আবোল-তাবোল জীবনের গল্প [ সংস্রব ]

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছো। ভালো থাকাটা যদিও সহজ কোন বিষয় না, তবে আমাদের সঠিক মানসিকতা কিংবা সিদ্ধান্ত এটাকে অনেকাংশে সহজ করে তুলতে পারে। দেখুন জীবনে চলার পথে সিদ্ধান্তগুলো অনেক হিসেব কষে গ্রহণ করতে হয়, এই ক্ষেত্রে যারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, তারা সর্বদা সঠিক এবং কাংখিত অবস্থান নিশ্চিত করতে পারেন। আজকের আবোল-তাবোল জীবনের গল্পে এই রকম কিছু বাস্তবতা আপনাদের সাথে ভাগ করে নেয়ার চেস্টা করবো, যেগুলোতে আমরা একটু সচেতন থাকতে পারলে খুব সহজেই অনাকাংখিত অনেক সমস্যা এড়িয়ে যেতে পারবো। হ্যা, সমস্যার মূলে সর্বদা থাকে আমাদের ভুল সিদ্ধান্ত এবং ভুল মানসিকতা। সুতরাং কোন বিষয়ে অন্যের প্রতি আঙ্গুল উঠানোর পূর্বে নিজের অবস্থানটা ভালোভাবে বিবেচনা করা অধীক যুক্তিযুক্ত।

ছোট হতেই আমি একটা ডায়লগ শুনে আসছি, সঙ্গ দোষে অঙ্গ পুড়ে। এটা ছোট একটা লাইন কিংবা ডায়লগ হলেও এর ভাবার্থ কিন্তু অনেক গভীর। যদিও তখন অতো কিছু বুঝতাম না কিন্তু ডায়লগটার ছন্দটা বেশ ভালো লাগতো এবং কথায় কথায় আমিও উদাহরণ দেয়ার চেষ্টা করতাম। উদাহরণগুলো ভুল কিংবা সঠিক তা বিবেচনা করার সুযোগ পেতাম না। কারণ ঐ যে ছন্দটা ভালো লাগতো। কিন্তু এখন বেশ বুঝতে পারছি, ছন্দটা সুন্দর হলেও এর ব্যাখ্যাটা মোটেও সুন্দর না। কারন এর ব্যাখ্যায় এটা স্পষ্ট হয়ে যায় যে, আমাদের অবস্থান এবং সিদ্ধান্তগুলোর অধিকাংশই ভুল। আর আমাদের ভুলগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো কিংবা বুঝানোর জন্য এই ডায়লগটি ব্যবহার করা হতো।

monkey-g08ff29c46_1920.jpg

দেখুন আমাদের ভুল ছিলো দুটো জায়গায়, এক ডায়লগের অর্থ বুঝতে না পারা এবং দুই সঠিক স্থানে তা ব্যবহার না করা। কিন্তু করবো কিভাবে আমরা নিজেরাই যে ভুল অবস্থানে আটকে আছি। আগে তো সেখান হতে ফিরে আসতে হবে, তারপর বিষয়টির গভীরতায় প্রবেশ করতে হবে। চলুন বিষয়টি একটু বুঝার চেষ্টা করি। একটু লক্ষ্য করুন, আপনি যদি কিছুটা সময় কামার এর দোকান গিয়ে বসে থাকেন, তারপর যখন সেখান হতে চলে আসেন। তখন যদি একটু খেয়াল করেন কিংবা বুঝার চেষ্টা করেন তাহলে দেখতে পাবেন, আপনার শরীর হতে লোহা পোড়ানোর একটা গন্ধ আসছে এবং কিছু কয়লার ছাই আপনার শরীরে কিংবা পোষাকে রয়েগেছে। এটা হলো একটা দিক, এবার আমরা অন্য দিকটি একটু দেখি।

আপনি যদি বেশ কিছুটা সময় আতরের দোকানে বসে থাকেন এবং তারপর সেখান হতে চলে আসেন। আপনার শরীরে আতর পাওয়া যাবে না কিন্তু একটা সুন্দর ঘ্রান ঠিক পাওয়া যাবে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? দুটোই কিন্তু দোকান ছিলো এবং দুটোর প্রভাবই আপনার শরীরে পাওয়া গিয়েছে, একটা হয়তো ভালোময় ছিলো কিন্তু অন্যটি হয়তো পছন্দসই ছিলো না। পার্থক্যটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি আমরা বুঝতে সক্ষম হই তবে। এই জন্যই বলা হয়েছে সঙ্গ দোষে অঙ্গ পুড়ে। আপনি যদি ভালো কিছুর সঙ্গে থাকেন তাহলে আপনার অঙ্গে ভালো কিছুর প্রভাব পড়বে কিন্তু আপনি যদি খারাপ কিছুর সঙ্গ গ্রহণ করেন তাহলে আপনার অঙ্গে খারাপ কিছুর প্রভাব পড়বে। তাহলে বিষয়টি পরিস্কার হয়ে গেলো, সব কিছু আমাদের মানসিকতা কিংবা সিদ্ধান্তের উপর নির্ভর করে।

দেখুন আজকাল আমাদের কাদেরকে বেছে নিচ্ছি, আমরা কিংবা আমাদের সন্তানরা কাদের সঙ্গ পছন্দ করছে? এটা কিন্তু আমরা দেখার কিংবা যাচাই করার চেষ্টা করি না। কিন্তু আমাদের সময় শুধু আমাদের গার্জেনরা না বরং আসে পাশের পরিচিতজনরা পর্যন্ত এই বিষয়গুলো চেক করার চেষ্টা করতেন। আমাদের কোন খারাপ ছেলের সাথে মিশতে দেখলে সাথে সাতে বাড়ীতে সেই খরবটা পৌছে দিতেন। কারন তারা আমাদের ভালো চাইতেন আর এটা বুঝতে পারতেন যে সেই খারাপ ছেলের সঙ্গটি আমাকে প্রভাবিত করবে এবং আমিও তার মতো খারাপ কিছুতে আসক্ত হয়ে যাবো। তাই আমরা চাইলেও তারা কখনো সেটা চাইতেন না এবং সেখান হতে বিরত রাখার চেস্টা করতেন।

ape-g645793c82_1920.jpg

আরো একটু সহজ করে বলি, আপনি যখন একজন খারাপ ব্যক্তির সংস্পর্শে যাবেন, তখন আস্তে আস্তে আপনি আপনার ভালো বিষয়গুলো হতে দূরে সরে যাবেন এবং সেই ব্যক্তির খারাপ বিষয়গুলোর প্রতি দুর্বল হয়ে যাবেন। ধীরে ধীরে আপনার নিকট ভালো বিষয়গুলো অসহ্য লাগবে এবং সেই ব্যক্তির খারাপ বিষয়গুলো আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠবে। আপনার মনে হবে আপনি এতোদিন যা করেছেন বা বুঝেছেন তা সবই ভুল, কিন্তু এখন যা দেখতে পাচ্ছেন তা আপাদত দৃষ্টিতে খারাপ মনে হলেও সেটাই ভালো। এই রকম একটা ভুল ব্যাখ্যায় আপনার মানসিকতা ডুবে যাবে এবং আপনিও ধীরে ধীরে সেই খারাপ ব্যাক্তির অভ্যেসগুলোতে আক্রান্ত হতে শুরু করবেন। এটাই হলো সঙ্গ দোষে অঙ্গ পুড়ার নির্মম বাস্তবতা।

সুতরাং আজকের জীবনের গল্পে একটা বাস্তবতা খুব সহজেই আমাদের বোধগম্য হয়েছে বলে আমি বিশ্বাস করতে চাই। আসলে আমরা সবটাই বুঝি এবং জানি কিন্তু মানতে পারি না, কেন জানি মনের ভিতরে ভালো কিছুর প্রতি আকর্ষণবোধ করি না, এটাই আমাদের সবচেয়ে বড় বাধা। তবুও আসুন না একটু চেষ্টা করি, চেষ্টায়তো সব হয়, এই বিশ্বাসটাকেও আকঁড়ে ধরি। সিদ্ধান্তগুলোতে একটু পরিবর্তন আনার চেষ্টা করি এবং ভালো মানুষগুলোর সংস্রব গ্রহণ করার চেষ্টা করি কিংবা তাদের সান্নিধ্যে থাকার চেষ্টা করি। তাদের ভিতরের কিছু সুঘ্রান নিজের মাঝে আনার চেষ্টা করি, তাহলে আমার ভেতরটা যেমন সুঘ্রানে ভরে যাবে ঠিক তেমনি অন্যরাও আমার নিকট হতে সুঘ্রান পাবে। চিন্তা করুন বিষয়টি নিয়ে, হয়তো একটা ভালো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আপনার জন্য সহজ হয়ে যাবে।

Image Taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break2.jpg
Leader Banner-Final.pngbreak2.jpg

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break2.jpg

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.027
BTC 60462.58
ETH 2636.31
USDT 1.00
SBD 2.58