আবেগের কবিতা || হৃদয়ে জীবন্ত তার ছায়া || Original Poetry by @Hafizullah

in আমার বাংলা ব্লগlast year

sunset-3156176_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। যদিও আমি এই মুহুর্তে কিছুটা অসুস্থ্যবোধ করছি। সুস্থ্যতা আল্লাহ তা’আলার অনেক বড় নেয়ামত সেটা আমরা তখনই বুঝতে পারি যখন আমরা অসুস্থ্য হয়ে পড়ি। সত্যি আমাদের জীবনটাই এমন যে, আমরা যতক্ষণ কোন কিছু না হারাই ততক্ষণ সেই বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পারি না। কাছে থাকা বিষয়গুলোকে তুচ্ছ করি আর হারিয়ে যাওয়া বিষয়গুলোকে নিয়ে আফসোস করি, এ এক অদ্ভুত সমীকরণ! প্রতিবারই আমরা কিছু হারাই এবং তারপর চিন্তা করি পরবর্তীতে আর এমনটা করবো না, কিন্তু দিন শেষে আমরা ঠিক আগের মতোই থেকে যাই এবং বার বার সেই ভুলগুলো করতে থাকি।

যাইহোক, আমাদের স্বভাবজাত কিছু বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে অন্যতম একটা হলো বার বার ভুল করা এবং তারপর সেটাকে আবার ভুলে যাওয়া। নিজের কাছে থাকা বিষয়গুলোকে তুচ্ছ করা এবং অন্যের নিকট থাকা বিষয়গুলোর প্রতি আসক্তি বাড়া। হয়তো এটা চলমান থাকবে এবং আমরা বার বার সেখানে ভুল করবো। সে যাইহোক, আজকে যেহেতু শরীর ভালো না সেহেতু মনটাও ভালো না, তাই অন্য রকম একটা যন্ত্রণার কবিতা শেয়ার করবো। তবে অবশ্যই ভালোবাসার আবেগ নিয়ে, কারন ভালোবাসার আবেগ ছাড়া আমি আবার কবিতা লিখতে পারি না, হি হি হি। চলুন তাহলে পড়ে দেখি-

man-1394395_1280.jpg

জীবনের বাস্তবতায় পাল্টে যায় সব দৃশ্য
মানুষগুলোর আচরণে হৃদয় থাকে শূণ্য,
সকালটা হয় না আর শুভ, বিকেলটা নির্মল
সন্ধ্যাটা আগের মতো জমে না, রাত কাটে নির্ঘুম।

যন্ত্রণাগুলো এখনো যায় না ছোঁয়া
হৃদয়ের মাঝে এখনো রযেছে তার ছায়া,
কথার পিঠে কথা জমে, হৃদয়ে ফিরে না চঞ্চলতা
স্বপ্নের পিঠে স্বপ্ন আসে, যায় না ভুলা তার মুখখানা।

রাতের আকাশে এখনো হাসে তারা
হৃদয়ে আলোকিত তার মিষ্টি চেহারা,
রাতের পর রাত কাটে, তারাগুলো থাকে অনুসক্ত।
সময়ের সাথে সময় কাটে, হৃদয়টা থাকে নির্লিপ্ত।

ভালোবাসার আবেগ এখনো ছুটে পিছু
অনুভূতির চলঞ্চতা এখনো চায় কিছু
নির্মল সেই স্পন্দন, ফিরবে না আর হৃদয়ে
বিমল সেই ভালোবাসা, হাসবে না আর জীবনে।

সময়ের শেষে অসময় আসে ছায়া হয়ে
ভালোবাসা শেষে যন্ত্রনা আসে অন্ধকার হয়ে
জীবনের স্মৃতিময় দিনগুলো, হারায় না অন্ধকারে
হৃদয়ের আবেগময় আকাংখাগুলো, ডরে না পরাজয়ে।



Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 last year 

একদম ঠিক বলেছেন ভাইয়া ভুল করাটা হলো আমাদের সম্ভাব। আর আমরা বার বার একই ভুল করে যাই। কেন আমরা এমন করি সেটা কিন্তু বলা মুশকিল। তা যাই হোক আজও দেখছি বেশ সুন্দর একটি আবেগের কবিতা আমাদের মাঝে শেয়া করলেন। আপনার আবেগ মাখা কবিতার লাইন গুলো কিন্তু বেশ চমৎকার হয়েছে ভাইয়া। এমন আবেগের কবিতা গুলো পড়লে যেন মন বেশ ভালো হয়ে যায়।

 last year 

প্রথমেই আপনার মন ভালো হওয়ার জন্য দোয়া করছি। ভাইয়া আপনি বরাবরের ভালোবাসার আবেগ নিয়ে কবিতা লিখেন সেটা আমরা সকলেই জানি। কবিতার মধ্যে একদমই ঠিক বলেছেন জীবনের স্মৃতিময় দিনগুলো, হারায় না অন্ধকারে। কবিতার লাইন গুলো হৃদয় ছুঁয়ে যায়। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 last year 

ভুল না করলে শুদ্ধতা আসবে কোথা থেকে। তাইতো ভুল করি।আবার শুদ্ধকে নিয়ে মেতে উঠি।আপনার আজকের কবিতায় ভালোবাসায় মায়ার জীবন্ত ছায়া ফুটে উঠেছে। ভালোবাসায় মানুষটির ছায়া আমৃত্যু মনের মাঝে পরবে।সেই রকম অনুভূতি ফুটে উঠেছে আজকের কবিতায়।খুব ভালো লেগেছে। ধন্যবাদ জানাই আপনাকে।

 last year 

সত্যিই ভাইয়া আপনার কবিতাটি ছিল দুর্দান্ত। আপনার কবিতার শেষ দুই চরনের কথাটি আমার খুবই ভালো লাগলো যে সত্যিই ভালোবাসা শেষে যন্ত্রণা আসে অন্ধকারে কথাটি সত্যিই আবারো আপনার কবিতার মধ্যে খুঁজে পেলাম। আপনার আরও নতুন নতুন কবিতা্য অপেক্ষায় রইলাম আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 last year 

সুস্থতা হচ্ছে আল্লাহর নিয়ামত। যখন আমরা সুস্থ থাকি তখন বুঝিনা সুস্থতা কতটা আল্লাহর নেয়ামত। অসুস্থ হলে বুঝা যায় সুস্থ থাকাটা কত টা জরুরী। মানুষের একটি সহজাত অভ্যাস আছে যে মানুষ ভুল করেও আবার ভুলের দিকে ধাবিত হয়। আপনি খুব সুন্দর একটি বাস্তবতা নিয়ে কবিতা লিখলেন অনেক ভালো লেগেছে পড়ে।

 last year 

একদম ঠিক বলেছেন ভাইয়া।বারবার ভুল করা মানুষের সহজাত স্বভাব। ভুল থেকে শিক্ষা নিয়ে ভুলে গিয়ে আবারও একই ভুল করি আমরা।আপনার আজকের কবিতাটি চমৎকার লেগেছে।সবসময় ভালো লাগে আপনার কবিতাগুলো ।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

প্রথমে আপনার শারীরিক সুস্থতা কামনা করছি। কারণ শরীরও মন দুটো দুটোর পরিপূরক । প্রতিটি ভালবাসায় আবেগ থাকে আর আবেগ ছাড়া কোন ভালোবাসা জমে উঠে না।আপনার প্রতিটি কবিতা আবেগে ভরপুর। যার কারণে আপনার কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে। আজকের কবিতাটিও অসাধারণ ছিল। ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

অনেক সুন্দর একটি কবিতা লিখে আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার কবিতা আবৃত্তি করে আমার অনেক ভালো লেগেছে। আসলে আপনাদের এই সমস্ত কবিতাগুলো আমাদের উৎসব প্রদান করে থাকে নতুন করে কবিতা লেখার প্রতি। তবে মোটামুটি চেষ্টা করি লেখার জন্য আর তার মাঝে আপনাদের কবিতাগুলো আরো উৎসাহ অনুপ্রেরণা জাগায়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65556.02
ETH 2660.30
USDT 1.00
SBD 2.91