে কারন আপনাদের বার বার সুযোগ দেয়া হয় কিন্তু আপনারা সেই সুযোগের গুরুত্ব দেন না। সুতরাং এখন হতে নিয়ম অনুযায়ী সব কিছু হবে তাই কেউ ডিএম করে অনুরোধ করবেন না। তারপর কাংখিত কমেন্ট বিজয়ীদের নাম ঘোষণা করেন, 1. @emranhasan 2. @tania69 3. @rayhan111 4. @rahimakhatun 5. @monira999 6. @joniprins এবং 7. @green015

Untitled00.png
Image taken from Hangout Report 69

এরপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন এবং কোয়ালিটি কন্ট্রোলার @rex-sumon সুমন ভাই, শুরুতেই তার অধীনে থাকা ইউজারদের নিয়ে কথা বলেন। তারা এই সপ্তাহে খুবই ভালো কাজ করেছেন, ফলে সুপার এ্যাকটিভ তালিকা করতে বেশ কষ্ট করতে হয়েছে। তারপর তিনজন ইউজারের নাম ঘোষনা করে লিমিট থাকার কারনে তাদের সুযোগ দিতে পারেন নাই। তারাও যোগ্যতা রাখেন সুপার এ্যাকটিভে যাওয়ার, এই সপ্তাহে সবাই বেশ ভালো এ্যাকটিভ ছিলেন। একটা বিষয়ে সকলের মাঝে দুর্বলতা দেখতে পেয়েছেন আর সেটা হলো ডিসকর্ড এনগেজমেন্ট, প্রায় সাত হতে আট ইউজারের ডিসকর্ডের এনগেজমেন্ট দুর্বল ছিলো, এ বিষয়ে তাদের নজর দিতে বলেন। তারপর ভেরিফাইড ইউজারদের উদ্দেশ্যে কিছু কথা বলেন, অনেক বিষয়ে তাদের এখনো দুর্বলতা রয়েগেছে তাই তাদের অনুরোধ করেন যে বিষয়ে দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে সেই সেই লেভেল এ ক্লাশ করার মাধ্যমে তা দূর করার। পাওয়ার আপ কনটেষ্টের ফলাফল প্রকাশ করা হয়েছে, কারো কোন অভিযোগ থাকলে সেটা জানাতে বলেন।

এরপর কমিউনিটির এ্যাডমিন @moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতেই নিজের অসুস্থ্যতার খবর জানান। হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়েছেন অপ্রত্যাশিতভাবে। তারপর এ্যাকটিভ তালিকা নিয়ে কথা বলেন, এই সপ্তাহে যারা এ্যাকটিভ তালিকা হতে ইনএ্যাকটিভ তালিকায় গিয়েছেন, তাদের নাম প্রকাশ করেন। তারপর যারা ইনএ্যাকটিভ তালিকা হতে এ্যাকটিভ তালিকায় আসছেন তাদের নাম ঘোষণা করেন। তারপর তার অধীনে থাকা এ্যাকটিভ ইউজারদের মাঝ হতে দুইজনের নাম প্রকাশ করেন, তাদের পোষ্ট সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করেন এবং তাদের প্রতি একটা বার্তা প্রেরণ করেন। কিছু বিষয় নিয়ে তাদের দৃষ্টি আর্কষণ করেন। তাদেরকে চেষ্টা করতে বলেন যে বিষয়ে দক্ষ সে বিষয়ে পোষ্ট করার জন্য, না হলে সেটা হাসির খোরাক হয়ে যাবে।

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই কথা বলেন এরপর, শুরুতেই তার অধীনে থাকা ইউজারদের নিয়ে কথা বলেন এবং কিছু বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। কিছু ইউজারের ব্যাপারে তার ভিন্ন অনুভূতি প্রকাশ করেন। তবে কিছু ইউজার যথারীতি ভালো কাজ করছেন, সুপার এ্যাকটিভ তালিকায় নাম দেয়ার ক্ষেত্রে তাকেও হিমশিম খেতে হয়েছে। তিনি সেই ইউজারগুলোকেই বেশী পছন্দ করেন তারা ভালোভাবে কাজ করার মানসিকতা ধরে রেখেছেন এবং সুন্দরভাবে ব্লগিং করে যাচ্ছেন। মাকের্ট হয়তো কিছুটা ভালো না কিন্তু আমাদের আরো তিনটি কমিউনিটি রয়েছে আপনারা চাইলে সেখানেও কাজ করতে পারেন। তারপর তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন যারা এই সপ্তাতে একটু অলস ছিলেন, তথাপী আশা ব্যক্ত করেন তারা সেটা কাটিয়ে উঠবেন।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে কথা বলেন @rupok ভাই। শুরুতেই তিনি লেভেল-১ নিয়ে কথা বলেন, যারা বর্তমানে লেভেল-১ এ আছেন তাদেরকে একটু ভালো মানের পোষ্ট শেয়ার করতে অনুরোধ করেন তাহলে আপনাদের ভালো সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু কমিউনিটিতে আপনারা নতুন সেহেতু কমিউনিটিতে যারা ভেরিফাইর মেম্বার রয়েছে তাদেরকে ফলো করার চেষ্টা করবেন। সেখান হতে অনেক কিছুই শিখতে পারবেন কিন্তু তাদের পোষ্টগুলো যদি না পড়েন তাহলে শেখার সুযোগ তৈরী হবে না। এর বাহিরে ভিন্নভাবে শেখাটা খুবই মুশকিল হয়ে যাবে। তারপর কথা বলেন কমেন্ট মনিটরিং নিয়ে, অনেকের কমেন্টের মান খুবই ভালো হয়েছে। ইউজারকে দেখা যাচ্ছে আগে ছোট কমেন্ট করতেন কিন্তু এখন খুবই বড় কমেন্ট করছেন, কমেন্ট বড় হচ্ছে সত্য কিন্তু সেটা কাংখিত বা সুন্দর হচ্ছে না। কমেন্ট পড়েও ততোটা ভালো লাগছে না কারন পোষ্টে কিছু অংশ জুড়ে দিয়ে কমেন্ট বড় করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে তাদের যত্নশীল হতে বলেন। তারপর যারা ভয়েস টাইপিং করে তাদের উদ্দেশ্যে বলেন অনেক বানান ভুল থেকে যায় সেটা চেক করেন না অধিকাংশ ইউজার। এই ক্ষেত্রে সতর্ক করেন এবং মার্ক কমে যাওয়ার বিষয়টি বুঝানোর চেষ্টা করেন।

Untitled11.png
Image taken from Hangout Report 69

কমিউনিটির মডারেট @kingporos ভাই কথা বলেন এরপর, নমস্কার জানিয়ে শুরু করেন, শরীর আগের তুলনায় কিছুটা ভালো, ঔষধ চলছে। তারপর আরিফ ভাইয়ের সুস্থ্যতার জন্য প্রর্থনা করেন। শুরুতেই তার লেভেল নিয়ে কথা বলেন, যারা এখন আছেন তাদের মাঝে কয়েকজন বেশ ভালো করছেন, লেখার মান ভালো, এ্যাক্টিভিটিস ভালো । কিন্তু তাদের মাঝে কিছু ইউজার আছেন তাদের এ্যাক্টিভিটিস একদমই চোখে পড়ছে না, তাদের অনুরোধ করা হয়েছিলো, এখন হতেই কাজ করার চেষ্টা করতে তাহলে তাদের মান কিছুটা উন্নত হতো। এখন থেকেই যদি নিজেদের অ্যাক্টিভিটিস বাড়াতে থাকেন তাহলে যেমন আপনাদের ব্লগ ভালো মানের হবে তেমনি কমিউনিটিতে আপনার একটা ভালো স্থান তৈরী হবে। আশা করছি আগামী সময়ে কথা গুলো মেনে চলবেন। ধন্যবাদ।

এরপর কমিউনিটির মডারেটর @nusuranur আপু কথা বলেন, আপু প্রথমেই যারা লেভেল ৪ এ আছেন উনাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের জন্যে কিছু সাজেশন হলো, ফটোগ্রাফী পোস্টের ২টি বিষয়ের দিকে খুব ভালোভাবে খেয়াল রাখবেন। ১ নাম্বার হলো, ফটোগ্রাফীর কোয়ালিটি। ২ নাম্বার হলো ফটোগ্রাফীর ক্যাপশন।ফটোগ্রাফীর প্রাণ হলো ফটোগ্রাফীর কোয়ালিটি।কারণ ফটোগ্রাফী পোস্টে বেশিরভাগ ইউজার ঢুকবেই ফটোগ্রাফী গুলো দেখার জন্যে।আর তাই শুধু পোস্টের জন্যে কেও ফটোগ্রাফী করে দিয়ে দেবেন না। আর ক্যাপশন অতিরিক্ত ছোট লেখাই যাবে না।

এরপর বলেন, নেক্সট সপ্তাহে লেভেল ৫ এর এক্সাম রয়েছে।লেভেল ৫ এর ভাইভার সিলেবাস হলো লেভেল ১ থেকে ৪ পর্যন্ত লেভেলের লেকচার শিট। আর আপনাদের সুবির্ধাতে জানাচ্ছি,লেভেলে থাকা অবস্থায় অনেক ইনএকটিভ ছিলেন,আমরা হয়তো আপনাদের বারবার এক্সাম দিতে হবে তা ভেবে আপনাদের ট্যাগ চেঞ্জ করে দেইনি।তবে ভেরিফাইড মেম্বার হওয়ার পর বেশিদিন ইনএকটিভ থাকলে আবার আপনাকে লেভেল ১ এ পাঠিয়ে দেওয়া হবে। এরপর বলেন, কিছু মেম্বাররা কম কোয়ালিটি সম্পন্ন পোস্ট করে।কিন্তু শুধুমাত্র কমেন্ট করার জন্যে অনেক ভালো,অনেক ভালো এ ধরণের মন্তব্য করবেন না।এতে ইউজারটি নিজের ভুল বুঝতে পারেনা এবং এতে উনারই ক্ষতি হয়।

এরপর সকল ইউজারদের উদ্দেশ্যে বলে, অনেকেই নিজেই পোস্টের কোয়ালিটি বৃদ্ধির ক্ষেত্রে মনোযোগী নয় অর্থাৎ যেখানে রয়েছেন সেখানেই থেকে যাচ্ছেন।সবসময় ট্রাই করবেন ভালো ইউনিক কিছু করার।এতে দেখবেন আপনার ফ্যানবেস যেমন বাড়বে তেমন সাপোর্টও ঠিকঠাক পাবেন। এরপর বলেন, আপুদের যদি কোনো সমস্যা হয় তবে আপুর সাথে সরাসরি ডিএম এ কথা বলতে পারবেন কোনো ভয় কিংবা সংকোচ ছাড়াই।

Untitled22.png
Image taken from Hangout Report 69

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং যথারীতি আমার বাংলা ব্লগ কমিউনিটির মডারেটর @tangera আপুর বিষয়ে কথা বলেন, তারপর আপু তার বক্তব্য ডিসকর্ডে লিখে প্রকাশ করেন। আসসালামুআলাইকুম, আশাকরি সকলেই ভাল আছেন।আজকে আমি খুবই এক্সাইটেড। তাই শুধু সুপার ব্লগার নির্বাচন নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি।প্রথমেই আমাদের সকলের প্রিয় দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যিনি ইউজারদের জন্য এই সুজোগটি করে দিয়েছেন।আসলে দাদা সেই প্রথম থেকেই আমার বাংলা ব্লগের প্রতিটি সদস্যকেই যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাঁর ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না।তিনি সব সময়ই ইউজারদের নিয়ে ভাবেন, একটার পর একটা সুজোগ করে দিচ্ছেন আমাদের সকলের জন্যই। কি বলে যে দাদাকে ধন্যবাদ জানাব তার ভাষা আমার নেই।

আসলে hungry-griffin যখন দাদার আন্ডারে আসলেন তখন আমি দাদাকে একটি প্রস্তাব দিয়েছিলাম। “আমি যে সুবিধা বঞ্চিত ইউজারদের রিপোর্ট করি ওই রিপোর্টে কি দুই একজন ইউজারের নাম দেওয়া যাবে hungry-griffin এর সাপোর্ট এর জন্য।” তখন দাদা এক বাক্যেই রাজি হয়ে যান, কিন্ত তা আমার রিপোর্টে না হয়ে আলাদা করে একটি রিপোর্ট এর মাধ্যমে।এরপর এডমিন মডারেটরদের সাথে মিটিং করে এটি কার্যকর করা হয়। তাই দাদাকে আবারও অজস্র ধন্যবাদ ইউজারদেরকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।

এরপর কমিউনিটির মডারেটর @swagata21 দিদি কথা বলেন, এই সপ্তাহে কমেন্ট মনিটরিং রিপোর্টে আমার আন্ডারে যারা ছিলেন তাদের মধ্যে বেশিরভাগ মেম্বারেরই বানান ভুল। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে, কমেন্ট করার সময় এত তাড়াহুড়ো কিসে থাকে। আর আপনারা যখন অন্যের পোস্ট পড়েন তখন বানান ভুল দেখেও কিছু বলেন না কেন? নাকি আপনারা overlook করে যান? এই ভুল গুলো শুধু আমরা admin/moderator রা কেন বলবো, আপনারাও তো একে অন্যকে ধরিয়ে দিতে পারেন। এতবার আপনাদের বলার পর ও কেন এই বিষয়ে সচেতন না সেটাই খারাপ লাগে।

যাই হোক এখন থেকে চেষ্টা করুন। এই সপ্তাহের কমেন্ট মনিটারিং রিপোর্টে যারা এক থেকে দশের মধ্যে ছিলেন তাদের মধ্যে এক দুজন যেমন @rupaie22 আপনি শুধু এবিবি ফানেই অনেকগুলো কমেন্ট করেছেন, যেটা একদমই ঠিক না। এর পরের বার এই রকম কাজে অবশ্যই নেগেটিভ নম্বর দেওয়া হবে। এই প্রসঙ্গে কমিউনিটির প্রতিষ্ঠাতা দাদা কথা বলেন, @rupaie22 সম্পর্কে দাদা বলেন ২৩টি কমেন্ট একদিনে ১৭টি কমেন্ট একটি পোষ্টে, এই বিষয়টি মোটেও ভালো না। আমরা এবিবি ফান এনগেজমেন্ট বৃদ্দি করার জন্য এনেছি কিন্তু সেটা যেন ভিন্নভাবে ব্যবহৃত না হয়। সে বিষয়টি দাদা উপস্থাপন করার মাধ্যমে সবাইকে সতর্ক করেন।

Untitled33.png
Image taken from Hangout Report 69

আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা কথা বলেন এরপর। সেরা ব্লগার মানে ব্লগার অবদা ইউক নিয়ে কথা বলেন দাদা। শুরুতে এ সম্পর্কে দাদার অনুভূতি প্রকাশ করেন এবং এর পিছনের উদ্দেশ্যটি বর্ণনা করেন। বাছাই প্রক্রিয়াটি পরবর্তীতে রিপোর্টের মাধ্যমে প্রকাশ করা হবে। তবে সেই বিষয়ে দাদা বিস্তারিত তথ্য প্রকাশ করেন ইউজার বাছাই পক্রিয়া নিয়ে, কমবেশী ৫০ ডলার এর মতো ভোট দেয়া হবে এবং বিজয়ীদের একটা ব্যাজ দেয়া হবে এক সপ্তাহের জন্য। যদি পরের সপ্তাহে তাদের মাঝ হতে কেউ বিজয়ী হন তাহলে সেই ব্যাজ থাকবে আর না হলে সাতদিন পর সেটা তুলে দেয়া হবে। রিপোর্ট দেখলে সবাই পুরো বিষয় এবং প্রক্রিয়াটি সম্পর্কে জানতে পারবেন।

বিজয়ীদের তালিকায় প্রাইমারীতে যে দশজনকে মননোয়ন দেয়া হয়েছিলো তাদের নাম প্রকাশ করেন। এদের কিভাবে বাছাই করা হয়েছে সে বিষয়গুলো তুলে ধরেন দাদা। অনেকে কিছু বিবেচনায় নিয়ে, কাজের কোয়ালিটি যাচাই করে এই ইউজারগুলোকে বাছাই করা হয়েছে। তারপর তাদের সকলের সার্বিক মান বিবেচনায় নিয়ে চূড়ান্ত বিজয়ীদের নাম প্রকাশ করেন। রিপোর্ট এক সপ্তাহে মডারেটর তানজিরা এবং পরের সপ্তাহে মডারেটর স্বাগতা প্রকাশ করবেন ধারাবাহিকভাবে। আর বিজয়ী ইউজারদের সাপোর্ট দেয়া হবে রবিবার। কিন্তু বিজয়ীদের নিয়ে রিপোর্ট প্রকাশ হবে শুক্রবার। তারপর দাদা চূড়ান্ত বিজয়ী তিনজন ইউজারের নাম প্রকাশ করেন, তারা হলেন @rahimakhatun, @wahidasuma, এবং @monira999

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং ব্লগার অব দ্যা ইউক নিয়ে নিজের অনুভূতি তুলে ধরেন। তারপর এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যারা এবিবি স্কুলে থাকবেন তাদের এবিবিস্কুল এবং লাজুক খ্যাঁককে বেনিফিশিয়ারি দিতে হবে। হিরোইজম নিয়ে কথা বলেন, এটা আমাদের প্রজেক্ট। কিউরেশন রিওয়ার্ডস সবাই পাচ্ছে কিনা সেটা জিজ্ঞেস করেন। এরপর উইটনেস ভোট দেয়ার বিষয়টি সবাইকে স্মরণ করিয়ে দেন। এ ব্যাপারে রিস্তারিত আলোচনা করেন এবং সবাইকে উইটনেস নিয়ে কিছুটা আইডিয়া দেয়ার চেষ্টা করেন। এবিউজ ওয়াচার নিয়ে কথা বলেন, যারা নানাভাবে ফার্মিং করার চেষ্টা করছেন, এবিউজ করার চেষ্টা করছেন, তাদেরকে সঠিক অবস্থায় ফিরিয়ে আনা এবং পুরো প্লার্টর্মের স্বচ্ছ পরিবেশ ঠিক রাখার জন্য করা হয়েছে। এবিবি ফান নিয়ে কথা বলেন। নতুন ইউজারদের ফ্রি ডেলিগেশন নিয়ে কথা বলেন এবং বিস্তারিত তথ্য শেয়ার করেন। এরপর শুভ ভাই আমার বাংলা ব্লগের পরবর্তী প্রতিযোগিতা নিয়ে কথা বলেন এবং সবাইকে সে বিষয়ে কাংখিত পরামর্শ দেন।

Untitled44.png
Image taken from Hangout Report 69

তারপর শুরু করা হয় সবচেয়ে আকর্ষনীয় পর্ব অর্থাৎ কুইজ পর্ব। তবে আরিফ ভাই কিছুটা অসুস্থ্য থাকায় এই পর্বটি আমি আর সুমন ভাই পরিচালনা করি এবং মডারেট রুপক ভাই সহযোগিতা করেন। সবাইকে কুইজের নিয়মের বিষয়টি স্মরণ করিয়ে দেয়া হয়। তারপর জেনারেল চ্যাটে চারটি কুইজ শেয়ার করা হয় এবং কুইজ শেষে বিজয়ীদের রিওয়ার্ডস প্রদান করা হয়। বরাবরের মতো সবাই বেশ উৎসাহ নিয়ে কুইজে অংশগ্রহণ করেন। তারপর কমিউনিটির মডারেটর তানজিরা ম্যাডামের পক্ষ হতে কুইজ ধরা হয় এবং বিজয়ীকে তার পক্ষ হতে পুরস্কার দেয়া হয়, যদিও অনেকেই বেশ প্যাঁচ খেয়ে গিয়েছিলেন কুইজটি নিয়ে। সবশেষে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদার পক্ষ হতে কুইজ ধরা হয়, দাদার কুইজগুলোর প্রতি সব সময়ই আকর্ষণটা বেশী থাকে, কারন সেখানে শেখার বেশ ভালো সুযোগ থাকে, কুইজ বিজয়ীকে দাদার পক্ষ হতে রিওয়ার্ডস দেয়া হয়। এরপর শুভ ভাই ফিরে আসেন এবং সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।

সবশেষে শুরু করা হয় গানের পর্ব। এই পর্বে মিষ্টি অনু কাব্য নিয়ে উপস্থিত থাকেন @selinasathi1 আপু, শুভ ভাই সাথি আপুকে স্বাগতম জানান এবং কৌশল বিনিময় করেন। তারপর সাথি আপু তার কাব্যের মাধ্যমে এ পর্বে অশংগ্রহণকারীদের নাম ঘোষনা করেন। তারপর একে একে @shyamshundor কবিতা আবৃত্তি, @maksudakawsar গান, @emonv কবিতা , @hiramoni গান, @miratek গান, @selinasathi1 কবিতা, @mdemaisalm00 গান, @modhumita গান, @saymaakter কবিতা আবৃত্তি এবং @bristychaki গান পরিবেশন করেন। সবশেষে শুভ ভাইয়ের কণ্ঠে দারুন একটা গান সবাই উপভোগ করেন।

এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সপ্তাপি ঘোষণা করেন।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।

ধন্যবাদ সবাইকে।

@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Executive Admin ♛
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@nusuranur MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@swagata21 MOD Community Moderator 🇮🇳 ✨
@shy-fox MOD Extreme Curator 🐺
@abb-school MOD Steem School ✍
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

সত্যি বলতে এবারের হ্যাংআউট টা অনেক আনন্দের সাথে শুনেছি ৷ বিশেষ করে দাদা সার্ফার চেন্স করার পর অনেক টা ভালো শুনছি ৷ এই হ্যাংআউটে নতুন নতুন বিষয় চালু করেছে ৷ যেটা বড় সাপ্তাহিক সেরা ব্লগার বিষয়টি ভালো লেগেছে ৷ আর শুভ দা বরাবরই অসাধারণ ভাবে পরিচালনা করে ৷

 2 years ago (edited)

দেখতে দেখতে ‘আমার বাংলা ব্লগের’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৭০ পূর্ণ হয়ে গেল। দিনগুলো যে কিভাবে চলে যাচ্ছে সত্যি বলা মুশকিল। কিন্তু প্রতি সপ্তাহের হ্যাংআউট ভীষণ আনন্দ কর একটা দিন। এই সপ্তাহে আমার কাছে সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছে তিনজন সেরা ব্লগার বাছাই করার বিষয়টি। এক্ষেত্রে সাধারণ ইউজাররা বেশ আগ্রহ হবে কাজ করার জন্য। আবার এই সপ্তাহের যে প্রতিযোগিতা দেওয়া হয়েছে এটাও বেশ ভালো লেগেছে। সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটি হ্যাংআউট উদযাপন করলাম।

 2 years ago 

দেখতে দেখতে আমার বাংলা ব্লগ এর সাপ্তাহিক হ্যাংআউটের ৭০ তম দিন পার করে আসলাম। সত্যি হ্যাংআউটের দিন অনেক আশা-আকাঙ্ক্ষা এবং ভালোবাসা নিয়ে যুক্ত হই এবং অনেক জ্ঞানমূলক কথা শুনি।

এই দিন হ্যাংআউটে অনেক আনন্দ উপভোগ করেছি বিশেষ করে গান কবিতা শুনে।

সব থেকে বেশি ভালো লাগলো যখন জানতে পারলাম যে ব্লগার অফ দা উইক এ প্রথম ১০ জনের নামের তালিকা মধ্যে আমি একজন সত্যি তখন খুবই খুবই আনন্দ লাগছিল আমার।।

 2 years ago 

সাপ্তাহিক হ্যাংআউট মানেই আমার বাংলা ব্লগের উৎসর্গর একটি দিন। সাপ্তাহিক হ্যাংআউট মানে ই ব্লগারদের নতুন কিছু প্রাপ্তি ও উৎসাহ উদ্দীপনা। যেমনটি ৭০ তম হ্যাংআউট পর্বে তিনজন ইউজার সাপ্তাহিক সেরা ব্লগার নির্বাচিত। এভাবে এগিয়ে যাবে আমার বাংলা ব্লগ দূর থেকে বহুদূরে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

সাপ্তাহিক হ্যাংআউট মানেই তথ্য আদান প্রদান, আনন্দ,মজা মাস্তি আর বিনোদনে ভরপুর ৷ দেখতে দেখতে আমার বাংলা ব্লগ কমিউনিটির ৭০ তম সাপ্তাহিক হ্যাংআউট শেষ হয়ে গেলো ৷ প্রতিটি হ্যাংআউটে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয় , এবারও তাই হয়েছে ৷ বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা শেয়ার করেছে আমাদের মাঝে ৷যদিও নেটওয়ার্ক এর জন্য ভালো ভাবে উপভোগ করতে পারিনি , তবে আপনার এই রিপোর্ট থেকে ভালো ভাবে সব বুঝতে এবং জানতে পারলাম ৷ ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর ভাবে পোস্টটি গুছিয়ে শেয়ার করার জন্য ৷

 2 years ago 
দেখতে দেখতে যদিও ৭০ তম হ্যংআউট শেষ হয়ে গেল। কিন্তু এবারের হ্যাংআউটটি আমার কাছে আরো প্রানবন্ত লেগেছে।কারন এবারই প্রথম হ্যংআউটে সাপ্তাহিক বেস্ট ব্লগারের ঘোষণা করা হয়। যার ফলে ব্লগারদের উৎসাহের মাত্রা অনেকগুলো বৃদ্ধি পাবে।অসংখ্য ধন্যবাদ সকল এডমিন ও মডারেটরদের,সুন্দর ও রোমাঞ্চকর ৭০ তম হ্যাংআউট সফল ভাবে সম্পন্ন করার জন্য।
 2 years ago 

দেখতে দেখতে ৭০ তম হ্যাংআউট শেষ হয়ে গেল ৭০ তম হ্যাংআউট পুরো সময় উপস্থিত ছিলাম। অনেক গুরুত্বপূর্ণ কথা শুনতে পেয়েছি এবং বেশি ভালো লেগেছে এবার প্রথম হ্যাংআউট এর মাধ্যমে ৩ জন সেরা ব্লগার নির্বাচন করেছে। হ্যাংআউট খুবই উত্তেজনা মুহূর্ত ছিল। যাইহোক আপনি খুবই সুন্দরভাবে বিস্তারিত আবার আমাদের মধ্যে আলোচনা করলেন। পড়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

প্রতি বৃহস্পতিবার আমার বাংলা ব্লগের প্রত্যেকটি সদস্য অধীর আগ্রহে অপেক্ষা করে এই হ্যাংআউট এর জন্য। সাপ্তাহিক হ্যাংআউট এর মাধ্যমে আমরা আমাদের পুরো সপ্তাহের একটিভিটি, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং নতুন কোন বিষয় সম্পর্কে জানতে পারি। এর পাশাপাশি এন্টারটেইনমেন্ট পর্ব তো থাকছেই। তবে এবারের কনটেস্ট টা বেশ ভালো লেগেছে। বেস্ট ব্লগার অফ দা উইক এর ১০ জনের মধ্যে নিজের নাম টা শুনেও খুব ভালো লেগেছিল। সাপ্তাহিক হ্যাংআউট এর রিপোর্ট টি পড়ে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ইতিমধ্যে আমরা আমার বাংলা ব্লগ কমিউনিটির ৭০ তম হ্যাংআউট পার করে এসেছি। হ্যাংআউট মানে বাংলা ব্লগের প্রত্যেক ইউজারের মনে খুশি দিন। এই সপ্তাহে তিনজন সেরা ব্লগার বাছাই করে হ্যাংআউটের দিন ঘোষণা দিয়েছিলেন আমাদের দাদা। প্রত্যেক সপ্তাহে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি।

 2 years ago 

পরীক্ষার কারণে এই হাংআউট আমি উপস্থিত থাকতে পারেননি। তবে আপনার রিপোর্টটি পড়ে হ্যাংআউট সম্পর্কে বিস্তারিত তথ্য পেলাম। এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64116.01
ETH 2758.41
USDT 1.00
SBD 2.65