হ্যালো বন্ধুরা,
আশা করছি সবাই ভালো আছো। আমি আমার মতো করে ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। বাড়ী পরিবর্তন করে কিছুটা চাপের মাঝে আছি, তবে হ্যা, নিজের বাড়ী বলে কথা, তাই বেশী খুশি আছি। কবির হৃদয়তো বুঝেনই অল্পতেই খুশি হয়ে যায়, অল্প প্রাপ্তিতেই হৃদয় পূর্ণ হয়ে যায়। কিন্তু কেন জানি লেখকদের হৃদয় খুব সহজেই পূর্ণতা পায় না, হৃদয়ের আকাংখা ফুরাতে চায় না। না থাক আর বেশী কিছু বলা যাবে না, তখন আবার আপনারা লাইন ছেড়ে বে লাইনের দিকে ছুটে যাবেন না, বিশ্বেস নেই একদমই আপনাদের, হা হা হা।
আজকে আপনাদের সাথে কবিতা শেয়ার করবো, যদিও মাঝ খানে বেশ কিছু দিন গ্যাপ দিয়েছি। আসলে বাড়ী পরিবর্তন জনিত চাপের কারনে কবিতার ভাবটা জাগ্রত হতে পারে নাই, যার কারনে নতুন কোন কবিতা লেখা হয় নাই। আসলে ভাবের একটা গ্যাপ হয়ে গেছে যার কারনে নতুন কবিতা বের হতে চাইছে না, জোর করলেও না। এটা একটা দারুণ সমস্যা চাইলে কিছু করা যায় না, আবার জোর করলেও কিছু হয় না। কোন লেখকের জীবনীতে জানি পড়েছিলাম যে উনি সর্বদা খাতা কলম সাথে রাখতেন, যখনই ভাব উঠে যেতো সাথে সাখে কবিতা নোট করে ফেলতেন। সে যাই হোক আমরাতো অতো বড় কবি না তাই খাতা কলমও সাথে রাখি না। আবার বাড়ীতে বউওতো আছে, ভাবের খাতা কলমে পরে আগুন ধরিয়ে দিবে, বলা তো যায় না হি হি হি।
সে সব কথা বাদ, আজকের কবিতায় ফিরে আসি। আজকে অবশ্য বৃষ্টিকে নিয়ে কবিতা লিখেছি, না না না সেই বৃষ্টি না এটা হলো হৃদয়ের আকাশের বৃষ্টি। যে বৃষ্টির মাঝে দারুণ একটা আবেগ লুকিয়ে থাকে, যেখানে অন্য রকম শীতলতা থাকে, যার ছোঁয়ায় হৃদয় জাগ্রত হয়ে যায়, যার পরশে হৃদয়ের মাঝে আদ্রর্তা ফিরে আসে। নিশ্চয় বুঝতে পারছেন আমি কোন বৃষ্টির কথা বলছি, জানিতো আপনাদের মাথায় বুদ্ধি আছে, গিলু থাকুক আর না থাকুক তাতে কি, হি হি হি। চালুন তাহলে ভিন্ন আবেগের, ভিন্ন আকাংখার কবিতাটি পড়ে দেখি-
আমি আকাশের মাঝে বৃষ্টি খুঁজি
তৃষ্ণার সাথে খুঁজি আর্দ্রতা
আমি তোমার মাঝে আবেগ খুঁজি
হৃদয়ের সাথে প্রেমের সখ্যতা।
আমি বৃষ্টির মাঝে শীতলতা খুঁজি
রাতের মাঝে মিষ্টি নিরবতা,
আমি হৃদয়ের মাঝে অমৃত খুঁজি
বিরহের সাথে সুখের পূর্ণতা।
আমি উদাসী নয়নে আকাশ দেখি
রজনীর মাঝে খুঁজি ধ্রুবতারা,
আমি তোমার মাঝে অনুভূতি খুঁজি
স্পর্শের সাথে পরম উষ্ণতা।
আমি কাব্যের মাঝে আবেগ খুঁজি
ছন্দের মাঝে ভালবাসার ব্যকুলতা,
আমি তোমার মাঝে অস্থিরতা খুঁজি
সম্পর্কের সাথে হৃদয়ের চঞ্চলতা।
আমি প্রকৃতির মাঝে সজীবতা খুঁজি
উত্তপ্ত করি হৃদয়ের বাসনা,
আমি তোমার মাঝে প্রেরণা খুঁজি
স্পর্ধার সাথে সুখের কামনা।
আমি শয়নে স্বপনে, অন্তর্দৃষ্টি কল্পনায়
আমি চৈত্রের খরায়, শ্রাবণের বর্ষায়,
আমি সাঁঝের বেলায়, জোছনার আলোয়
ব্যগ্র হৃদয়ে খুঁজি শুধু তোমায়।
Image taken from Pixabay 1 and 2
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
ঠিকই বলেছেন নিজের বাড়িতে থাকার মজাই একটা আলাদা, আসলে স্বাধীন মত থাকা যায়। আর আপনি ভাই ভাবিকে নিয়ে যা লিখেছেন যদি দেখে আমার মনে হয়েছে খাতা-কলম এমনেতেই হাতে ধরিয়ে দিবে। তো ভালো ছিল আপনার কবিতাটি। মনে হচ্ছে দিনে দিনে ভালো কবি হচ্ছেন। দোয়া রইল ভাই
Upvoted! Thank you for supporting witness @jswit.
সত্যি ভাইয়া আপনার লেখাগুলো পড়লে খুবই আনন্দ পাই। বউ নামক মানুষটি যতদিন জীবনে আছে ততদিন কবিতার খাতা লুকিয়ে রাখতে হবে 😆😆। তবে আপনার লেখা কবিতা অসাধারণ হয়েছে ভাইয়া। কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে এই লাইনগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে,
ঠিকই বলেছেন ভাইয়া জোর করে আসলে কিছু হয়না। আপনি বাসা চেঞ্জ করেছেন যার কারণে অনেক টেনশন নিয়েছিলেন। মানসিক চিন্তা করেছিলেন যার কারণে কবিতা লিখতে পরেননি।কবিতা লিখকে অনেকটা নিরিবিলি এবং কবিতার মধ্যে থাকতে হয়। যাই হোক আজকে অনেকদিন পর আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগলো। হৃদয়ের আকাশে এই বৃষ্টির কবিতাটি অনেক সুন্দর হয়েছে। হৃদয়ের বৃষ্টির আপনি কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।
খাতা কলম সাথে রাখতে হবে দেখছি,,, 😁
কবিতা তো আসেই না মনে, লিখতেও পারিনা 😥
আপনি নতুন বাসায় গেলেন মিষ্টি খাওয়ালেন না। যায়হোক, আপনার কবিতা কিন্তু চমৎকার ❤️। এভাবে খুজঁলে তো পেয়ে যাবো তাকে 🤭
আমি তো প্রথমে ভেবেছিলাম পাশের বাসার বৃষ্টিকে নিয়ে কবিতা লিখে ফেলেছেন ভাইয়া। তবে মনে মনে যে কাকে নিয়ে কবিতা লিখেছেন কে জানে 😅। কবিতার ভাষা এবং ছন্দ আমার কাছে দারুন লেগেছে। ভাইয়া আপনি দিনে দিনে একদম দারুন দারুন কবিতা উপহার দিচ্ছেন। আপনার কবিতাগুলো পড়তে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
খুব সুন্দর হয়েছে কবিতাটি খুব ভালো লাগলো দাদা ।কত কষ্ট বুকে থাকলে কবিতা বের হয় সেটা আমি একমাত্র বুঝি, খুব ভালো লেগেছে দাদা! শুভকামনা রইল আপনার জন্য
আর আমি,
বৃষ্টির নাম শুনলেই
অন্য কিছু মনে করি।😜😜
আমিও লিখলাম আরকি কবিতা আপনার কবিতার উত্তর দিতে।
এই রকম অযথা অন্য কিছু চিন্তা করা মোটেও ভালো লক্ষ্যন না কিন্তু, যা বুঝার তো বুঝে নিয়েছি আর কি মনে করবো হি হি হি।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
ভাবের খাতা গুলোতে ভাবিকে নিয়ে কবিতা লিখলে তাহলে হয়তো আগুন ধরিয়ে দেবে না, হিহিহি..। তবে যাই হোক ভাইয়া, আজকের কবিতাটি কিন্তু অসাধারণ হয়েছে। বৃষ্টি ভেজা মনের আবেগ নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।