প্রকৃতির সজীবতায় ফিরে হৃদয়ে চঞ্চলতা

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন, আমি ভালো থাকার উপায় খুঁজে বের করার চেষ্টা করছি। সত্যি এই মুহুর্তে মানে লোডশেডিং এর অস্থিরতায় সবুজ প্রকৃতির মাঝে নিজেকে সঁপে দিতে মন চাইছে। হ্যা, এটা সত্য গ্রামের দিকে আরো বেশী লোডশেডিং হয়, কিন্তু সেটা গ্রামীন অঞ্চলের মানুষদের দৈনন্দিন জীবনে অতো বেশী প্রভাব ফেলতে পারে না। কারন তারা আমাদের মতো সারাদিন বিদ্যুতের মাঝে থাকে না, বরং সময়ে অসময়ে প্রকৃতির সজীবতা এবং কোমলতা উপভোগ করার চেষ্টা করে। আমি যখন গ্রামের বাড়ীতে থাকি, তখন আম্মু বার বার বলতে থাকে বাহিরে আসো, প্রকৃতির মাঝে-গাছের ছায়ায় একটু বসো। সারাদিনের ফ্যানের মাঝে থাকা ভালো না, শরীর অসুস্থ্য হয়ে যাবে।

আসলেই এটা কিন্তু সত্য, আমরা শহরের মানুষরা নিরুপায় হয়ে ২৪ ঘন্টার মাঝে ২৪ ঘন্টাই বিদ্যুতের মাঝে থাকি, এক ঘন্টা লোডশেডিং এ অস্থিরতা প্রকাশ করি। কিন্তু গ্রামের মানুষ তারা কিন্তু আমাদের মতো এতো বেশী অস্থিরতা প্রকাশ করে না, কারন তারা বেশীর ভাগ সময়ই প্রকৃতির মাঝে, প্রকৃতির সজীবতার মাঝে থাকে, ফলশ্রুতিতে তাদের মন ও দেহ দুটোই বেশ সতেজ ও ফুরফুরে থাকে। এটা অস্বীকার করার সুযোগ নেই, গ্রামের মানুষগুলো আমাদের তুলনায় অনেক বেশী মানসিক চাপমুক্ত থাকে সর্বদা।

IMG_20220715_112257.jpg

আমি সবুজের মাঝে খুঁজেছি সজীবতা
আমি প্রকৃতির মাঝে পেয়েছি চঞ্চলতা,
আমি তোমার মাঝে খুঁজেছি ‍উষ্ণতা
আমি ভালোবাসা পেয়ে হয়েছি আত্মহারা।

সবুজের সাথে হৃদয়ে বন্ধনে
তোমার ছোঁয়ার উষ্ণ আলিঙ্গনে
আমি তোমার মতো, সবুজের মাঝে
বার বার হারিয়েছি নিজের অস্তিত্বকে।

তুমি সবুজের মাঝে ডুবে যাও
স্পর্শের আলিঙ্গনে অনুভব করো ভালোবাসা,
আমি হারিয়ে গেলে, তুমি এসো সবুজের মাঝে
খুঁজে পাবে আমার অস্তিত্বকে, প্রকৃতির মাঝে।

IMG_20220715_112318.jpg

না না না এতটুকুই আপাদত লিখলাম, পুরো কবিতা লিখতে গেলে আরো কিছুটা সময় হয়তো ব্যয় করতে হবে। কিন্তু সেই রিস্ক নিতে চাই না এখন, কারন সময় নিতে গেলে যদি আবার লোডশেডিং এর খপ্পরে পড়ে যাই, বলাতো যায় না কখন যে কোন দিক হতে চলে আসে, একদম বউয়ের মতো না পুলিশের মতো হি হি হি। সত্যি বলছি যতক্ষন অফিসের মাঝে থাকি, লোডশেডিং নিয়ে একটা আতংকের মাঝে থাকি, এই বুঝি এলোরে না এই বুঝি গেলোরে, হা হা হা। হয়তো আমার মতো চারপাশের মানুষগুলো নানাভাবে লোভশেডিং নিয়ে মজা করার চেষ্টা করছে, কারন এই সময়ে সবচেয়ে বেশী ভাইরাল হওয়া বিষয়টি হলো বিদ্যুৎ, আহ বিদ্যুৎ নামের ছেলেগুলো এখন বেশ মজায় আছে, কথায় কথায় তারা এখন ভাইরাল হচ্ছে হা হা হা।

IMG_20220715_112252.jpg

IMG_20220715_112302.jpg

IMG_20220715_112305.jpg

ফেসবুকে দেখলাম সেদিন বিদ্যুৎ নিয়ে বড় বড় কথা বলছেন একজন কিন্তু তার মাঝেই হঠাৎ তার চেহারা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেলো, কারন চাপাবাজির মাঝে তিনি নিজেই লোডশেডিং এ আক্রান্ত হয়ে গেছেন। সুতরাং বুঝতেই পারছেন খুব বেশী বড় বড় কথা এখন বলা যাবে না, যা বলার আমার মতো করে মানে ছোট ছোট করে বলবেন, তাতে সরকার যেমন খুশি থাকবে তেমনি বউও অখুশি হবে না। কি আড় চোখে আমার দিকে তাকাচ্ছেন কেন? আমি কি ভুল কিছু বললাম? ভালো একটা পরামর্শ দিলাম, কই সেটাকে সানন্দে গ্রহণ করবেন তা না, উল্টো আমার দিকে আড় চোখে তাকাচ্ছেন!

IMG_20220715_112328.jpg

IMG_20220715_112334.jpg

IMG_20220715_112336.jpg

কারন ছোট ছোট করে কিছু বলার অভ্যেসটা হয়ে গেলো বউয়ের সাথেও কথা বলার সময় ছোট ছোট করে বললেন, দেখবেন বউও সরকারের মতো মেলা খুশি হয়ে গেছে। তবে যদি বেজার হয়ে কোন অঘটনা ঘটিয়ে ফেলে তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না, বলে দিলুম আগেই, হি হি হি। কারন আমার পরামর্শগুলো শুধুই আপনাকে বিপদে ফেলবে, আর দূর হতে আমি মজা দেখবো ফ্রি টিকেটে, সুতরাং যা করবেন নিজ দায়িত্বে সেখানে আমি ভুলেও থাকবো না।

IMG_20220715_112339.jpg

IMG_20220715_112344.jpg

IMG_20220715_112348.jpg

না না না থাক আজ এখানেই কথাগুলোকে ছোট করে নিলাম। আর হ্যা, আরো একটা খবর আপনাদের দেয়া হয় নাই, অবশেষে আমাদের অফিসে নতুন আইপিএস নেয়া হয়েছে, তবে তার জন্য ৫০,০০০/- হাজার টাকা খরচা করতে হয়েছে। কিন্তু সত্যি বলতে আমি মোটেও খুশি হতে পারি নাই কারন কম্পিউটারে আইপিএস এর সংযোগ দেয়া হয় নাই আর এই কারনেই আমি এখনো ছোট ছোট কথা বলার মাঝে ভয়ে থাকি, কখন আবার লোডশেডিং শুরু করে যায়, মানে আমি অন্ধকারে হারিয়ে যাই না আমি অন্ধকারে হারিয়ে যাবো না কারন আইপিএস আছেতো, কিন্তু আমার লেখাগুলো হারিয়ে যেতে পারে, তাই আর বড় করলাম না। বরং তার চেয়ে চলুন সবুজ প্রকৃতির সুন্দর কিছু গ্রামীন দৃশ্য উপভোগ করি, তাতে হয়তো হৃদয়টা একটু সজীবতা ফিরে পাবে।

IMG_20220715_112351.jpg

IMG_20220715_112355.jpg

IMG_20220715_112416.jpg

তারিখঃ জুলাই ১৫, ২০২২ইং।
লোকেশনঃ সিঙ্গাইর, মানিকগঞ্জ।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।


ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.png
break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

কি আড় চোখে আমার দিকে তাকাচ্ছেন কেন? আমি কি ভুল কিছু বললাম?

চোখ বড় বড় করে সোজা চোখেও তাকিয়ে দেখেছি বিদ্যুৎ নাই। বিদ্যুৎ নিয়ে কি আর বলি বিদ্যুৎ নামের ছেলেগুলোকে পিটানো উচিত কেন বারবার চলে যায় 😅। তবে যাই বলুন না কেন ভাইয়া বড়রা একটি কথা বলেছে আমরা যদি প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাই তাহলে অনেক বেশি সুস্থ জীবন পাবো। হয়তো শহরের জীবন যাপনের মাঝে সেই সুযোগটা হয়ে ওঠেনা। তবে সুস্থ জীবন যাপন করতে হলে সব কিছুরই প্রয়োজন আছে। অনেক সুন্দর ভাবে আপনি আপনার অনুভূতি সকলের মাঝে তুলে ধরেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Conserve.🤲 Protect.🛡 Preserve.🌱 Resteemed.♻

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago 

লোডশেডিং হলেও মুক্ত হাওয়া পাওয়া যায় গ্রামের দিকে, ঠিক বলেছেন ভাইয়া ।এটি ভারী বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি করে।কবিতা, সাহিত্যে দারুণ লিখেছেন।প্রকৃতি মানেই অন্যরকম অনুভূতি।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভাইয়া তাহলে নামটা পরিবর্তন করে ফেলবেন নাকি😜😜।আপনি যে মানুষরে ভালো বুদ্ধি দেন না তা জানি,কিন্তু সংসারে ঝামেলা লাগার বুদ্ধি দিয়ে দূর থেকে মজা দেখেন তা তো জানতাম না😉😉।যাই হোক কবিতাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে।প্রতিটি লাইন সুন্দর। ভালো ছিলো।ধন্যবাদ

 2 years ago 

লোডশেডিংয়ে জীবন ছানাবড়া হয়ে যাচ্ছে।
মন চাইছে কারেন্টের লাইন একদমই বিচ্ছিন্ন করে ফেলি 😡

গ্রামের মানুষ সত্যিই এতটা বিদ্যুৎ নিয়ে পরে থাকে না, তারা প্রকৃতির মাঝে নিজেকে সঁপে দিয়ে আরামে থাকেন।

যারা বিদ্যুৎ নিয়ে বড় বড় কথা বলছেন তারা শুধুমাত্র তেলবাজ আর সুবিধাবাদী লোক।

আপনার কবিতা হৃদয়স্পর্শী ছিল 🤗

দোয়া করি আপনার হৃদয় সবসময়ই সবুজময় আর প্রান প্রাচুর্যের মাঝে থাকুক 🤗

সবুজময় ভালোবাসা আপনার জন্য ভাই।।।।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

তুমি সবুজের মাঝে ডুবে যাও
স্পর্শের আলিঙ্গনে অনুভব করো ভালোবাসা,
আমি হারিয়ে গেলে, তুমি এসো সবুজের মাঝে
খুঁজে পাবে আমার অস্তিত্বকে, প্রকৃতির মাঝে।

সত্যি ভাইয়া আপনার প্রতিভা দেখলে মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর এবং সাবলীল ভাষায় প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দেয়ার ক্ষমতা শুধু আপনারই আছে। নিজেকে প্রকৃতির মাঝে বিলিয়ে দিতে মাঝে মাঝে ইচ্ছে করে। সত্যি যদি তাই হত তাহলে লোডশেডিং এর অত্যাচার থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যেত। কি আর করার পুরুষরা যদি নিজের বউয়ের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে তাহলে লোডশেডিং তো কিছুই নয় 😅😅। এই লোডশেডিং এর মাঝেও মনে সান্ত্বনা নিয়ে ভালো থাকার চেষ্টা করছি সবাই। ভাইয়া আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।♥️♥️

 2 years ago 

ঠিক বলেছেন ভাই, প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো আমাদের মুগ্ধ করে। বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষের লোডশেডিংয়ের কারণে খুব একটা কষ্ট হয় না। তারা প্রকৃতির সৌন্দর্যের মধ্যে মুক্ত বাতাসে উপভোগ করে। যার কারণে তাদের লোডশেডিংয়ের কারণে খুব একটা কষ্ট হয় না। কিন্তু শহরের মানুষ ২৪ ঘন্টায় বিদ্যুতের মধ্যে থাকে, যার কারণে তারা এক ঘণ্টা বিদ্যুৎ ছাড়া থাকতেই পারে না। তাই শহরের মানুষের খুব কষ্ট হয়ে যায়। কারণে শহরে গ্রাম অঞ্চলের মতো প্রকৃতির মুক্ত বাতাস তারা উপভোগ করতে পারে না। আসলে গ্রামের সবুজ শ্যামল প্রকৃতির সৌন্দর্য খুবই ভালো লাগে। আজকে আপনার ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আপনার কথায় আড়চোখে না তাকিয়ে উপায় আছে!বউকে যে কোন অর্থে সরকারের সাথে মেলান তা কি বউ জানে?😀
সত্যি ভাই এটা,গ্রামের মানুষের কারেন্ট নিয়ে এতো প্যারা নেই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 61043.90
ETH 3378.35
USDT 1.00
SBD 2.46