আবেগের কবিতা || খুঁজি তোমাকে || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

light-bulb-g9660f7404_1920.jpg

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন। হৃদয়ের অস্থিরতাসমূহকে আড়ালে রেখে প্রিয় মানুষের উষ্ণ পরশ নিয়ে ভালো থাকার চেষ্টা করছেন। আসলে প্রিয় মানুষ কিংবা তার মিষ্টি হাসি সম্মুখে থাকলে হৃদয়ের চঞ্চলতা নিয়ে হাজার কষ্টের পথ পাড়ি দেয়া যায় নিমিষে। বাস্তবতা সত্যি ভিন্ন কিছু, হয়তো কবির কবিতায় সেটা প্রকাশ পায় না, কারন কবির ছান্দ্যিক কাব্যে শুধুই থাকে হৃদয়ের আবেগ মিশানো অনুভূতি ছোঁয়া। সে যাইহোক, ভালো থাকার চেষ্টায় আমরা সবাই বিদ্রোহী, ভালো থাকার লড়াইয়ে আমরা সবাই সংগ্রামী। আর এই চেষ্টা এবং সংগ্রামে আমাদের বিজয়ী হতেই হবে, এর কোন বিকল্প নেই।

বিকল্প থাকলেও সেটাকে আমরা নিশ্চিতভাবে অশান্তিতে ঠেলে দিতাম, হা হা হা ভালো থাকার লড়াই আমরা কাউকে সামনে এগুতে দিতাম না নিশ্চিতভাবে। এইতো দেখেন ভালো থাকার লড়াইয়ে কত প্রেমিক নিজের জীবন দিয়েছেন প্রেমিকার বাবা কিংবা ভাইয়ের হাতে। আরে ভাই সত্য ঘটনা এগুলো, সিনেমাতে দেখেছি- আমি নিজে তার স্বাক্ষী হা হা হা। সিনেমাতে হয়তো প্রতিনিয়ত এমনই ঘটছে কিন্তু বাস্তবে ওরে বাবা জীবন নিয়ে পালা, হয়তো আপনি সবার আগে দৌড় দিবেন চোখ বন্ধ করে। আপনি না বললে কি হবে আমি সেটা বিশ্বেস করে নিয়েছি এই ক্ষেত্রে দৌড়ে আপনি নিশ্চিতভাবে বিজয়ীর আসনে থাকবেন, হা হা হা।

আচ্ছা থাক সেসব কথা, আপনি হয়তো বেশী ভালো তাই দৌড়ের আগে থাকবেন আমি হয়তো কম ভালো তাই দৌড়ের পিছনে থাকবো। কিন্তু হৃদয়ের কথা কিংবা অনুভূতি সেটা কিন্তু কবির কাব্যে সবার আগেই থাকবে। ভালোবাসার বসন্তের ফুল ফুটুক কিংবা নাই ফুটুক হৃদয়ের ফুল ঠিক সময়েই ফুটবে এবং কবিতার ছন্দে কবির আবেগ মিশ্রিত ভালোবাসা জাগ্রত থাকবে। আজকে তেমনই একটা ভালোবাসা আকুতিমাখা কবিতা আপনাদের সাথে ভাগ করে নিবো, চলুন তাহলে কবিতাটি দেখি-

heart-gbb9817f5f_1280.png

রোজ সকালে ভীড়ের মাঝে
আমি খুঁজি তোমাকে,
রোজ সকালে জ্যামের মাঝে
আমি খুঁজি তোমাকে,
তুমি পাশে থাকলে হৃদয় উৎফুল্ল থাকে
হাজার যন্ত্রণার মাঝে মন সতেজ থাকে।

আমি সকালের স্নিগ্ধতার মাঝে
আমি সন্ধ্যার নীলাভ আবহের মাঝে
আমি হৃদয়ের আবেগ নিয়ে,
আমি উৎকণ্ঠার ভাব নিয়ে,
এখানে-ওখানে, দিনে-রাতে সর্বক্ষণে
শুধু খুঁজি ফিরি ব্যাকুলতা নিয়ে শুধু তোমাকে।

আমি খুুঁজি তোমাকে
বর্ষায় বৃষ্টির শীতলতায় ভিজে,
আমি খুঁজি তোমাকে
গ্রীষ্মের রোদের প্রখরতার উত্তপ্ততায়,
তোমার পরশে, শীতলতা হারাবে উষ্ণতায়
তোমার যাদুতে, উত্তপ্ততা হারাবে আদ্রতায়।

আমি আশার আলো নিয়ে
অন্ধকারে পথ খুঁজি,
আমি তোমার স্বপ্ন নিয়ে
রজনীর পর রজনী জাগি,
আমি নিরাশার ব্যাকুলতায়, তোমায় ভাবি
আমি অনুভূতির জোয়ারে, তোমায় খুঁজি।

আমি হৃদয়ের ব্যকুলতা, চেপে রাখি
আমি অনুভূতির চঞ্চলতা, আড়ালে ঢাকি
হাজার প্রশ্নের ভীড়ে, আবেগের তীক্ষ্ণ তীরে
ক্ষত বিক্ষত হৃদয়ে, আনমনে খুঁজি তোমাকে
তোমার ছোঁয়া, ভালোবাসার পরশে
হৃদয়ের অস্থিরতা, লুকাবে নিমিষে।


Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.png
break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

হুম ভাই ঠিক ভালো থাকতে মানুষ কত কিছুই না করে ৷ভালো থাকার জন্য মানুষ বিদ্রোহী লড়াই সংগ্রাম সব করে শুধু একটু ভালো থাকার জন্য ৷
কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু ভিন্ন ৷
প্রেম ভালোবাসার জন্য বাবা বা ভাইয়ের কাছে জীবন দেয় সিনেমায় ৷বাস্তব জীবনে কখনো জীবন দেয় না তারা ভালো থাকার জন্য পালিয়ে যায় ৷
আর কবিতাটি অনেক ভালো লেগেছে ৷

 2 years ago 

কথাটা তো দারুণ বললেন ভাই ভালো থাকার লড়াইয়ে আমরা সবাই সংগ্রামী। যে করেই হোক এই লড়াইয়ে আমাদের বিজয়ী হতে হবে দারুণ কথা। এতো গভীর কথা সহজভাবে ভাবা যায় সেটা আপনি দেখালেন ভাই।।

হৃদয়ের ব‍্যাকুলতা দূর করার জন্য নিজের ভালো থাকার জন্য প্রিয় মানুষকে খুজে বেড়ানো। কিন্তু দিনশেষে কেউ পাই আবার কেউ পাই না। না পাওয়ার সংখ‍্যাই বেশি। অসাধারণ ছিল কবিতা টা ভাই। একেবারে হৃদয়ে গেথে গেল।।

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 2 years ago 

ভাইয়া বাস্তবে প্রেমিকার বাবা কিংবা ভাইয়ের হাতে মার খায় না। বাসায় এসে দরজা লাগিয়ে ঝুলে যায়। সেটা অবশ্য হাতে গনা খুব কম। তবে মাঝে মাঝে দেখা যায়। কবিতাটি ধারুন ছিল ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আশা করি ভাইয়া ভালো আছেন ? আজকে আপনার কবিতাটি পড়ে সত্যি খুব ভালো লাগলো। খুবই দুর্দান্ত কবিতা লিখেছেন আপনি। কবিতার প্রতিটি লাইনের মাঝে ভালোবাসার প্রতি ছায়া খুঁজে পাই। সত্যি ভাইয়া মন ছুয়ে গেলো। এত অসাধারণ কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

গভীরভাবে ভালোবাসার মানুষকেই এভাবে খোঁজা যায় রাতের পর রাত জেগে, রোদ বৃষ্টি মাথায় নিয়ে এবং রক্তাক্ত হৃদয়ে।অসাধারণ লিখেছেন ভাইয়া কবিতাটি,সম্পূর্ণ কবিতা জুড়ে একজনকে পাওয়ার নেশায় ছুটে বেড়ানো প্রকাশ পেয়েছে।আমার কাছে খুব ভালো লেগেছে,ধন্যবাদ ভাইয়া।

রোজ সকালে ভীড়ের মাঝে
আমি খুঁজি তোমাকে,
রোজ সকালে জ্যামের মাঝে
আমি খুঁজি তোমাকে,

ভাইয়া আপনি জ্যামের মাঝে ও খোঁজেন?হি হি,🤔

 2 years ago 

আবেগের কবিতা খুঁজি তোমাকে সত্যিই যখন কারোর মনে কারোর জন্য ভালোবাসা তৈরি হয় তখন তাকে এভাবেই আবেগ ময় এর মত খুঁজতে থাকে দিনরাত। আপনার কবিতার চরণ গুলো বেশ আমার নজর কেটেছে সত্যি অসাধারণ একটি আবেগ-মায়ের কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। যখন প্রথম প্রথম আমি প্রেম করেছিলাম তখন আমারও ঠিক এমন টাই লাগতো সত্যি আবেগ এমন টাই হয়।সব সময় তার কথা দিনরাত মনে পড়তো আমার শুভকামনা রইল ভাইয়া এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

বাংলা সিনেমাতেই সম্ভব নায়িকাকে উদ্ধার করার জন্য লড়াই করা হাহাহা। বাস্তবে তো আগেই দৌড় 😄। যায়হোক, আপনার কবিতা কিন্তু অসাধারন হয়েছে ভাইয়া।

রোজ সকালে জ্যামের মাঝে
আমি খুঁজি তোমাকে,

নিশ্চয় অফিসে আসার পথে বাসে জ্যামে পড়ে এসব কথা মনে করেন 🤭। পেয়েছিলেন নিশ্চয় প্রেয়সীকে।

 2 years ago 

সে যাইহোক, ভালো থাকার চেষ্টায় আমরা সবাই বিদ্রোহী, ভালো থাকার লড়াইয়ে আমরা সবাই সংগ্রামী

কেনো জানি মনে হচ্ছে পুরো পোষ্টের থেকে এই লাইন দুইটি বেশি জোস ছিল,যাকে বলে কড়া শব্দ।সেরা ভাই সেরা।✌️

 2 years ago 

সত্যি কথা একদম।কি দরকার জান দেওয়ার,আপনি বাঁচলে বাপের নাম।😀😀
জ্যামের মাঝেও কি করে যে খুঁজেন!

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59705.02
ETH 2619.44
USDT 1.00
SBD 2.39